নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ধারাবাহিক চিঠির আয়োজন (মেঘের কাছে রোদ্দুরের চিঠি-১)

২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩২


(২০১৬ সালে প্রতিদিন সকালে ডাইরীর মতই চিঠি লিখতাম, কাউকে উদ্দেশ্য করে না। যখন যাকে সামনে মনে হতো তাকেই ভর করে লেখা হয়ে যেতো চিঠি, দেড়শ চিঠি লিখেছিলাম তখন)

#চিঠি_১
#মেঘের_কাছে_রোদ্দুরের_চিঠি
#এটাই_তোমার_জন্য_চমক
হ্যালো মেঘ....
কি ভাবছ? হঠাৎ তোমাকেই লিখে ফেলব চিঠি। বিশ্বাস হচ্ছে না! আরে চিঠির ভাজ খুলো তো আগে,! অহহো রঙধনু রঙ খামটাই তো খুলো নি, এহ তুমি তো আজ তোমার মন দেউড়ির কপাটই খুলো নি। আরে বেরই হওনি আঁধার ঘর থেকে! কি ব্যাপার এখনো ডাকবাক্সটা তালা বন্ধ... কি! চাবি বালিশের নিচে, কি যে কর না...আরে এই প্রথম একটা চিঠি লিখলাম মেঘ.... আর তুমি এত অবহেলা করছ.... এই শুন, আমার মন কিন্তু খারাপ হবে কয়ে দিলুম!

এমন করলে কয়ে দিলুম
মনটা কিন্তু যাবে চুপসে
অবহেলা কইরো নাকো
বসিয়ো না দিলে কোপ সে!

ও মেঘ ও মেঘ শুনো
কইরে দিব এলোমেলো
পেরেম পত্তর দিলুম খামে
এই যে শুনো হ্যালো হ্যালো!

হয় নি বলা যে কথা হায়
বলব নাকি কানে কানে
শুনলে তুমি নেশায় মাতাল
কেঁপে উঠবে প্রেমের টানে।

আচ্ছা এবার যাও তো, চাবি নিয়ে এসো বালিশটা উঠাও তো। নাও এবার ডাকবাক্সের কাছে যাও! খুলো... দেখো এত চিঠির মাঝখানে রঙধনু রঙ খামটা, হ্যা হ্যা অই সেইটাই, হাতে তুলো দেখি নি... এবার খোলো আলগোছে, প্রেম সে, ভালবাসা সে... হা হা হা হা। নাও এবার পড়া শুরু করো....১....২....৩....

মেঘ, কেমন আছো, ব্যতিব্যস্ত জীবনে নিজের ভাল থাকার কথা কেইবা মনে রাখে। আমার ধারণা তুমিও তেমন। নিজের দিকে খেয়াল দিচ্ছ না তাই না! খুব ভেজালে আছ নাকি?... মেঘ নামে ডাকলেই কেনো জানি মনে হয় তুমি খুব বদের হাড্ডি.... এই নামটা তোমাকেই মানায়... আর কেনো জানি মনে হয় হাজার ছন্দ তোমার মনে, ছন্দ নিয়ে ঘুরো ফিরো.... মনোরম ছন্দে তোমার জীবন ভরা। আচ্ছা এতো ছন্দ কোত্থেকে আসে শুনি!!

সিরিয়াসলি একটা কথা
শুনবে নাকি মনোযোগে
বলতে কথা হাঁসফাঁস প্রাণে
মরছি যেনো মনোরোগে!

এমন কথা শুনো নিকো
শুনতে ইচ্ছে হবে নাকি
হ্যাঁ বা না বলো না তুমি
দিয়ো নাকো আর তো ফাঁকি!

হাজার কথার একটি কথা
শুনলে তুমি অবাক হবে
ভাববে তুমি গভীর মনে
অমর হয়ে মনে রবে!

আঁকুপাকু করছে বড্ড
বলব শুধু একটি কথা
সুযোগ তুমি দিবে নাকি
না দিবে গো মনে ব্যথা?

