নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» বৃষ্টির দিনের ছবি (ভেজা ফুল লতা পাতা) মোবাইলগ্রাফী-৪১

২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫২

১। তুমি আমায় নীল ব্যথা দাও আমি তোমাকে একটি অপরাজিতা দেবো আজ তুলে, যেয়ো মনে যত দ্বিধাদ্বন্দ্ব ভুলে। নীলে নীল কেটে যাবে, স্নিগ্ধ প্রহর হোক আজ তোমার।



এই কয়দিন খুব বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে বৃষ্টির পরে ছাদে চলে যাই। আকাশটা যেদিন সুন্দর সেদিনও ছাদে যাই কেবল ছবি তোলার জন্য। আমার কলিগ আপা আমাদের বিল্ডিংয়েই ফ্লাট কিনে স্থায়ীভাবে আছেন। তিনি ছাদে বিভিন্ন ফুলগাছ লাগিয়েছেন । উফ কী যে ভালো লাগে, দুলাভাই এগুলোর যত্ন করেন আর দুলাভাইই এসব গাছ লাগান। আপার নাম কইলাম আরকি হাহা। বৃষ্টির পরের দৃশ্যগুলো আসলেই সুন্দর। কী স্বচ্ছ সব। কী সুন্দর সব কিছু। খুব ভালো লাগে আকাশটাও সুন্দর। সবই আল্লাহ তাআলার রহমত নেয়ামত। কৃতজ্ঞতা তার প্রতি তিনি সুন্দর দেখার দৃষ্টি দিয়েছেন। ছবিগুলো মোবাইল ক্যামেরায় তোলা। স্যামসাং এস নাই প্লাস।

২। হিমু হতে চাইলে না যে? একদিন তুমি হিমু হও আমি হবো রূপা, খোপায় তুলে দিয়ো একটি টকটকে হলুদ গোলাপ। দ্বাদশীর রাতে সুনসান পথে হেঁটে আসবো........যদি তুমি রাখো বায়না।



৩। একটি মুক্তোর দানা একে দিলোম মনের পাতায়, তুমি সবুজ হও, স্নিগ্ধ হও...... আমি হবো অবুঝ পাখি


৪। তুমি ফুল হও আমি হই বিষ্টির বিন্দু, স্নিগ্ধতার আবেশে ভালোবাসা হবে এক সিন্ধু।


৫। নীল শাড়ী নীল চুড়ি সাথে নীল অপরাজিতা অথবা, অজানা কিছু নীল ফুল দিয়ো খোপায় গেঁথে, বড় ইচ্ছে হয় বারবার এমন ক্ষণ পেতে।



৬। কণ্ঠক হও কাঁটা হয়ো না, তিতে কথা বলতে উন্মুখ রয়ো না।



৭। ভেজা পাতায় বৃষ্টির ফোঁটা, এবেলা হোক মুগ্ধতা লোটা।


৮। আমি যেন চুপসে যাওয়া গোলাপ, কান্না ঝুলে থাকে চোখের পাপড়িতে, ঝরে যাবো অবেলায় সে কী চাও, তবে মিষ্টি কথা ছুঁড়ে দাও, একটু ভালোবাসা দাও ।



৯। ছুঁয়ো না ফুল, করো না ভুল, ছুঁয়ে দিলেই স্নিগ্ধতা হারাবে ফুল...... দেখো সে খাচ্ছে হাওয়াতে দোল।



১০। ভেজা গোলাপের পাপড়িতে ছুঁয়ে আছে বৃষ্টির স্নিগ্ধতা, দেখো মর্ত্যের ভালোবাসায় সে আছে নুয়ে, দিয়ো না ছুঁয়ে



১১। কথার কাঁটায় আর নয় জর্জরিত, চলো সহনশীল হই, কাঁটা থাকুক তবুও আমরা কণ্ঠক ফুল হয়ে ফুটবো প্রেমের বৃক্ষে।



১২। ঘাস ভেবে ভুল করো না, এ যে স্যুপের উপকরণ, কী ঘ্রাণ একটু ধরে দেখো আহা.......



