নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» চলুন গ্রাম হতে ঘুরে আসি (ক্যানন এ তোলা)

২২ শে জুন, ২০২০ দুপুর ২:৫৪

হাঁসের বাচ্চা, এগুলো ধরলেও শান্তি, তুলতুল নরম আদর


প্রতিদিনই মন খারাপ করা খবর আসে। প্রতিদিনই আতংকে বুক কেঁপে উঠে। প্রতিদিনই ভাবি যদি সব বন্ধ করে দিত আবার কিছুদিনের জন্য। সবাই বাসায় বসে থাকতাম কত ভালো হতো। কিন্তু প্রশাসনও যেন সিদ্ধান্তহীনতায় ভুগছে। রেড গ্রীণ ইয়েলো কোন জোন টোন এর খবর নাই...... যে যেমনে পারে চলতেছে ফিরতেছে, যে যেমনে পারে রোগ ছড়াচ্ছে। সতর্ক একজন হলে অসতর্ক মানুষ ১০ জন। এজন্যই কমে আসতেছে না এই করোনার প্রকোপ। আজ সকালে এসেই শুনি আমাদের অল্প বয়সি কলিগ মারা গেছেন, মনটা খারাপ হয়ে গেলো। আল্লাহ তাঁকে জান্নাত দিন।

মন খারাপের দিনে শহরে যারা বন্দি চলুন গ্রামের বাড়ী ঘুরে আসি, কিছুক্ষণ চোখের শান্তি ঘটুক। বিভিন্ন জায়গার ছবি আছে কোথায় কোন ছবি ক্যাপশনে বলে দেবো। ভালো থাকুন, সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। কষ্ট হোক তবুও সতর্ক থাকুন। আল্লাহ আমাদের এই আযাব হতে মুক্তি দিন। নামাযের প্রার্থনায় এই বিষয়টিই থাকুক সবার। ফি আমানিল্লাহ।

২। ঢাকুয়া (ময়মনসিংহ) গ্রামের ধলাই নদীর তীরে ধানের চারা (শীত সিজনে)


৩। ধলাই নদীর তীরে


৪। এটা আমাদের গ্রাম। আমার বাড়ী , সবুজে সবুজে একাকার


৫। এমন দুষ্টুমি ছোটবেলা কত্ত করেছি sad


৬। কলাগাছের ভেলা, ছোটোবেলার আনন্দ(ধলাই নদীতে


৭। ধান রোপনের দৃশ্য, ঢাকুয়া গ্রামের ছবি


৮। কৃষকের হাসি বড় ভালোবাসি (ঢাকুয়া গ্রাম)


৯। ঢাকুয়অ গ্রামের ধলাই নদীল দৃশ্য শীত সিজনে


১০। এটা ঢাকুয়া গ্রামের ছবি, সন্ধ্যা নামার সময় সূর্য অস্ত যাচ্ছে


১১। এটা আমাদের বাড়ীর পিছনের রাস্তা...... তখন ইট সুরকি বিছানো হয়েছিলো। এখন পিচ ঢালা পথ।
লোকেশন, পীঁরেরগাঁও, চুনারুঘাট, হবিগঞ্জ।


১২্। মাটির চুলায় রান্নার কথা আছে মনে তোমাদের বন্ধু


১৩। ঢাকুয়া গ্রামের নদীতে মাছ ধরার দৃশ্য


১৪। এই যে আমাদের সেই পথ এখন পিচঢালা পথ smile ভালোবাসি আমাদের গ্রাম


১৫। পিচ এবং ইটসুরকিরও আগের রাস্তা তখন শুকনো ধুলোবালির মেঠোপথ ছিলো।


মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২০ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: অনেকদিন গ্রামে যাই না।
গ্রামের ছবি গুলো দেখে ভালো লাগলো।
ছবি গুলো সুন্দর হয়েছে।

২২ শে জুন, ২০২০ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। আমিও প্রায় দেড় বছর হয়ে গেলো যেতে পারিনি। মন বড় খারাপ হয়। আম্মা কত কিছু রেখেছেন গেলে খাওয়াবেন :( কবে যে পৃথিবী শান্ত সুস্থ হবে আল্লাহ জানেন।

