নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মেঘের কাছে রোদ্দুরের চিঠি-০৩

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৪



#মেঘের_কাছে_রোদ্দুরের_চিঠি_৩
#দুঃখ_নিবে?
ক্যায়সে হু তুম, মেঘ?
মে আচ্ছি নেহি, মন বহুত খারাব হে... তুমি জানো, খুব বিষণ্ণ দিন যাচ্ছে আমার, আজ শুধু বিষণ্ণতা ঘিরে ধরেছে আমায়.. তাই তোমাকেও বিষণ্ণতায় ছুঁয়ে দিবো, নিবে থুড়াসা বিষণ্ণতা। না, তুমিও ওদের দলে, যারা শুধু নিজেদের স্বার্থ আদায়ের জন্য আমার কাছে আসে ভালোবাসার অভিনয় করে, মেকিপনা আর মুখোশে ঢেকে আসে মিঠে বোল দিয়ে অন্যরকম ভালোবাসা আদায় করতে... অবশেষে...

মেঘ দুঃখ নিবে, দুঃখ! আমি ভালোবাসা দিতে পারবো না কয়ে দিলুম, যদি দুঃখ নিয়ে পাশে থাকো তবেই এসো। আমি স্বার্থপর ভালোবাসার অনুশোচনায় পুড়তে চাই না! অনুশোচনা কতটা কষ্টকর সে তোমাকে বুঝাতে পারবো না....

মানুষ বলে আমি নাকি দুঃখ বিলাসী। হ্যাঁ আমি তাই! সুখের সন্ধান না পেলে কিভাবে সুখি হবো । কিন্তু তবু্ও আমি মুগ্ধতা খুঁজি আর ভালোবাসা খুঁজি। আসলে জানো তো, সত্যিকারভাবে কেউ কাউকে ভালোবাসতে পারে না। স্বার্থের গায়ে আঘাত লাগলেই মানুষ ঝটপট দূরে সরে যায় নিমেষেই। এমনকি একান্ত আপনজনেরাও..... তুমি কি জানো মেঘ শুধু নিজের মা বাবা আর সন্তানেরাই একটু বেশী আপন হয়। এছাড়া কেউ আপন হয় না তবে সন্তানরাও কখনো কখনো পর হয়ে যায় সময় পরিস্থিতিতে।

মেঘ,আমি আসলে বেশী কিছু চাই না জীবনের কাছে। বৃষ্টির মাঝে মুগ্ধতা খুঁজেছি, বৃষ্টির ফোঁটায় সিক্ত হয়ে একটু সুখ কুঁড়িয়েছি। বৃষ্টির ধারায় জমানো কষ্টগুলো ধুয়ে দিয়েছি বারবার। মন অরণ্যের মাঝে শুধুই নির্লিপ্ততাই পেয়েছি। আমি চেয়েছিলাম হ্যাঁ চেয়েছিলাম অল্পই, খুব অল্প কিছু।

বুকের ভিতর পাথরচাপা
কত শত দুঃখ
জমা হচ্ছে নিরবধি
কষ্ট হাজার লক্ষ।

কেউ জানে না মনের খবর
দেখে সুখি মুখটাই
হাসির ঝাপি খুলে দিয়ে
কুঁড়াই মেকি সুখটাই।

চোখের মাঝে খরা নামে
বুকের ভিতর নদী
উথাল পাথাল দুঃখের ঊর্মি
দেখতো কেউ বা যদি।

দুঃখের জলে ভাসি আমি
কেউ জানে না তা যে
দুঃখের কথা শুনলেই মানুষ
বুকে লাগায় ঘা যে!

আমি সমুদ্র দেখিনি ঠিকই কিন্তু চোখ হয় আমার সমুদ্র সেখানে লোনা জলেরা খেলা করে জোয়ার-ভাটায়। দুঃখের চোরাবালিতে ডুবি... কেউ আসে না সহসা টেনে তুলতে। হাত বাড়িয়ে আছে দেখি যত স্বার্থের হাত। আচ্ছা তুমিই বলো এর চেয়ে চোরাবালিতে ডুবে যা্ওয়াইতো ভালো তাই না!