১৩। রঙ গোলাপী জাবা ফুলে, বৃষ্টি আছে ছুঁয়ে
মহান আল্লাহ দিলেন কত রহমত সেথায় রুয়ে।



১৪। সাদা বেলীর ঘ্রাণ মাখানো একটি বেলা হোক তোমার আমার, যদি তুমি আলসেমী ভেঙ্গে চলে এসো খোলা ছাদে।



১৫। মন জুড়িয়ে যাওয়া প্রহর, একাই থাকি না হয়। অনুভুবে সৃষ্টিকর্তার কৃতজ্ঞতায় নুয়ে পড়ি, কত সুন্দর করে গড়েছেন এই পৃথিবী তরু লতা ফুল, শোকর গুজার হাজার তাঁর প্রতি।



১৬। আমরা যেন হলুদ গোলাপ, ফুটে আছি ডালে, হাওয়া এনে নাচি আমরা প্রেমের তালে তালে।



১৭। পাতায় পাতায় সুখ বিন্দু, ছুঁয়ে দিলেই শান্তি, উড়ে চলে যায় দেহমনের ক্লান্তি



১৮। আমি পাতার ফাঁকে আকাশ দেখতে চেয়েছিলাম, তাকিয়ে দেখি অপার মুগ্ধতা ঝুলে আছে পাতায় পাতায়



১৯। নয়নতারার রঙে মাখামাখি হোক মনের বাড়ী, সুখ ছুয়ে থাকুক তোমায় আমায়



২০। ফুলের ঘ্রাণ নেই তবুও কত স্নিগ্ধতা ছড়িয়ে আছে, আমার ভালো লাগার প্রহর। হয়েছি আজ খঞ্জন, উড়ে যাবো ডানা মেলে
পাবে না এবেলা আর খুজে।



মন্তব্য ৫২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৬

নিয়াজ সুমন বলেছেন: এমন ঘোরলাগা প্রকৃতি দেখে যে অফিসে মন বসে না...

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই, বের হওয়াই হয় না বৃষ্টির পর, কি স্নিগ্ধ থাকে পরিবেশ
ধন্যবাদ ভাইয়া

২| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপু আপনার বিল্ডিং এর ছা;দ বাগানটা অসাধারণ।
বর্ণিল ফুলে ফুলে ছেয়ে আছে সমস্ত ছাদ!!
অসাধারণ !! চোখ ফেরানো দায়!!
আপনার ছবি তোলার কারুকার্যতাও
এর অন্যতম কারণ।

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই, ছাদে গেলেই ভালো লাগে

ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৩| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: শিশির বিন্দুগুলো কিছু কচ্ছে ছবি আপু
অনেক ভাল থাকবেন------------

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা ভাইয়া কবিতার ছন্দ কইতাছে :)

ধন্যবাদ

৪| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:১২

কবিতা পড়ার প্রহর বলেছেন: বাহ বড় সুন্দর

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কবিতা
ভালো থাকুন

৫| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৩

নেওয়াজ আলি বলেছেন: অনন্যসাধারণ

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

৬| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৬

এস এম মামুন অর রশীদ বলেছেন: সুন্দর। নীল অপরাজিতা আমার খুব প্রিয়।

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া

নীল লাল সাদা ফুল আমারও পছন্দ

৭| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ৭ নাম্বার সবচেয়ে সুন্দর হয়েছে।
৮ নাম্বারের একটা ডাল পেলে খুব ভালো হতো।
একটা চারা করেছিলাম, টেকে নি।

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

ছাদের বাগান আমার না নইলে ডাল নেয়ার জন্য নেমন্তন্ন জানাতাম

৮| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর।

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন

৯| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩২

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: অনেক সুন্দর প্রতিটি ছবি আর আপনার লেখা চরণগুলো। :)

২৩ শে জুলাই, ২০২০ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্ন আপু
ভালোবাসার রইলো
ভালো থাকুন সুস্থ ও নিরাপদে থাকুন

১০| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪২

মা.হাসান বলেছেন: যেমন কবিতা তেমন ফটো, এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ।
কিন্তু কবিতা গুলো বড্ড ছোট হয়ে গেলো যে!!

