নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মুক্তা আপার কাছে খোলা চিঠি....

১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২২



প্রিয মুক্তা আপা,
আসসালামু আলাইকুম! কেমন আছেন আপনি? অনেকদিন দেখতে পাচ্ছি না আপনাকে, পড়তে পারছি না আপনার মূল্যবান মন্তব্য। জানেন আপা, আমাদের মাঝে সরব থাকা মানুষগুলো যদি হঠাৎ চুপসে যায় অথবা নাই হয়ে যায়, বুকে বড্ড কষ্ট শিহরণ জাগে। কী হলো ভেবে ভেবে হই সাড়া! অসুস্থ নাতো, নাকী ব্যস্ততা ধরেছে ঘিরে?

নানা প্রশ্ন বুকের মধ্যিখানে খেলে যাচ্ছে দিনরাত, কোথায় আছেন আপনি? কোনো অঘটন ঘটেনি তো! নাকী সাংসারিক কাজে দিয়েছেন মন? কত কিছু ভাবছি অথচ কূল কিনারা পাচ্ছি না।

জানেন আপা, এখানে যারা নিত্যই লিখে যাচ্চ্ছেন, যারা মন্তব্য করেন, যারা হইচই পোস্ট দিয়ে সবার নজরে আসেন। তারা হঠাৎ করে এখানে অনুপস্থিত দেখলে মন ব্ড্ড আনচান করে। বড্ড খারাপ লাগে। আপনাকে অক্টোবর মাসে দেখিনি একবারও।

গত কয়েকদিন আগে একটা দুঃসংবাদ সবাইকে কাঁপিয়ে দিয়েছিলো, সে খবরটিও হয়তো আপনার অজানা। জানেন মুক্তা আপা, আমাদের প্রিয় রাবেয়া বু'র হঠাৎ মৃত্যুসংবাদের পোস্ট করা হয়েছিলো। বিষয়টি সম্পূর্ণ অজানা ছিলো প্রিয় ব্লগার ভাইয়ার। আমার কানে চারিদিক থেকেই একই খবর আসতেছিলো। আমার শরীর নিথর হয়ে গিয়েছিলো। সন্ধ্যায় আর কোনো কাজই করতে পারতেছিলাম না। তখন যাকে যাকে আমি চিনি তাদের সাথে ম্যাসেঞ্জারে কথা বললাম। সবাইকে বললাম খবর নিয়ে আমাকে জানাতে। এরুম ওরুম কত কাজে মন লাগাই কিন্তু রাবেয়া বু'র মুখটা ভেসে উঠছিলো চোখে বারবার।

রাবেয়া বু আমার খুব কাছের মানুষ, রাবেয়া বু'র সাথে আমার কয়েকবার সাক্ষাত হয়েছে। ব্লগডেতে আমি রাবেয়া বুর সাথে গিয়েছিলাম। বুবু সাথে থাকায় অনেক সাহস পেয়েছিলাম। কত আনন্দ কত হইচই করেছি আমরা। কত ছবি তুলেছি। এত হাসিখুশি মানুষ। না বুবুর কোনো মারাত্মক শারীরিক অসুস্থতা তখনো দেখিনি। অথবা বুবু কখনো বলেননি তিনি অসুস্থ। তাই এক মনে বিশ্বাস করলেও আবার অবিশ্বাস জন্ম নিয়েছিলো বারবার। অবিশ্বাসটুকু যেন সত্য হয় সেটাই চাচ্ছিলাম আল্লাহর কাছে। নামাজ পড়ে মোনাজাতেও বলেছি আল্লাহ রাবেয়া বু'র যেন ভালো খবর আসে। সারা রাত জেগে ঘুমিয়ে সকালেই সুঃসংবাদ জানতে পারি। আমাদের রাবেয়া বু ভালো আছেন। আপনি কী জানেন কয়েকদিন আগেও রাবেয়া বু আমার পোস্টে কমেন্ট করেছেন।

