নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

অহংকারীদের অহংকার চূর্ণ করতে তু্ই আসিস!....

০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১:০৭



©কাজী ফাতেমা ছবি
#অহংকারীদের_অহংকার_চূর্ণ_করতে_আসিস
(রোগ)
বলা নেই কওয়া নেই হুটহাট আইসা
তুই তোর আলিঙ্গনে বাঁইন্ধা ফালাস..
বজ্র কঠিন - এমনভাবে জড়াইয়া ধরিস,
তোর থাইকা নিজেকে ছাড়াইয়া নেওয়া যায় না...
তোর সে ভালবাসার বন্ধন থাইকা মুক্তি পাইতে
বহুত কাঠ খড় পুড়াইতে হয়!

এমনই তোর সেই প্রেম রে আর ভালবাসার বহিঃপ্রকাশ!
তুই মানিস নে কোনো বাঁধা, মানিস নে ঝড় তুফান
তুকে আটকানোর সাধ্যি নাই কারোর।

তুই যা ভাইবা নিস তাই করিস,
আচম্বিতে তোর প্রেম উগড়াইয়া দিস যার তার উপর
যখন যেমন, যেখানে ইচ্ছে।

তোর চক্ষু লজ্জা নাই, তুই বেহায়া, তুই অসভ্য!
ঘুমের মাঝে কিংবা জাগরণেই হোক
তুই আইসা বুকে ঠোঁটে চোখে খাইতে থাকিস অনবরত চুমু
তোর বিষাক্ত চুমুতে একেকটা মানুষ হইয়া যায় নাস্তানাবুদ।

ঝাপটাইয়া ধইরা শুইয়া থাকিস মখমলের বিছনায়
সহজেই তোর থেকে কেউ নিজেকে ছাড়াইয়া নিতে পারেনা।
নাকে, চোখে অবিরত জল ঝরাইয়া তুই
আনন্দে লুটাইয়া পড়িস সর্বাঙ্গে, তুই একটা খাটাস! ছি!

তোর সে বিষ ঠোঁটের বিষ ঢাইলা দিস যখন ইচ্ছে যার তার দেহে
কত শত অহংকারী মানুষকে তুই ধুলায় লুটাইয়া দিস
দম্ভ চূর্ণ কইরা দিস তুই হা হা হা হা, কতটা নির্দয় রে তুই!
তোর আদর এতটা নিবিড়, চুপসে নিস দেহ হইতে ভালবাসার নিখাদ নির্যাস,
রক্ত, রস, ঘাম, শক্তি চুইষা নিস ধীরে ধীরে একেকটা দাম্ভিক সুন্দর দেহ হতে।

তুকে ভালোবাসে না রে কেউ, অথচ তুই ভালোবাসিস তোর সর্বশক্তি দিয়ে যাকে তাকে
তোর ভালোবাসা পাইলে কেউ সে যৌবন থাইকা ক্ষয়ে হইয়া যায় বৃদ্ধ
তুই পারিস যখন তখন কাইড়া নিতে শক্তি,
তুই কইরা দিতে পারিস চোউখ ঝাপ্সা, চামড়া ঝুলাইয়াও পারিস দিতে,
কতটা নির্মম তুই বুঝতে পারছিস খবিশ!

তোকে তাড়াতে মানুষ স্মরণাপন্ন হয় তোর জল্লাদ সাদা এপ্রোনে মুড়ানো কারো নিকটে
তুইতো তখন ভয়ে যাস কুঁকড়াইয়া, সেঁটে থাকিস কারো দেহ জড়াইয়া
ইনজেকশন পুশ কইরা তুকে দিতে হয় শাস্তি
কিংবা এন্টিবায়োটিকের মাত্রা হয় বাড়াইতে,
গাদার গাদা ট্যাবলেট, ক্যাপ্সুল করাইতে হয় গলদঃগরন
তবেই তো তুই হইতে থাকিস দুর্বল, পালাইতে হোস প্রস্তুত
সহসা নাইমা পড়িস ঘাড় থাইকা,
তবে যাওয়ার কালে একেকটা মানুষকে কইরা যাস পঙ্গু
কাইড়া নিয়ে যাস টাকা কড়ি সব ভিটামিন আর চলৎশক্তি।

তুই বড় নিষ্ঠুররে, তোর দিলে দয়া মায়ার লেশ নাই
হতচ্ছাড়া বেঈমান তুই,
তুই ভালোবাসতে না আসলে মানুষ আদায় করে শোকরিয়া
আর কৃতজ্ঞতা স্বীকার করে প্রভুর, বলে তুই ছাড়া বেঁচে থাকা আল্লাহর রহমত
তুই বুইঝা ল, তুই কতটা বিরক্তের আর ঘৃণার হা হা হা!!

তবে তুকেও সময়ে অসময়ে প্রয়োজন, তোর ভালোবাসা না পেলে মানুষই বুঝেই না সুখের মর্ম
অহংকারী হইয়া বুক ফুলাইয়া কইরা যায় নানান অপকর্ম।
তোকে বলছি শুনে যা, তুই আসিস যখন মানুষ ভুইলা যায় প্রভুর দয়া
সব চূর্ণ করে দিতে আসিস ফের, যখন তখন, যেথায় সেথায়...
নিমন্তন্ন রইল তবে!

