নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

খুব কম মানুষই পারে লোভ সংবরণ করতে....(জীবন গদ্য)

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৫



খুব কম মানুষই পারে লোভ সংবরণ করতে....
=================================

নিরাপত্তাকর্মীরাই যদি অনিরাপত্তার কাম করে তাইলে আর ভরসা কার কাছে।কারে কি কইবেন, নিজেকে যাচাই করেন আগে, অন্তত একটি সৎ কাজ করে দেখান।

উচ্চ পদ থেকে নিম্নপদের যে যেখানেই থাকে সেখান থেকেই দূর্নীতি করে যাচ্ছে। হাজার, শ, দশ পাঁচ, দুই টাকা হলেও দেখছি মানুষ ঘোষ খাবেই খাবে । মাগনা পেলে বা সুযোগ পেলে কেউ কাউকে ছাড়েনাআশ্চর্য্য মানুষ আমাদের দেশের । দুইটাকার বিস্কিট এনেও যদি বলি নেন খানএটা মাগনা, খিদা না থাকলে বা রুচি না থাকলেও জোর করে খেয়ে নেয় মানুষ।

কোন জায়গায়, কোন প্রতিষ্ঠানে, কোন কোম্পানী কোন কেন্দ্রে, কোথায় কোথায় পাবো বলেন এমন মানুষ যিনি অন্যের হয়ে কথা বলছেন। দূর্নীতির আঁকড়া বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে। নিম্নপদস্থ কিছু ক্ষমতাধর লোক ক্ষমতায় বসে যায় নিরাপত্তার। যাচ্ছে তাই ভাবে ঘুষ খায়, খেয়ে খেয়ে সুঁই হয়ে ঢুকায়ে দেয় সমাজে সন্ত্রাস, ছিনতাইকারী, চোর, ডাকাত..... ফলাফল চোখের সামনে। তাতে নিরাপত্তাকর্মীর কিছুই যায় আসে না । সে তার প্রয়োজন মাফিক পেয়ে যাচ্ছে উৎকোচ। অপমানের ভয়ে জ্ঞানী গুণিরা মুখ বোজে থাকেন।

*কিছু বললেই ছেলেমেয়েদের দিয়ে ভয় দেখানো হয়।
-বেশী বাড়ছস । তোর ছেলেমেয়ে কি স্কুলে কলেজে যায় না রে । হদিসও পাবি না কিন্তু ।
কোন মা বাবা চাইবে যে তার সন্তানের ক্ষতি হউক বিনিময়ে অপমানের ভয়ে মুখ বন্ধ। যা বেটা তোরা তোর মত রাজত্ব কর আমার কি আমি আমার সন্তান স্ত্রী নিয়ে সুখে থাকলেই হলো ।

* প্রথম দিন, ভাইজান হুন্ডা কিনছেন। অনেক সুন্দর।
দ্বিতীয় দিন- কত দিয়া কিনছিলেন । কিছু বাক্য বিনিময় । সহজ সরলভাবেই
হুন্ডা কিনে চালানো যে শিখছে তাকে তৃতীয় দিন বলা হচ্ছে, ভাইজান আপনার হুন্ডাটা দিন একটু ঘুরে আসি।
কে কার নতুন হুন্ডা দুইজন অপরিচিত লোকদের দিয়ে দিবে বলুন?

না দেয়াতে অই দিনই ফোন-কিরে হুন্ডা কিনে বেটাগিরি জাহির করছ না । তোর মেয়ে অমুক কলেজে পড়ে না। তুই তো আমাগো কিছুই করতে পারবি না। দেখে নিবো আমরা। (এসবই নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের বদৌলতে সমাজের ভিতরে ঢুকে সন্ত্রাসীপণা)

ভয়ে সেইদিনই হুন্ডা বিক্রি করে দেয়া হয়। বাড়তি পাওনা টেনশন। প্রতিদিনই মেয়েকে সাথে করে কলেজে নিয়ে যাওয়া আসার কষ্ট । এই হল চোখের সামনে থেকে আনা কিছু দৃশ্য ।

