নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

আমার কলিগ বন্ধু সুলতানা যোশিয়া... (স্মৃতিচারণ)

১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৭



২০০১ সালে আমরা চারজন মেয়ে ডাটা এন্ট্রি হিসেবে জয়েন করি বাংলাদেশ ব্যাংকে। আমাদের চোখে কত স্বপ্ন আহা, কত সুখ সময়গুলো একসাথে কাটিয়েছি। কত গেট টুগেদার করেছি। দুপুরে লাঞ্চ করেছি আমরা একসাথে। কত আনন্দ কত হইহুল্লোড় আর ছবি তোলা।

একে একে সবার বিয়ে হলো সংসার হলো, বাচ্চা কাচ্চা নিয়ে যে যার মতন সুন্দর সংসার। এত সুখের মাঝেও কষ্টের ঢেউ আসছে গেছে তার ইয়ত্তা নেই। চারজনের মাঝে দুইজনের ব্যাংকের কর্মকর্তার সাথেই বিয়ে। আমি এবং জেরিন। জেরিনের একটা মেয়ে হয়, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ডিভোর্স হয়ে যায়। সে মেয়ে নিয়ে একা বিয়ে আর করে নি।

যোশিয়া ছিলো বেশী চটপটে, উচ্চাকাঙ্খা অথৈ। যোশিয়া ব্যাংক ক্লাবে কয়েকবার ভোটে দাড়িয়েঁছে। তখন দেখতাম দলবেঁধে ভোটের ক্যাম্পাস করতে। কী আনন্দ নিয়ে থাকতো মেয়েটা।

যোশিয়ার বিয়ে সম্ভবত আগেই হয়েছিলো ব্যবসায়ী স্বামী তার। তার লোনের টাকায় ব্যবসা দিয়া জামাই খুব কামিয়েছে একদিন শুনলাম জামাই পালিয়ে গেছে তার সাথে আর সংসার করা হয়ে উঠলো না। যোশিয়ার এক ছেলে এক মেয়ে, ছেলেটা সেভেন এইটে পড়ে বোধয় আর মেয়েটা ইন্টারে। যোশিয়ার আরেকটা বিয়ে হয় শুনেছি ধনী স্বামী ব্যবসায়ী, সে পক্ষেরও এক ছেলে এক মেয়ে। হয়তো সাংসারিক বনিবনা ছিলো না (আমার মনে হয়) কারণ তার দুই একটা স্ট্যাটাস পড়ে তাই মনে হলো। আর রাশিদার বিয়ে হয় অন্য অফিসের কর্মকর্তার সাথে। তার দুই মেয়ে এক ছেলে নিয়ে এখনো আল্লাহর রহমতে সুখে আছে। আর আমি আলহাদুলিল্লাহ অনেক ভালো আছি দুই ছেলে নিয়ে। এই করোনা কালে হঠাৎ ফেসবুকে পোস্ট দেখি যে আমাদের যোশিয়া অসুস্থ আইসিইউতে। কলিজা চ্যাত করে উঠে। আমার জামাই বললো খবর নাও কারো কাছে ফোন করে। রাশিদার কাছে ফোন করে জানতে পারলাম যোশিয়া ব্রেইনস্ট্রোক করেছেন এখন কোমায় আছে। সেই থেকে আর কিছুই ভালো লাগে না।

সেদিন অফিসেই এসেই শুনলাম যোশিয়া না ফেরার দেশে চলে গেছে। এত কষ্ট এত কষ্ট, এখনো তার মুখ ভুলতে পারি না। এখনো চোখ দিয়ে পানি আসে। কতদিন তার সাথে দেখা হয়নি। কথা হয়নি। যদি জানতাম তাহলে তো খোজ খবর নিতে পারতাম। শেষবারের মতও যোশিয়াকে দেখলাম না। শরীর বড্ড দুর্বল হয়ে গেছে আমার। মাত্র ৪৩ বছর বয়সে যোশিয়া হারিয়ে গেলো আমাদের মাঝ থেকে। যোশিয়া প্রমোশন পেয়েছে মাস কয়েক আগে। আমাকে শুধু জ্বালাতো এই প্রমোশনের সিরিয়ালটা দেখনা দুস্ত। কতজন পিআরএল এ যাবে একটু দেখে আয় না। আমি বলতাম আরে এত চিন্তা করিস না। তোর প্রমোশন হয়ে যাবে ইনশাআল্লাহ। যোশিয়া খুব ভালো গল্প লিখতো। পেন্সিল আর লিখালিখি গ্রুপে পোস্ট করতো। অনেক কমেন্ট লাইক পেত। সুলেখিকা আমাদের আজ আর নেই। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।
(তার সম্পর্কে স্মৃতিচারণ করে রাখলাম এখানে)

