নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ব্যথায় ব্যাথাতুর হৃদয়ের ব্যর্থ আস্ফালন=

৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৯


©কাজী ফাতেমা ছবি
=ব্যথায় ব্যাথাতুর হৃদয়ের ব্যর্থ আস্ফালন=

হৃদয় ভাঙ্গচুঁড়ের পর, কই আর যাবো;
এদিক ওদিক চারদিকে অদৃশ্য বেড়া,
লাফিয়ে পড়তে গিয়ে দেখি নিচে অথৈ সমুদ্র,
আগাই সম্মুখ সূতোর টান, পিছাই মেরুদন্ডে চাবুকের আঘাত,
ডানে সম্পর্ক, বায়ে সমাজ, উপরে কর্তব্য, নিচে শূন্য,
আর স্তব্ধ দাঁড়ালেই বোবা কান পেতে শুনি অস্তিত্ব ভাঙ্গার গল্প।

যাওয়ার জায়গা নেই আমার- হৃদয়ে তুমুল ঝড়
বাতাসের তোড়ে যায় ওড়ে যায় যায় ঐ....
যা ছিল প্রাপ্তি, যা ছিল সুখ, যা ছিল মুগ্ধতা...
নাটাইবিহীন ঘুড়ি হয়ে অসীম শূন্যতায় গা ভাসায়ে যায় ওড়ে,
গেলো ওড়ে, যায় ওড়ে.... শুধু চোখ ছিল বিষাদে নিলীন!

আমার বলার কিছুই নেই, তাই এখানেই ফিরি বার বার...
নিথর বসে সুর তুলি বিষাদের....

বলছি বলে উচিৎ কথা
মারলে কথার তীর রে বন্ধু,
মারলে কথার তীর;
বিঁধল সে তীর, বসল সে তীর;
ভাঙ্গল সুখের নীড় রে বন্ধু
ভাঙ্গল সুখের নীড়।

কথার মাথায় বিষ মাখানো,
বিষে মন অধীর রে বন্ধু;
বিষে মন অধীর,
কথার বিষে বুকের মাঝে
কষ্ট বাড়ায় ভীড় রে বন্ধু
কষ্ট বাড়ায় ভীড়।।

বজ্র নিনাদ গলায় তুলে,
আস্থায় ধরাও চির রে বন্ধু
আস্থার ধরাও চির;
বাঁচি, থাকি আঁকড়ে ধরে
নত করে শির রে বন্ধু,
নত করে শির।।

মন্দ বলে করলে তুমি
প্রেম তোমার জাহির রে বন্ধু
করলে প্রেম জাহির;
ইচ্ছে করে সকল ছেড়ে
ঘর ছেড়ে হই বাহির রে বন্ধু
ঘর ছেড়ে হইবাহির।।
July 30, 2016 at 3:41 PM

(পুরাতন লেখা.......২০১৬ সালে হয়তো কোনো কারণে ডিস্টার্ব ছিলাম হয়তো মন খারাপ ছিলো। আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ, জীবন এমনই সুখ আর দু:খ, দু:খ আর সুখ, এজন্য কিছুতেই হেরে যাওয়া ঠিক না। সহ্য আর ধৈর্য্য আর সব ভুলে যেতে পারলেই জীবন সুন্দর আলহামদুলিল্লাহ)



=বিমর্ষ ক্ষণ আছি ছুঁয়ে=
দিন দিন ভালো জিনিসগুলোও তেতো লাগে;
অথচ ঘন্টার পর ঘন্টা বসে থাকা হতো সিনেমা দেখার নেশায়,
পর্ব নাটক দেখার অপেক্ষায় থাকা হতো সপ্তাহ জুড়ে....
রাতের পর রাত জেগে বইয়ে ডুবে থাকত মন।

কখনো আড্ডায় কেটে যেত রাত,
ফযরের আযান শুনে ফিরে আসতো সম্বিত;
অথির মন কিছুতেই কিছু খুঁজে পায় না আজ.।

সব ভালোর রন্ধ্রে রন্ধ্রে মেকিপনা ঢুকেছে;
তোমাদের কি মনে হয় না, কিভাবে কৃত্রিমতা আমাদের গিলে খাচ্ছে;
রুচিবোধ, ভালবাসা, প্রেম সবই দুষ্প্রাপ্যতার বাজারে হারিয়ে গেছে;
স্নেহ মায়া মমতা এসব হেরে যায় টাকার কাছে;
আচ্ছা! এর থেকে উত্তোরণের পথ কি তোমরা খুঁজছো না????
july 30, 2014 at 10:46 PM

(ভাবছিলাম আজ সারাদিন ব্লগে থাকমু, পোস্ট দিমু, কারণ ফেইসবুক আমার পোস্ট বন্ধ করে রাখছে সাড়ে তিনটায় মুক্তি দিবো হাহাহা, একটু সময় পাইছিলাম কিন্তু কেমনে কেমনে সময় গেছে গা )




মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: সত্যিই বলেছেন সব কৃত্রিমতায় ছেয়ে গেছে আমাদের । টাকার কাছে নীতি-নৈতিকতা হেরে গেছে-যাচ্ছে। তারপরেও খুব হাতেগুণা কিছু মহানুভব কৃত্রিমতার আকর্ষণ এড়িয়ে শেকড়কে আকড়ে আছে। সকলের নৈতিকতা হেরে যায়নি। সবাই অন্ধকারে ডুবে যায়নি। ডুবে ডুবেও কেউ কেউ আলোর সন্ধানে ফেরে। আমি-আপনি সেই দলেরই হয়তো।
অনেক কঠিন কবিতা, আমি কঠিন কবিতার কিছু বুঝি না। সহজ-সরল শব্দ ব্যবহার করতে পছন্দ করি। ভাল লাগলো। ভাল থাকবেন। ঈদ মোবারক।

৩০ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য। অনেক ভালো লাগলো আপনার সত্য খাটি কথার মন্তব্যটি। ভালো মানুষও আছে পৃথিবীতে এজন্যই বেঁচে থাকা এত সুন্দর আলহামদুলিল্লাহ।

আমি কঠিন লিখতেই পারি না আর রূপক ভাবে সাজাতে পারি না। নিশ্চয়ই এটা কঠিন লাগেনি।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

২| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ২:১২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আলো-আধাঁরির ছB-তে
চোখের ভাষা কি চাও খুঁজিতে
পাও না কিছুই বিষাদ ছাড়া
এমন-ই তুমি ছন্নছাড়া??