August 3, 2016 at 10:31 AM

২০১৬ সালে এই দিনে লিখেছিলাম কে জানতো এমন ভয়াবহ পরিস্থিতি সত্যিই আমাদের সম্মুখে এসে দাঁড়াবে। এই লেখাটি পড়ে নিজেই হাসতেছি মনে হচ্ছে এ এক ভবিষ্যতবাণী । ফেসবুক মনে করিয়ে দিলো তাই এখানে পোস্ট দিয়ে দিলাম। এসব আবোল তাবোল লেখা সরি :(


মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: মনের অজান্তেই আপনার কথা মনে হয় সত্যি হয়েছে। তবে খুব কম অহংকারীই অহংকার মুক্ত হতে পারে। কারণ এটা এদের মজ্জাগত রোগ।

০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। কথা ঠিক বলেছেন। এই মহামারীর দিনেও মানুষ ঠিক হলো না। তবে অনেকেই পথে ফিরেছে আলহামদুলিল্লাহ।

ভালো থাকুন

২| ০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১:৩৫

ঢুকিচেপা বলেছেন: তাজ্জব ব্যাপার!!!
আপু আপনি তো ৪ বছর এ্যাডভান্স।
এখন থেকে আপনার লেখা ৪ বছর + করে পড়তে হবে দেখছি।

০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কাল ফেইসবুকের মেমোরীতে দেখে হাসতেছি। হাহাহাহা তাইতো করতে হবে দেখছি।

ধন্যবাদ আপনাকে অনেক ভালো থাকুন ভাইয়া। ফি আমানিল্লাহ

৩| ০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির ছোঁয়া ছবি আপু এরকমী হয়

অনেক অনেক ঈদ মোবারক
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন--

০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৪| ০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: মানুষকে ভালোবাসতে হয়। অহংকার করা মোটেও ঠিক না।

০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া ভালোবাসার উপর আর কোনো ঔষধ নাই থ্যাংকস এ লট

৫| ০৩ রা আগস্ট, ২০২০ বিকাল ৪:০১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মনে হয় করোনা নিয়ে কবিতা?

০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: না ভাইয়া এটা করোনা নিয়ে লিখিনি লেখাটা চার বছর আগের তখন জানতামো না এই পরিস্থিতি হবে

ধন্যবাদ ভালো থাকুন ;)

৬| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৮:৪৭

আহমেদ রুহুল আমিন বলেছেন: দারুণ ব্যাপারতো ! বেশ কাকতালীয় মনে হচ্ছে । লেখা ভালো লেগেছে, সেই সাথে আপনার দেয়া ছবিগুলোর আবেদন অন্তরকাড়া । শুভকামনা জানবেন ।

০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান । অনেক ভালো থাকুন , সুস্থ ও নিরাপদ থাকুন ফি আমানিল্লাহ

৭| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: করোনার আগমনী সঙ্গীত আপনি চার বছর আগেই শুনেছিলেন বোধ হয়, তাই তো এমন একটি কবিতা লিখতে পেরেছিলেন। :)
সত্য হওয়া ভবিষ্যদ্বাণীর এ কবিতাটিতে দ্বিতীয় ভাল লাগা রেখে গেলাম। + +

০৪ ঠা আগস্ট, ২০২০ সকাল ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষ যেভাবে পাপ করে যায়, আশে পাশে দুর্নীতি দেখতে দেখতে এই লিখাটি লিখেছিলাম, তখন তো জানতামও না এই পরিস্থিতি হবে একদিন।

সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন স্বপরিবারে ফি আমানিল্লাহ

৮| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৯:২৪

মিরোরডডল বলেছেন:



শেষের তিনটা লাইন আপু দারুণ !!!
খুবই চমৎকার লেখা ।

ইউ আর রাইট ছবিপু ।
অহংকার সবচেয়ে খারাপ ।
দেখা যাক করোনা মানুষকে কতোটা বদলাতে পারে ।


০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষ আর বদলাবে, কবরে এক পা রেখেও বলে দুনিয়া আমার

এত সুন্দর মন্তব্য অনুপ্রেরণার উৎস
জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন
ফি আমনিল্লাহ

৯| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৩:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:




ছবি আপা, মনে করি আপনি এই কবিতাটি নবম শ্রেণীতে পড়াকালীন সময়ে আবৃত্তি করছেন। বসা আছেন স্কুলের প্রধান শিক্ষিকা সহ সকল সহকারী শিক্ষক ও শিক্ষিকা, থানা শিক্ষা অফিসার, থানা নির্বাহি অফিসার, থানা ওসি, উপজেলা চেয়ারম্যান সহ স্কুলের সকল ছাত্রী।

১। প্রথম পুরস্কার: ছয়টি কাঁচের গ্লাস সেট
২। দ্বিতীয় পুরস্কার: একটি ফ্লাক্স
৩। তৃতীয় পুরস্কার: একটি সিটিজেন দেয়াল ঘড়ি


০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কল্পনা করলেই তো অনেক ভালো লাগতেছে। এমন সাহস আমার ছিলো না কখনো :( বক্তৃতা বা কিছু বলা সামনে গিয়ে পা এখনো কাপে বাপরে। কিভাবে যে বাকীদিনগুলো পার করুম আল্লাহ জানেন। এসব বিষয় ভয় পাই

অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থকো সবাইকে নিয়ে ফি আমানিল্লাহ

১০| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:২২

কবিতা পড়ার প্রহর বলেছেন: এত বড় ভবিষ্যৎবানী কেমনে করলেন আপা!

০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও জানি না , আমি অতটা জিনিয়াস কবে হইলাম হাহাহা

ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাকুন

১১| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৮

শোভন শামস বলেছেন: সব সময় সতর্ক থাকতে হবে, তবে এখন সবাই কেমন যেন বেপরোয়া। ছোট্ট এই জীবনে সব পেতে চায়। সবাই ছুটছে –
অনেক আগেই আপনি ভেবেছেন এসব নিয়ে, এখন তা সত্যি হয়েছে।
সুন্দর লিখা

১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা সতর্ক থাকতেই হবে । আল্লাহ ভরসা।

অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.