মেঘ তুমিও কি এমন করবে আমার সাথে। যদি আমার দুঃখের সঙ্গি হও হতে পারো। বাপু আমি ভালোবাসতে পারবো নে । আমি তোমাকে দুঃখ ধার দিবো... ভালোবাসা নয় কিন্তু । জানি জানি ভয় পেয়ে যাবে.....তোমরা সবাই এক । শুধু নিতেই জানো দিতে নয়...তবে শুনো আমি চাইবো না তুমি আমার জন্য চাঁদ পেড়ে দাও কিংবা ঐ নীল আকাশটা এনে মাথার ছাদ বানিয়ে দাও অথবা হিমালয় পাহাড়ের ঝর্ণা থেকে এনে দাও এক গ্লাস জল যাতে আমি পারি ভালোবাসা তৃষ্ণা নিবারণ করতে। অথবা আমি চাইবো না তোমার কাছে আমার জন্য হীরা মানিক, চাকচিক্যতা উপহার দাও।

আমি চাইবো শুধু তুমি আমাকে ভালোবাস। আমার অনুভূতিগুলো তুমি অনুভব করো। আমার জন্য একটু হাসো অথবা মুখোমুখি বসে এককাপ কফি অথবা চা পান করো । কিংবা পার্কের ফাঁকা বেঞ্চে বসে দুটো আইসক্রিম কিনে আমার সঙ্গে বসে খাও। এর চেয়ে দামী খাবারও আমি চাইনে কিন্তু। আর চাইবো তুমি আমার পাশাপাশি হাঁটো কোন এক অজানা মেঠোপথ ধরে।

শুনো, রোজ রোজও এসব চাইবো না.... তোমার যখন সময় হবে তখনই একটু সময় নিয়ে নিবো আমার করে। কি পারবে না তুমি? এর মাঝে অশুদ্ধতার স্থান নেই কিন্তু। আমি ভালোবাসা চাই শুধু; অন্য কিছু নয়। যে আমাকে তার মতো করে বুঝবে আমার অনুভূতির মূল্য দিবে এবং আমাকে যে ভালোবাসার সম্মানে সম্মানিত করবে আমি এমন ভালোবাসাই চাই। স্বার্থের ভালবাসা চাইনা কখনো। অহহো আরেকটা জিনিস চাইবো দিবে মেঘ........

মুখোমুখি বসে দুজন
চুমুক কফির কাপে
ধোঁয়া উড়বে মনের মাঝে
ভালোবাসার তাপে।
হাঁটবে নাকি আমার সাথে
অচিন মেঠোপথে
পাশাপাশি ঘেঁষাঘেঁষি
হাঁটবো পায়ের রথে।

আইসক্রিম খাবো খাওয়াবে?
আরতো কিছু চাই নে
দামী খাবার কিংবা ফাস্টফুডে
আমি কভু যাই নে।

শুধু ভালোবাসা বাসি
নয়তো অন্য কিছু
ধরতে চাইলে হাতটি আমার
তাকাও ফিরে পিছু।

ও মেঘ তুমি মন দেবে কি
দাওনা মনের দখল
ভালবাসা খাঁটি আমার
মন সেতো নয় নকল।

রাজী থাকলে আসতে পারো
আমার মনের কাছে
ভয় পেয়োনা চাই না কিছু
মনটাই মন যে যাচে।

ঈদের দিন অথচ মনে আনন্দ লাগছে না জানো তুমি! কেনো এমন হয়। কাছের মানুষগুলো একটু মনখোলা হলে কিইবা হতো শুনি! কেমন পাথর সময় আমাকে ঝেঁকে ধরেছে চারপাশ থেকে যেনো। একটু কাঁদতেও পারি নে... আমার দুই সৈন্য এসে চোখ মুছিয়ে দিয়ে শাসায়ে যায় আর যদি কান্না দেখছি তবে অনেক খারাপ হবে কিন্তু, তুমিই বল, তবে আর কাঁদি কিভাবে।

তবু্ও মন বলে তো কথা তাই না। মনের কত কষ্ট ইচ্ছে হয় চিৎকার করে কেঁদে চোখের জলের সাথে ভাসিয়ে দেই। কিন্তু তা আর হয়ে উঠে না। আমার কোথাও কোনো জায়গা নেই নিরবে কাঁদার।অশ্রু বিসর্জন দেয়া সেও অন্যের দখলে । আমার ইচ্ছে মাফিক কিছুই করতে পারি না। মেঘ তুমি আমার দুঃখের সাথী হবে। শুধু আমাকে একটু কাঁদতে দিবে। একটা নিরব জায়গা আমার নামে রেজিস্ট্রি করে দিবে। সেটা শুধু আমার একাকিত্বের অশ্রু বিসর্জনের জন্য। কি দিবে না? বলো না প্লিজ।

ঈদের দিন এত্তসব দুঃখের কথা লিখে তোমার সময়টা বরবাদ করে দিলাম ছিঃ ছিঃ ক্ষমা করো মেঘ। ক্ষমা করো আমায়। অহহো আবার ভুলে গেছি.. একটা জিনিস চাইবো তোমার কাছে দিবে.....

