নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কাব্য কণা (৬১-৭২)

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪২



৬১।
তুমি আমার জীবন পাতায় একটি মনোহারী ব্যাকগ্রাউন্ড লেপ্টে দাও-আমি তোমাকে কিছু ভালবাসার শব্দ উপহার দিব। জুলাই ৩১, ২০১৭

৬২।
লালনীল প্রেম বুকে উঁকি মারে,মন দেউড়ি বন্ধ। তবু বাহারী প্রেম চোখের কিনারে ঝুলে থাকে,
প্রেম কি মানুষের সাথে হয়? না আমি প্রকৃতি প্রেম মনে আঁকি!
২৬-০৮-২০১৭

৬৩।
কমলাকোয়া ঠোঁট শুষ্ক,বিষন্ন হাসি আসে হাসির উত্তরে,
মনখোলা হাসি ঠোঁট ছুঁয়না,
ঠোঁট কামড়ে কষ্ট জিহ্বায় ঠেলে দেই,
হাসি মরল চৈত্র আসার আগেই।
২৭-০৮-২০১৭

৬৪।
পাখি পিছু তাকাসনা,ফিরে যা সাত সমুদ্রের ওপাড়ে,
সময় বেরসিক,বুঝিস তো!
চাইছি যাবার বেলা একটা পালক খসে পড়ুক!
স্পর্শ নিয়ে প্রেম অনুভব করবো!
২৮-০৮-২০১৭

৬৫।
বুক গহীনে কোথায় ঘাটতি থেকেই যায়,
কিছুতেই ভাল না লাগার সময়গুলো ঝাপটে ধরে,
মন উঠোন ব্যথার নীল বালুচর,
মনভাঙ্গা কাঁচ আঁচড় কাটে বুকের বামে!
০৩-০৯-২০১৭

৬৬।
আয়নার মতই স্বচ্ছ ছিল অন্তর,
কি জানি তুই ফুঁকে দিলি কালা যাদুর ছুঁ মন্তর!
ভেঙ্গে গেলো আয়না,
ভাঙ্গা আয়নায় নিজেকে আর চেনা যায় না।
০৫-০৯-২০১৭

৬৭।
যখনি মুগ্ধ বাতাসে ঘুড়ি হয়ে উড়ি,
তখনি তুমি নাটাইয়ের হেঁচকা টানে ধূলায় মিশাও এবং
কানে বেসুর বাজাতে থাকো,
নিথর বসে থাকি মৌনতার বিছানায়।
০৬-০৯-২০১৭

৬৮।
পাথুরে বুক পেতে রাখো,সেখানে মন রাখলে খান খান ভেঙ্গে যাই!
বুকটা শরতাকাশের মেঘ হতে পারতো, যদি চাইতে!
পাথরের উপর পাথরই রাখা মন তো নয়!
০৭-০৯-২০১৭

৬৯

যাহার ব্যথা সে-ই বুঝে
নাই তাহার ব্যথা,বুঝবেনা সে বেবুঝে
ব্যথার ঘূণপোকারা সর্বাঙ্গে যায় ব্যথা বূনিয়া
নামটি তাহার আজব সে চিকুনগুনিয়া
০৮-০৯-২০১৭ (চিকুনগুনিয়া হয়েছিলো)

৭০।
বিষ ভালবাসায় পুড়ে নীল!
পাওয়ার চশমায় কেবল নীল পানপাতা চোখে ভাসে,
নীল চোখের গভীর নদীতে বপে দিল ১০২টি নীল পদ্ম বৃক্ষ,
দেখো ওরা সর্বাঙ্গে ডালপালা ছড়াচ্ছে,
আমি যেনো এক নীল ভালোবাসার কচুরিপানা,
ভেসে যাই উজানে আর তুমি পড়ে আছো ভাটিতে।
০৯-০৯-২০১৭

৭১।
গোলাপী মন জমিনে গোপনে চাষ করলে কেবল ক্যাকটাস চারা,
কেনো!ধবধবে মাতাল ঘ্রাণের কামিনী চাষ করলেই পারতে!
মন আঙ্গিনায় শুভ্র ফুল পাপড়ি বিছানায় বসে
দুজন কাটিয়ে দিতাম ঘ্রাণে মাতাল কিছুটা ক্ষণ।
১০-০৯-২০১৭

