নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
=হুশ ফিরে না হুশ =
বাড়ছে বয়স তবু মানুষ
হুশ ফিরেনা হুশ
যেমন তেমন চলছো ধরায়
রাখছো যে দিল খুশ,
হুশ ফিরে না হুশ!
দাদী হলে নানী হলে
যায় না স্বভাব দোষ,
ওড়না ছাড়া তুলছো ফটো
সাজছো লাগছে জোস
হুশ ফিরে না হুশ!
প্রৌঢ় হলে, হলে বুড়ো,
চরিত্রে কলুষ,
বুক দেখিয়ে দেখালে খুব
পোশাকের জৌলুস,
হুশ ফিরে না হুশ!
করলে না অর্জন রঙ নেশায়
আল্লাহর সন্তোষ,
হায় অহংকার রূপের নেশা
সাপের ফনা ফোঁস
হুশ ফিরে না হুশ!
মরে গেলে পুড়বে মানুষ
হবে ভষ্ম তুষ,
বিঁধবে গায়ে শ' সহস্র
পাপের কাঁটা ক্রুশ,
হুশ ফিরে না হুশ!
০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৫:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
আল্লাহ আমাদের হেদায়েত দিন
ভালো থাকুন স্বপরিবারে ফি আমানিল্লাহ
২| ০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৫:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলহমদুলিল্লাহ!!
চমৎকার কাব্য
মানুষ এখনো হুসে আসো
মান আর হুস যখন আসবে
তোমা মনে তবেই হবে মানুষ
০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইজান । হুশ যখন ফিরবে তখন হয়তো সময়ই থাকবে না অনুতাপের
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
৩| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২০
এম ডি মুসা বলেছেন: চরিত্রের কলুষ মানুষ , মানুষ একসময় ভালো থাকে শিশুকালে মানুষেরা সব সময় মানুষ হয়ে জন্ম গ্রহণ করে আর বিদ্রোহ মানুষ থেকে অমানুষ হয় পরবর্তীতে আবার তারা মানুষ হতে চায় তখন মানুষের ক্ষতি করে উল্টা উল্টা করে মানুষকেই আবার আবার মানুষ হতে চায় মাঝখানে কি পাগলামি মানুষ চিরদিন মানুষ থাকতে পারেনা
০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া
৪| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২২
রাজীব নুর বলেছেন: বয়সের সাথে হুশ এর কোনো সম্পর্ক নেই।
০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম তাই হতে পারে
হুশ ফিরে আসুক সবার
ভালো থাকুন
জাজাকাল্লাহ খাইরান
৫| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৮:১৩
ঢুকিচেপা বলেছেন: দারুণ হয়েছে।
যাদের হুশ নেই তাদের হুশ ফিরবে কিভাবে ?
০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই এদের বুড়ো হলেও হুশ ফিরে না
কারো কারো ফিরে
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
৬| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:১৬
আমি সাজিদ বলেছেন: ভালো হয়েছে আপু
০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
৭| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:০০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আরবি বাক্য যেটা লিখেন সত্যি বলতে কি বুঝি না।বাংলাতে অর্থ কি
০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কোন আরবী বাক্য? বুঝি নাই
ভালো থাকুন
৮| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:৫১
ওমেরা বলেছেন: হুস ঠিকই ফিরে কিন্ত আর করার কিছু থাকে না গো আপু । কবিতা ভালো লাগলো।
০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ১২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু। সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন আপি
৯| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ১:০১
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর। +
০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
১০| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: "অভ্যাস যায়না মরলেও" আর " কয়লা ধুলে যেমন ময়লা যায়না" - তেমনি বর্তমানে আমরা সবাই বেহুশ দুনিয়ার সুখ-সাফল্য নিয়ে।
সৃষ্টিকর্তা আমাদের যে লক্ষ্য ও উদ্যেশ্য নিয়ে তৈরী করেছেন তার ব্যাপারে সবাই বেহুশ বা বেখেয়াল।অথচ আমরা সবাই আমাদের কৃতকর্মের জন্য জবাবদিহী করব এ সম্পর্কে বেখেয়াল।
সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে হুশ তথা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।
০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য। আল্লাহ আমাদের আরও হেদায়েত দিন
জাজাকাল্লাহ খাইরান
সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে হুশ তথা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।
আমিন
১১| ০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:৫০
রামিসা রোজা বলেছেন:
যার অল্পতেই হুশ হয়না সে আরো বেশি বিপদে পড়ে।
ন্যাড়া বেলতলায় একবারই যায় কিন্তু আমরা যাই বারবার...
চমৎকার কবিতায় ভালোলাগা ।
০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বিপদে পড়েও এরা বুঝে না কেনো আল্লাহ শাস্তি দিয়েছেন। অনুতাপ তো দূরের কথা
জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৫:০১
সাড়ে চুয়াত্তর বলেছেন: হুশ ফেরানোর প্রয়াস নিয়ে সুন্দর কবিতা। হায়রে মানুষ রঙ্গিন ফানুশ রঙ ফুরাইলেই ঠুস।