পিংক খামে করে একটা চিঠি লিখবে আমায়। ঠিকানা কিন্তু দিবো না তুমি আমাকে খুঁজে নিবে।অথবা ঠিকানার জায়গায় শুধু লিখবে হাই রোদ্দুর..... তোমার চিঠি হবে আমার জন্য বিষ্ময়....... নীল আকাশের সীমানায় স্বাধীন উড়ন্ত একঘুড়ি। আকাশছোঁয়া রঙিন স্বপ্ন..মেয়েবেলার দুরন্তপনা। তোমার চিঠি হবে আমার জন্য কলাগাছের ভেলায় ভাসা অথৈ জল।।

তোমার চিঠি হবে আমার জন্য মেয়েবেলার বৃষ্টির ভেজা প্রহর। তোমার চিঠি আমার জন্য হবে সেই কৈশোরের বউছি কানামাছি খেলা। তোমার চিঠি শুধু আমার জন্য সুখ হবে। তোমার চিঠি হবে আমার জন্য শিউলী ফোটা একটি স্নিগ্ধ ভোর। তোমার চিঠি হবে আমার জন্য শরতের কাশফুল। তোমার চিঠি হবে আমার জন্য হেমন্তের ভোরের ঘাসের ডগায় ঝুলে থাকা শিশিরের মুক্তোর দানা। তোমার চিঠি হবে আমার জন্য শীতের ভোরের মিষ্টি রোদ্দুর। তোমার চিঠি হবে আমার জন্য বসন্তের শিমুল অশোক কৃষ্ণচূড়া। তোমার চিঠি হবে আমার জন্য গ্রীষ্মের খরতাপের নিদাঘ প্রহরের চরম উষ্ণতা। তোমার চিঠি হবে আমার জন্য চৈত্রের খরায় মনজমিন ফেটে যাওয়ার একফোঁটা জল। তোমার চিঠি হবে আমার জন্য বর্ষার অঝোর ধারার বৃষ্টি। সরি এতকিছু লিখে তোমার সময় বরবাদ করে দিছি ক্ষমা চাচ্ছি। শেষ টানছি... রোদ্দুর

পুনশ্চঃ ঈদের দিন ভাল কাটুক আনন্দে কাটুক এই কামনাই করছি। চিঠির উত্তর দিতে ভুলো না কিন্তু। অকে মেঘ আসি আল্লাহ হাফেজ-ফিআমানিল্লাহ।
(১৩-৯-২০১৬)

(তখন কী দুঃখ ছিলো আসলেই মনে নাই। দুঃখ আর সুখ মানুষের জীবনে ওঁৎপ্রোতভাবে জড়িতে। একটা ছাড়া আরেকটা নিরস, বিতৃষ্ণা। আসলে আল্লাহ আমাকে অনেক সুন্দর জীবন দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার আশেপাশের মানুষগুলা আমাকে অনেক ভালোবাসে আমিও ভালোবাসি)

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই চমৎকার এক চিঠি পাঠ করলাম ছবি আপু অনেক শুভ কামনা

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

২| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: শরতের এই ক্ষণে আজ
আকাশে হঠাৎ ডাকলো নিনাদ!

নীল আকাশে মেঘের ভেলায়
রোদ্দুরের লুকোচুরি ঠিকানায়
চিঠি-টা পৌঁছে যাবে অসীম কামনায়।

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) আহা কী সুন্দর মন্তব্য। জাজাকাল্লাহ খাইরান

চিঠির উত্তর আসুক ধেয়ে তাড়াতাড়ি এই আশা মনে।

ভালো থাকুন ভাইয়া

৩| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৯

কবিতা পড়ার প্রহর বলেছেন: দুঃখ না থাকলেও মনে হয় দুঃখবিলাস ছিলো।

সেটা কেটে গেছে তাই এই জিজ্ঞাসা।

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হতে পারে, দুঃখ কেটে গেছে আলহামদুলিল্লাহ

জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক

আপনার গল্প পড়ার অপেক্ষায় রইলাম

৪| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫০

নেওয়াজ আলি বলেছেন: ইস আগে যদি এমন চিঠি লিখতে পারতাম।

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: লিখতে পারলে ভাবীরে পটাইয়া প্রেম করতে পারতেন তাই না হাহাহা

অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৫| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১০