আমরা যারা লিখি অথবা মন্তব্য করি, এখানে নিত্যদিন আনাগোনা । সবার সঙ্গেই আমাদের সৌহার্দপূর্ণ সম্পর্ক। দুই একদিন না দেখলে তাই মন বড্ড খারাপ হয়। অনেকেই আমার পোস্ট পছন্দ করেন না। আমার পোস্ট তেমন ভালোও না যদিও আমি জানি। কিন্তু না লিখলে হয়তো সবার সাথে আনন্দে এখানে থাকা হতো না। তাই আবোল তাবোল লেখাই লিখে যাচ্ছি এবং আপনি সহ কয়েকন সহযাত্রী বন্ধু আপা ভাইয়ার মন্তব্যে অনুপ্রাণিত হয়ে লিখা ছাড়তে মন চায় না।

আপা, এখানে আমার আরও অনেক অনেক প্রিয়জন আছেন, যাদেরকে আমার পোস্টে বেশী পাই, তাদের মধ্যে আপনি, রামিসা আপা, করুনাধারা আপা, মিররডল আপা, দুই সাজিদ ভাইয়া, আলী ভাইয়া, ইসিয়াক ভাইয়া, রাজীব ভাইয়া, কাজী ইউসুফ ভাইয়া, সাড়ে চুয়াত্তর, নেওয়াজ আলী ভাই, মা হাসান ভাই সহ আরও অনেকেই আছেন যাদের নাম মনে করতে পারছি না। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের অনুপ্রেরণা পেয়েই আমি লিখে যাচ্ছি নিরলস।

কয়েকদিন আপনাকে না দেখে এই দীর্ঘ চিঠি লিখতে বসলাম। আপনি কোথায় কেমন আছেন? প্লিজ অনুগ্রহ করে জানান। আমিও হয়তো এক সপ্তাহ ব্লগে আসবো না। বাবার বাড়ী যাবো বেড়াতে। দোয়া করবেন। আর আপনার সাথে কিভাবে যোগাযোগ রাখবো সে পথটাও জানিয়ে যাবেন। ফেইসবুকে থাকলে আমাকে দয়া করে আইডি লিংকটাও দেবেন আশা করি।

আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখুন এই দোয়াই করি আপা। আপনার পরিবারকে আল্লাহ তাআলা নিরাপদে ও সুস্থ রাখুন এই কামনাই করি। আজ রাখি........ চিঠির উত্তর মন্তব্যে যেনো পাই।

ইতি আপনার প্রিয়জন,
কাজী ফাতেমা ছবি

পুনশ্চঃ আপনার সাথে একদিন দেখা হবে এই আশা রাখি। সুন্দর সুস্থ জীবন কামনা করি এবং অজস্র ভালোবাসা আপনার জন্য। ভালো থাকুন। ফি আমানিল্লাহ।



১।
কোথায় আছেন মুক্তা আপা, খুঁজে হচ্ছি হয়রান,
আপনার জন্য চিন্তা করে কাঁদছে যে এ প্রাণ।
কেমন করে কাটাচ্ছেন দিন, ব্যস্ত রান্নাবান্নায়,
জীবন আপনার ভরা বুঝি সুখের হীরা পান্নায়?

সংসার করছেন, নাকী পড়ছেন, বাসার ভিতর বন্দি,
ব্লগে আসার জন্য আপনি আঁটছেন না যে ফন্দি?
কোরমা পোলাও বিরিয়ানি রেঁধে বুঝি খাচ্ছেন,
আমাদেরকে ছেড়ে আপা খুবই মজা পাচ্ছেন?



ব্লগ বাড়ীতে আপনি ছাড়া, ভাল্লাগে না কিছু,
দুঃস্বপ্ন যে অল্প অল্প নিয়েছে আজ পিছু,
সুস্থ থাকুন দোয়া করি, ভালো থাকুন খুবই,
আপনার সাথে করতে দেখা, মন হয়েছে লোভী।

কোন শহরে বাস গো আপনার, কোন শহরে থাকেন?
কোন এলাকায় বসে বসে সুখের স্বপ্ন আঁকেন?
কোন দেশেতে পড়ে আছেন, কোন গেরামে বাড়ী,
কেনো আপা হঠাৎ করে যান আমাদের ছাড়ি?

