নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কবে যাবো পাহাড়ে....

০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮



©কাজী ফাতেমা ছবি
=কবে যাবো পাহাড়ে!
ক্যামেরাটা হাতে নিয়ে
কবে যাবো পাহাড়ে,
হায় কতদিন হলো যাই না
কষ্ট বুকে আহারে!

ক্লিকে ক্লিকে কবে আনবো
ছবি করে মুগ্ধতা,
কবে নেবো নাকে টেনে
মিহি হাওয়ার শুদ্ধতা!

আর কতদিন থাকবো বন্দি,
আঁধার ঘরের ভিতরে,
হায় লাগাবো কবে হাওয়া,
ক্লান্তি ভরা গতরে!

কবে যাবো নীল সমুদ্দুর,
ভাসবো কবে জলে রে,
কবে শান্তি আনবো তুলে
ডুব সাঁতারের ছলেরে।

কবে যাবো ঘুরতে বনে
কবে যাবো নদীতে,
ভাসবো কবে ডিঙি নাওয়ে,
একলা নিরবধিতে।

কাটে না আর বন্দি বেলা,
একলা ভালো লাগে না,
আশার আলো এখনো যে
মনের মাঝে জাগে না।

কবে যাবো ঝর্নাধারায়,
কবে যাবো বাড়ীতে,
কবে খাবো হাত ডুবিয়ে
মায়ের রান্নার হাঁড়িতে

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১০

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ছন্দময় পাাহাড়ে
চল যায় আহারে-------------চমৎকার ছবি আপু

০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৪

পদ্মপুকুর বলেছেন: মার্চের ২০ তারিখে আমাদের বান্দরবান যাওয়ার পরিকল্পনা করা হয়েছিলো... রেমাক্রি, বগালেক ইত্যাদি ইত্যাদি....
এখন আপনার মত বলতে হবে -কবে যাবো পাহাড়ে, আহারে...

০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমনিতে আমাদের ঘুরাঘুরি হয় না । বছরে দুই জায়গায় যাই
বাপের বাড়ী হবিগঞ্জ , হবিগ্ঞ গেলে একটু চা বাগান টাগান ঘুরি
আর শ্বশুর বাড়ী ময়মনসিংহ। সেখানে গিয়ে কোথাও যাওয়া হয় না :(
এই পরিসীমা আমার বেড়ানোর । কিন্তু এ বছর কোথাও যাওয়া হলো না

আম্মা আব্বা অসুস্থ , যেভাবেই হোক সেপ্টেম্বরে যাওয়ার ইচ্ছে আছে ইনশাআল্লাহ। দোয়া করবেন

জাজাকাল্লাহ খাইরান পদ্ম

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৫

পদ্মপুকুর বলেছেন: তবে ছবি তোলার ক্ষেত্রে আমার বিপুল আলস্য!!

০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এ ব্যাপারে আমার আলস্য নাই.... আম্মা বলে তোর নাম ছবি রাখা ঠিক হয় নাই । খালি ছবি তুলস :)

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপু- আহারে কবে যাব সাজেকে !

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি যাবেন সাজেকে আমি যাবো বাড়িতে

ধন্যবাদ ভাইয়া

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: আহারে আহারে কবে যাবো পাহাড়ে..।।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভ্রমন প্রিয় মানুষ, যান যান আমরা সুন্দর ফটো পামু

ধন্যবাদ ভাইয়া

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

সাজিদ উল হক আবির বলেছেন: পাহাড় আর সমুদ্রের মধ্যে আমার বরাবরের পছন্দ পাহাড়। কবজি ডুবায়ে খাওয়ার কথা লিখলেন আপা, ডায়েটের যুগে এসে এইরকম দ্ব্যার্থহীন ভাষায় পেটপূজার কথা আর কেউ বলে না। আমিও অপেক্ষায় আছি কবে এই অবস্থা শেষ হয়, আবার পায়ের নীচের শর্ষের সুড়সুড়ানোর জবাব দিতে পারি।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আম্মার কাছে গেলে ডায়াট ফায়াট একশত দুই হাত দূরে থাকে। এক বছর পর যাই, তাই খাওয়াতে কোনো মাফ নাই হাহাহা
মা বলে কথা কোনো কথাই শুনতে চান না

ইনশাআল্লাহ সুযোগ আসবে যাওয়ার
আমিও যাবো ইনশাআল্লাহ

ধন্যবাদ আপনাকে

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০০

ঢুকিচেপা বলেছেন: আপু গেল পাহাড়ে
পা পিছলে সাগরে
ক্যামেরা গেল পানিতে
কে যাবে তা আনিতে ?

সাগর, পাহাড় এবং প্রকৃতির ছবির অপেক্ষায় রইলাম।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইন্নালিল্লাহ আমার এত শখের ক্যামেরা
তাসীনের বাপে কইবো ভালো হইছে
এলা ছবি তোল দেখি হাহাহাহা

গলায় ঝুলাইয়া রাখুম ভাই

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
ইনশাআল্লাহ বাড়ীতে যাইমু আশা আছে এ মাসে

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছবিটাও ভাল আবার লেখাটিও ভাল।
শুভেচ্ছা নিন।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৫

মা.হাসান বলেছেন: খালি ঘ্যান ঘ্যান, খালি আব্দার। নদীতে যাবো, সমুদ্রতে যাবো, এটা খাবো ওটা খাবো । এতো আব্দার ক্যান?