ভাল মানুষের সংখ্যাই তো বেশী শুনে আসছি। কিন্তু সৎ মানুষের সংখ্যা অনেক কম । খুব কম মানুষই পারে লোভ সংবরন করতে। চলুন না একটু একটু করে বদলে নেই নিজেকে। দেখুন কেমন সুন্দর হয় সমাজ, নিজের পরিবার। বদলাতে হবে মাস্ট না অবশ্যই এক একজন করে। তাহলেই নিজের সন্তানের জন্য একটি সুন্দর দেশ পাবার আশা বা উপহার পেতে পারেন।

July 23, 2014 at 3:21 PM

(২০১৪ সালের ঘটনা আজ ফেসবুক মনে করে দিছে। এই পরিস্থিতি বদলায়নি এখনো। এখন তো আরও ভয়ংকর

কবিতাপ্রেমী ভুয়া মফিজ ভাইয়াকে উৎসর্গীকৃত :D

মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এই সকল সন্ত্রাসীদের জাতীয়ভাবে লালন-পালন করা হয়!

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব বিষয়ে প্রতিবাদও করা যায় না। মুখ বোজে সহ্য করতে হয়।

ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকুন

২| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: এখনো সমাজের অধিকাংশ মানুষই ভাল।

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এজন্যই মানুষ টিকে আছে, সুখে আছে আলহামদুলিল্লাহ। আগাছাগুলাকে ছেটে ফেলেও যায় না

৩| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: বোন, আমার দুনিয়ার কোনো কিছুর প্রতি কোনো লোভ নাই। গাড়ি, বাড়ি ফ্লাট, জমিজমা, ব্যাংক ব্যালেন্স। কিচ্ছু না।

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ। আল্লাহ এমনই রাখুন

ভালো থাকুন ধন্যবাদ ভাইয়া

৪| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশে অসততা ও লোভের মাত্রাটা অন্যদেশের চেয়ে বেশী কেন এর উপর গবেষণা করা প্রয়োজন।

২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: গবেষনা করেই বা কী হবে, নীতি যতদিন ঠিক না হবে ততদিন দুর্নীতিই টিকে থাকবে। ধন্যবাদ অনেক অনেক

৫| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো মানুষের সংখ্যাই বেশি এখন এই কথাটা আর বিশ্বাস করতে ইচ্ছা করে না।

২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো মানুষও আছে কিন্তু এরা চুপ, জীবনের ভয়ে। দেশে প্রতিবাদই নাই
ধন্যবাদ ভাইয়া

৬| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:



কোন দোয়া টোয়া নেই, যা পড়লে লোভ কমে যায়?

২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আছে। নামাজ পড়ে নিজের মন থেকে লোভ মোহ দূর করার জন্য আল্লাহর কাছেসাহায্য প্রার্থনা করতেহব। ধন্যবাদ

৭| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৯

নেওয়াজ আলি বলেছেন: আমাদের যারা দেশ চালায় তারা সব নষ্টের মুল

২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মিথ্যার উপর ভর করেই আমরা দেশ চালাই। ধন্যবাদভাইয়া

৮| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৪

করুণাধারা বলেছেন: আমরা প্রতিদিন বদলাচ্ছি... কিভাবে যেন ন্যায়নীতি, মানবিকতা সব ধীরে ধীরে ভুলে যাচ্ছি। :(

পোস্টে ++++

২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানবতাও নাই আর। আল্লাহ মানুষের মন থেকে লোভ উঠিয়ে নি
জাজাকিল্লাহখাইরান আপি ভালো থাকুন ফিআমানিল্লাহ

৯| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৭

ইসিয়াক বলেছেন:

আমরা কবে একটু মানবিক হবো। কবে নিঃস্বার্থভাবে বাড়িয়ে দিবো আবার আগের মতো মানুষের জন্য।

২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ জানেন। আল্লাহ আমাদের শুদ্ধ পথে নিন এই প্রআর্থনা। জাজাকাল্লাহখাইরান ভাইয়া

১০| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৮

মিরোরডডল বলেছেন:

অরাজকতা আর দুর্নীতি গ্রাস করেছে সবকিছু । এখান থেকে মুক্তি আদৌ কি মিলবে কখনও !