আসেন আপা তাড়াতাড়ি, চিন্তা লাগছে বড়,
মনের মাঝে দুশ্চিন্তা সব হয়েছে আজ জড়,
সুস্থ নিরাপদে যেন রাখেন আল্লাহ তা'লা,
যাক খুলে যাক আপনার জন্য নিয়ামতের তালা।



২।
কিছু মানুষ মন ছুঁয়ে থাকে, আদরে, আবেগ ছুঁয়ে
কিছু মানুষ মন জমিনে রাখে কেবল সুখ রুয়ে,
অচেনা কেউ খুবই হয়ে যায় আপন,
ইচ্ছে হয় তাদের নিয়ে হোক চির জীবন যাপন।

কেউ ভালোবেসে নেয় কাছে টেনে,
কেউ সুন্দর আচরণে ভালোবাসা কিনে,
অপরিচিত কেউ হঠাৎ হয়ে উঠে খুব চেনা,
সুখ যেন হয়ে যায় অনুভূতির দামে কেনা।

কিছু মানুষের সাথে থাকে না রক্তের সম্পর্ক,
অনুভূতি ছুঁয়ে থাকা মানুষগুলোর সাথে নেই মনোমালিন্য যুক্তিতর্ক,
কিছু মানুষ আপন হয়ে উঠে তার ব্যবহারে,
কিছু সম্পর্ক থাকে সর্বদা মনের ধারে।

লিখালিখি, কাব্যকথা অথবা গল্পের স্রষ্টা কেউ কেউ,
কথামালা পড়েই যেন চেনা আপন, হৃদয় নদীতে সুখের ঢেউ;
আপনজন শুধু রক্তের কেনা নয় রক্তের দামে
রক্ত ছোঁয়া আপনজনও হয় শত্রু, দেখি ডানে বামে।

কী আর এমন মানুষকে ভালোবেসে টানলে কাছে,
কী যায় আসে মানুষ যদি মানুষকে নিয়ে বাঁচে,
কেউ কেউ হিংসা পুষে মনে,
কেউ জ্বলে পুড়ে ছারকার হিংস্রতার শিহরণে।



কেউ কারো শব্দ নিয়ে যেতে পারে না, না পারে নিতে সহায় সম্পদ
কেউ তার রিযিকে বসাতে পারে না তার হাত,
তবে কেন মানুষ মানুষকে ভাবে আপদ;
মানুষ থাকুক মানুষের পাশে, মানবিকতায়, সৌহার্দপূর্ণতায় শুধু এই মোনাজাত।

মুক্তা আপা আপনি তেমনই একজন মানুষ,
আপনাকে নিয়ে অনায়াসে উড়া যায় কাব্যের আকাশে রঙিন ফানুস;
মুক্তা আপা আপনাকে খুব ভালোবাসি,
দেখতে চাই তাড়াতাড়ি আপনার হাসি,
কেমন আছেন জানতে চেয়ে লিখেছি একশত দুই পাতার চিঠি,
আশা করি,
মুক্ত আপা ব্লগ আকাশে সহসা রাখবেন আপনার উদাসী দিঠি।



মন্তব্য ৭০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৭

মিরোরডডল বলেছেন:



বাহ ! নীলাপুকে নিয়ে কি সুন্দর চিঠি আর কবিতা ! এই পোষ্ট যদি আপু অফলাইনে দেখে, ঠিক ঠিক চলে আসবে তোমার ডাকে ।

ছবিপু তোমার লেখার মাঝে তোমার একটা সহজ সরল পার্সোনালিটির রিফ্লেকশন হয় । এরকম থেকো সবসময় ।
বাবার বাড়ি যাও, সময়টা ওখানে অনেক বেশি এনজয় করো । উইশ ইউ অল দ্যা বেস্ট ছবিপু ।


১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। খুব সুন্দর মন্তব্য। অনুপ্রেরণামূলক। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ সুন্দর ও নিরাপদে রাখুন এই দোয়া করি।

আল্লাহ ভরসা , শনিবারে যাওয়ার ইচ্ছে, দেখা যাক আল্লাহ রিযিক রেখেছেন কিনা। আমার শরীরও ভালো না। অনেক দিন ধরে কাশি। কমছেই না। এন্টোবায়োটিক খেয়েও লাভ হলো না। আল্লাহ ভরসা ।
ভালোবাসা নিয়েন আপু

২| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৮

কামরুননাহার কলি বলেছেন: আপনি খুব অভিমান নিয়ে বলেছেন যে আপনার পোষ্ট অনেকেই পছন্দ করে না। জানি না কেনো বলেছেন। তবে আমি কারো পোষ্টই অপছন্দ করি না। সবাই একটিভ থাকলে ভালোলাগে এটাই আমার কাছে ভালো লাগা। দোয়া করি আপনার মুক্তা আপা যেনো আপনার সাথে শিঘ্রই যোগাযোগ করেন। এবং আপনারা দু’জনই সুস্থ থাকুন ভালো থাকুন।