ভালো থাকুন

২| ২২ শে জুন, ২০২০ বিকাল ৩:০৪

করুণাধারা বলেছেন: চমৎকার সব ছবি। ৫ নম্বর ছবি দেখে মন বেশি ভালো লাগলো।

২৩ শে জুন, ২০২০ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো ও নিরাপদ থাকুন

৩| ২২ শে জুন, ২০২০ বিকাল ৩:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছবি ব্লগ। সঙ্গের ক্যাপশনগুলো ভালো লাগলো।
পোস্টে লাইক।

শুভেচ্ছা নিয়েন আপু।

২৩ শে জুন, ২০২০ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন অনেক অনেক

৪| ২২ শে জুন, ২০২০ বিকাল ৩:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ কযেকটি ছবি সুন্দর লেগেছে।

২৩ শে জুন, ২০২০ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৫| ২২ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৮

নীল আকাশ বলেছেন: যা দিনকাল এসেছে, ঘর থেকে বের হতেই ভয় লাগে।
গ্রাম গঞ্জে আর সহজে যাওয়া হবে না করোনার ভয়ে।
ছবিগুলি দেখে তাই মন খারাপ হয়ে গেল।
প্রতিটা ছবি খুব সুন্দর এসেছে।

২৩ শে জুন, ২০২০ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছোট বোন বাড়ী গিয়ে ছবি দিচ্ছে ফেসবুকে। দেখে কী যে লোভ লাগতাছে :( ইশ এখনকার আকাশ কী যে সুন্দর মাশাআল্লাহ

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

৬| ২২ শে জুন, ২০২০ বিকাল ৫:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়

২৩ শে জুন, ২০২০ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর একটি গান

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

৭| ২৩ শে জুন, ২০২০ সকাল ১১:২৯

মা.হাসান বলেছেন: মাটির চুলায় রান্না করছি কিন্তু এরকম তিনতালা পাতিলে রান্না করার সুযোগ হয় নাই।

দশ নম্বরটা সূর্য ওঠার ছবি না সূর্য ডোবার ছবি এই বিষয়ে সন্দেহ রয়েই গেল।

যেইটা ধলাই নদী বলেছেন এইটা তো নালার চেয়েও সরু । আপনি নিশ্চিত এটা নদী?

৪ নম্বর ছবিতেতো আকাশটাকে নীল, মেঘ গুলো সাদা , খড় আর বেড়া গুলো মেটে রঙের, দূরে দাঁড়িয়ে থাকা লোকটার লুঙ্গিটা লাল রঙের মনে হল , সবতো সবুজে সবুজ মনে হলো না। আমার ও কি চোখ গাজী সাহেবের মত খারাপ হওয়া শুরু হলো?

৫ নম্বর ছবিতে আপনার হাতে সেলফি স্টিক নাই , ছবিটা কি টাইমার দিয়ে তুললেন? টাইমার দিয়ে গাছে উঠে ছবি তোলা আগে কখনো দেখিনি।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্য পড়ে হাসতে হাসতে শেষ হাহাহাহাহা..। তিন তলা পাতিলেও রান্তা হয় ইচ্ছ থাকলে তবে আমরা দুতলা পাতিলে ভাপা পিঠা আর চই পিঠা (মেরা) বানাই অথবা বিন্নিভাতও রান্না করি পাতিলের উপর পাতিল বসিয়ে, নিচের পাতিলে থাকে পানি আর উপরের পাতিলে পিঠা বা বিন্নি চাল।

সূর্যাস্ত এর ছবিই, শীতের সকালে আরও ঘন কুয়াশা থাকে

অই হলো আর কী উপরেনীল আর নিচে সবুজ খয়েরী সব মিলেমিশে একাকার

আর আমি ছেলে নি কোনো। তবে আমার নামটা ছবি , কিছুদিন আগে অনেকেই বলতো ছবি ভাই..। এ পর্যায়ে আমিও গাছে চড়েছি, এমন কি ডিগ্রি পাশ করেও হাহাহা ছোটখাটো মানুষ কেউ বুঝে না বড় না ছোট আমি

থ্যাংকস এ লট সুন্দর মন্তব্যের জন্য

৮| ২৩ শে জুন, ২০২০ দুপুর ১২:১৬

নিয়াজ সুমন বলেছেন: ১,২,৪,১০ নং
ছবিগুলো বেশ হয়েছে।

আপনার গ্রাম অনেক সুন্দর।
আরো দেখার অপেক্ষায়...