সাদা বেলীর ঘ্রাণ মাখানো একটি বেলা হোক তোমার আমার
যদি তুমি আলসেমি ভেঙে চলে এসো খোলা ছাদে।


কারো মোবাইল ধার নিয়া , আট তালার ছাদে যাইয়া দুলাভাইরে এই কবিতা এসএমএস করে দেখেন তো কি হয় :-P

পরের বার কুড়িটা ছবিতে বড় বড় কুড়িটা কবিতা চাই।

বৃষ্টির মধ্যে অফিসে যান কি করে? নৌকা? না সাতার?

২৩ শে জুলাই, ২০২০ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মফিজ ভাই কিতা বলে দেখুন হাহাহাহা..... এত সুন্দর মন্তব্য দেখে মন চায় ২০ টা কবিতা লিখে ফেলি :)

হাহাহা এসবে তার ফিলিংস কম; এসব বিষয়ে অজ্ঞ বেচারা। ম্যাসেজে চোখ বুলায়ে মুছে ফেলবে নির্দ্বিধায় হাহাহা

একদিন কষ্ট হয়েছে কারণ বাসার গেইটের সামনে পর্যন্ত পানি ছিলো, তাসীনের বাপে পানি ভেঙ্গে রিক্সা এনে দিছে আমি আর আমার কলিগ আপা আসছি । তারপর আর পানি আসে নাই আলহামদুলিল্লাহ।

জাজাকাল্লাহ খাইরান। আপনার কোনো নতুন পোস্ট নাই কেনো :(

১১| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৪

নজসু বলেছেন:



খুব সুন্দর।
ভালো লাগলো বোন।

২৩ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
সুস্থ ও নিরাপদ থাকুন

১২| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: বোন একটা আবদার করি?
একদিন আমার কিছু ছবি তুলে দিবেন। প্লীজ।

২৩ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ অবশ্যই তুলে দেব ভাইয়া

দেখা হোক একদিন। সময় ভালো হোক, একটা আড্ডা না হয় আয়োজন করা যাবে।

জাজাকাল্লাহ খাইরান

১৩| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪৮

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর ছবি গুলো।

২৩ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১৪| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১০

ভুয়া মফিজ বলেছেন: ম্যারাডোনা মন্তব্য দারুন লাগলো। আহা হা হা!!!

পোষ্ট বলে আমায় দেখো.....মন্তব্য বলে আমায়!
কাকে রেখে যে কাকে দেখি, সেটা বোঝাই দায়!! =p~ =p~ :P

হাসান ভাইজান মনে হয় কবি হইবার চাইতাছে! ট্রাই অফ দ্য ইয়ার!!! :-B

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা ম্যারাডোনা কই পাইলেন ? আমি দেখি না কেরে ।
হাহাহা পোস্ট বলে আমায় দেখো
আমার কথা মনে রেখো :)

হাসান ভাই কবিতার বই বের করবেন ইনশাআল্লাহ। জি হ্যাঁ উনি কবিতা লিখেন শুনেছি। আল্লাহ ভরসা

থ্যাংকু সুন্দর মজাদার মন্তব্যের জন্য

১৫| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৬

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
এতো সুন্দর সুন্দর অনুকাব্য কোনটা রেখে কোনটা বলি
তারপরও বলি প্রতিটি চমৎকার হয়েছ সেইসাথে ছবিগুলিও।

শুভেচ্ছা রইলো ।

২৩ শে জুলাই, ২০২০ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখতেছি যেন
কেমন আছেন আপা।

অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন

১৬| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




ছবির ক্যাপসানের ছন্দে ছন্দে দুলে গেছে বৃষ্টি ভেজা ফুলের এই পোস্টখানাও।

২৩ শে জুলাই, ২০২০ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকালল্লাহ খাইরান ভাইয়া
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা

ভালো সুস্থ ও নিরাপদ থাকুন

১৭| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৩

সাইন বোর্ড বলেছেন: ছবি গুলো বড়ই মনোরম লাগল !

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

১৮| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৪

সাইন বোর্ড বলেছেন: ছবি গুলো বড়ই মনোরম লাগল !