মেঘ, ঝড়ের মতো আসো, তুফানের মত ওড়িয়ে নিয়ে যাও, কাজটা কি ভালো করতেছ? ফাইজলামি পাইছো মিয়া বদের বদ। দুনিয়াতে যদি বদের প্রতিযোগিতা হয় তাহলে তুমিই ফার্স্ট হবে এ ধারণা। দুষ্টামির পা ঝাড়া একটা। শুনছি তুমি বদ নাকি মঙ্গল গ্রহে জায়গা কিনছ, অই বদ অই জায়গা আমাকে গিফট করবা নাকি... ভালই হবে তোমাকে অইখানে নিয়া টাইট দিতে পারব।

তুমি ছড়া তুমি ছন্দ
মাত্রাছাড়া বর্ণ
তুমি সদা মনের ভিতর
এলোমেলো ঘূর্ণ!

তুমি কবি তুমি গল্প
তুমি কাব্যের ঝুড়ি
তুমি সদা মনে থাকো
হয়ে সুখের নুড়ি।

তুমি চন্দ্র তুমি তারা
তুমি মঙ্গল গ্রহ
তোমার বুকে নামতে শুনো
মনে বাজে দ্রোহ।

তুমি সূর্য তুমি যে মেঘ
তুমি মেঘের ছায়া
তুমি শরত তুমি ভাদ্র
তুমি মোহ মায়া।

চিঠি লিখছি তোমাকে ফিল করছি...খুব ফিল করছি, ছন্দের বারতা নিয়ে এসছো কখন কাছে জানতেই পারিনি! কেমন ঘোর লাগা প্রহরগুলো আমার, সে তুমি যদি বুঝতে। তুমি তোমারে দাও না ভুলিতে। অনুভুতির দুয়ারে কড়া নেড়ে গেলে।ঠাঁয় দাঁড়িয়ে আচ্ছন্ন এখনো সেই মুগ্ধতা নিয়ে। বুক ফুলিয়ে বলি, বলে যাই ভালবাসি তোমায়, খুব ভালবাসি-মেঘ হা হা হা এসবই কাব্য ভাব বুঝলা। ৯৯% মিথ্যা।

দীর্ঘ সময় দীর্ঘ যুগ পেরিয়ে গেলো
তবু অপেক্ষার দোরে বসে ঠাঁয়
কি জানি কখন এসে নাড়বে
মন দুয়ারের কড়া!

অপলকে তাকিয়ে দূর বহুদূর দৃষ্টি
ধুঁধুঁ পথ... তুমি নেই সীমানায়..
অনিশ্চয়তার এই পথ..
ইচ্ছে হয় নিজেই হারাই।

হা হা হা, ছন্দ যাদুকর, দেখ কেমন কবি কবি ভাব। সবি তোমার বদৌলতে। তুমি থাকলে ছন্দরা এভাবেই মন আকাশে ওড়তে থাকে। যেদিন ওড়ে আসলে কাছে সেদিন এমনই ছিল আমার মন....

কতটা মুগ্ধ ছিলাম সে যদি তুমি অনুভব করতে
কেমন ঘোরে কেটে গেলো কয়েকটা প্রহর
কোথায় ছিলাম আমি! কোন সে অচিনপুরে
হারিয়ে গিয়েছিলাম ফেরার পথ অদৃশ্য!
স্বপ্ন সিঁড়িটা বেয়ে উঠেছিলাম তোমার হাত ধরে
শীতল শিহরণে কেঁপে যাই আমি.. উষ্ণ স্পর্শে তোমার।

হাত ছেড়ে দিলে আচম্বিতে
ঘোর ভেঙ্গে যায়, আমি অনুভবে বাঁচি
উচ্ছ্বসিত মন..
সকল ক্লান্তি ঝেড়ে উদ্যমি হই দৈনিক কর্মে।

আবেগের কড়া নেড়ে জাগিয়ে দিলে অনুভূতি
তুমি কিগো... সেঁটে বসে আছ মন দেয়ালে
অনুভব করি প্রতিক্ষণে খেয়ালে বেখেয়ালে...
আঁখি বন্ধ করি অবসর ক্ষণে
এদিক সেদিক চারিপাশে সে তুমি বিচরণ কর..
আনমনে হেসে হই খুন..
আমার আকাশ বাতাস চন্দ্র তারা ভর্তি আজ মুগ্ধতা
উফ কি যে ভাল লাগার দিন ছিল,
সে কি বুঝতে পারছো তুমি!