২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: মুক্তি মিলবে না আপি। সব খানেই দুর্নীতি
জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন ফি আমানিল্লাহ

১১| ২৩ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

ঢুকিচেপা বলেছেন: এখনো অনেক ভালো মানুষ আছে কিন্তু ভয় পায়। এই ভালো মানুষ যদি কোনদিন একত্রিত হয় পট পরিবর্তন হতে বাধ্য।

২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ আছে। ইনশা আল্লাহ, আল্লাহ সেদিন আমাদের উপহার দিন এই প্রার্থনা। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

১২| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:০২

মা.হাসান বলেছেন: মুশকিল হলো খারাপের প্রতিবাদ করতে গেলে , ভালো কথা বলতে গেলে, কিছু বিকৃত রুচির লোকেরা উল্টো-পাল্টা কথা বলে। নষ্টামি যাদের রন্ধ্রে রন্ধ্রে তাদের পরিবর্তন সম্ভব না, এদের জড় সহ উপড়ে ফেলা দরকার।

২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম সত্য। আর ছোট অন্যায়ের প্রতিবাদও কেউ করে না, আর করলে কেউ পাশে এসে দাঁড়ায় ন। এই জড়ই তো শক্ত ভাবে বসায়ে রাখে স্বার্থপররা। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

১৩| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এধরনের গুন্ডামি, মস্তানি এখন শহর ছেড়ে গ্রাম পর্যন্ত বিস্তৃত।
দরকার আইনের শাসন।

২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: গ্রামও রক্ষা পায় না এখন এদের হাত থেক। ধন্যবাদ ভাইয়া ভালো থাকুনফি আমানিল্লাহ

১৪| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৩

মৃন্ময়ী শবনম বলেছেন: লোভে পাপ, পাপে মৃত্যু।

২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব মানে না কেউ। কবরে এক পা রেখও দুর্নীতি করে মানু। অনে ধন্যবাদ ভালো থাকুন

১৫| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১:০৫

রামিসা রোজা বলেছেন:
কোন কিছুর উপর লোভ করিনা এবং কারো কোন ক্ষতিও
করিনা কিন্তু এরপরেও বারবার অগ্নিপরীক্ষা দিতে হয়।

শিক্ষনীয় ও সুন্দর লেখা ভালোলাগা ‌

২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা নেন আপি। তবুও সৎই থাক্তে হবে। পরকালে ফল পাবো ইনশা,আল্লাহ। জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৬| ২৪ শে জুলাই, ২০২০ সকাল ১০:৪৯

ভুয়া মফিজ বলেছেন: খুব তাড়াহুড়া কইরা লিখছেন বুঝা যায়। অনেক এডিট দরকার। তবে, বিষয়বস্তু যা কইছেন, সবই সত্যি। ভালো মানুষ তথা সৎ মানুষ আসলেই খুব কম। যারা আইজকা ভাল, তাগো কিছু ক্ষমতা দিয়া দ্যান! দেখবেন কেমনে বদলায়া যায়!! :(

আপনে-আমি বদলাইলে খুব একটা লাভ নাই। পরিবর্তন শুরু করা দরকার মাথা থিকা। মাথা যদি বেঠিক থাকে, বাকী শরীর ঠিক থাকবো কেমনে?

কবিতাপ্রেমী ভূঁয়া মফিজ ভাইয়াকে উৎসর্গীকৃত মিছা কথা কয়া আমারে কবিতাপ্রেমী বানাইতে পারবেন না। তার উপ্রে ভুয়াতে চন্দ্রবিন্দু লাগায়া তো আমার নিকরে আতেলমার্কা বানাইছেন। আপনের কাম-কাইজ বোঝা মুশকিল। :D

যাই হোক, উৎসর্গের জন্য জেনুইন ধন্যবাদ। উৎসর্গের পোষ্ট প্রিয়তে থাকুক!! :)

