নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» ফুলের ছবি (মোবাইলগ্রাফী-৩৯)

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৪

০১।


=ফ্রেমবন্দির গল্প=
বকুল ফুল ফুটার সময় যখন আসে তখন সেই পথে হেঁটে গেলে দেখি পথে কেবল ফুল বিছানো। ফুলে পা পড়বে ভেবে কত ফাঁকফোঁকরে হেঁটে যাই। মাঝে মাঝে খুব ইচ্ছে করে অনেক ফুল কুঁড়িয়ে মালা গাঁথি কিন্তু পিছনে তাকালেই দেখি মানুষ আসতাছে হাহাহা । তখন আর ফুল কুঁড়ানো হয় না। তবুও ফাঁক ফোঁকরে এই ফুলগুলো রাস্তা থেকে কুঁড়িয়ে জমা করে ছবি তুলেছি। কিছু ফুল হাতে নিয়ে হাঁটতে হাঁ টতে গিয়ে বৃষ্টি ভেজা কচুপাতাতে রেখেছি, তখন তুমুল বাতাস বইছিলো যার কারণে ছবিগুলোর ফোকাস ঠিকঠাক মত আসেনি। অবশ্য একটা ভিডিও করেছি। বাতাস এসে সব ফুল ফেলে দিয়েছে ঘাসে।

বকুল ফুল এমন এক জিনিস, হাতে নিলেই সুঘ্রাণের মাদকতা ছড়িয়ে পড়ে। হাতের মুঠোয় থাকতে থাকতে চুপসে গেলেও এর ঘ্রাণ থেকে যায়। কিছু বকুল ফুল বাসায় এনেছিলাম ছবি তুলবো বলে, সময় না পাওয়ায় ফুলগুলো একটা বক্সে ভরে রেখেছি দিয়েছি ডিপ ফ্রিজে। এখনো আছে। আজ খুলে দেখবো তারা বেঁচে আছি কিনা হাহাহা।

তবে বকুল ফুলের বিছানা দেখেছি রমনা পার্কে, কত বড় বড় গাছ আর গাছের নিচে বকুল ফুলে ভর্তি। এখান থেকে কুঁড়িয়েই মনে হয় ছোট বাচ্চারা মালা বিক্রি করে রাস্তায়। অবশ্য রমনা পার্কে গিয়ে বকুল ফুলের ছবি তোলা হয়নি। আরেকদিন সময় পেলে সেখানকার পরিবেশের ফটো তুলে আনবো ইনশাআল্লাহ।

আশাকরি ছবিগুলো আপনাদের মাঝে অলীক ঘ্রাণ ছড়াবে। দৃষ্টির শান্তি হবে। আর বকুল ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া দুস্কর। তো দেখতে থাকুন ছবি....... ফি আমানিল্লাহ।

১।
বকুল ফুলের মালা দেবে, আমার খোঁপায় পরিয়ে
চোখের পাতায় দাও না বন্ধু বকুল ফুল ছড়িয়ে
হাতের বালা বকুল ফুলে, দাও আজ গড়িয়ে,
ফুলের ঘ্রানে দেবে আমার, মনোপ্রাণ ভরিয়ে।
---------------------
২।
যদি কখনো বিষাদে ছেয়ে যায় তোমার অন্তর
আমার কাছে এসো, তোমাকে দেবো একটি বকুল বেলা,
ঝরে পড়া বকুল তুলে দেবো হাতে, সুখের যাদু মন্তর
তুমি ভাসিয়ো মন নদীতে স্বস্তির ভেলা।
------------------------অসমাপ্ত-----------------

০২।


আচ্ছা রোদের রঙ কী হলুদ? নাকী সোনালী, অথবা বাসন্তি? রোদ চশমা ছাড়া বাইরে তাকানো কষ্টকর। কপাল কুঁচকে রোদ দেখলে শেষে কপালে বলিরেখা পড়ে যাবে। সেই ভয়ে রোদ চশমা পড়ে দুপুর বেলা হাঁটি আর ভাবি রোদের রঙ হলুদ অথবা বাসন্তি। এই শ্রাবণের কোলে বসে আপনাদেরকে আজ দেবো হলুদ অথবা বাসন্তি রোদ উপহার।