তুমি অস্পৃশ্য, বিমূর্ত.... মৌনতার সূতায় বেঁধেছ মন
তোমার ঠোঁট ছুঁয়েচহো অধর, চোখের পাতা, কপোল, ললাট
আর আমি হয়েছিলাম পাথর....
পাথর ভেঙ্গে তুমি মন ছুঁয়েছ আমার!

কি করে থাকি দূরে...সে না হয় থাক দূরেই
মন পাঠিয়ো আকাশের খামে...
ঠিকানা সে তোমার জানাই... রোদ্দুর তাই না?
পাঠাবে কি? অপেক্ষায় রোদ্দুর।

আজ তবে আসি। ভাল থেকো মেঘ অগুছালো চিঠিখানি গুছিয়ে পড়ে নিয়ো...তুমি জানই ত আমি খুবই অগুছালো। -শেষ করছি তবে-তোমার মিহি রোদ্দুর।
পুনশ্চঃ আরে এখনো ঘুম থেকে উঠো নি। উঠ উঠ, দেউড়ির কপাট খুলে ডাকবাক্সের কাছে যাও, তালা খুলে দেখ তোমার জন্য চমক আছে.... নিরাপদে থেকো, অনেক ভালবাসা আর শুভেচ্ছা রইল।

September 11, 2016


মন্তব্য ৪৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৭

ভুয়া মফিজ বলেছেন: চিঠির মইদ্দেও কবিতা!! অত্যাচারের একটা সীমা থাকনের দরকার আছে। চিঠি পড়নের লাইগা ভুলে ঢুইকা পড়ছিলাম। আইসা তো দেহি ফাইসা গেলাম!!! :((

২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা পোস্ট করার সময় আপনার কথা মনে হইছিলো। আশাই ছিলো না আসবেন । এসে গেছেন দেখে খুবই ভালো লাগলো।

ভাবীরে কমু আপনাকে কবিতার প্রতি আকৃষ্ট করাতে...

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

২| ২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: চিঠি না কবিতা! এক্কেবারে মহাকাব্য রচনা করলেন আপু।

মেঘ রোদ্দুরের যুগলবন্দীতে ভালোলাগা।
শুভকামনা জানবেন।

২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক

৩| ২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০০

শায়মা বলেছেন: মানুষ যখন প্রেমে পড়ে তখনই কেবল এমন করে চিঠি কাব্য লিখতে পারে।

তুমিও মনে হয় সেই সময়টাতেই লিখেছিলে আপুনিমনি!!! :)

২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি আমি তো প্রেমে সব সময়ই পড়েই থাকি... অল টাইম খঞ্জনা

মনে প্রেম না থাকলে লিখতাম পারি না ....। এসবই মিছেমিছি প্রেম

এখনো লিখতে পারুম ...।

থ্যাংকস এ লট আপি ভালো সুস্থ ও নিরাপদ থেকো এই প্রার্থনা

৪| ২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদোগ । :)

২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া

৫| ২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক সময় মেয়েদের লেখা প্রেমের চিঠি পড়তে খুবই মজা লাগতো।

২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম... আমার তো এই বুড়া বয়সেও এসব পড়তে ভালো লাগে
থ্যাংকিউ ভাইয়া

৬| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: শায়মা বলেছেন: মানুষ যখন প্রেমে পড়ে তখনই কেবল এমন করে চিঠি কাব্য লিখতে পারে।

তুমিও মনে হয় সেই সময়টাতেই লিখেছিলে আপুনিমনি!


হে হে---

২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা মনে মনে সবাই প্রেমী, প্রেম সবারই গোপন কুঠুরিতে বন্ধ থাকে। আর আমি অল টাইম এমন মনের

প্রেম ছাড়া লিখা যায় না

থ্যাংক ইউ ভাইয়া

৭| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪২

বিএম বরকতউল্লাহ বলেছেন: মেঘের কাছে রোদ্দুরের চিঠি।
যেমন নাম তেমন ভাল লাগল লেখা।

২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৮| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:




১৫০ টি চিঠি! চিঠি লেখার ক্ষমতা সবার নেই, সবাই সুন্দর করে চিঠি লিখতে পারেনও না। আপনার চিঠি ভালো হয়েছে - বেশ ভালো লিখেছেন চিঠি।