যোশিয়াকে নিয়ে কয়েকটি লেখা, স্মৃতির পাতায় রেখে দিলাম=
১।
=ওপা‌রে ভা‌লো থা‌কিস বন্ধু=
ক‌লবিতায় আর কী লিখ‌বো, ক‌বিতার ছন্দ গে‌লো কে‌টে,
ঘু‌রে ফি‌রে স্মৃ‌তির দুয়া‌রে বন্ধুর মু‌খোচ্ছ‌বি,
মন ক্যা নভাসে সুলতানা যো‌শিয়া ফ‌টো হ‌য়ে আছে সেঁটে,
তার স্মৃ‌তি নি‌য়েই লি‌‌খি আ‌‌মি অক‌বিতার ক‌বি।

কেবল তার চিন্তাই ঘুরপাক খায় মন আকা‌শে ঘূ‌র্ণিপা‌কে,
অ‌বেলায় হা‌রি‌য়ে গে‌লো সে, সে চ‌‌লে গে‌লো না ফেরার দে‌শে,
তু‌লে রে‌খে‌ছি আল‌গো‌ছে তার কথা, তার হা‌সি স্মৃ‌তির তা‌কে
কী রংবাহারী জীবন আহা, সব রে‌খে সে গে‌লো স‌ফেদ পিরা‌ন বে‌শে;

কত চাক‌চিক্যাতায় ভরা জীবন, নি‌মে‌ষেই হ‌য়ে গে‌লো নাই,
কত স্বপ্ন চো‌খে নি‌য়ে ঘুর‌তো শহর, অ‌ফিস পাড়ায়,
সব ‌মোহ সব রঙবাহারী দিন পু‌ড়ে হ‌লো ছাই,
সব স্বপ্ন ধু‌লিসাৎ ক‌রে দি‌তে কখন যে ঘোর অমা‌নিশা সম্মু‌খে দাঁড়ায়,
কে জা‌নে,
ছু‌টে চ‌লে‌ছি আমরা কোন সে মোহ টা‌নে।

কত চেনা মানু‌ষের ভি‌ড়ে, অ‌চেনা হ‌য়ে গে‌লি বন্ধু তুই,
ক‌বিতায় তুই থাক্ শু‌য়ে আজ, থাক স্মৃ‌তির পাতায় পাতায়
শব্দে শ‌ব্দে তুই থাক্, ছ‌ন্দে ছ‌ন্দে তুই থাক্, তুই ফু‌টিস
প্রতি ‌মৌসু‌মে হ‌য়ে বেলী বকুল জুই;
তো‌কে রে‌খে দিলাম বন্ধু, আমার ছেড়া ক‌বিতার খাতায়।

‌কেউ আগে কেউ প‌রে, এক‌দিন সে চ‌লে যে‌তেই হ‌বে,
অ‌‌পেক্ষায় থা‌কিস, সময় ফু‌রো‌লে চ‌লে আস‌বো এক‌দিন,
সবাইকে ‌যে যে‌তে হ‌বে, কেউ জা‌নি না তা কখন ক‌বে!
তবুও তোর কথা হলে স্মরণ বু‌কে ব্য থারা বাজে রিন‌রিন।

আমা‌দের সুলাতানা যো‌শিয়া, তো‌কে ভোলা সহজ হ‌বে না রে,
দোয়া কর‌বো তোর জন্যে, যেন থা‌কিস তুই ভা‌লো,
তুই আ‌‌সিস বন্ধু স্মৃ‌তির দুয়া‌রে বা‌রেবা‌রে,
তোর কব‌রে আল্লাহ যেন ছ‌ড়ি‌য়ে দেন তাঁর নূ‌রের আলো।