২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা আমার কাজ কামই তাড়াহুড়ার, এজন্য সব এলোমেল। রান্নাঘরেই গেলেই হাত কাটি, পুড়ি :(

চোখের সম্মুখেই দেখি মানুষ কত লোভি স্বার্থপ।

সরি বানান মিস্টেক হইছে ঠিক করেছি
কবিতা আপিনাকে ভালোবাসতেই হবে মিয়া ভাই। জাজাকাল্লাহখাইরান ভাইয়া ভালোথাকুন আল্লাহ ভরসা

১৭| ২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৫

নীল আকাশ বলেছেন: কবিতা প্রেমি মফিজ ভাইকে অভিনন্দন রইলো এত সুন্দর বাস্তব মুখী একটা পোস্টে জন্য। আশা করছি খুব শিঘ্রই আমরা উনার রমরমা কবিতা পড়তে পারবো!

২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়। আমিও চাই ম্ফিজ ভাই কবিতা ভালোবাসে, এবং কবিতা পড়েন ও লিখেন, আল্লাহ কবুল করুন।

১৮| ২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪১

নীল আকাশ বলেছেন: মানুষ দিন দিন মানবিকতা হারিয়ে ফেলে অমানুষের পর্যায়ে চলে যাচ্ছে।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ১১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: তা আর বলতে। চারিদিকে কেবল অরাজকতা।

ধন্যবাদ ভাইয়া

১৯| ২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০২

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
কিছু কিছু মানুষ এখন এতটাই অমানুষ হয়ে যাচ্ছে বা
গিয়েছে , চেয়ে দেখে আফসোস করা ছাড়া আর কিছুই নেই।
কারণ আমাদের দেশে কোন বিচার নেই ।

উৎসর্গ একদম যথার্থ হয়েছে ।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষ মৃত্যুকেও ভয় পায় না এখন। তবে অনেকেই এই মহামারির ভয়ে অনেকটা বদলেছে আপি এটা আশার কথা।

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সুস্থ্ ও নিরাপদ থাকুন

২০| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: ভাল মানুষেরা সাধারণতঃ ভীতু হয়ে থাকে। ভীতু মানুষ দ্বারা কোন সংস্কারমূলক কাজ করা যায় না। দেশে সাহসী ভাল মানুষের প্রয়োজন দেখা দিছে।

২৬ শে জুলাই, ২০২০ সকাল ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া , ভালো মানুষরা ভীতুই, এরা প্রতিবাদী হলে এদের জীবন নরকের চেয়েও খারাপ করে দেবে সন্ত্রাসীরা। মান সম্মান আর জানের ভয়ে অনেকেই প্রতিবাদী হয় না।

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
ভালো ও সুস্থ নিরাপদ থাকুন।

২১| ২৯ শে জুলাই, ২০২০ সকাল ১০:১৬

জুন বলেছেন: আমার আব্বা গল্প করতেন তাদের চাকরি সময়ের প্রথম দিকে অফিসে কেও দুর্নীতিবাজ থাকলে তাকে দেখিয়ে বলতো "জানো ঐ লোকটা না ঘুষ খায়"। আর শেষের দিকে সারা অফিসে হাতে গোনা সত অফিসার দু একজনের দিকে আংগুল তুলে দেখিয়ে বলতো "ঐ যে দেখো ওই বেটা আস্ত একটা গর্দভ, এক পয়সা ঘুষ খায় না"। এই গর্দভের মাঝে আমার মরহুম বাবাও ছিলেন কাজী ফাতেমা। অবশ্য তাকে নিয়ে আমরা অসম্ভভ গর্বিত।
ভালো লাগা রইলো অনেক।
+

২৯ শে জুলাই, ২০২০ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো। আমার বাবাকে নিয়েও আমি গর্বিত আপি। আমার বাবা সেনাবাহিনী মুক্তিযোদ্ধা অন্যায়ের সাথে আপোষ করেননি এখনো করেন না। আলহামদুলিল্লাহ

জাজাকিল্লাহ খাইরান
মন্তব্য পড়ে মনটা ভরে গেলো ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.