নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
বয়সীদের কাছে বসলেই নিজেকে অসহায় লাগে খুব!
কী দাপটই না ছিল এককালে,
দাপট সেই কোথায় আজ?
ক্রোর কিংবা অহম হাসি
বাঁকা চোখ চাহনি
ঠোঁটকাটা তিতে কথা
ঘরময় কথার তীব্রতা!
দৃষ্টি যেন মাছির, সর্বত্রই খেয়াল, কে কী করলো
কে কী খেলো, আহা অশীতিপরে এতটাই বেখেয়ালী।
অসহায় চোখের তাকানো দেখলে কলিজা শুকিয়ে যায়,
পরনির্ভরশীল আগাছা আজ!
শরীরের উপর নিয়ন্ত্রণহারা মানুষগুলোর প্রয়োজনীয়তা ফুরিয়েছে,
এবার তবে অপেক্ষা, শেষ খেয়া ধরার আশায় মুহুর্ত গণনা।
ভাবলেই বুকের ভিতরে হাহাকারের ঢেউ উঠে,
তুচ্ছ লাগে সকল আনন্দ, তুচ্ছ লাগে বেঁচে থাকা!
কেটে গেলো আধেক জীবন,
উলটা গুণতি শুরু, চোখ বন্ধ করে পা রাখি অন্য জগতে
অসহায়ত্বের দোরগোড়ায় এই পৌঁছলাম বলে।
আমি কার কে আমার, কেউ নই কারো,
তবুও সম্পর্ক আঁকড়ে ধরে বেঁচে থাকা।
আমি সংসার চাই নে, দাপট চাই নে,
অধিকার চাই নে, কেউ ভালোবাসুক তাও চাই নে,
আমার উপর নির্ভর করুক কেউ সে'ও চাই নে
হে আল্লাহ মুছে দাও মনের অহম, ঈর্ষা, হিংসা;
হে রাব্বুল আলামীন প্রতিশোধ পরায়ণ মন যেন না হয় কভু আমার।
June 10, 2017
গল্পকবিতা ওয়েব সাইট মে/২০২০ সংখ্যায় লিখাটি ২য় হয়েছে। অনেক খুশি তাই পোস্ট দিয়াললাম
[গল্প কবিতায় এই লেখা]
২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমীন
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন সুন্দর থাকুন
২| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:০১
সেলিম আনোয়ার বলেছেন: শেষ টা অনবদ্য। পোস্টে ভালো লাগা।
২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
সুস্থ ও নিরাপদ থাকুন
৩| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:১৯
নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর প্রকাশ , মুগ্ধ হলাম ।
২৫ শে জুন, ২০২০ সকাল ১১:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
৪| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:১৯
পদ্মপুকুর বলেছেন: কবিতা তো নয় যেনো নিজেরই বলা কথা!
বয়স বাড়লে মানুষ যুগপতভাবে মানসিক ও দৈহিকভাবে দুর্বল হতে থাকে। তখন খুব স্বাভাবিকভাবেই সে পরকালমূখী হয়ে যায়। এজন্যই যৌবনের ইবাদতই সবচেয়ে মূল্যবান।
আপনার কবিতা আমারও কথা। সুরা ফাতেহাটা একটা প্রার্থনাই। আপনার এই কবিতাটাও একটা প্রার্থনা। দোয়া করি এই প্রার্থনা কবুল হোক।
আর সুখবরের জন্য অভিনন্দন।
২৫ শে জুন, ২০২০ সকাল ১১:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান .... জীবন কত ছোট দেখতে দেখতেই ক্ষয়ে যায়
আমার শ্বাশুড়ির পাশে বসলেই আমি অন্যরকম হয়ে যেতাম উনি নেই । আল্লাহ উনাকে জান্নাত দিন
আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন
ভালো থাকুন নিরাপদ থাকুন সুন্দর থাকুন
৫| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
পড়ললাম।
২৫ শে জুন, ২০২০ সকাল ১১:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
৬| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৪:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর পবিত্র প্রার্থণা কবুল হোক।
২৫ শে জুন, ২০২০ সকাল ১১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান গোফরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৭| ২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
করোনায় মনের পালাবদল - "মন থেকে মুছে দাও প্রভু অহম ঈর্ষা আর হিংসা............"