২।
=আমাদের বন্ধু হারিয়ে গেলো=
চিৎকার ক‌রে কাদ‌তে গি‌য়েও ব‌সে থা‌কি চুপ, বু‌কের ভেতর অজস্র কান্না,
চো‌খের কোণ বে‌য়ে দু'এক ফোঁটা অশ্রু ধারা,
তুই সুলতানা যোশিয়া, বন্ধু ক‌লিগ আমা‌দের, আমা‌দের তুই হী‌রে পান্না,
শুধু স্মৃ‌তি হ‌য়ে গে‌লি, হ‌য়ে গে‌লি আসমা‌নের তারা!

কত উচ্ছ্বল মে‌য়ে, কত স্বপ্ন চো‌খে নি‌য়ে হেঁটে‌ছি‌লিস সম্মু‌খ প‌থে,
হা‌সির বন্যােয় ভা‌সি‌যে দি‌‌তিস আড্ডা, গল্প‌বেলা,
ও যু‌শিয়া আমা‌দের না জা‌নি‌য়ে উঠের গে‌লি যে, বেলা‌শে‌ষের র‌থে!
চ‌লে গে‌লি চিরত‌রে একলাই ভা‌সা‌লি জীবন ভেলা।

কত হা‌সি ঠাট্টা কত গল্প আমা‌দের মা‌ঝে, আমরা চার‌টি মে‌‌‌য়ে
একই স‌ঙ্গে পা রে‌খে‌ছিলাম স্বপ্ন সোপা‌নে,
চা‌য়ের আড্ডা, কখ‌নো সবাই মি‌লে গেট টু‌গেদা‌রে,
কত আনন্দ কত সু‌খে উঠেআ‌ছিলাম গে‌য়ে,
হায়! ভে‌সে গে‌লি একিা সুনামী, কোন্ সে তুফা‌নে!

সুলতানা যোশিয়া, গল্পকার বন্ধু আমা‌দের, মানবতা‌বোধ অ‌থৈ তোর
কখ‌নো নে‌ত্রি সে‌জে গি‌য়েছি‌লিস ভো‌টে দাঁড়ি‌য়ে,
বন্ধু‌র আড্ডায় মধ্যেম‌ণি তুই, তুই পা‌শে থাকা মা‌নে কাট‌তো না আড্ডার ঘোর,
অ‌বেলায় কোথায় গে‌লি রে হা‌রি‌য়ে!

ফো‌নের তা‌রে টুঙটাঙ সুর তু‌লে কথা বল‌তিস.....
প্রমোশনটা ক‌বে তোর, বল‌তিস শুধু আরে‌ দেখ্ না সি‌রিয়াল কত;
অন্যে র উপকা‌‌রেও তো তুই একাই পথ চল‌তিস,
কত সাহসী ছি‌লিস তুই, জা‌নি আমরা সবাই...
তুই চ‌লে গে‌লি রে যোশিয়া, হৃদ‌য়ে বাড়া‌লি কষ্ট ক্ষত।

দু‌টো সন্তান তোর, পায়‌নি বাবার আহ্লাদ আদর,
‌ভে‌সে গে‌লো, হা‌রি‌য়ে গে‌লো অকা‌লে এবার মা‌য়ের মমতা,
কে বিছা‌বে ও‌দের জন্যহ আর মমতার চাদর;
বাচা দু‌টো হারা‌লো মা ডাকার ক্ষমতা।

আমা‌দের ক‌লিগ বন্ধু সুলতানা যোশিয়া, হ‌য়ে গে‌লি আসমানের তারা,
একবারও জা‌নি‌য়ে গে‌লি না রে বড্ড কষ্ট বু‌কে,
যাওয়ার ‌কি ছি‌লো এতই তাড়া!
সবই পা‌রে মানুষ, কেবল মৃত্যুেটা‌রে পা‌রে না রাখ‌তে রু‌খে।
দোয়া ক‌রি মহান রব যেন দেন তো‌কে জান্নাত,
ভুল ভ্রা‌ন্তি পাপ মার্জনা করো ওর প্রভু
তোমার তরে আজ এই ‌মোনাজাত।