লিফটের বদলে সিড়ি দিয়ে সাত তালা আট তালা উঠবেন। পাহাড়ে যাবার চিন্তাও আর আসবে না। বাসা থেকে অফিস , অফিস থেকে বাসা এই বর্ষায় রিক্সায় না উঠে সাতার কেটে আসবেন। না হলে নৌকায় করে। তাহলে আর নদী-সমুদ্র দেখার সাধ হবে না।

ব্যাংকের পাশে ড্রেনের উপরের দোকান থেকে সিঙাড়া কিনে খাবেন। তাহলে কব্জি ডুবানোর শখ চলে যাবে।

এই ভাবে চলবে না। ঝর্ণা, পাহাড়, নদী, সাগর, মা, খাওয়া দাওয়া- সব গুলার উপর আলাদা আলাদা কবিতা দিতে হবে।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইচ্ছেগুলোকেও মানুষ এমন কইরা অবহেলা করে। বাস্তবে কিছুই হয় না কল্পলোকেও মানুষ থাকতে দেয় না হুহ ...।
তাসীনের বাপরে লুকাইয়া যাইমু

এখন আর উঠতে পারি না ছয় তলায়, হাটুর জোর কমে গেছে :( তবে সিড়ি দিয়ে নামি রোজই। নামতে কষ্ট নাই আর আমাদের এলাকায় পানি হয় যুগান্তর গলিতে , ভ্যান করে গিয়েছিলাম একদিন । হাহাহ ভ্যানও ডুইবা গেছে আর আমার জামা কাপড় ময়লা পানিতে উফ ছি ছি, ঢাকা শহরের পানি তো জানেনই গু মুত ভরা ছি ছি

হাহাহাহা.... ভুয়া ভাই আমারে দৌড়াইবো । হেতে আমার পোস্ট আহে না। তবে আপনার তার লেখা কেনো ভালো লাগে নাই । তা জানান নাই দেইখা মন খারাপ করছিলো :)

জাজাকাল্লাহ খাইরান

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: বোন আমি অনে দিন কোথাও যাই না।
ক্লিকও করা হয় না। আমিও অনেক ক্লিক করতে চাই। পাহাড় সমুদ্র যেকাহ্নেই যান আমাকে সাথে নিয়েন।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবারই একই অবস্থা ভাইয়া

আল্লাহ আমাদের মুক্তি দিন
আচ্ছা নিমু নে রেডি থাইকেন
ধন্যবাদ আপনাকে

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৫

আমি সাজিদ বলেছেন: আশা করি অতি দ্রুত যেতে পারবেন আপু। আপাতত উইনিং এর এই গানটা আপনার বেশ ভালো লাগবে আশা করি।ওই দূর পাহাড়ের ধারে

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর গান আর সুর জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৫

রামিসা রোজা বলেছেন:
ছন্দের ঝংকার এবং শব্দ ও বাক্যের সঠিক প্রয়োগ মিলে একাকার । সত্তিকারের কবিরা বোধহয় এভাবেই ছন্দ মিলিয়ে কবিতা লিখতে পারেন । এককথায় চমৎকার বললেও ভুল হবে , অসাধারণ অসাধারণ এবং অসাধারণ ।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য অনুপ্রেরণার উৎস আপি
জাজাকিল্লাহ খাইরান অনেক ভালো থাকুন
পাশেই থাকুন
ভালোবাসা আর দোয়া রইলো

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৫৮

নেওয়াজ আলি বলেছেন: মনোলোভা কথার চয়ন।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:১৯

ইসিয়াক বলেছেন: সুন্দর

০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২১

তারেক ফাহিম বলেছেন: দ্রুত যান, আর আমাদের ছবি ব্লগ দিন, আমরা না হয় ভার্চুয়ালে আপনার সাথে ঘুরে আসি।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: পাড়াড়ে না যেতে পারি বাড়িতে যাইমু ইনশাআল্লাহ দেখা যাক

থ্যাংকিউ ভাইয়া ভালো থাকুন

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহারে আহারে। কবে যাব পাহাড়ে, আহারে
কবে শাল মহুয়ার, কনক চাঁপার মালা দেব তাহারে,
আহারে !!!

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে আহারে কবে যাবো পাহাড়ে :)

থ্যাংকস এ লট ভইয়া

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সবারই একই অবস্থা ভাইয়া

আল্লাহ আমাদের মুক্তি দিন
আচ্ছা নিমু নে রেডি থাইকেন
ধন্যবাদ আপনাকে

ইয়াহু !!!!!!!!!!!!!

০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪১

ওমেরা বলেছেন: পাহাড় দেখে ভয় পেয়েছি , আপু আপনার ছড়া সুন্দর হয়েছে।

০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি ভালো থাকুন

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৩

এম ডি মুসা বলেছেন: তবে কবিতা ভাল লাগছে কিন্তু ওই যে পাশে যে ছবিটা দিয়েছেন নিচে সেটি কি কপি হয়েছে কপিরাইট?

০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ । জি ভাইয়া উনি নাম ছাড়া পোস্ট করেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.