=তুই বলেছিলিস...... কোন এক দুপুরে.....
তুই বলেছিলিস, এই তুই কী বাসন্তি সাজবি?
আমি তোকে এনে দেবো গাঁদা ফুলের পাপড়ি
সূতোয় গেঁথে গলায় পরে নিস;

তুই বলেছিলিস, এই তুই কী আমার ফাগুন হবি?
অলকানন্দা রঙের শাড়ী পরবি?
হাতে পড়বি গাঁদা রঙ চুড়ি,
চুরে পড়বি সূর্যমূখী রঙ চুলের কাঁটা।


০৩।


©কাজী ফাতেমা ছবি
বেলী ফুল কার না পছন্দ, কে না ভালোবাসে বেলীকে, সবুজ পাতার মাঝখানে সে সাদা ডানা মেলে ফুটে থাকে। এতই মাতাল করা ঘ্রাণ আলহামদুলিল্লাহ। এই বেলী গাছগুলো আমাদের ছাদের বাগানে। বাগান আমার না কিন্তু বেলী আর অন্যান্য ফুলের লোভে মাঝে মাঝে হাঁটতে ছাদে চলে যাই। প্রতিবারই দেখি অসংখ্য বেলী ফুটে আসে গাছে। কখনো ফুল ছিঁড়ি না কেমন যেন মায়া লাগে। ঘুরে ফিরে এই বেলীকেই অসংখ্যবার মুঠোফোনের ক্যামেরায় ধারণ করি।

বেলী পবিত্রতার প্রতীক, বেলী শুদ্ধতার প্রতীক, আমাদের মনটাও যেন বেলীর মত হয়, শুভ্র, সেখানে মোহ কিংবা লোভ হিংসার জায়গা না হোক পরম করুণাময়ের নিকট এটাই চাই সব সময়। ইচ্ছে আছে নিজের ছাদ বাগান হলে ছাদের সর্বত্র বেলী ফুল লাগিয়ে রাখবো তারপর চা ফ্লাক্সে করে নিয়ে সেখানে চা পান করবো আর ছবি তুলবো চায়ের সাথে ইনশাআল্লাহ। যাই হোক বেলী নিয়ে কবিতা বা ছড়া হয়ে যাক........ নাকী বলো ছোটো ভাই বোন বন্ধুরা?
....................
এই শোন, মন চাতালে এবার বুনে দিয়ো একশত দুই বেলীর চারা,
শুদ্ধতার ক্ষণ হোক আমার, পবিত্রতা রাখুক ঘিরে
অজস্র ফোঁটা বেলীর ঘ্রাণে হবো আমি সুখে আত্মহারা,
মুগ্ধতা এনে দিয়ো কোনো একদিন তুমি, মনের নীড়ে।

০৪।


ভ্রমর এসে ফুল ছুঁয়ে যায়, ছুঁও না চোখের পাতা
ছন্দ ছাড়া থাকে খালি, আমার কাব্যের খাতা;
কেমন তুমি ছুঁও না তো মন, দাও না আলোর প্রহর
পাথর ভরা মনের শহর, সেথা নেই প্রেম লহর।
তুমি যদি ফুল হও বন্ধু, আমি হবো ভ্রমর
মন ভরা কী তোমার বাপু, সাগর সম গুমর?

০৫। কোনো একদিন এজিবি কলোনীর বাজারে গেছিলাম সেখানে ছোট নার্সারী থেকে তুলছি ফুলটি। লেখা বড় করতাম না আর।



০৬।


সাদা হলো পবিত্র রঙ, সাদা ভালোবাসি
সাদায় সেজে ঠোঁটে রাখি, আলতো সুখের হাসি।
চোখের কোণায় সাদা রঙে, আল্পনা খুব আঁকি
সাদা রঙের ফুল হতে যে, মুগ্ধতার রঙ মাখি।

০৭।


তুই বলেছিলিস, এই তুই কী আমার বসন্ত হবি?
চোখের কাজল কালো না দিয়ে বাসন্তি রঙ কাজ পরবি
হাতের বালা দুটো যেনো হয়, সোনালো ফুলের পাপড়ি রঙ,
কপালে এঁকে দিস কৃষ্ণচূড়া রঙ টিপ,
ঠোঁট রাঙাস কিন্তু শিমুল রঙে।

