নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

চাবিতা..........২

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩১



©কাজী ফাতেমা ছবি
=ছু‌টির সকাল=
বটপাতার প্লে‌টে তু‌লে রা‌খি বি‌স্কিট
আর দুধচা‌য়ে তু‌‌লে রা‌খি আল‌সেমী,
ছু‌টির দি‌নের ‌বেলাগু‌লো ব‌য়ে যায় আপন খেয়া‌লে,
কো‌নো কিছুর তাড়া নেই,
চুমু‌কে চুমু‌কে ‌কেবল তৃ‌‌প্তির ঢেউ।

এক চুমুক দুই চুমুক....... এনড্রয়ে‌ডে নি‌র্নিমিখ চোখ
‌বিশ্ব ঘু‌রে আ‌সি নি‌মে‌ষেই,
কত শত কান্ড, কত শত ইস্যুরর লেজ ধ‌রে
‌হেঁটে আ‌সি এপাড়া ওপাড়া,
কখ‌নো কুড়মু‌ড়ে স্বাদ বি‌স্কি‌টের।

সময়গু‌লো হেলার পি‌রি‌‌চে রে‌খে ভাচূর্য়া‌‌লে
বেহুদা ঘু‌রে ঘু‌রে ক্লান্ত মন ফি‌রে আসে
‌শেষ চুমু‌কের বেলা, বট পাতার ‌প্লেট খা‌লি,
বিছানা ছা‌ড়ে না, ঠিক তখ‌নো আঙ্গুল টা‌চে
ঘু‌রি রঙ মোহ দু‌নিয়া।

কত হা‌সি মাখা মুখ, কত বিষা‌দের গল্প
কত ক‌বিতায় উ‌ঠে আসে বিষণ্ণতার ছ‌বি
কত লেখায় ফু‌টে উ‌ঠে প্রেম,. বিরহ আর কান্না,
কত ছ‌বি‌তে দে‌খি প্রকৃ‌তির রূপ,
কী এক মোহ টে‌নে ধ‌রে অযথাই!

ব‌য়ে যায় বেলা, তৃষ্ণা জা‌গে ফের এক কাপ চা‌য়ের
অদৃশ্যম বায়না ছুঁড়ে দেই হাওয়ায়,
‌কেউ নি‌য়ে আসুক আর এক কাপ চা,
আ‌মি আরও ‌কিছুক্ষণ ঘু‌রে আসি র‌ঙিন দু‌নিয়া,
আল‌সেমী ভর করুক চো‌খে, শু‌য়ে ব‌সে
আরা‌মে কা‌টি‌য়ে দেই ছু‌টির প্রহর দু‌টো।
September 13 •2020
(স্যা মসাং, ঢাকা)



মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯

মনিরা সুলতানা বলেছেন: দারুণ চায়ের ছবি তুলেছেন আপু :)

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভালো থাকুন
ভালোবাসা নিন

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১১

আমি সাজিদ বলেছেন: দারুন আপি

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান সাজিদ ভাইয়া ভালো থাকুন অনেক অনেক

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

শায়মা বলেছেন: তুমি দেখছি চা পাগলা আপু!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: চা ছাড়া আমার চলেই না। তুমি খাও না আপি?

থ্যাংকিউ

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫২

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ । ছুটির বিছানা হতে উঠতে মন চায় না তাই চা বিস্কুটেরও ছুটি

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা ঠিক, ছেলেদের তো না উঠলেও চলে কিন্তু মেয়েদের যে উঠতেই হয় :(

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লাগলো কবিতা। বট পাতার ব্যাপারটা বুঝলাম না।

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বট পাতা মানে বট গাছের পাতা ভাইয়া, প্লেটের বদলে বটপাতার উপর বিস্কিট চা রেখেছি তাই লিখেছি

থ্যাংকিউ

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: আমি সাধারনত চা টা বেশি খাই। তবে ভালো চা।

সুন্দর পোস্ট দিয়েছেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ
ভালো থাকুন, ব্লগ ডেতে আবার বসলে চা খাবো ইনশাআল্লাহ

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: চা গরম তাই সমস্যা নাই। কিন্তু ঠাণ্ডা খাবেন না। :)

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠান্ডা চা মজা লাগে না। তাই গরম থাকতেই খাইয়া লাই ভাইয়া

আপনারও দাওয়াত রইলো চায়ের
ভালো থাকুন

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: দু'টি পাতা একটি কুঁড়ি
উষ্ণ জলে লালন করি
প্রিয় বারান্দায়-প্রিয় মুখ-
পেয়ালাতে ভেজাই ঠোঁট!

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী মনোরম পঙ্খতি
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আফা, খুনতা দুষ খড়লাম, আমড়াড়ে খিতা চা-উ কাওয়াইতা-নানি; :D

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খাওয়াইতাম না ক্যারে, সময় সুস্থ হইয়া লউক...। সবাই মিল্যা খাইমু চা ইনশাআল্লাহ

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:০৪

ওমেরা বলেছেন: চা নিয়ে চাবিতা , আহা বেশ বেশ !