১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আছে আপা কিছু । তবে খুবই অল্প সংখ্যক । আসলেই একটিভ দেখলে মনে হয় সবাই ভালো আছেন। ভালো লাগে। এখানে এসে কত জ্ঞানী গুনিদের সাথে দেখা হয়েছে। হৃদ্যতা বেড়েছে। সবাই কত আপন লাগে।

জাজাকিল্লাহ খাইরান আপি। অনেক ভালো থাকুন। ফি আমানিল্লাহ

৩| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৮

ভুয়া মফিজ বলেছেন: অনেক রকমের মুক্তার ফটো (ছবি কইলাম না, অনেকে মিসগাইডেড হন) দিছেন দেখলাম, কোনটা জেনুইন মুক্তা আপা আর কোনটা ভুয়া.......বুঝি নাই।

আপনাকে অক্টোবর মাসে দেখিনি একবারও। এইটা কেমুন কথা? অক্টোবর মাসের মাত্র অর্ধেক পার হইছে। এমন অসত্য তথ্য ব্লগে দেওন কি ঠিক? :P

ধান ভানতে শিবের গীতের মতোন কতিপয় ব্লগারের নাম নিছেন দেখলাম। লিস্টে ব্লগের বিখ্যাত দার্শনিক এবং স্ব-ঘোষিত কবিতা বিদ্বেষী মাহা'র নামও দেখতাছি। আমার নাম কই? আপনের লগে ব্লগ ব্লগ খেলা কিন্তু বন্ধ করমু কইলাম! কয়দিন ধইরা ঠিক মতোন ব্লগে আইতে পারি না, এর মইদ্দেই ষড়যন্ত্র!!!! X(

অনেকেই আমার পোস্ট পছন্দ করেন না। ক্যাডায় ক্যাডায় করে না, নাম কন দেহি......!! নাহ, কিছু একটা করনই লাগবো। :-B

পরিশেষে বলি, চিডি লেখছেন ভালো কথা; এর মইদ্দে কবিতা ঢুকাইলেন কি হিসাবে? অবশ্য আমি ভুয়া মানুষ, গেয়ানী গো হিসাব নিকাশ বুঝন আমার ক্ষেমতার বাইরে। :(

১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহা এত চেতেন কা ভুম ভাইয়া। আমি কইছি না আমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে , এই পোস্টের আগে স্মৃতি বিভ্রাট লেখা দিছি কিন্তু পড়েন নাই কিন্তু। একজন ব্লগারকে কিছুদিন না দেখলে খারাপ লাগে যে কী আর করা। অসত্য তথ্য দেওয়েনের লাই ক্ষমাপ্রার্থী।

হাহাহাহ মা হা ভাইয়া তো আমার সব পোস্টেই দেখা করে যান। তো তার নাম মনে থাকারই কথা তাই না :) আর উনি নিজে কবিতা লিখতেছেন ইনশাআল্লাহ তার প্রথম বইয়ের ক্রেতা আমি হওয়ার আশা রাখি। নো নেভার এ খেলা বন্ধ হবার নয় বলে দিলুম।

আপনার ব্লগে আছেন বলেই কত কিছু দেখতে পাই, জানতে পারি, যদিও রাজনৈতিক বিষয়টা আমি এত বুঝি না বা এসব বিষয় ঘাটিও না বেশী। আছে কিছু লোক পছন্দ করেন না। উনারা আগে নেগেটিভ মন্তব্য করতেন এখন বেশী একটা আসেন না।

আপনি গল্প আর ভ্রমণের লোক আর আমি কবিতার লোক, কবিতা ছাড়া পেডের ভাত হজম হয় না যে তাই, আর এও ভাবছি যে আপনি এসেই রেগে যাবেন হাহাহাহ। পোস্ট করার সময় আপনের কথা মনে হইছে

জাজাকাল্লাহ খাইরান। স্বপরিবারে সুন্দর ও সুস্থ থাকুন দোয়া রইলো

৪| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মিরোরডডল বলেছেন: বাহ ! নীলাপুকে নিয়ে কি সুন্দর চিঠি আর কবিতা !

