নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
পরিচিত তুমি অপরিচিতের ভান ধরে কেন?
কাকে ঠকাতে চাও আমাকে, না নিজেকে
এতে কি তৃপ্তি পাও, সে আমি বুঝি নে বাপু!
তবে আমি খুব বিব্রতবোধ করছি
আড়ষ্ট হয়ে চুপচাপ ভাবছি
চেনার চেষ্টায় ব্রেইনের উপর জোর খাটাচ্ছি
এই যে দেখো নিউরনগুলো এলোমেলো হয়ে যাচ্ছে।
প্রায়শঃই এমন হচ্ছে, পরিচিতরা আসছে অপরিচিতের মুখোশে
আমাকে থমকে দেয় সময়, আমার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে
খুব করে চাইছি মনে পড়ুক...কথার বর্ণনা, কথা বলার ঢং
কে কইছিলো এমন করে, ডেকেছিলো মন বাড়িয়ে...
না... না..., না....মনে পড়ছে নে কো....
আমি ভুলে যাচ্ছি... একে একে পুরোনো কথা...
চোখ বন্ধ করে খুলে দেখি নীল নীল ফুল ওড়ে, ঝাপসা... দেখি
কুয়াশায় ঢেকেছে চশমার কাঁচ...
দেহের রক্তের ধারা হীম হীম অনুভব
শিউরে উঠছি... কেঁপে উঠছি
ভাবছি আবার ভাবছি, খুঁজে পাচ্ছি না মন আমার।
মন হারিয়ে গেছে আমার... আমি কে?? আমি কেউ নই
কারো কিছু নই, কেউ আমার নয়..
নিঃশ্বাসে বেরোয় দীর্ঘশ্বাসের ধোঁয়া,
বাম পাঁজরে বাসা বেঁধেছে হারানো মনপাখি... নাম না জানা পাখি,
সুর করে ডাকছে অপরিচিত সুরে...সুর মিষ্টি অথচ
চেনা সুর অচেনা হয়ে কু ডাকছে মনের শাখে বসে।
অতএব, আমি ফুরিয়ে গেছি, আমাকে আর কেউ ভালবেসো নে..
আমি ভুলে যাবো, ভুলে যাই, আহ্ ভুলে যাওয়া কথা,
ভুলে যাওয়া সুর, ভুলে যাওয়া কন্ঠ ফিরিয়ে আনা কি দুঃসহ যন্ত্রণা!
সে তুমি যদি বুঝতে, কৌতুহল উবে গেছে
শুধু বিব্রতবোধ করছি আর আড়ষ্ট হয়ে আছি
মন খুলে কথা কইতে লজ্জাবোধ করছি তোমার সাথে।
এবং আমি বিমর্ষ, মলিন মুখে বিষণ্ণতার হাত ধরে
কাটিয়ে দেবো বাকি অষ্ট প্রহর...
অতঃপর আঁধারের পিছুটানে ফিরে যাবো অতল গহবরে
তুমি তখন আফসোস বা বিব্রত হয়ো না!
মুদিত চোখে দৃষ্টি তাক করে একটু আনমনা হয়ো আর
দুফোটা অশ্রু দিয়ো বিসর্জন, এটুক আমার হোক!
October 6, 2016 at 11:20 PM
(পরিচিতজনদের হঠাৎ ভুলে যাওয়া রোগ, কত বন্ধু বান্ধবদের ভুলে গেছি কেউ ছবি বলে ডাক দিলে অনেক মনে করার চেষ্টা করি কিন্তু মনেই পড়ে না সে কে। এই রোগ এখনো আছে)
০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক দিন পর আসলা ব্লগে। জাজাকিল্লাহ খাইরান বুবু
ভালো থাকো
২| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৫
করুণাধারা বলেছেন: কেমন অভিমানী কন্ঠ যেন...
ভালো লাগলো।
০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভালো থাকুন
৩| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা। কবিতা লিখতে গিয়ে ভুলে যাননি তো!!