৩।
=অশ্রুগু‌লো পাঁপ‌ড়ি‌তে আ‌ছে ঝু‌লে=
বন্ধু তুই নেই আর এখা‌নে, তোর জন্যত অশ্রু বিন্দু ঝু‌লে আছে পাতায় পাতায়
‌বিষণ্ণ আকা‌শে তাকা‌লেই হাহাকার বু‌কের ভিতর,
আমা‌দের ছে‌ড়ে চ‌লে গে‌লি চিরত‌রে, মান‌তে যে কষ্ট হয় বড়,
ঘু‌রে ফি‌রে আকাশ আয়নায় তোর ছ‌বিটাই যে দেখি।

বন্ধু অবেণলায় ভাসা‌লি জীবন ভেলা, বৈঠা ছেড়ে দি‌লি সহসা
অথৈধ সমুদ্দু‌রে তুই সাঁত‌রে পা‌চ্ছিস না কূল, তুই কী ত‌লি‌য়ে যা‌চ্ছিস
শু‌য়ে আছিলস বু‌ঝি একলা মা‌টির বিছানায়!
‌কেউ নেই স‌ ঙ্গে তোর, শুধু আমলনামা প‌ড়ে আছেি তোর পা‌শে।

কত গল্প তো এখ‌নো র‌য়ে গে‌লো বা‌কি, ‌তো‌কে শুনা‌বো ব‌লে অপেতক্ষায়,
কত‌দিন হ‌লো না দেখা, কত‌দিন হ‌লো না কথা,
ভা‌বি‌নি তুই ফা‌ঁকি দি‌বি, চ‌লে যা‌বি দু‌নিয়া ছে‌ড়ে,
ম‌নের আকাশ জু‌ড়ে কা‌লো ‌মে‌ঘের ঘনঘটা,
বু‌কে ক‌ষ্টের বজ্র নিনাদ শুন‌তে যে কেউ পায় না।

‌যো‌শিয়া, এত অভিামা‌নি হ‌লি কেমন ক‌রে, তোর চেহারা চো‌খের আয়নায়
হা‌সিখু‌শি মুখ, কত কথার খৈ ফুটা‌তি
আজ যে তুই নিরব, শেষবারও দেখ‌তে পা‌রি‌নি তোর মুখশ্রী,
দুর্বল মন, জরায় আচ্ছন্ন দেহ আমার, তো‌কে শেষ দেখার হয়‌নি সাহস ।

এক‌টি গোলাপ দেখ্ না তোর শো‌কে মুহ্য‌মান,
পাপ‌ড়ি‌তে ঝু‌‌লে আছে বেদনার জল,
ঠিক আমারও ম‌নের তা‌রে তা‌রে ঝু‌লে আছেম গোপন অশ্রু তোর জন্যে,
দীর্ঘশ্বা‌সের উঠানামা ক্রমশঃ,
বন্ধু তুই যাবার আগে একবারও ব‌লে যাস‌নি, অভি‌মা‌নি এতটাই!

কিছুই ভা‌লো লা‌গে না রে বন্ধু, তোর কথা শুধু আসেভ স্মর‌‌ণে,
অফিু‌সে যাওয়ার সাহস যে ফেলে‌ছি হা‌রি‌য়ে,
আর কোন‌দিন হ‌বে না শোনা তোর কণ্ঠ,
আর কোন‌দিন ভোট চাইতেশ দল‌বেঁধে আস‌বি না তুই এখা‌নে,
আর কোন‌দিন একস‌ভঙ্গে ব‌সে খাওয়া হ‌বে না চা ক‌ফি,
আর হ‌বে না আমা‌দের গেট টু‌গেদার;