২৫ শে জুন, ২০২০ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: করোনা ছাড়াও মনের পালাবদল হয় কারো কারো
ধন্যবাদ শ্রদ্ধেয়
ভালো থাকুন নিরাপদে থাকুন
আল্লাহ ভরসা
৮| ২৫ শে জুন, ২০২০ সকাল ১১:০৬
পারভীন শীলা বলেছেন: সুন্দর লেখনি ।
২৫ শে জুন, ২০২০ দুপুর ১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন
৯| ২৫ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: একজন আদর্শ মানুষের জীবন দর্শন যা হওয়া উচিত তাই আপনার লেখায় ফুটে উঠেছে। আমরা আমাদের জীবনের পরিনাম নিয়ে যৌবনকালে ভাবি না। ধন্যবাদ।
২৫ শে জুন, ২০২০ দুপুর ১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য কৃতজ্ঞতা জানবেন
হ্যা আমরা সময় থাকতে বুঝি না বয়সের আগুনে নিজেকে বড় মনে করি
আল্লাহ আমাদের হেদায়েত দিন
জাজাকাল্লাহ খাইরান ভাালো থাকুন
১০| ২৯ শে জুন, ২০২০ দুপুর ২:১২
জুন বলেছেন: আমাদের মনকে ঈর্ষা মুক্ত করে দাও, অহংকার মুক্ত করে দাও, নির্লোভ করে দাও দয়াময়।
কাজী ফাতেমা এখনো এই দুর্যোগে যখন দেখি বিভিন্ন জায়গায় আমাদেরই নির্বাচিত প্রতিনিধিরা পাহাড় সমান লুটপাটে ব্যাস্ত তখন একটাই প্রশ্ন জাগে মনে "ইয়া আল্লাহ এদের কি মরনেরও ভয় নেই"!! সুন্দর কবিতায় অনেক ভালোলাগা ছবি।
+
২৯ শে জুন, ২০২০ দুপুর ২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু, কী যে বলি, মানুষ এখনো মৃত্যু নিয়ে ভাবে না, ভয় পায় না। কত অন্যায় দেখে যাচ্ছি এখনো ,
আজ আবার বুড়িগঙ্গায় নৌকা ডুবলো, মনটা কষ্টে ভারাক্রান্ত স্বাস্থ্যবিধি নিশ্চয়ই মানেনি
আল্লাহ আমাদের হেদায়েত দিন।
১১| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৩:০৮
মুহা: ইয়াসিন বলেছেন: অসাধারণ লিখেছেন কবি।
শুভ কামনা।
৩০ শে জুন, ২০২০ সকাল ১০:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইয়াসিন ভাইয়া
ভালো থাকুন
১২| ৩০ শে জুন, ২০২০ সকাল ১০:৫০
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
এত মনমুগ্ধকর লেখা আমি খেয়ালই করি নাই ।
আহা মরণকালে পাপ পুণ্যের হিসাব থেকে কেউ বাদ যাবে
না , তারপরেও চতুর্দিকে কেনো এটা অন্যায় ....
১৩| ৩০ শে জুন, ২০২০ রাত ৮:৪৩
মা.হাসান বলেছেন: ওয়েব সাইট মে/২০২০ সংখ্যার এডিটররে পিডাইতে মুঞ্চায়। দ্বিতীয় হইলো কেন? বেডা পার্শিয়াল্টি করছে নিশ্চয়।
১৪| ৩০ শে জুন, ২০২০ রাত ৮:৪৫
মা.হাসান বলেছেন: আপনি হিংসা কইরেন না। একটু কষ্ট কইরা রুবেলরে ফোন দিয়েন। সে বেচারা সমস্যায় আছে। কাজ হইলে এই মন্তব্য মুছে দেয়ার অনুরোধ থাকলো।
০১ লা জুলাই, ২০২০ সকাল ১০:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: রুবেলের সাথে কথা হয়েছে। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০২০ দুপুর ২:৫৯
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: মহান রাব্বুল আলামীন আমাদের সকল ভুল- ত্রুটি ক্ষমা করে দিন। আমীন।