হারানো চোখ হারানো মুখ
হারানো গান হারানো সুর
হারানো রাত হারানো ভোর
হারানো প্রেম হারানো স্রিতি
পুরানো মোমবাতি শুধু এক দীর্ঘ শ্বাস
ঝড় হয়ে করে মাতামাতি
-- মাইলস
০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই জিনিসটা ভুলি না ভাইয়া হাহাহা
মাইলস এর গানটা কী সুন্দর লিরিকস
থ্যাংকস এ লট
ভালো থাকুন
৪| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৬
নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক উপলব্ধির উপস্থাপন।
০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৫| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩০
রামিসা রোজা বলেছেন:
আমি বিমর্ষ, মলিন মুখে বিষণ্ণতার হাত ধরে
কাটিয়ে দেবো বাকি অষ্ট প্রহর...এককথায় দারুন এবং
চমৎকার।আপনার কবিতায় আমার মন খারাপ হয়ে যায়।
এরাতো এটাই চায় এদের জন্য আমরা যাতে ,
দেবদাস হয়ে বসে থাকি।যে দেখেও না দেখার ভান করে,
শুনেও না শোনার ভান করে তার কপালে দিতে হবে এখন
থেকে ঝাটার বারি ।
আপনার মত করে এরকম কবিতা আমি কখনই লিখতে
পারবো না । অনেক অনেক ভালো লাগলো কবিতা।
০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক। ইনশাআল্লাহ পারবেন লিখতে।
৬| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৮
মা.হাসান বলেছেন: লোকে বলে সেয়ানা পাগোল। আপনি সে রকম সেয়ানা অ্যামনেশিয়ার রুগি। চেহারা ভুলে যান হয়তো, কিন্তু কেউ কুড়ি বছর আগে আপনার লেখা কবিতা চুরি করে ফেসবুকে দিলে সাথে সাথে ধরে ফেলেন ।
যত দিন কবিতা লিখবেন, ততদিন ফুরাবেন না, লোকে ভলোবাসতে থাকবে। কাজেই চিন্তা না করে বেশি বেশি কবিতা লিখতে থাকেন।
০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা কথা সইত্য আমি আসলেই শিয়ানা পাগল। সেটা তো ধরি সার্চ দিয়া। মনের ওয়েবে সার্চ এর অপশন নাই। তাই খুজে পাই না। মানুষ ভুলে যাওয়া আমার স্বভাব , বদ স্বভাব
আল্লাহ ভরসা ফুরাতে চাই না। জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
৭| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০০
শেরজা তপন বলেছেন: ভাল লাগা রইল- কপি করা যায়না দেখে দু'চার লাইন তুলে আনতে পারলাম না
০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকে আমার পোস্টে দেখে ভালো লাগলো। জাজাকাল্লাহ খাইরান। কপি করার সিস্টেম আছে কিন্তু । কপি করতে হলে উপরের হেডলাইন সহ ব্লক করলেই কপি করা যায়
ভালৈা থাকুন ভাইয়া
৮| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। দারুন আবেগময়।
০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৯| ০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: আপনিও ভালো থাকবেন বোন।
০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
১০| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৬
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: স্মুৃতিরা জেগে থাকুক- হৃদ পিঞ্জরে
বন্ধুরা ফিরে আসুক পুরনো আবেশে
কষ্টগুলো ভেসে যাক্ নীলাভ সমুদ্র জলে-
প্রশান্তি-র বাতাস আসুক প্রিয়-মানুষগুলোকে ঘিরে।
০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর মন্তব্য। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকো অনেক অনেক
১১| ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০১
ঢুকিচেপা বলেছেন: “ আমাকে থমকে দেয় সময়, আমার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে”
আপনার তো মুঠো মুঠো ভিটামিন খাওয়া দরকার!!!!!!
“ স্মৃতি বিভ্রাট....” ভালো হয়েছে।
০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ ভিটামিন খেয়েও ঠিক হয় না ,
স্মৃতি বিভ্রম হয়েছে
থ্যাংকস এ লট ঢুকি ভালো থাকুন
১২| ০৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২৫
নীল আকাশ বলেছেন: মা.হাসান বলেছেন: লোকে বলে সেয়ানা পাগোল। আপনি সে রকম সেয়ানা অ্যামনেশিয়ার রুগি। চেহারা ভুলে যান হয়তো, কিন্তু কেউ কুড়ি বছর আগে আপনার লেখা কবিতা চুরি করে ফেসবুকে দিলে সাথে সাথে ধরে ফেলেন ।
কিছু বলতে এসেছিলাম। এটা পড়ার পর ভুলে গেছি।
ভুলে যাওয়া বয়সের রোগ। আমরা হয়তো বুড়ো হয়ে যাচ্ছি।
০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ স্মৃতি বিভ্রাট আপনারও তাহলে আছে
হুম বয়স বাড়ছে ভুলে যাওয়া রোগও ধরতেছে
থ্যাংকস এ লট ভাইয়া
১৩| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪১
এম ডি মুসা বলেছেন: শুভেচ্ছা রইল
০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ আপনাকেও শুভেচ্ছা
১৪| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১:২৪
নেওয়াজ আলি বলেছেন: মনোলোভা কথার চয়ন।
১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু ভাইয়া ভালো থাকুন
১৫| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১:৪১
মনিরা সুলতানা বলেছেন: না চেনার অনেক উপকারিতা আছে।
১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা ঠিক আপি, অনেক কিছু থেকে বাচন যায় হাহাহা
জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন আপি
ফি আমনিল্লাহ
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩১
রাবেয়া রাহীম বলেছেন: ফেসবুকে তোমার লেখা সাদা রঙের উপর পড়ে আসলাম ।
জীবন ঘেঁষা লেখা গুলো ভালো লাগছে ।