০৮।


একদিন এসো উঠোনের কোণের সেই শিউলী তলায়
যেখানে ধূলোয় বিছানো শুভ্রতার চাদর
এসে ঠাঁয় দাঁড়িয়ো, আমি মালা গেঁথে পরিয়ে দেবো গলায়,
তুমি চোখের পাতায় বুলিয়ে দিয়ো আদর।
=====================
বিষণ্ণতার পথে হেঁটে হেঁটে বড্ড ক্লান্ত
কিছুটা ক্ষণ থেকো পাশে আমার, শুদ্ধতা নিয়ে,
একঘেঁয়েমীতে হলপল কেমন যেনো হই উদ্ভ্রান্ত,
এসে আজ মনটা ভালোবেসে নিয়ো ছিনিয়ে।
===================
কতটা সময় চলে গেলো পেরেশানী সব গায়ে মেখে,
ব্যস্ততা আর বিত্তের পিছু ছুটে,
কিছু সুখ স্মৃতি না হয় যেয়ো বুকের বামে রেখে,
এসো শিউলী তলায়, যেখানে শুদ্ধতায় সহস্র শিউলীরা ফুটে।

০৯।


হলুদ আলোর প্রহর দিলাম, বন্ধু নেবে তুমি?
দখল দেবে আমায় তুমি, তোমার বুকের ভুমি?
কসমস ফুলের রঙও দেবো, মুগ্ধ করবে আঁখি?
বুক পকেটে রাখবে তোমার, সুবাস নেবে মাখি?

১০।


এমন একটি প্রহর আমায় দেবে, যেখানে উড়ে গোলাপী আভা
বসবে পাশে আমার, মিষ্টি আবেশ মাখানো প্রহরে?
যেখানে নেই এডিস, অথবা বিষাক্ত কীট পতঙ্গের থাবা,
ঝড় উঠাবো উচ্ছ্বলতার? আমার মনের শহরে?
------------------------
নিয়ে যাবে আমায় এখানটা ছেড়ে অন্য কোথাও
যেখানে গোলাপী রঙ লিলিরা হাওয়ায় দোলনায় খায় দোল
হবে তুমি এই চেনা জনপদ ছেড়ে অন্য কোথাও উধাও?
আমি হারাতে চাই গোলাপী রঙ আভাতে হয়ে ভুলে বেভোল।

১১।

প্রেম দেখবে কী চোখের আয়নায়, একটুখানি নুয়ে।
সোনার আলোর প্রহর দিলাম, নাও না বুকে তুলে

১২।


নীল অপরাজিতার নাকি চা তৈরী করা যায় । এটা কখনো ট্রাই করিনি। অনেকেই ছবি দিয়েছেন নীল চায়ের এত্তগুলা সুন্দর লাগে। খেতে হয়তো টেস হবে না কিন্তু উপকারী হতে পারে। একদিন নীল অপরাজিতার চা তৈরী করে ফটো তুলবো আর আপুদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ।

০১। = নীল ব্যথায় অন্তর করে দিয়ো না চুরমার=
মনটা আমার আর করো না, নীল অপরাজিতা,
কথায় তোমার জীবন আমার হলো তিতা তিতা,

০২।
আমি সবুজ পাতা আর তুমি যেন নীল অপরাজিতা,
কেমন করে বেদনার কাব্য হয়ে ঝুলে থাকো মনের শাখে শাখে,
ঝরে পড়ো না সহসা, সবুজ রঙ করে ফিকে তবেই যেন শান্তি,
অথচ আমি নীল আকাশটা ভালোবাসি,
চাই নীল আকাশের মত হও তুমি, প্রশস্ত হোক মন তোমার!

১৩।অফিসের গামলায় শাপলা। এ সেভেনে তোলা


১৪।


ফুলের পাপড়ি দাও না ছিঁড়ে, মনের জলের ঘাটে,
নিত্য বন্ধু থাকো ব্যস্ত, টাকা ইনকাম পাঠে,
আকাশের নীল দেখো নাতো, হও না রঙিন ঘুড়ি
বয়স তোমার আশি বুঝি, আমার বয়স কুড়ি।

১৫।


ফুলের মত ফুটতে পারো নি কখনো, মন বাগানে মনের শাখে
হও নি ফড়িং অথবা প্রজাপতি
বসো নি হুটহাট প্রেমের বার্তা নিয়ে আমার হৃদয় বাঁকে,
আমার মত তুমি, এমন ফুরফুরে মনের অধিকারী হলে
কী বা হতো এমন ক্ষতি? বলো?

