নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
@কাজী ফাতেমা ছবি
=চা খাবে, জেগে উঠো ঘুম থেকে=
উঠো, দেখে যাও কতটা নিস্তব্ধতায় ভরা সকাল,
শহরের মানুষ ঘুমায় বেঘোর, চোখে স্বপ্ন আছে ছুঁয়ে,
মিহি হাওয়ায় গা ভাসিয়ে কেউ এখানে সকাল দেখে না,
ধোঁয়া উড়া গরম চায়ে রাখে না কেউ ঠোঁট!
এলার্ম ঘড়িটা বেজে চলেছে অবিরাম, শুনো কান পেতে
অফিসের সময় হলো বলে, এখনি জেগে উঠবে কেউ কেউ,
তাড়াহুড়ায় মুখে কিছু পুরে, দৌড় দেবে অফিস পানে,
ব্যাস্ততার কাঁধে চড়ে মানুষ সকাল হারিয়ে
টেবিলে রাখা ফাইলে গুঁজবে চোখ।
এসো দেখে যাও নিরবতার পথে পথে ফেরিঅ'লার হাক
সবজি মাছ আর নৈমিত্তিক জিনিসের সমাহার,
বাজার যেতে হবে না আর, তুমি হয়ে উঠবে আরো আলসে,
ঘরের দোরে বাজার হাট, সকালের হাওয়া হলো না আর গায়ে মাখা।
এসো গরম চায়ে দাও চুমুক,
চোখের যত ঘুম বিকিয়ে দাও তপ্ত জলে ঠোঁট রেখে,
কিছুটাক্ষণ দাঁড়াও বারান্দাতে, নিঃশ্বাস টানো জোরে,
শুদ্ধ হাওয়ারা হারিয়ে যাবে খানিক বাদেই
মিহি হাওয়ায় মিশে যাবে যন্ত্র যানের কালো ধোঁয়া।
কী চা খাবে? র' চা? নাকী দুধ মেশানো চা,
অথবা কফি খেতে পারো, চুলায় জল উত্তপ্ত হয়ে আছে,
শরীরটাকে চাঙা করে নাও এবেলা,,
চায়ের কাছে বিকিয়ে দাও যত আড়মোড়া আলসেমী!
০৫/০৮/২০২০
©কাজী ফাতেমা ছবি
=এইতো জীবন, আলহামদুলিল্লাহ=
ঘুমের ক্লান্তি ঢেলে দেই চায়ের কাপে,
মন্দানিল মুগ্ধ ক্ষণ ছুঁয়ে মন করে নেই চনমনে,
ঠোঁট আর কাপের উষ্ণতায় মাখামাখি সময়
সুখের নিঃশ্বাস ছেড়ে বলি ও করুণাময় আলহামদুলিল্লাহ!
সুখ পাখিটা গাছের শাখে ডেকে যায় হরদম,
কাজের ফাঁকে বারান্দার পাতাবাহারের সাথে মিতালী
পাখি এসে গ্রীলে বসেই হয় ফুড়ুৎ,
সে কি সময় চলে যাওয়ার অগ্রিম ঘোষণা!
ঐ যে সবুজ মাঠ নিস্তব্ধ, নিরব, কোথাও কেউ নেই
অথচ এই ফুরিয়ে যাও সেই গত বেলা এখানেই,
জমজমাট মানুষ, ছোট থেকে তরুণ বুড়ো,
কান পেতে শুনেছি কান্নার রোল!
দৃষ্টি তাক করে দেখেছি ইস্পাতের খাটিয়া,
কেউ বেলা শেষের খেয়ায় পা রেখেছিলো,
কেউ দুনিয়ার মোহ ছেড়ে পালিয়েছে,
চোখের জলে ভেসে গিয়েছিলো হয়তো কারো কারো
স্বজন হারানোর বেদনা!
কোন শোকই সেঁটে থাকে না মনে,
সব ব্যথাই অতীত হয়ে যায়,
যে ঘরের প্রিয় মানুষটি ছাড়া চায়ের আড্ডা চলতো না,
আজ তাকে ছাড়াই চায়ের কাপে টুংটাং সুর,
চায়ের ধোঁয়ায় মিশে যায় অতীত শোক!
ক্ষণস্থায়ী সুখ আঁকড়ে মানুষ বেঁচে থাকে
পরকাল স্মরণে অথবা ভুলে,
কাউকে ছাড়া কারো জীবন চলবে না
ডাহা মিথ্যেটুকু মিথ্যেই রয়ে যায়, মানুষ যে যার মত
নিজকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ক'দিন পরই!
25/7/2020
০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
২| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৬
ইসিয়াক বলেছেন:
চমৎকার লাগলো।
০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়। ভালোথাকুন সব সময়
৩| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৩
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আহা ! ------আপু, বুলেট কফি খাব!
০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাহাঙ্গীরকবির স্যারের নির্দেশনায় এই কফিটাও ছিলো, এখনো বানাইনি নি, পানও করিনি। সব উপকিরণ কিনে আগে। তাতপির দাওয়াত
৪| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪১
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: অবশ্যই পান করবেন, তবে দিনের বেলায় !! হেব্বি স্টেমিনায় চলতে পারবেন ৫/৬ ঘন্টা অবধি। রাত্তিরি জাগতে চাইলে আরো এক কাপ বানিয়ে নিয়েন!