২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া দেড়শোর বেশী আছে, আনুমানিক বললাম দেড়শো। লেখা একটা নেশা যখন যে বিষয়ে লিখি লিখতেই থাকি। লিখে আমি আনন্দে থাকি। অনেক সুন্দর মন্তব্য
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকো

৯| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১১:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একের ভিতর পাঁচ!!
ছবি, কবিতা,গল্প, স্মৃতিচারণ আর
জগা খিচুড়ি !! দারুন স্বাদ !!
ভালো আছি ভালো থেকো
আকাশের ঠিূকানায় চিঠি দিও !!!

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই জগাখিচুড়ি আপনার ভালো লেগেছে ভাইয়া জেনে আমারও ভালো লাগলো

কিন্তু চিঠি দিলাম কেউ একটা উত্তরও দিলো না আজব

থ্যাংকস এ লট ভাইয়া

১০| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১১:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: কি রোমান্টিক গো আপু তুমি! বাহ বাহ! প্রেম প্রেম গন্ধমাখা পোস্টটিতে আমার ভালোবাসা রইল।

নূর মোহাম্মদ নূরর মন্তব্যটি খুব পছন্দ হয়েছে - আসলেই একের ভেতর পাঁচ! :)

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান আপি। অনেক ভালো থাকুন .... জগাখিচুড়ি হাহাহাহ

ভালোবাসা আর শুভেচ্ছা রইলো

১১| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৯

সাহাদাত উদরাজী বলেছেন: আমাদের অপেক্ষা এমনি।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি
থ্যাংক ইউ ভাইয়া
ভালো থাকুন

১২| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১:২৮

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: দারুণ আবেগমথিত লেখা। এন্ড টু মাচ রোমান্টিসিজম টু রিড।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ লুইপা ভালো থাকুন অনেক অনেক

১৩| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১:৫৭

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
এটাতো চিঠি না মনে হচ্ছে কেমন যেন হৃদয় নিংড়ানো
পরিচিত কারো মনের কথা । অসম্ভব অসম্ভব ভালো লাগলো
আপা । আপনি যদি ১৫০ টি চিঠি পোস্ট আকারে দেন নেই আমি সবগুলোই পড়তে আগ্রহী । এ যুগের ছেলে মেয়েরা
নীল খামের চিঠির মজাটা বুঝলো না ।
সত্যিই প্রশংসনীয় লেখা এবং ভালোলাগা রইলো।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ আপি পোস্ট করবো একে একে। একশত তিন চিঠি মেঘের কাছে আর কিছু চিঠি অন্য নামে । সবগুলোই পোস্ট করবো

এত সুন্দর মন্তব্য অনুপ্রেরণা পেলাম

জাজাকিল্লাহ খাইরান
ভালো থাকুন

১৪| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ২:২৭

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখা

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১৫| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ২:৫৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এগুলো নিছকই চিঠি না,মনের গহীন থেকে উঠে আসা উচ্চারণ ।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছু আবেগ হৃদয়ের গভীরে জমা থাকে, এসব মুখে প্রকাশ করা যায় না। তাই চিঠির মাধ্যমে প্রকাশ।
অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।

১৬| ২৫ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:



কি সাংঘাতিক কথারে বাবা, একটা না দুটা না একেবারে ১৫০ টা।
তাও রোজ রোজ , মনে হয় বলেছিল চিঠি দিও প্রতি দিন ।
রোদ্দরের সব চিঠিই কি পেয়েছিল মেঘ? নাকি কোন চিঠিই
মেঘ বা মেঘেরা পাইনি কোন দিনই, সে ছিল শুধু ডাইরির
পাতাতেই। এগুলি কি ছিলই শুধু মনের খাম খেয়ালী?
নাকি ছিল তাতে হৃদয়ের তান । যদি তাতে না
থাকে হৃদয়ের তান, তবে বিফলই যাবে পত্র
লেখকের হৃদয়ের আহবান ।

রোদ্দুরের চিঠির জবাবে মেঘ কি লিখেছিল তা জানিনা
তবে মনে হয় মেঘ লিখেছে এমনি কিছু কথা তুল ধরে।