লেখাগুলো অসমাপ্ত কারণ গদ্য পদ্য দুইটাই ছিলো, পরে একেক ফুলের একেটা পোস্ট দিয়ে পুরো গল্প লিখে দেবো ইনশাআল্লাহ।

এই পোস্ট জানা আপনার জন্মদিনে উৎসর্গ করলাম। আপাকে জন্মদিনের শুভেচ্ছা। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।

মন্তব্য ৪২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর ফুলের ছবি। তবে কবিতাগুলো পরে পড়ব। তারপর মন্তব্য করবো আশা করি। আপনার হাতে মনে হয় অনেক সময়। আমি তো ফুলের দিকে তাকানোরও সময় পাই না।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান।
আচ্ছা।

সময় হাতে আর কই থাকে। চলতি পথে অথবা ছেলেকে স্কুলে যেতে আনতে গিয়ে ছবিগুলো তুলেছি। আর লেখা কিন্তু একদিনে লিখি নাই। এগুলো ফেসবুকের একটা গ্রুপ আছে, ফ্রেমবন্দির গল্প, সেটাতে দেয়ার জন্য একেকদিন একেকটা পোস্ট রেডি করেছি।

ভালো থাকুন

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৩

ইসিয়াক বলেছেন: মনোমুগ্ধকর।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪০

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
সবগুলো কবিতাই একঝলক পড়ে নিলাম । বিভিন্ন রঙের
ফুলকে ভালোবাসো ভিন্নরূপে সাজিয়েছেন । অনেকটা
আমাদের জীবনের সাথে মিলে যায় ।
খুব সুন্দর হয়েছে কবিতাগুলো, অনেক ভালোলাগলো।
ভালোবাসা রইলো আপু ‌।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ও অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন
ভালোবাসা রইলো সমুদ্দুর

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: বোন, আজ আপনাকে একটা কথা বলে দেই- আপনি ছবি ভালো তোলেন। বিশেষ করে ফুল, নদী, প্রকিতির।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন
সাথেই থাকুন

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ১, ৪, ৫, ৬, ৭ সবচেয়ে ভালো হয়েছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৫

রামিসা রোজা বলেছেন:
প্রতিটি ছবি ও কবিতা এবং সেইসাথে ফুলের বিশেষত্বসহ
আমাকে আপনাকে সবাইকে ভালোবেসে বরণ করে নিলেন।

শুভেচ্ছা রইলো ।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন
ফি আমানিল্লাহ
ভালোবাসা রইলো

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ছন্দে ও ছবিতে ভালোলাগা।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধেয়া জুনাপুকে।

শুভেচ্ছা নিয়েন আপু।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১২

পদাতিক চৌধুরি বলেছেন: সরি একটু টাইপিং মিসটেক হয়ে গেছে।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন শ্রদ্ধেয়া জানাপুকে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: নাম দুটো একই রকম
সমস্যা নাই। জুনাপুকে অগ্রিম জন্মদিন শুভেচ্ছা

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪০

করুণাধারা বলেছেন: এত সুন্দর সব ফুল! মনটা ভাল হয়ে গেল।

জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানানোর আপনার পদ্ধতিটা ভালো লাগলো। আপনাকেও শুভেচ্ছা।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
শুভেচ্ছা আর ভালোবাসা রইলো ভালো থাকুন

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৮

নেওয়াজ আলি বলেছেন: অসামান্য

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




শিউলি ফুলের ঘ্রাণের সাথে শীতের সকাল জড়িত। শিউলি ফুলের বাসন্তি রঙ যে নখে দেওয়া যায় এটি কি জানো?

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখনই শিউলী ফুটার সময়। ছোট বেলা কত মালা গেঁথেছি

কীভাবে নখে দেয়া হয় জানি না ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৫

মা.হাসান বলেছেন: কবিতার চারটি চরণ, তারপর ছবি, তার পর বাকি ৪০টি লাইন। এই ভাবে একটা পোস্ট দেবেন। প্রতিটা ছবির জন্য আলাদা কবিতা, আলাদা ফ্রেম বন্দির গল্প, আলাদা পোস্ট। এত ছোটো কবিতা পড়ে মন ভরে না :( বসন্ত কালে চোখে কাজল দিলে সমস্যা কি?

