![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
কারো মত হতে চাই না......
আমি আমার মত থাকতে চাই,আমার মন ভুবনে,
আমার প্রতি মুহুর্তই ; একান্ত আপন,আমার জীবনে।
আমার চোখে সবই সুন্দর স্নিগ্ধ, সময় কাটাই;স্বপ্ন বপনে
আমি ভালোবাসি মানুষ; আমি মানুষ দেখি, মানুষ নিয়ে ভাবি শয়নে।
ভাবি মানুষের ভালো, মন্দ নিয়ে, যারে লাগে ভালো;
তার সাথে সুর ধরি সুখের গানে,
উঁচু নিচু স্তরের সবাই আপন; সবাই ফুল হয়ে ফুটে মন বাগানে।
আমার দুর্বলতা যা, জানিয়ে দেই অকপটে, কথা রাখিনা গোপনে।
আমি কথা রাখতে করি চেষ্টা আপ্রাণ;
শেষতক; লড়ি অগ্নির বিষ্ফোরণে।
আমি জ্বলি, পুড়ি; চাপিয়ে দেই না ভালো লাগা কাউকে
একাই গলে গলে পুড়ি কষ্ট দহনে,
আনন্দে উদ্বেলিত হই; কষ্টে পড়ি নুয়ে
একাই হাসি, আবার কাঁদি সুক্ষ্ম রক্তক্ষরণে।
শক্ত হই; নিজেকে সামলাই নিজেই, যেন ভয় না পাই; মরণে,
আমি ভয়ংকরে সুন্দর খুঁজি; খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দর আনি তুলে;
কঠিনের দেই না ঠাঁই; এই সহজ জীবনে।
আমি আমার মত থাকি; ভালোবাসি জীবন, মানুষ, ফুল, পাখি সবুজ;
আমার খুশি চাই না বিসর্জিত হউক বিষাদের প্লাবনে;
কারো মত না আমি; আমি আমার মত
ভাবি না আমি এ; কাছে টানুক অথবা দুরে ঠেলুক পর কিবা আপনে।
August 26, 2013 at 11:23 PM
আগের লেখা ফেইসবুক মনে করায়ে দিছে, এসব পড়তে আমার ভালো লাগে
আরেকজনকে বলেছিলাম ভাই পুরোটা কপি করতে পারেন নাই, পুরোটা দেবে কপি করে। এমনি আমাকে ব্লক মেরে দিছে
২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ঢাবিয়ান
ভালো থাকুন অনেক অনেক
২| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৭ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৩| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৮
পদ্মপুকুর বলেছেন: ২০১৩ সালের এ সময় কি দহনবেলা যাচ্ছিলো? খুব কঠিন কঠিন কথাবার্তা।
আমি জ্বলি, পুড়ি; চাপিয়ে দেই না ভালো লাগা কাউকে/ একাই গলে গলে পুড়ি কষ্ট দহনে,
আনন্দে উদ্বেলিত হই; কষ্টে পড়ি নুয়ে/ একাই হাসি, আবার কাঁদি সুক্ষ্ম রক্তক্ষরণে।
শক্ত হই; নিজেকে সামলাই নিজেই, যেন ভয় না পাই; মরণে,
আমি ভয়ংকরে সুন্দর খুঁজি; খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দর আনি তুলে;
কঠিনের দেই না ঠাঁই; এই সহজ জীবনে।
এ যেন নিজেকে নিজে সান্ত্বনা দেয়া কবিতা.... কখনও কখনও নিজেও এরকম কথা বলতে চাই সর্বাত্মক শক্তি নিয়ে।
২৭ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হয়তো বা
তবে সেই সময়গুলো মনের কষ্টে যেত, আল্লাহর রহমত এখন তেমন এসব নিয়ে কষ্ট পাই না।
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৪| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৩
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আমার দুর্বলতা যা, জানিয়ে দেই অকপটে, কথা রাখিনা গোপনে।
আমি কথা রাখতে করি চেষ্টা আপ্রাণ;
শেষতক; লড়ি অগ্নির বিষ্ফোরণে।
---সহমত! এরকম মানুষের বোধহয় ধৈর্য পরীক্ষা বেশি দিতে হয়। ধন্যবাদ সুন্দর লেখায় স্মৃতিচারণে।
২৭ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি রিফাত একদম ঠিক। ধৈর্য্য কত প্রকার ও কিকি আমি জানি।
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক
৫| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৫
নেওয়াজ আলি বলেছেন: সৌন্দর্যময় কথামালা ।
২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকুন ভাইয়া
৬| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০৪
শোভন শামস বলেছেন: জীবন ধর্মী লিখা
মনের বহিঃপ্রকাশের নাম কবিতা
আনন্দকে সবার মাঝে ভাগ করে নেয়া কবিতা
সুখ দুখের ফল্গুধরার নাম কবিতা
প্রকৃতি আর অনন্তের কথার মাঝে কবিতা।
২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া অনেক সুন্দর করে বলেছেন
লেখালিখি ছাড়া শান্তি নাই আর কিছুতে
৭| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৮
ঢুকিচেপা বলেছেন: “ কারো মত হতে চাই না......”