৭২।
গাঢ় সবুজ বুকে ব্যথার লাল ঘা,
হৃদয় কি আমার পতাকা?
মুঠোয় পোরে রক্ত রঙ ছিটিয়ে দিলে,
পতাকা মন নিয়ে যায় না শূন্যে ওড়া,
যায় না কষ্টে থাকা!
১১-০৯-২০১৭

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: পাথুরে বুক পেতে রাখো,সেখানে মন রাখলে খান খান ভেঙ্গে যাই!
বুকটা শরতাকাশের মেঘ হতে পারতো, যদি চাইতে!
পাথরের উপর পাথরই রাখা মন তো নয়!


---অসাধারণ অনুকাব্য।

১৬ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রিফাত
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

২| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৮

ওমেরা বলেছেন: সব গুলো সুন্দর আপু।

১৬ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন অনেক

৩| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: চমৎকার কাব্য কণায় মুগ্ধ হলাম। জঙ্গলের মধ্যে পিয়ানো বাজিয়ে শুনলে মনে হয় আরও বেশী উপভোগ করতে পারতাম। :)

১৬ ই আগস্ট, ২০২০ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা এই মুহুর্তে জঙ্গলে গিয়া পিয়ানো বাজাইলে বাঘ খাইয়া ফেলবে ডর লাগে

থ্যাংকস এ লট চুয়াত্তর (সাচু)
ভালো থাকুন

৪| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:





মানুষ হয়ে জন্ম নেওয়ার অনেক অনেক ট্র্যাজেডি আছে। লেখা ভালো লেগেছে বোন। +++





১৬ ই আগস্ট, ২০২০ সকাল ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন সবাইকে নিয়ে

৫| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৫

ঢুকিচেপা বলেছেন: বেশ সুন্দর কিছু “কাব্য কণা” পড়ে গেলাম।

১৬ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৬| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪২

মিরোরডডল বলেছেন:



ছবিপু সবগুলোই সুন্দর! আমার কিছু প্রিয় লাইন ।

না আমি প্রকৃতি প্রেম মনে আঁকি

স্পর্শ নিয়ে প্রেম অনুভব করবো

মনভাঙ্গা কাঁচ আঁচড় কাটে বুকের বামে!

বুকটা শরতাকাশের মেঘ হতে পারতো, যদি চাইতে!





১৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপি
ভালো থাকুন ভালোবাসা নিন

৭| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: +++++++++++++++

১৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভালো থাকুন

৮| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৭

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
সবগুলোই অনুকাব্য ভালো হয়েছে । আপনার চিকুনগুনিয়া হয়েছিল ? আমার ঘাড় ব্যথার জন্য যখন থেরাপি নিতে
যেতাম সেই থেরাপি সেন্টারে চিকুনগুনিয়া থেকে ভালো হয়ে উঠেছেন কিন্তু ব্যথা ওনার যাচ্ছে না । সেই আপার মুখে শুনেছিলাম, চিকুনগুনিয়া জ্বরের অনেক ব্যথা হয়।
ভালো থাকুন আপা সব সময় এই দোয়া করি।‌

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপিরে কী আর বলবো দু:খের কথা। এই রোগের মত বেত্তমিজ রোগ আর নাই। আমার জীবন শেষ করে দিছে। প্রতিদিন ভোরে উঠে দেখি হাত পা চলে না । পা ফেলতে পারি না ব্যথা লাগে, হাত দিয়ে কাজ করতে পারি না। পরে ঠিক হয়ে যায় কিন্তু হাতের শক্তি নাই আগের মত। আর্থাইটিসের মত হয়ে গেছে :( ব্যথা সারে না।

আল্লাহ ভরসা তাও ভালো আছি আলহামদুলিল্লাহ
ভালো থাকুন আপি জাজাকিল্লাহ খাইরান

৯| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৩

মনিরা সুলতানা বলেছেন: বেশ লাগলো পড়তে ।

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপা
ভালো থাকুন ভালোবাসা নিন
শুভেচ্ছা সতত

১০| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৯

নেওয়াজ আলি বলেছেন: অনন্যসাধারণ ভাবে অনুপম লেখা I

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১১| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৭