বুঝতে যদি হৃদয় কথন
হতো না আজ স্মৃুতি রোমন্থণ!

৩০ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে লেখাটি ভাইয়া। কপি করে রেখে দিন। অনুকবিতার সাথে পোস্ট করবেন ইনশাআল্লাহ

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

৩| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ২:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: কথা হবে বিষহীন আর মধুর। আমাদের মুখ থেকে যেন অন্যে নিরাপদ থাকে সে কথা বলেছেন আমাদের নবী (সাঃ)। কিন্তু আমরা কথার বানে মানুষকে বিদ্ধ করতে চাই।

ভালো বাসার রন্ধ্রে মেকিপনা ঢোকা ভালো কথা না। ধন্যবাদ আগের লেখা ভাগাভাগি করার জন্য।

৩০ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য। কিন্তু কেউ কেউ এমনভাবে কথা বলে হৃদয়ে লাগে গিয়ে এবং চিরজীবন মনে থাকে, অভিশাপ কখনো দিতে হয় না। কষ্টতো আল্লাহ দেখেন এজন্য আমাদের সাবধান থাকতে হবে যাতে অন্যরা কষ্ট না পায় মুখের কথায়।

সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

৪| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৯

ঢুকিচেপা বলেছেন: আপনার ছন্দ কবিতা দারুণ হয়েছে।
গদ্য কবিতা আমার মাথার উপর দিয়ে যায়।

আপু শুভেচ্ছা রইল।

৩০ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ একটা ভালো লাগলেই হলো হাহা

ভালো থাকুন ভাইয়া
ঈদ মোবারক

৫| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



মাঝের ছন্দ গুলোতে একটু সুর দিলেই গান হয়ে যাবে ।

৩০ শে জুলাই, ২০২০ রাত ৯:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ ভাইয়। কেউ দিক সুর যদি ভালো লাগে।



ভালো থাকুন ফি আমানিল্লাহ

৬| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপু, আমি ফিনিক্স পাখিতে বিশ্বাস রাখি না; তবে, কষ্টগুলো মানুষকে- মানুষ চিনতে শেখায়---কষ্টের সময় মোকাবিলায় টিকে থাকে যে মানুষ- তিনিই বিজয়ী হিমাদ্রি শিখরসম; সময়ের ব্যবধানে-জীবনের অনুধাবণে ভুল শুধরে নোয়াবে সে শির তব তোমারি চরণে।

৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা ঠিক কষ্ট দেয়া মানুষগুলোকে স্বার্থের সময় চেনা যা। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

৭| ৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত হয়েছে।

৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

৮| ৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩১

ইসিয়াক বলেছেন: খুব ভালো।

৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ শুভেচ্ছা সতত

৯| ৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ শুভেচ্ছা রইল

১০| ৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:০৯

মা.হাসান বলেছেন: ফেসবুক কয়েক ঘন্টা ব্লক কইরা রাখলো বলেই ব্যথায় ব্যথাতুর হইয়া গেলেন!
সাথে লাইন, হোয়াটসঅ্যাপ, ইনসটাগ্রাম, টুইটারেও অ্যাকাউনট খুলে রাখেন। যত বেশি অ্যাকাউন্ট, তত বেশি ব্লকের সম্ভাবনা, তত বেশি কবিতা।

মডু যদি ব্লগে আপনারে ব্যান করে তবে কোথায় মনের দুঃখের কথা লিখবেন? সেটা পড়বো কি করে?
এখন তো দেখি ফেসবুকে অ্যাকাউন্ট খোলাই লাগবে!

৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা ঠিকই কইছেন ফেইসবুক ছাড়া চলেই না যেন। ব্যথায় গলে গিয়েছিলুম

১১| ০১ লা আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৪

ইসিয়াক বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো।
ঈদ মোবারক আপু।

০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মুবারক ভাইয়া জি
কেমন কেটেছে ঈদ আপনার?

১২| ০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

ইসিয়াক বলেছেন:


আল্লাহর ইচ্ছায় ঈদ অনেক ভালো কেটেছে আপু।
ভালো থাকুন সবসময়।

০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজতে রাখুন

১৩| ০৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৩৫

খায়রুল আহসান বলেছেন: প্রথম কবিতার শুরুটা দারুণ হয়েছে! কবিতাটি ভাল লেগেছে, কারণঃ
শূন্যতার কবিতায় বিষাদের সুর,
কবির জন্য ছিল তা অতি কষ্টের,
যা পাঠককেও করেছে ব্যথাতুর!

দ্বিতীয় কবিতায় আত্মুনুসন্ধানের আহবানটি ভাল লেগেছে।

দুটো কবিতায়ই ভাল লাগা + +।

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য অনুপ্রেরণা জোগায়। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক :)

১৪| ০৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৩৮

খায়রুল আহসান বলেছেন: উপরের ১৩ নং মন্তব্যে "আত্মুনুসন্ধানের" কথাটি "আত্মু অনুসন্ধানের" হবে।

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.