০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ। জাজাকাল্লাহখাইরানভাইয়া
৫| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১৮
জোবাইর বলেছেন: আহা চা! বটের ক্ষিরের মতো ঘন দুধ-চায়ের ওপর কোনো সুস্বাধু পানীয় নেই। তবে এরকম চা সবাই বানাতে পারে না । নিসর্গ প্রকৃতির মাঝে রিলাক্সভাবে বসে এক কাপ গরম চা চুমুক দিয়ে পান করার মজাই আলাদা। আর তার সাথে যদি আপনার লেখা চা-পানের এমন একটা কবিতা থাকে তাহলে আর কথাই নেই!
০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি মোটামুটি দুধ চা ভালোই বানাতে পারি বলে মনে হ, কারণ মেহমানরা খেয়ে বলে অনেক মজা হইছ। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লা। সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞত।
৬| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৭
ম.মাসুম বলেছেন: সকাল বেলায় চা খাওয়া।।।
পেয়ালা আর ঠোটের এক হৃদয়স্পর্ষী ছোয়ার আলাদা একটা ভাবের প্রকাশ. . (আমার কাছে তাই মনে হয়)
০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য মাসুম ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
৭| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চাবিতা নাম শুনে দেখতে এলাম
কোনো শোকই সেঁটে থাকে না মনে--- এই স্তবকটা খুব ভালো লেগেছে।
০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৮| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০২
ঢুকিচেপা বলেছেন: বেশ আনকমন একটা নাম দিয়েছেন “চাবিতা”।
দুই চাবিতাই ভাল লেগেছে।
{[আপু আমার দুটা জিনিষ লাগবে, (১) যে গাছে চা ধরে সেই গাছ আর (২) বিচিওয়ালা এক কাপ চা]}
খুব সুন্দর হয়েছে।
০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ চেপা ভাইয়া
কুরিয়ার ঠিকানা দিয়ে পাঠায় দিমু নে হাহাহা বিচিওয়ালা চা হাহাহা
ভালো থাকুন
৯| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
রাজীব নুর বলেছেন: লেবু দিয়ে রং চা খেতে ইচ্ছা করছে।
০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অফিসে দাওয়াত রইলো ভাইয়া
১০| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪১
ওমেরা বলেছেন: চা পান করি না করলেও আপনার চাবিতা ভালো লাগলো আপু ।
০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: চা পান করেন না? ভালোই তো আপি।
অনেক ধন্যবাদ ভালো থাকুন
১১| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:২২
পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে জম্পেশ নামকরণ হয়েছে আপু। কবিতা পাঠের সঙ্গে সঙ্গে আমরাও পান করে গেলাম।
শুভেচ্ছা নিয়েন।
০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান পদাতিক ভাইয়া
ভালো থাকুন, চায়ের পর্ব আরও নিয়ে আসমু দাওয়াত রহিল কিন্তু
১২| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৬
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
চায়ের কবিতা তা বুঝলাম বেশ কিন্তু শেষের দিকে এতো
কঠিন বাস্তবতার দিকে নিয়ে গেলেন চা খেতে খেতে।
ইমোশনালি মানুষ ছাড়া তারাই জীবনে প্রচুর কষ্ট পায়।
কষ্ট হোক ইমোশন হোক যেটাই হোক যা কিন্তু ফাস্ক্লাস হয়েছে
ছবি আপাকে বাসী ঈদ মোবারক ও শুভেচ্ছা ।
০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপা এটাই কঠিন বাস্তবতা। সামনের মাঠ আমাদের ব্যাংক কলোনীর মাট, এক কলিগ মারা গেছেন। তাদের কান্না চিতকার আমাদের বাসা পর্যন্ত এসেছে
এত সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান আপি । অনেক ভালো থাকুন
১৩| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ১২:৪০
কবিতা পড়ার প্রহর বলেছেন: চায়ের চাবিতা দেখে রাত দুপুরেও চায়ের নেশা জেগে উঠলো।
০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: চা বানানো তো সহজ, বানিয়ে খেয়ে ফেলুন কবিতা
থ্যাংকস এ লট
১৪| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ১:২০
ঠাকুরমাহমুদ বলেছেন:
চা এর বিক্ল্প আর কিছু আছে কি? আমার জানা নেই চা এর বিকল্প আর কিছু আছে। সম্ভবত চা এর বিকল্প একমাত্র চা ই হতে পারে। শুভ কামনা রইলো বোন।
০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: চায়ের বিকল্প আসলে কিছুই নেই। যারা চা পানে অভ্যস্ত , তারা একদিন চা পান না করলে যে কী অবস্থা সেটা বুঝি। চা পান করলেই যেন সব অবসন্নতা দূরে চলে যায়।
অনেক ধন্যবাদ ভাইয়া
১৫| ১১ ই আগস্ট, ২০২০ সকাল ১১:২০
কবিতা ক্থ্য বলেছেন: ইউসুফ ভাইতো প্রতিদিন বলে - WFH - জন্য সকালের রংচা মিস করি।
১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম, নিজে বানিয়ে খেতে পারেন
ধন্যবাদ অনেক অনেক
১৬| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৮
শোভন শামস বলেছেন: চা পান করলেই যেন সব অবসন্নতা দূরে চলে যায়। সাথে কবিতা হলে মন্দ না। সুন্দর ভাবনার ছন্দবদ্ধ প্রকাশ
১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক কথা। সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
ভালো থাকুন ।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৩
আমি সাজিদ বলেছেন: বাহ আপি দারুন