ছবি, কবিতা কিংবা চিঠি কোনখানেই নীলাকে খুঁজে পেলাম না।
অবশ্য সবাই নীলাকে বশ করতে পারেনা! নীলা সবার হয়না!!
যা হোক ছবি আপুর চিঠি মুক্তা আপুর হস্তগত হোক সেই
কামনা করছি। ছবি, চিঠি আর কবিতার জন্য ছবি আপুকে
অসংখ্য ধন্যবাদ।

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ ভাইয়া নীলাকে বশ করা সহজ কাজ নয়। কবে যে হবে কে জানে।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন

৫| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০১

জুন বলেছেন: দুক্ষ কইরেন্না ভুয়া লিষ্টে আমার নামও রাখে নাই /:)
ছবির কবিতা ভালুবাসার পরেও :-/
মুক্তোগুলো বড়ই সুন্দর :)

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা জুন আপি দুই দিন আগে স্মৃতি বিভ্রাট নামে একটা কোবতে পোস্ট করছিলাম। কইছিলাম তো সবার নাম মনে আইতাছে না :( সরি বুবু :( মুক্তোগুলো আমারও পছন্দ হইছে। কিন্তু মুক্তা টুক্তা আর পরা হবে না :(

জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন

আপনিও আমার প্রিয়জন সত্যিই :)

৬| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগাররা নিরুদ্দেশ হলে খোঁজার জন্য অন্তত একজন থাকা দরকার যে আপনার মতো চিঠি লিখে তাকে খুঁজে বেড়াবে। আপনার এই মর্মস্পর্শী চিঠি দেখলে উনি দ্রুত লগ ইন করে জবাব দেবেন এই আশা করছি।

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই, আমরা বেখেয়ালে অনেককেই হারিয়ে ফেলি। অথবা মনে থাকে না। এমন একজন থাকুক যে খুঁজে নেয় হারিয়ে যাওয়া আপনজনদের।

সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভাই
ভালো থাকুন অনেক

৭| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১০

ভুয়া মফিজ বলেছেন: কামডা আপনে ঠিক করেন নাই জুন আপা। মাঠ ফাকা দেইখা জলদি লাইক মাইরা দিলাম, এহন দেহি আমার লাইক দুই নম্বরে.....কেমনে কি? এমনেই আমি হগল সময় দুই নম্বরেই থাকি; ভাবলাম এই চান্স এক নম্বরে যাওনের, তাও হইলো না!!! :((

আপনের নামও নাই? খেয়াল করি নাই তো!! আহ্, শান্তি!!! মনটা এক্কেরে খুশীতে ভইরা গেলো গা!!! =p~

ইকটু প্যাচ লাগাই কি কন!! মিড এর নিক ভুল লেখছে আমাগো ফটো আপায়......হে হে হে!!!!

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহা .... দুই নম্বর আর তিন নম্বর পর্যন্ত তো প্লেসই বলে মানুষ.. সেকেন্ড হইছেন, তাই অভিনন্দন ভাইয়া জি

হাহাহাহা আসলেই মনে ছিলো না। স্মৃতি বিভ্রাট। আরও অনেকেই আছেন আমার প্রিয় তালিকায় তবে এই ব্লগের দুই একজন ছাড়া সবাই প্রিয়। ভুল ক্যামনে...। মিরর ডল আয়না পুতুল না?

আচ্ছা দেখে আসি গিয়ে

৮| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: সারে সর্বনাশ লেখে গেলেন ছবি আপু স্যালুট জানাই

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাইয়া
ভালো থাকুন

৯| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: মুক্তাপার জন্য আপনার পরাণ যেভাবে কাঁদছে তাতে আপনাকে মুক্তোরবাড়ি নিয়ে যেতে হবে দেখছি।
জীবন হোক মুক্তোময়।

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি মুক্তার বাড়ী চিনেন নি ভাইয়া? তাহলে যাইতাম :)

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১০| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩২

রামিসা রোজা বলেছেন:
আপনি এত চমৎকার একটি চিঠি লিখেছেন,এই চিঠি
পাওয়া খুব লাকি একজন মানুষ মুক্তাআপা ।
আমার মনে হয় এই চিঠি কবিতা যদি দেখেন উনি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন ।
খুব ভালো লাগলো আপনার এই লেখাটা ।

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান রোজা আপি।
ইনশাআল্লাহ চিঠি পেলে তিনি আসবেন একবার হলেও

মুক্তা আপা সহ আপনার সবাই ভালো থাকেন এই কামনাই করি

১১| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:




যেই ব্লগারকে নিয়ে পোষ্ট লিখেছেন, উনার 'নিক'টা কি?