রোদ্দরের- চিঠির- উত্তরে- মেঘের-চিঠি

সকালে ঘুম থেকে উঠে ডাক বাক্স খুললে দেখি
নীল খামে মোরা মেঘের নামে লেখা উড়ো চিঠি
যতো আবেগ ছিলো মনে ঝেড়ে দিল চিঠির মাঝে
শুনতে চাইল মনের খবর চাইল উত্তর সন্ধা সাঁঝে।

যেকথা বলতে চাইনি যা লিখা ছিল যতনে হৃদয়বৃন্তে
যা কভু দেখাতে চাইনি গোপন রেখেছি প্রানান্তে
না বলা সে গোপন কথাগুলো ছিল যে হৃদয় কোণে
এখন উড়ো চিঠির প্রেক্ষিত জানালাম তা খোলা মনে।

ভালবাসি তোমার ভাললাগা, ভালবাসি রোদের হাসি
হিরকের মত স্বচ্ছ হৃদয় গোলাপের পাপরিসম খুশী
গড়ায়ে যখন পরে হৃদয় তন্ত্রীতে পাকা ডালিমের মত
নাবলা কথাগুলো ফেটে ছোটে রোদ্দুরের প্রতি অবিরত।

যে কথা বলতে চাইনি, যে কথা ছিলই শুধু হৃদয় মুলে
ভোরের বারতায় থাকা চাবিতে মনের তালা যায় খুলে
হৃদয়ের গুপ্ত কথাটি প্রকাশে আধারের দেয়াল ভাঙ্গে
হারিয়ে যাওয়া নীজকে যেন খুঁজে পাই ভালবাসা রঙ্গে।

চিঠির কানায় থাকা নামটি দেখা হয়নি আগে ভাল করে
হৃদয়ের রক্ত কনিকায় লেখা নামটি ভাসল চোখের পরে
আকাশ ছেদে উড়ে আসা বার্তা এল যা নীল খামে ভরে
তার যবনিকায় লেখা প্রতি উত্তর নিয়ে চলে এসো উপরে ।

উর্ধালোকের স্বর্গীয় বার্তা এসে কানে কানে যখন বলে
পাবেই আমাকে যদি উড়ে চল আকাশে পাখা মেলে
হল তাই পেলাম সেথায় দেখি উড়ছ নীল ডানা মেলে
এই মেঘ এই রোদ্দুর সার্থক নাম লেখা হল হৃদয় মুলে।


নভো নীলের মত চলতে থাকুক মেঘ রোদ্দুরের চিঠি চালা চালি
কত মেঘ রোদ্দুর আছে ব্লগজোরে দেখা হবে এখানে এলে পরে ।

শুভেচ্ছা রইল

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই মন্তব্যের প্রতি মন্তব্য আমার জানা নাই। তবে একটা অনুরোধ এই উত্তর চিঠি টা পোস্ট আকারে দিবেন এবঙ চিঠির আদিঅন্ত নিয়ে সব লিখবেন, প্লিজ ভাইয়া

উত্তর চিঠিটা এত সুন্দর হইছে মাশাআল্লাহ
এমন উত্তর কেউই দেয়নি হাহাহা

মেঘ তো উত্তর দেয় নাই...। চিঠিগুলো তার বালিশের তলাতেই আছে খুলে দেখেনি মনে হয় । আসলে ডায়রীর মতই লিখা চিঠিগুলো।

ভালো থাকুন ভাইয়া জাজাকাল্লহা খাইরান

১৭| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার শেষাংশের কবিতাটা-র একটা আবৃত্তি রূপ দেয়ার অনুমতি চাইছি।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশ্যই ভাইয়া তবে আমি শুনতে চাইবো, ইউটিউব আপলোড করে আমাকে লিংক দিয়ো । জাজাকাল্লাহ খাইরান

১৮| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: আপা একজন আমাকে বললেন, যদি আপনার সরকারী একটা চাকরী থাকতো তাহলে এরকম চিঠি নাকি আমিও লিখতে পাড়তাম।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা হয়তো ঠিক
হয়তো ঠিকও না। তবে বেসরকারী কোম্পানী বা ব্যাংক সত্যিই অনেক কষ্ট। আল্লাহর রহমতে আমি রিলাক্স মোডে কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত। ঝড় ঝাপটা যে আসে না তা না , সব কিছু সামলে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি

১৯| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩৪

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: লেখক বলেছেন: আপি আমি তো প্রেমে সব সময়ই পড়েই থাকি... অল টাইম খঞ্জনা মনে প্রেম না থাকলে লিখতাম পারি না
আপনি যে লেখিকা সামু সেটা জানে না কেন?
প্রেম তো উপচিয়ে উপচিয়ে পড়ছিল তখন!
কবিতা এবং চিঠি দুইটাই ভালো লেগেছে।

২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কি জানি কেন জানে না। হয়তো অলেখন, লেখার মাঝে সামু কিছু খুজে পায় না হয়তো :(

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকুন

২০| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০১

পদ্মপুকুর বলেছেন: আমার একটা পোস্টে ব্লগার ঢুকিচেপা বলেছিলেন- লেখাটা প্রথম পোস্ট করার পরেই পড়ার চেষ্টা করলাম কিন্তু মনোযোগের কারণে অনুভূতিগুলো স্পর্শ করতে পারছিলাম না, তাই পড়া বন্ধ করতে হয়েছে। আমি বুঝতে পারছিলাম এই অনুভূতি বুঝতে গেলে একটু নিরবতা এবং মনোসংযোগ দরকার। আপনার এই লেখা পড়তে গিয়ে আমিও ঢুকিচেপার এই মন্তব্যই কোট করতে বাধ্য হচ্ছি। এই লেখা আসলেই নিরবচ্ছিন্ন মনোসংযোগ দাবি করে।

আপনি আমার থেকে বয়সে কতটা বড় বা ছোট হবেন জানিনা, কিন্তু আমরা একটা সময় পার করেছি যখন চিঠির একটা আলাদা যায়গাই ছিলো মধ্যবিত্ত জীবনে। পত্রমিতালী বলে একটা বিষয় খুব প্রচলিত ছিলো, বিভিন্ন ছেলে-মেয়ের ঠিকানাসহ বই কিনতে পাওয়া যেতো। মানুষের মধ্যে চিঠি লেখার 'বাতিক' ছিলো। যেমনটা আপনি বলেছেন যে কাউকে উদ্দেশ্য না করেই চিঠি লেখা, সেটাও একটা নিয়মিত এবং পরিচিত অনুষঙ্গ ছিলো কৈশোর বা যৌবনে।

কিন্তু আপনার এই চিঠির যে প্রাপক হবে, তার খবর আছে, ভুয়া মফিজের মত সেও ফেঁসে যাবে। এই চিঠির হিস্যা বুঝে নেয়া চাট্টিখানি কথা নয়....। পুরো চিঠি পড়ে এখন আমার যে কথাটা বেশি মনে পড়ছে তা হলো- হা হা হা। নাও, এবার পড়া শুরু করো ...১....২....৩....

২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই সময়ের কারণে অনেক পোস্ট এমন নিরবে পড়া হয় না। এই অনুভূতিটা আমারও হয়। যখন নিরবে কোনো গল্প পড়ি অন্য কিছু পড়ি দু:খের হলে সত্যিই চোখে পানি গড়িয়ে পড়ে আবার হাসির হলে একাই হাসি। এসব সুখ অনুভূতির বিষয়। কিছু লেখা নিরবেই পড়তে হয়। আপনার এই অনুভূতিটা অনেক ভালো লাগলো। আর অনেক লেখা সময়ের অভাবে পড়তেই পারি না। তাই এড়িয়ে যাই লেখা ভালো হলেও।

বয়স মেলা হইছে ভাই, ছেলে ইন্টারে পড়ে, চাকুরীর বয়স ১৯ আর কত! পঞ্চাশে নিয়ে যাচ্ছে সময় :( আল্লাহ ভরসা। তবে মন যে কেনো বুড়ো হয না । এ নিয়ে জামাইর কাছে বকা খাই। খালি বয়স দেখায়ে দেয় বদ লোক।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন অনেক অনেক ।

২১| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৯

মা.হাসান বলেছেন: চিঠিটা গোলাপি কাগজে প্রিন্ট করেন, নীল কালিতে। একটু বেলী ফুলের ঘ্রাণ মাখিয়ে নেন। এর পর বিয়ারিঙ পোস্ট করে দেন দুলাভাইয়ের নামে। প্রেরকের নামের জায়গায় লিখবেন তোমারি...