চাইছি এ‌বেলা অঝোর বৃ‌ষ্টি ঝরুক মন আকাশ ফুঁটো ক‌রে,
কষ্টটা কম হ‌য়ে গে‌লে কী এমন ক্ষ‌তি, অথচ কষ্টটা বু‌কে ব‌সি‌য়ে‌ছে ঘা,
মন আকা‌শে ঘোর অমা‌নিশা, কা‌লো মে‌ঘের ঝাঁক,
বন্ধু তো‌কে কখ‌নো ভুল‌বো না, সুলতানা যো‌শিয়া যেখা‌নেই আ‌‌ছিস,
মহান আল্লাহ যেনে রা‌খেন তো‌কে অথৈৃ ভা‌লো।



৪।
=আকা‌শও কাঁদ‌ছে দেখ বন্ধু=
মন আকা‌শে কা‌‌লো মে‌ঘের ঘনঘটা, ‌চোখ জু‌ড়ে শো‌কের উত্তাপ
আকাশ আয়নায় কোন সে দু:খ ছ‌বি আছে ঝু‌লে,
বা‌ড়ে বা‌ড়ে বা‌ড়ে ....... ম‌নে কষ্ট সন্তাপ,
ক'‌ফোটা জল রে‌খে‌ছি আজ চো‌খে তু‌লে।

কত কাব্য‌ কত ছন্দ র‌য়ে গে‌লো বাকী, বন্ধু তুই চ‌লে গে‌লি,
আকাশ কাঁদ‌ছে দেখ্ না চে‌য়ে,
বন্ধু তুই অ‌‌গোচ‌রে হারা‌লি, উ‌ড়ে গে‌লি ডানা মে‌লি;
যা‌চ্ছি রে দুস্ত শো‌কের জ‌লে নে‌য়ে;

তুই কী জা‌নিস কত কষ্ট বু‌কের নদী‌তে উথাল পাথাল ভা‌‌ঙ্গে ঢেউ,
তুই কী জা‌নিস কত কথা র‌য়ে গে‌লো বাকী তোর স‌পঙ্গে,
কখন যে দি‌য়ে গে‌লি ফা‌ঁকি আখিআ মে‌লে দেখ‌লো না কেউ,
সাদা মেঘ কাপ‌ড়ে আবৃত হ‌লি, আতর ‌লোভান সারা অ‌ঙ্গে।

আকা‌শে নি‌লি ঠাই, তারা হ‌য়ে গে‌লি, দেখ্ না কা‌লো মে‌ঘের পাহাড়;
পাহা‌ড়ের ওপা‌রে কী তুই আছিকস শু‌য়ে,
তো‌কে কী ক‌রে ভু‌লি, অবোলায় গে‌লি ছে‌ড়ে আমা‌দের
জীব‌নের কা‌ছে মে‌নে নি‌লি হার;
কত স্বপ্ন ছি‌লো বন্ধু, চোখ জ‌মি‌নে রে‌খে‌ছি‌লিস রু‌য়ে।

ঘনকা‌লো মে‌ঘের আচ্ছাদ‌নে সূর্যটা আছে লু‌কি‌য়ে,
মেঘলা দি‌নের বু‌কে মন বড় উচাটন আজ,
তোর লা‌গি বু‌কের বা‌মে কষ্ট, লুকা‌নো কান্না
সহসা বুক ব্য‌থায় যায় ধুকপু‌কি‌য়ে;
মন ভা‌লো নেই বন্ধু, কর‌তে ইচ্ছে নেই সাংসা‌রিক কো‌নো কাজ।

ভা‌লো থা‌কিস, যেখা‌নে আছিংস, মহান প্রভু যেন দেন শা‌ন্তি,
আমরা সবাই ওপা‌রের যাত্রী, দে‌খিস এক‌দিন চ‌লে আস‌বো,
করুণাময় যেন মার্জনা ক‌রে দেন ‌তোর ‌মোহ ভুল ভান্তি,
স্মর‌ণে থাক‌বি তুই, স্মৃ‌তিঘ‌রে থাক‌বি তুই,
তোর কথা স্মর‌ণে সু‌খ অথবা দু:খ জ‌লে অনন্তকাল ভাস‌বো।

মন্তব্য ৬২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৬

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রয়াত বন্ধুর রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল 'আ-লামীন ওনাকে ক্ষমা করে দিন, জান্নাত নসীব করুন এবং ওনার শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণকে এই বিপদের সময়ে সুরক্ষা করুন, তাদের সহায় থাকুন!