২৪ শে জুন, ২০২০ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন
ইনশাআল্লাহ আগামীতে দেবো

৯| ২৩ শে জুন, ২০২০ দুপুর ১২:২৩

পদ্মপুকুর বলেছেন: আহা হা, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ....

আপনার বাড়ি হবিগঞ্জে, তাহলে ধলাই নদীর তীরে কি করেন?

২৪ শে জুন, ২০২০ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া

ধলাই নদী শ্বশুর বাড়ী। এই দুই গ্রামেই বছরে দুইবার যাই, তখন ছবি উঠাই :)

১০| ২৩ শে জুন, ২০২০ দুপুর ১:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন সব ছবি।

২৪ শে জুন, ২০২০ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১১| ২৩ শে জুন, ২০২০ দুপুর ১:৪৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ১২ নম্বরের সাথে আর-একটু যোগ করি -- আমি মাটির চুলায় মাটির হাঁড়িতে রান্না করা কষা হাঁসের মাংস খেতে পছন্দ করি এবং এখনো গ্রামে গেলে বিশেষত নানী শাশুড়ী খুব শখ করে রান্না করে খাওয়ায়!!

*** আর এই ছবির মতো খাবারটাও পছন্দ করতাম!১২ নম্বরের সাথে আর-একটু যোগ করি -- আমি মাটির চুলায় মাটির হাঁড়িতে রান্না করা কষা হাঁসের মাংস খেতে পছন্দ করি এবং এখনো গ্রামে গেলে বিশেষত নানী শাশুড়ী খুব শখ করে রান্না করে খাওয়ায়!!

*** আর এই ছবির মতো খাবারটাও পছন্দ করতাম!

২৪ শে জুন, ২০২০ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা সেই স্বাদ ..... কতদিন খাওয়া হয় না। এখন গ্রামের বাড়ীতেও গ্যাসের চুলা, ডিস লাইন। সবই শহরের মতন। আমাদের গ্রামটাকে শহরই ধরা যায় এখন। আগের মত এমন চঞ্চলতা নাই কোথাও। সবাই সিরিয়াল দেখায় ব্যস্ত ।(

ধন্যবাদ ভাইয়া

১২| ২৩ শে জুন, ২০২০ দুপুর ১:৪৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: চ্যাপা শুটকির ভর্তা আর খুদ-ভাত ! আহা আর কি সুযোগ হবে!!

২৪ শে জুন, ২০২০ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মনে হয় না। এখন আর আগের দিন নাই। মুখের রুচিও কমে গেছে ।

ধন্যবাদ

১৩| ২৩ শে জুন, ২০২০ দুপুর ২:৩৮

শায়মা বলেছেন: একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়.....:)

২৪ শে জুন, ২০২০ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু যাবে নাকি আমাদের গ্রামে...। আব্বা আম্মা অনেক খুশি হবে চলো একবার ঘুরিয়ে নিয়ে আসি

ধন্যবাদ

১৪| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:২৮

রোকনুজ্জামান খান বলেছেন: সেরা ছবি ব্লগ।এবনং আপনার একটি ছবি ব্যাক গ্রাউন্ড এ স্থান পেল। ভালোলাগা রইল।

২৪ শে জুন, ২০২০ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। কৃতজ্ঞতা
ভালোথাকুন অনেক অনেক

১৫| ২৪ শে জুন, ২০২০ সকাল ১১:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আহা গ্রাম..... মনটা জুড়িয়ে যায়।

২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকো

১৬| ২৫ শে জুন, ২০২০ দুপুর ১২:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: সবগুলি ছবিই সুন্দর। হাসের মাংস আমিও খুব পছন্দ করি।

০১ লা জুলাই, ২০২০ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ । ভালো থাকুন

১৭| ২৬ শে জুন, ২০২০ রাত ৩:০১

জেন রসি বলেছেন: সুন্দর।

১০ নম্বরটা বেশী সুন্দর। :)

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জেন ভাইয়া
ভালো থাকুন

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৭

জাহিদ হাসান বলেছেন:

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.