২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা আপনি কী সত্যিই কইতাছেন না কী পাম দিতাছেন। মাইনসে তো আর পোস্টেই ঢুকতো না । আপনার জন্য একটা স্পেশাল পোস্ট দিমু সত্যিই ইনশাআল্লাহ। বসন্ত কালে কালো কাজন না দিয়ে বসন্ত কালার কাজল দিতে কইছিলাম ।

আমি যত উল্টা পাল্টা ভাবি এই আর কী।

এত সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন জনাব

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৩

নতুন নকিব বলেছেন:



চমৎকার। +

২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫০

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ পোস্ট

২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা ভালো থাকুন

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৮

ঢুকিচেপা বলেছেন: ফুলের ছবি দারুণ হয়েছে, কালারও এসেছে সেইরাম।

ঘাসফুল আমার বাসায় আছে।

২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঘাসফুল এর ছবি দেখাইয়েন

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন সুস্থ থাকুন

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সব ছবি ও লেখা !
ভালোলাগা আপনার ফ্রেমবন্দীর গল্পে :)

২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। আপি আপনি অনেকদিন লেখা দিচ্ছেন না কিন্তু
ভালোবাসা রইলো ভালো থাকুন

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৩

পদ্মপুকুর বলেছেন: চাকুরি ছেড়ে দিলে বা অবসরের পর ফটোগ্রাফি নিয়েই ব্যস্ত থাকতে পারবেন, সাথে কবিতা তো আছেই। একটা বই লিখতে পারেন, নাম হবে- ফুলকাব্য... :)

২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ তাই হবে হয়তো। রান্নাবান্না সংসার বউদের উপর ছেড়ে দেবো হাহাহাহা
কিন্তু তখন স্বাধ থাকবো সাধ্য থাকবে না হয়তো। শরীরের জোর কমে যাবে। :( ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: "ফুলের সাথে ছন্দের মিল" - বড়ই চমতকার।

যারা ফুল এবং কবিতা ভালবাসে তারা বড়ই ভাল মানুষ এবং প্রেমিক টাইপের হয় (প্রেম মানে ভাল অর্থে - প্রেমময়ী স্ত্রী, ন্যায়পরায়ন ও আদর্শ মানুষ, মমতাময়ী মা,ভাল বন্ধু,বাবার আদরের রাজকন্যা ,মায়ের চোখের মনি,ভাইয়ের জানি দুষমন/মারামরির সংগী এবং শ্বশুরের মেয়ে আর শাশুড়ির চোখের বালি)।
আসলে প্রকৃতির এসব অপরুপ সৃষ্টি দেখা ও অনুধাবনের জন্য একটা সুন্দর মনের পাশাপাশি কবিতা লেখার জন্য একটি নরম ও ভাবুক মনের প্রয়োজন। আপনিও একজন ভাল মানুষ মনে হয়।কারন আপনার পোস্টে আপনার চমতকার একটা মনের পরিচয় মিলে।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য অনুপ্রেরণা জোগায়। জাজাকাল্লাহ খাইরান জামান ভাইয়া আসলেই মানুষের লেখা পড়েও মনের ভাব বা সে মানুষটি কেমন তা বুঝা যায়।

ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ

১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

ঢুকিচেপা বলেছেন: আপনার ১০ নম্বর ফুলটাকেই ঘাস ফুল বলেছি।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আসলেই ঘাস ফুল মাইনসে এটারে রেইনলিলি কয় ক্যারে । যত সব আহ্লাদি
পাতা দেখছেন কত লম্বা ঘাসের মতই

২০| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

আমি সাজিদ বলেছেন: বেশ ভালো এসেছে ছবিগুলো।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুল

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৩

মনিরা সুলতানা বলেছেন: হ্যঁ অনেকদিন পর ই ফিরলাম !
একটা এলেবেলে পোষ্ট ও দিয়েছি।
ভালো থাকুন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি লিখতে থাকুন ইনশাআল্লাহ রাইটার ব্লক কেটে যাবে। থ্যাংকস এ লট আপি। ভালোবাসা রইলো । তুমি আমার প্রিয় লেখিকা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.