১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন, জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

আল্লাহ ওর সন্তানদেরকে শোক সইবার ক্ষমতা দিন।

২| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সমবেদনা জানাচ্ছি। সবার কপালে সুখ সয়না।

১৬ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই । আল্লাহ ওকে জান্নাতবাসী করুন

ধন্যবাদ ভাইয়া

৩| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৭

শাহ আজিজ বলেছেন: প্রার্থনা অজানা সুলতানা যোশিয়ার জন্য

১৬ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

৪| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার বান্ধবীর রুহের মাগফেরাত কামনা করছি। আপনি অনেক গুলি কবিতা লিখেছেন তার জন্য যা তার প্রতি আপনার ভালবাসা প্রকাশ করে।

১৬ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। আল্লাহ ওকে জান্নাত দিন এই প্রার্থনা

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

৫| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: টুকরো টুকরো জীবনের সাতকাহনে স্বপ্ন ভঙ্গ আর বেদনাই যেন বেশি জায়গা নিয়ে নেয়!
জীবনটা এমন কেন?

আপনার বান্ধবীর বিদেহী আত্মার জন্য শুভকামনা,
পরপারে ভাল থাকুন সূখে থাকুন এই প্রার্থনা।

১৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভৃগু দা চিন্তাতেই আসে না যে যোশিয়া এই দুনিয়ায় নেই, কেমন কষ্টের ঘোরে আছি। জীবন এমনই। স্বার্থপর মানুষগুলোর ভিড়ে মানুষের স্বপ্নগুলো ভেঙ্গে যায় সহসা যা টেনে তুলে যায় না।

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৬| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: মহান আল্লাহ উনাকে জান্নাত বাসি করুণ আমিন-------------

১৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান

৭| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: যোশিয়াসহ আপনি ভালো থাকুন। সুস্থ থাকুন এই কামনা করি।
সহকর্মী নিয়ে এরকম আমি বলতে পারি না। আমার সহকর্মীরা ছিলেন অমানূষ।

১৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: যোশিয়া বেঁচে নেই

আল্লাহর রহমতে আমাদের সহকর্মীরা অনেক ভালো পেয়েছি

ভালো থাকুন

৮| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: মহান রাব্বুল আলামীন উনাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন, আমিন।

১৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আামিন
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

৯| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫২

সপ্তম৮৪ বলেছেন: স্মৃতি সুখের হোক দুঃখের হোক বর্তমান সময়ের জন্য তা বেদনার

১৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ওকে জান্নাত দিন শুধু এইটুকু প্রার্থনা

ধন্যবাদ আপনাকে

১০| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:০১

তারেক ফাহিম বলেছেন: আপনার প্রয়াত বন্ধুর রুহের মাগফিরাত কামনা করছি।
স্বজনদের ধৈর্য্যধারন করার তৌফিক দিক আল্লাহ।

১৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

১১| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৩

ভুয়া মফিজ বলেছেন: বন্ধুর অকাল প্রয়ানে আপনি দুঃখিত, ব্যথিত। এই সময়ে উনার সাথের সময়কালীন সুখ-স্মৃতিগুলো স্মরণ করেন, ভালো লাগবে। আর উনার জন্য দোয়া করেন। আল্লাহ উনার গুনাহ মাফ করে উনাকে বেহেশতে নসীব করুন.....এটাই প্রার্থনা।

১৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুখের স্মৃতিগুলো মনে করলে আরও কষ্ট লাগছে । কারণ অনেক দিন খোজ খবর নেই নাই কেউ কারো। কেন এমন হলো, কেন কথা বলি নাই এজন্য বড় আক্ষেপ হয়। সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

১২| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২১

ডি মুন বলেছেন:
উনি ভালো থাকুন না ফেরার দেশে।
এটাই প্রার্থনা।

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ওকে জান্নাত দিন এটুকু প্রার্থনা

ভালো থাকুন
জাজাকাল্লাহ খাইরান

১৩| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ওপারে আপনার বন্ধু ভাল থাকুন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন

জাজাকিল্লাহ খাইরান আপি

১৪| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনার মনোকষ্ট কমে আসুক, এই কামনা রলো।
সুলতানার ২ ঘরের ছেলেমেয়েরা এখন কার সাথে?