আপু আপনি তো ছবি’র মত “ছবি”... হা হা হা
কবিতা ভাল লেগেছে।
“ আরেকজনকে বলেছিলাম ভাই পুরোটা কপি করতে পারেন নাই.......”
এ সব কাকগুলো এখান থেকে পেখম নিয়ে ফেবুতে মযূর হয়ে যায়। বলতে পারেন কাউয়া মুয়ূরী= “কাউয়ূরী” ।
৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত কপি হয় লেখা। মাঝে মাঝে মেজাজটাই খারাপ হয়। আমার লেখা আমার ওয়ালে কেউ পড়ে না । মানুষ কপি করে নিয়ে পোস্ট দিলে দেখি আড়াইশো তিনশ লাইক কমেন্ট তখন মেজাজ আরো বিগড়ে যায়।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৮| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: সাত বছর আগে খুব সুন্দর একটি কবিতা লিখেছিলেন, যা আজ পড়ে খুব ভাল লাগলো। নিজের মত হতে পারা এবং থাকতে পারাটা জীবনের একটি বড় সাফল্য।
যারা টাকা পয়সা, সোনা গয়না ইত্যাদি লোভের বশে চুরি করে, তাদের এ গর্হিত কাজটি তবুও মানতে পারি, কিন্তু অন্যের লেখা, বিশেষ করে অন্যের কবিতা চুরি করে যারা কবি সাজতে চায়, তাদের প্রতি করুণা আর ঘৃণা ছাড়া আর কোন কিছুই অনুভব করি না।
কবিতায় চতুর্থ ভাল লাগা + +।
৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। এসব কাজ কেনো যে এরা করে বুঝি না। কিছু বললে উল্টো আমাকেই চোর বানিয়ে ছাড়ে। ঘৃনাই এদের প্রাপ্য
ভালো থাকুন ভাইয়া
৯| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩৭
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
এতো সুন্দর একটি উদ্দীপনামূলক কবিতা আমি খেয়ালই
করি নাই । অসম্ভব ভালো লাগলো।
৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি এত পরে হলেও আপনি আমার লেখা পড়েন। অনেক ভালো লাগে বিষয়টা কৃতজ্ঞতা আপি
জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
১০| ৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪২
কবিতা পড়ার প্রহর বলেছেন: নিজের মত থাকতে পারলেন না। অন্যে নিয়ে নিলো আপা।
৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: একজনে নিলে তাও মানা যায় বিভিন্ন জনে নিয়ে পোস্ট করে
অনেক ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাকুন
১১| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৮
রামিসা রোজা বলেছেন:
এত সুন্দর লেখা দেখে চোরেরা লোভ সামলাতে পারেনা।
ক'জন এর লেখা চুরি হয়? আপনার কবিতায় অন্যরকম
প্রাণ আছে , আমি ভক্ত হয়ে গেলাম।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
এরা আমাকে খুব বিরক্ত করে মারে আপি
কী যে করি
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০৮
ঢাবিয়ান বলেছেন: ভাল লেগেছে আপু কবিতাটা। সহজ সুন্দর অনুভুতির চমৎকার বহিঃপ্রকাশ।