এরকম ভাবে দু তিনটা চিঠি পাঠান। ভাব ধরবেন যে কিছুই জানেন না।

এর পর একদিন দুলাভাইয়ের পকেট থেকে চিঠি গুলা অ্যাকসিডেন্টালি আবিস্কার করে কান্নাকাটি শুরু করে দেন। দুলাভাই মান ভাঙানোর জন্য কক্সবাজার ট্রিপের ব্যবস্থা না করা পর্যন্ত কান্না থামাবেন না।

কক্সবাজার ঘুরে এসে ছবি পোস্ট দিয়েন।

** বিশেষ কারনে মফিজ ভাইয়ের এখন প্রেমের চিঠি লেখা নতুন করে শিখতে হচ্ছে, ঐ জন্য উনি এই কবিতার পোস্টে উকি মারলেন। তবে উনি অলস মানুষ, কবিতা একটু বড় হয়ে গেছে। ওনার জন্য কিছু প্রেমের এস এম এস নিয়ে পোস্ট দেন। দুটি (নাকি আরো বেশি? নিশ্চিত না) তাপিত হৃদয় শান্ত হউক।

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন একটা বুদ্ধি দিয়েছেন, বেলী ফুল পামু কই, চেপা শুটকি আছে.. :D দিমু নাকি

বিয়ারিং করার দরকার নাই , সে আমার মাথার উপরে, চুপি চুপি দরজা খুলে ঢিল মেরে টেবিলে চলে আসবো ক্ষণ। প্রেরকের জায়গা লিখবো ...। তোমার দুশমন সাবধান চিঠি ভিত্রে বোমা আছে :D

:( কক্স বাজার :(

দিন ভালো হলে হজ্জ এ যাওয়ার ইচ্ছে দোয়া করবেন আল্লাহ যেন আশা পূর্ণ করেন।

ভুম ভাইয়া বলছে আপনাকে একটা কবিতা লিখে দিতে অই যে পীর বাবা হাহাহাহাহ

থ্যাংকস এ লট

২২| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০২

আখেনাটেন বলেছেন: হাত ছেড়ে দিলে আচম্বিতে
ঘোর ভেঙ্গে যায়, আমি অনুভবে বাঁচি
উচ্ছ্বসিত মন..
সকল ক্লান্তি ঝেড়ে উদ্যমি হই দৈনিক কর্মে।
--- আহা বেশ বেশ। :D

মা.হাসান বলেছেন: চিঠিটা গোলাপি কাগজে প্রিন্ট করেন, নীল কালিতে। একটু বেলী ফুলের ঘ্রাণ মাখিয়ে নেন। এর পর বিয়ারিঙ পোস্ট করে দেন দুলাভাইয়ের নামে। প্রেরকের নামের জায়গায় লিখবেন তোমারি... --- আমারও তাই মত। B-)

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া অনেক ভালো থাকুন

হ ভাই মাহমুদ হাসান ভাইয়ের কথায় আমিও একমত

পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ :)

২৩| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

ঢুকিচেপা বলেছেন: মেঘের কাছে যে প্রেমের চিঠি লিখেছেন তাতে না আকাশটাই নেমে আসে।
চিঠি ও কবিতা একসাথে হওয়াতে নতুন এক মাত্রা দেখা হলো।

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আকাশ নেমে আসলে তো বিপদ.।

জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন

২৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৪

রামিসা রোজা বলেছেন:
এই আমি অফলাইনে গতকালই পড়েছিলাম , আর মনে
মনে ভাবছিলাম আপনি এতো সুন্দর করে অভিমানী মিশ্রিত ভালোবাসার চিঠি ও কবিতা কিভাবে লিখলেন ?
অজানা এক লুকানো মনের ব্যথাগুলো জেগে উঠলো...

০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য মাশাআল্লাহ
এমন মন্তব্য অনুপ্রেরণা জোগায় আপা

ভালো থাকুন অনেক অনেক

এই চিঠিটিও চুরি হয়ে গেছে আপি :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.