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ গাজী ভাই

বাচ্চারা হয়তো নানীর কাছে আছে, এখনো খবর নিতে পারিনি।

১৫| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৯

করুণাধারা বলেছেন: মে কোন মৃত্যুই দুঃখজনক, আপনার বন্ধুর সন্তানদের জন্য দুঃখবোধ করছি। দোয়া করি আল্লাহ তাদের জন্য সবকিছু সহজ করে দিন, আর আপনার বন্ধুকে বেহেশত নসিব করুন।

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওর বাচ্চাদের জন্য খুবই কষ্ট লাগে, না পেলো বাবার আদর, এখন মা নেই। হয়তো নানানানীর কাছেই থাকবে।

আমিন

জাজাকিল্লাহ খাইরান আপি

১৬| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মহান আল্লাহ সুবহানাতায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন।

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৭| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




পরম করুণাময় আল্লাহপাক আপনার বান্ধবী যোশিয়া আপার বেহেস্ত নসীব দান করুন।
প্রিয় বোন ছবি আপা, যোশিয়া আপার ছেলেমেয়ের যথা সম্ভব খোঁজ খবর যদি নিতে পারেন তাহলে যোশিয়া আপার আত্মা শান্তি পাবেন। এছাড়া আপনি যোশিয়া আপার জন্য দোয়া করতে পারেন - আর কিছুই করার নেই কারণ তিনি এখন সব কিছুর উর্দ্ধে।

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই । চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়া করি তার জন্য আল্লাহ তাকে বেহেশত নসীব করুন

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাক

১৮| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্রয়াত বন্ধুর আত্নার মাগফিরাত কামনা করি। আপনা প্রতি সমবেদনা । ভাল থাকুন ।

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

ভালো থাকুন আপনিও

১৯| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




এসবই হলো আমাদের এক একটা জীবনের গল্প।
কাছের বন্ধুর মৃত্যুতে আপনার বিমর্ষ অনুভূতি বুঝতে পারছি। সহমর্মিতা রইলো ।

সুলতানা যোশিয়া চির শান্তিতে থাকুন ।

কবিতা খুব সুন্দর হয়েছে।

১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া আমাদের জীবনের গল্প। জাজাকাল্লাহখাইরান ভালো থাকু।
আমিন

২০| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:২২

জুন বলেছেন: আপনার প্রিয় বান্ধবী সুলতানা যোশিয়া বেহেশতবাসী হোন এই দোয়া রইলো ।
আমার খুব প্রিয় স্কুল ফ্রেন্ড ক্যান্সার আক্রান্ত হয়ে ছয় মাসের মাঝে চলে গেল ।
ওর মৃত্যু আমাকে ভীষনভাবে খালি করে দিয়ে গিয়েছিল।
ভালো থাকুন কাজী ফাতেমা ছবি । কবিতাগুলো মন ছুয়ে গেল ।
+

১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন, জীবন এমনই বুঝ
জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন
ফি আমানিল্লাহ

২১| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কষ্টের স্মৃতিচারণ!!
আপনার বন্ধুর আত্মার
শান্তি কামনা করছি আপু।
বন্ধুকে উৎসর্গ করা কবিতার
জন্য আপনাকে ধন্যবাদ।

১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমন

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

ফি আমানিল্লাহ

২২| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:১৩

সাহাদাত উদরাজী বলেছেন: পাশাপাশি থেকে এমনি হারিয়ে যাওয়া মেনে নেয়া যায় না, আমার এক বন্ধু মারা গেল আজ প্রায় ৪০ দিন, এখনো ভুলতেই পারি না।

১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ভাইজান, বারবার মনে হয় তাকে। আল্লাহ জান্নাতদিন