শাহ আজিজ বলেছেন: ম্যায় তো তুমহারা দিল দুখায়া নেহি --------------

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: নেহি , আপ মেরি দিল নেহি দুখায়া..... আপ আচ্ছি হু..।

শুকরিয়া জি

ভালো থাকুন সব সময়

৬| ১২ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাইয়া

৭| ১২ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

রামিসা রোজা বলেছেন:

দুঃখ কষ্ট ছাড়া ভালোবাসা ঠিক জমে উঠে না।তাই বলছি
আপনার এই চিঠিটাও অসাধারণ হয়েছে ।


নিজের মা বাবা আর সন্তানেরাই একটু বেশী আপন হয়।
এছাড়া কেউ আপন হয় না ---
এই কথাটি আমারও
মনের কথা এবং চিরন্তন সত্য কথা ।

১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক বলেছেন আপি। , রাগ অভিমান ঝগড়া ঝাটির মাঝেও জীবন সুন্দর চলে যায় আলহামদুলিল্লাহ

জাজাকিল্লাহ খাইরান আল্লাহ সবাইকে ভালো রাখুন

৮| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ছবি আপা অল রাউন্ডার
কি ছবি, কি কবিতা কি গল্প
কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান।
আপুর জন্য শরতের একরাশ শুভ মেঘের
শুভেচ্ছা ।

১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন পাশেই থাকুন ফি আমানিল্লাহ

৯| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: মেঘ আর রোদ্দুরের ভাব বিনিময় ভালো লাগলো।

'মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আহা হা হা হা ...... '

১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১০| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২০

মা.হাসান বলেছেন: ২০১৬র কবিতা এখন কেনো? নতুন কবিতা দিতে হবে।
মেঘ হিন্দি জানে দেখে ভালো লাগলো। মেঘ কি জি বাংলা দেখে দেখে হিন্দি শিখেছে?

চোরাবালিতে কম খরচে ডুবতে চাইলে কক্সবাজার যান। ওখানে কিছু চোরাবালি থাকার কথা। যাবার আগে ক্যামেরাটা আমাদের দিয়ে যাবেন কিন্তু।

মেঘ দুইটা আইসক্রিম কিনে খাবে কেনো? মেঘ কি ব্লগের কারো কারো মতো পেটুক? আর রোদ্দুরের আইসক্রিমই বা মেঘ কিনবে কেনো? হিজ হিজ হুজ হুজ হতে হবে।

রোদ্দুর আকিকা করে নিজের নাম পাল্টায়ে বৃষ্টি না করা পর্যন্ত কিন্তু মেঘের সাথে এক হতে পারবে না।

বিনা টিকিটে চিঠি লিখে লাভ নাই, ডাক বিভাগের যা অবস্থা, রেজিস্ট্রি করে দেখেন।

১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বর্তমানের কবিতাগুলো তিতা ভাষায় লেখা তাই এগ্লা রাইখা দিছি । নতুন কোবতে সুন্দর হয় না ক্যারে :( মেঘ হিন্দি জানে কী না জানি নাতো। হাহাহাহা জি বাংলায় কী হিন্দিতে কথা বলে নি ..। মাথা গেছে। আসলেই আগে যে হারে সিরিয়াল দেখতাম, আর এখন টিভিই দেখি না :(

চোরাবালিতে কবে যে যাইমু। তাসীনের বাপরে কালকেও কইছি। সে রাজী আছে, এসব রাজী সবসময়ই থাকে কিন্তু যাওয়ার বেলা কত বাহানা খুঁজে।

হতে পারে পেটুক তবে রোদ্দুর আইসক্রিম খুব পছন্দ করে কিন্তু। বৃষ্টি নাম রাখতাম না। সারাদিন জল ঝরালে বাকী কাজকর্ম করবে কে শুনি?

বিনা টিকেটের চিঠিই যদি পেৌছায় একদিন সে আশায় আছি। উত্তরপত্র তো আর পাবো না হুদাই ডাক টিকেট রেজিস্ট্রি করে টাকা খরচ করতাম না

সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান। আপনার কবিতা পড়তে চাই। কবে পোস্ট করবেন?

ভালো থাকুন অনেক অনেক

১১| ১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪২

নিয়াজ সুমন বলেছেন: শব্দের ছন্দে কবিতার গন্ধে / চিঠি ছড়িয়েছে চাঁদের দ্যুতি। দারুন। শুভেচ্ছা জানবেন আপু।

১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া । সুন্দর মন্তব্যের জন্য । ভালো থাকুন
শুভেচ্ছা সতত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.