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




প্রেমিকা মনের কিছু বিক্ষিপ্ত ভাবনার কণা!
৬৬ এবং ৬৭ ভালো লাগলো।

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ জিএস ভাইয়া
ভালো সুস্থ ও নিরাপদ থাকুন ফি আমানিল্লাহ

১২| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৫

অন্তরা রহমান বলেছেন: বাহ, এরকম কাব্যাণু পড়তে দারুণ লাগে। অনেক সুন্দর হয়েছে।

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন ভালোবাসা নিন
শুভেচ্ছা সমুদ্দুর

১৩| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ। সুন্দর আবেগ থেকে সুন্দর কথামালা।

১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১৪| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: লালনীল প্রেম বুকে উঁকি মারে,মন দেউড়ি বন্ধ। তবু বাহারী প্রেম চোখের কিনারে ঝুলে থাকে, প্রেম কি মানুষের সাথে হয়? না আমি প্রকৃতি প্রেম মনে আঁকি!
এইটা ভালো

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

১৫| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ২:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনখোলা হাসি ঠোঁট ছুঁয়না,
ঠোঁট কামড়ে কষ্ট জিহ্বায় ঠেলে দেই,
হাসি মরল চৈত্র আসার আগেই।

................................................................
অবয়ব ঢেকে রাখলে কি,
ভালবাসার জোয়ার আসে ?
পদ্মার ঢেউ আসে উন্মত্ত জোয়ারে......
চোখে চোখ রেখে প্রেমের কাব্য রচিত হবে
আবারও, অবিরত দিগন্তের সীমানায় !!!

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১৬| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ২:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

১৭| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৩

করুণাধারা বলেছেন: ব্লগে এত কম আসি যে আপনার চমৎকার পোস্ট গুলো সম্পর্কে কিছু বলা হয় না। এজন্য আন্তরিক ভাবে দুঃখিত।

আজ এলাম জন্মদিনের শুভেচ্ছা জানাতে। প্রিয়জনদের পাশে নিয়ে শান্তি আর সম্মানের সাথে আরো দীর্ঘ দিন থাকুন।

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আয় হায় আপি উত্তর দিতেও দেরী হয়ে গেলো সরি। অফিসের কাজের চাপে ব্লগে আসতে পারিনা কয়দিন ধরে।

জাজাকিল্লাহ খাইরান আপি। এত সুন্দর মন্তব্য আগামী লেখালিখি আর পথ চলাতে অনুপ্রেরণা যুগায় । ভালো থাকুন । আল্লাহ নেক হায়াত দিন

১৮| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:




ছবি আপা আপনার জন্মদিনের শুভেচ্ছা রইলো বোন, আপনাকে নিয়ে ছোট একটি পোস্ট দিয়েছি। পড়ার জন্য অনুরোধ রইলো।

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া আন্তরিক দু:খিত ব্যস্ততার কারণে এই আনন্দটুকু ঠিকমতে উপভোগ করতে পারি নি। আপনি ও আপনার পরিবার ভালো থাকুক এই প্রার্থনা রইলো আল্লাহর কাছে

১৯| ১৮ ই আগস্ট, ২০২০ ভোর ৫:০৯

কবিতা ক্থ্য বলেছেন: কাজি ফাতেমা ছবি আপু কে শুভেচ্ছা।
ভালো থাকবেন।
আচ্ছা আপু, কি যেনো নাই এই লিখাটা তে...
ও হ্যঁ--- আপনার (তোলা) ছবি, প্রতিটি কাব্যের সাথে আলাদা ছবি।

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবিও ছিলো মানে ব্যাকগ্রাউন্ড ছিলো ফেসবুকে খুব সুন্দর । স্ক্রিণশট নেয়ার টাইম ছিলো না তাই মিসিং

অনেক ধন্যবাদ কবিতা কথ্য ভালো থাকুন

২০| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:০৬

পদ্মপুকুর বলেছেন: লেখার এত বিচিত্র বিষয় কিভাবে পান, ভেবে খুব অবাক হই মাঝেমাঝে।
আর হ্যঁ, জন্মদিনের শুভেচ্ছা।

১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
সময় স্বল্পতার কারণে ব্লগে তেমন আসতে পারি না
ভালো থাকুন সবাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.