২৩ শে জুলাই, ২০২০ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

১৯| ২২ শে জুলাই, ২০২০ রাত ১০:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: অপূর্ব! একদম টাটকা মনে হচ্ছে।
শুভেচ্ছা নিয়েন আপু।

২৩ শে জুলাই, ২০২০ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

অনেক ভালো থাকুন

২০| ২২ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর!
আমার বারান্দার রেলিঙে একটা নীল অপরাজিতা গাছ আছে।

২৩ শে জুলাই, ২০২০ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফুলের ছবি দিয়েন । অনেক ধন্যবাদ ভাইয়া জি

২১| ২৩ শে জুলাই, ২০২০ সকাল ১১:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর সব ছবি দিয়েছেন। তবে আপনার আর মোবাইলের ভিজে যাওয়ার কথা ছবি তুলতে গিয়ে।

২৩ শে জুলাই, ২০২০ সকাল ১১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: বৃষ্টির পরে গিয়েছিলাম তখন তুলেছি আর মোবাইল ভিজে যায় যখন বাসা থেকে বৃষ্টির ছবি তুলতে চাই। তাড়াতাড়ি তুলে এনে মুছে ফেলি হাহাহ

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন অনেক অনেক

২২| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর, মনোরম, স্নিগ্ধ।

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভালো থাক অনেক অনেক

২৩| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: আপনার ছবি তোলার হাত আগে থেকে অনেক ভালো হয়েছে।

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান। কৃতজ্ঞতা জানাই

২৪| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩২

ডঃ এম এ আলী বলেছেন:




মাশাল্লাহ সবগুলি ফুলই ভারি সুন্দর হয়ছে সাথে ছন্দময় কাব্যিক কথা ।
আপনার পরিচয় আপনিতেই যথায় বৃষ্টি স্নাত জলে ভাসা পদ্মের উপরে
এই মেঘ এই রোদ্দুরকে ফুলের মত হয়ে থাকতে দেখা দেখা যায় তথায় ।

শুভেচ্ছা রইল

২৬ শে জুলাই, ২০২০ সকাল ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর ছবিটা, যেন স্বর্গের দেশ।

আপনার মন্তব্য পেলে মনটা ভরে যায় আনন্দে।

আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন জাজাকাল্লাহ খাইরান

২৫| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১:০৫

মা.হাসান বলেছেন: @ভুয়া মফিজ-- আমার বছর বছর বান্ধবি পাল্টানোর মুরদ নাই, নাক দিয়া সাদা বস্তু টানিয়া নেশাও করিতে পারি না। কাজেই আমার মড়াডোনা হইবার সম্ভাবনা নাই।

তবে কবি আমি নিশ্চিতই হইবো। ব্যস্ততার জন্য সুযোগ ঘটিলো না, নচেৎ এই বৎসরই আমার কবিতা পুস্তিকার শুভ মহরৎ অনুষ্ঠিত হইতো। আমি আশাবাদি, ২০২১এর ফেব্রুয়ারিতে সকল ষড়যন্ত্র ছিন্ন করিয়া আমার কবিতার বইখানি আত্মপ্রকাশ করিবেই। ষড়যন্ত্র বন্ধ না করিলে কিন্তু আপনি অটোগ্রাফ চাহিলেও পাইবেন না।

ইসিয়াক ভাই, ফাতেমা আপা, সেলিম আনোয়ার ভাই, নির্বাক কাকতাড়ুয়া, কিরমানী লিটন ভাই, মডু সার সহ ব্লগের সকল কবিকে লাল নীল হলুদ সবুজ বেগুনি কমলা সালাম।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা কিয়া মন্তব্য হে.... কন কী নাক দিয়া সাদা বস্তু কিতা আবার? আচ্ছা এসব টানার দরকার নাই ম্যারাডোনা হওয়েনেরও দরকার নাই আপনি আমাদের মাহমুদ হাসান ভাইই থাকে।

ইনশাআল্লাহ সেই বইয়ের অপেক্ষায় রইলাম, প্রথম কপিটা আমি নিমু, আল্লাহ যদি সুযোগ দেন।

সালাম গ্রহণ করিলাম ভাই।
ভালো থাকুন সর্বদা

আপনি আমার কথা রাখেন নাই। ফেইসবুক সংক্রান্ত । অপেক্ষায় ছিলাম কিন্তু :(

২৬| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: কি যে সুন্দর ছবিগুলো! বিশেষ করে বৃষ্টির ফোঁটাগুলোকে অনুপম সৌন্দর্যে ধারণ করা হয়েছে।
পোস্টে প্লাস + +।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.