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: উনি মুক্তা নীল আপা
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

১২| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৭

মিরোরডডল বলেছেন:



@ নূর মোহাম্মদ নূরু
@ চাঁদগাজী



আপুটার নিক মুক্তা নীল



১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন

১৩| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৯

রাজীব নুর বলেছেন: সুন্দর চিঠি।
বোন আমার কাছে একটা খোলা চিঠি লিখুন।

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ লিখবো ভাইয়া, একদিন ঠিক লিখবো

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
লিখে যান অবিরত ফি আমানিল্লাহ

১৪| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ মিরোরডডল ।

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মিরোর ডডল এই বানানটাই ভুল করলাম
আমি তো সব সময় মিরোরডল পড়তাম :)

১৫| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩২

মিরোরডডল বলেছেন:



@ ভুয়া মফিজ
ইকটু প্যাচ লাগাই কি কন!! মিড এর নিক ভুল লেখছে আমাগো ফটো আপায়......হে হে হে!!!!



লাভ নেই ভুম প্যাঁচ লাগবে না :)
ভালোবাসার মানুষের ছোট খাটো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হয় ।
আর ইনফরমাল সম্পর্কে এটাতো কোনও ভুলই না । আমার নাম যে লিখেছে তাতেই আমি খুশী ।
এই ভুল বার বার করুক :)

বুঝি বুঝি ভুম, আঙ্গুর ফল টক :P

ভুমের যে অপচেষ্টা প্যাঁচ লাগাবার জন্য এটা আমার কাছে অনেকই সুইট লেগেছে ।
ইউ নো ভুমের ফান আমি পছন্দ করি । আমাকে আনন্দ দেবার জন্য থ্যাংকস ভুম ।
তাই নজরানা হিসেবে একটা প্রিয় গান দিলাম :)







১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি আসলে এতদিন মিররডলই পড়ে আসছি হাহাহা
ভুম ভাইয়া বলাতে দেখলাম নামে তো ড একটা বাদ গেছে । যাই হোক প্যাচ লাগাইলা লাভ হয় নাই হাহাহাহা
ভুম ভাইয়া গেয়া কাম সে ।

একদম ঠিক ভালোবাসার মানুষদের কাছে ছোট খাটো ভুল কিছু্ ই না

গানটা আসলেই সুন্দর আপি। জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন

১৬| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪১

আমি সাজিদ বলেছেন: আশা করি মুক্তা আপা ব্লগে জলদিই প্রত্যুত্তর দিবেন। কবিতাগুলো সুন্দর হয়েছে ছবি আপা।

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া মুক্তা আপা আসুক ব্লগে তাড়াতাড়ি।
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

অনেক ভালো থাকুন।

ফি আমানিল্লাহ

১৭| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৩

করুণাধারা বলেছেন: মুক্তা নীল মাঝে মাঝেই কোথায় ডুব দেন!! আশা করি মুক্তা নীল ভালো আছেন। আপনার আন্তরিকতাপূর্ণ পোস্ট পড়ে শিগগিরই উনি ব্লগে ফিরবেন বলে আশা করি।

মুক্তার ছবিগুলো সুন্দর সংযোজন। বিশেষ ভালো লেগেছে শেষ ছবিটা।

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা। আশাকরি মুক্তা আপা ভালো আর সুস্থ আছেন

এত সুন্দর মুক্তা দেখলেই চোখে ঘোর লেগে যায়।ৱ

জাজাকিল্লাহ খাইরান আপি। ভালো থাকুন

১৮| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৯

সোহানী বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: ধান ভানতে শিবের গীতের মতোন কতিপয় ব্লগারের নাম নিছেন দেখলাম। লিস্টে ব্লগের বিখ্যাত দার্শনিক এবং স্ব-ঘোষিত কবিতা বিদ্বেষী মাহা'র নামও দেখতাছি। আমার নাম কই? আপনের লগে ব্লগ ব্লগ খেলা কিন্তু বন্ধ করমু কইলাম! কয়দিন ধইরা ঠিক মতোন ব্লগে আইতে পারি না, এর মইদ্দেই ষড়যন্ত্র!!!! X(