জাজাকাল্লাহখাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

২৩| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার মনের ভয়ঙ্কর অবস্থার পরিচয় পেলাম।ওনার মাগফিরাত কামনা করি। আজ আমারও খুব কাছের এক মাস্টার মহাশয় চলে গেছেন।মাত্র চুয়াল্লিশ বছর বয়সে।রাস্তাঘাটে বাজারে দেখা হলে দাড়িয়ে কত কথা হতো।
মৃত্যুটা যেন একদম ঘাড়ের উপর চলে এসেছে। এত বিষণ্ণতা আগে কখনও হয়নি।

১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছু মানুষ অসময়ে চলেযায় খুব কষ্ট লাগে, ভুলা যায় ন।আল্কাহ আমাদের হেফাজত করুন। জাজাকাল্লাহখাইরানভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

২৪| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সমবেদনা জানাচ্ছি।

১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

২৫| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৫

মা.হাসান বলেছেন: আল্লাহর কাছে প্রার্থনা করি উনি আপনার বন্ধুর গোনাহ মাফ করুন।
উনি পৃথিবীর কষ্টের ঊর্ধে চলে গেছেন। আশা করি ওনার পরের জীবন আনন্দ ময় হবে।
ওনার ছেলেমেয়েরা মাতৃহারা হলো। খুব দুঃখ জনক। এই কষ্ট কখনো পুরণ হওয়া সম্ভব না। ওনাদের জন্য সমবেদনা।

১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। আল্লাহ তাকে জান্নাত দি। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

২৬| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মরহুমার জান্নাতবাস কামনা করছি ।

১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

২৭| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১:৩৬

ঢুকিচেপা বলেছেন: লেখা পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল।
মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি।

১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভুলতেই পারি না তাকে, আল্লাহ জান্নাত দি। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

২৮| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৭

আহমেদ রুহুল আমিন বলেছেন: অব্যক্ত কষ্টটা হল- এতদিন তাঁর কেন কোন খোঁজ-খবর নেওয়া হয় নাই ! যখন দেখলেন- আর জীবনের তরে তাঁর সাথে দেখা হবেনা বা কথা হবেনা !! বাচ্চা দু’টোর জন্য আরো মন খারাপ হবে এই ভেবে যে, আগে তারা শুধুই মায়ের আশ্রয়ে বা স্নেহ-মমতা নিয়ে থাকতো । এখন’তো আর সেই জায়গাটিতে কেউ রইলনা । মনখারাপের হাজারো কারণ নিয়ে জীবনের পথচলা যেটার সমাধান সৃষ্টিকর্তার হাতে । আপনার বন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনা করছি । প্রিয় বন্ধুকে নিয়ে লেখা কবিতাগুলো ভারাক্রান্ত মনে খুব ভালো লাগলো ।

১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব খাটি কথা বলেছেন ভাইয়া। কে জানতো এমন হুট করে সে চলে যাবে!
আল্লাহ তাকে জান্নাতদিন

২৯| ১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৩

ডঃ এম এ আলী বলেছেন:



একটি জীবনের করুন কাহিনী ।
আপনার বন্ধুর বিদেহী আত্মার জন্য রইল শুভ কামনা ।
সুলতানা যোশিয়াকে নিয়ে কবিতা পাঠে তাঁর স্মৃতি নিয়ে
আমরাও হৃদয়ে আঁকি কবিতার ছবি ।
শুভেচ্ছা রইল

১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া করুণ কাহিনি সহজে ভুলা যাবে না। আল্লাহ তাকেজান্নাতদিন

জাজাকাল্লাহখাইরানভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

৩০| ১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৮

শায়মা বলেছেন: উনি ভালো থাকুক না ফেরার দেশে। মন খারাপ হলো ভীষন লেখাটা পড়ে।

১৯ শে জুলাই, ২০২০ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভুলতে পারছি না আপি। আল্লাহ তাকে জান্নাত দিন

ধন্যবাদ

৩১| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:০২

আমি তুমি আমরা বলেছেন: আল্লাহ আপনার বন্ধুকে জান্নাত নসীব করুক। সাথে আপনাকেও এই দুঃখ কাটিয়ে ওঠার তওফীক দান করুক।

১৯ শে জুলাই, ২০২০ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন, জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.