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন । আর নতুন পোস্ট দেন। অনেকদিন দিচ্ছেন না কিন্তু। গিয়েছিলাম আপনার ব্লগে

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৩

জুন বলেছেন: আমিও চা পাগলা কাজি ফাতেমা :)
আপনার দেয়া ছবির মত ঘন দুধ দেয়া চা আহা স্বর্গীয়।
সেদিন ডাক্তারের সাথে টেলি মেডিসিনে কথা হচ্ছিলো। ট্রাইগ্লিসারাইড অনেক বেশি ছিল, ঔষধে কমেছে কিছুটা। ডাক্তার সাহেবের কাছে আমার আকুতি ভরা প্রথম প্রশ্নই ছিল,
"ডাক্তার সাহেব আমি কি দুধ চা খেতে পারবো" ??

কবিতায় চা বাগানের একরাশ ভালোবাসা ছবি।
+

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি আমারও মনে পড়ে গেলো, দুইবার সিজারিয়ানের সময় আমার জামাইকে বললাম ডাক্তারে জিজ্ঞেস করে দেখেন চা খেতে পারবো কিনা। জামাই কটমট করে তাকিয়েছিলো। আসলেই এক সময় দিন চার পাচ কাপ খেতাম এখন আর এত খাই না ।দিন দুইবার চা পান করি :)

জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২০

মা.হাসান বলেছেন: বট পাতা কই পাইলেন? ২৮ তারিখ ছুটির দিন? :|| ক্যামনে? ১৩ তারিখও তো ছুটির দিন ছিলো না। দুলাভাই কোথাও বেড়াইতে গেছে বইলা ঘরের কাজ থেইকা ছুটি পাইছেন? B:-) নাকি অফিসের ফাইল সব আরকজনের টেবিলে দিয়া আসছেন? আরেক কাপ চায়ের দরকার হইলে রুবেলরে কইলেই তো হয়। আপনার অফিসের পাশে ড্রেনের উপ্রে দোকানে নাকি ফাসকেলাস চা বানায় :#)

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই বট পাতাটা অফিস ছুটির পর বাসায় যাওয়ার সময় ব্যাংকের গেইট থেকে কুড়িয়ে নিয়েছিলাম। কী সুন্দর কালার যে ছিলো মাশাআল্লাহ। আমার আবার পাতা কুড়ানোর অভ্যাস আছে। গ্রামের বাড়ী তে শুকনো পাতা রং করে ফুলদানীতে রাখতাম। এখনো সে অভ্যাসটা রয়ে গেছে :)

এটা লিখেছিলাম গত ছুটির দিনে, পোস্ট করেছিলাম ফেইসবুকে। এখানে অফিসিয়াল দিনে পোস্ট করছি তাই হাহাহাহা

রুবেলরে কইছি মাত্র চায়ের জন্য এত বেমজা চা অফিসের ইয়াক, তাও খাই, কাশি হইছে প্রচুর, হুম আল সালাদিয়া ঢাকা ভাতের দোকানও আছে। মানুষ মুতেও যে জায়গায় এই জায়গায় ভাতও খায়। আর চার কথা নাইবা কইলাম

জাজাকাল্লাহ খাইরান :)

১৩| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৮:০৫

মিরোরডডল বলেছেন:

ছবিপু , কবিতা আর বটপাতার প্লেটে চা দারুণ লাগছে !
কবে এই চা খাওয়াবে বলো :)

০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি

একদিন আসো, দাওয়াত রইলো ইনশাআল্লাহ একসাথে চা পান করবো

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৭

আমি সাজিদ বলেছেন: আপি এখন এমন হইসে যে সকালে এক কাপ চা খেলে আমার মাত্র ওয়ার্ম আপ হয়, আরেককাপ না খেলে চলেই না। সারাদিনই প্রায় খাই, লাল চা। লবঙ্গ, এলাচ, মশলা দিয়ে বানানো, একটু নোনতাও। বটপাতার প্লেট হয় আসলে?

০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সকালে আমার নাস্তাই চা, বিস্কিট আর ডিম। আর সারাদিন খাওয়া হয় না। কমিয়ে ফেলেছি। বাসায় গিয়ে আরেক কাপ খাই র চা।

মাঝে মাঝে অফিসে মসলা চা বানিয়ে আনি চাপাতা ছাড়া।

একটা বটপাতা কুড়িয়ে নিয়েছিলাম অফিস থেকে। সেদিন বিস্কিট হাতে নিয়ে বসে দেখি রাখার কিছু নাই। তাই বটপাতাটাকেই প্লেট বানিয়ে ফেলেছিলাম আর এই লেখার উদ্ভব হয়েছিল

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.