হাহাহা, আমার নাম ও নাই। আমি ও খেলুম না ভুয়া.... B-))

ছবি আপুনিরে, এমন এতকটা চমৎকার চিঠি উপেক্ষা করার মতো সাহস নাই মুক্তা আপার। শীঘ্রই ফিরে আসবেন তিনি।


আর, আফনার লিখা পছন্দ করে না... এইডা কেমনে কইলেন!!!! কবিতা নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু কবিতা ছাড়া ব্লগ কিভাবে সম্ভব। আর ছবির ব্লগতো সবসময়ই সুপারহিট।

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইন্নালিল্লাহ আপি, তুমি তো একেবার কাছের মানুষ সত্যিই তখন মনে আসতেছিলো না সড্ডি আপু সড্ডি বইন , মাফ কইরা দেও
মহা ভুল হইয়া গিয়াছে।

আরে মাহা ভাইয়া তো কবিতা জগতে ফিরে এসেছেন। উনার বই বের হবে ২১ এ ইনশাআল্লাহ। আপি এত সুন্দর মন্তব্য সত্যিই অনুপ্রেরণার উৎস। জাজাকিল্লাহ খাইরান আপি

অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১৯| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৮

নেওয়াজ আলি বলেছেন: য়েখানে থাকুক যেমন থাকুক আপু ভালো থাকুক । ছবিগুলি সুন্দর । আপনাকেও শুভেচ্ছা ।

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রাথর্না সেই, সবাই ভালো ও সুস্থ থাকুক

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

২০| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২১

মা.হাসান বলেছেন: করুণাধারা আপার চার বছর পুর্তির পোস্টে মুক্তা আপা ওনার অসুস্থতার কথা জানিয়েছিলেন। কি দিনকাল পড়িলো , মানুষ একটু শান্তি মতো অসুস্থতা উপভোগ কীবে , সেই সুযোগও নাই। X((

যাদেরকে আমার পোস্টে বেশী পাই, তাদের মধ্যে আপনি, রামিসা আপা, করুনাধারা আপা, মিররডল আপা, দুই সাজিদ ভাইয়া, আলী ভাইয়া, ইসিয়াক ভাইয়া, রাজীব ভাইয়া, কাজী ইউসুফ ভাইয়া, সাড়ে চুয়াত্তর, নেওয়াজ আলী ভাই, মা হাসান ভাই সহ আরও অনেকেই আছেন যাদের নাম মনে করতে পারছি না।

নাম দিবেন না কারো টাই দিবেন না, কারো কারোটা দিবেন, কারো কারোটা দিবেন না এইটা ভালো কথা না। এখন যাদের নাম দেন নাই তাদের সবাইকে আলাদা আলাদা করে কবিতময় চিঠি দিয়ে ভুল সংশোধন করে নেন। আপনার প্রায় সব পোস্টেই নূরু ভাই, চাঁদগাজী সাহেব, ঠাকুরমাহমুদ ভাই এসে কমেন্ট করেন। এর বাইরে মডুও আপনার পোস্ট খুব উপভোগ করেন, তবে লোকে বলবে যে উনি কবিদের আলাদা খাতির করেন এই কারনে সব পোস্টে লাইক বা কমেন্ট করতে পারেন না । কয়েকদিন আগে যখন উনি অসুস্থ ছিলেন তখন উনি নিয়ম করে ব্লগের কবিদের কবিতা পড়তেন , কবিতা পড়লে ওনার আরাম লাগে; না পড়লে ঘুমই আসে না।

এই পোস্টের শেষে কবিতা শুরুতে কবিতা নাই এটাও ভালো কথা না। শুরুতে দু-চারটা কবিতা থাকলে কতই না ভালো হতো।

@ সোহানী আপা- আমি বিবাহিত মানুষ। আমারে দার্শনিক বলেন আর সাহসি বলেন আর মৃত বলেন , কেয়ার করার ঊর্ধে চলিয়া গিয়াছি।
@ সোহানী আপা, কুমির ভাই- ২০২১এর ফেব্রুয়ারিতে বইমেলায় কবিতার বই বাহির করিবো স্থির করিয়াছি। উত্তর আম্রিকা-ইউরোপের ডিস্ট্রিবিউটরশিপ আপনাদের দুজনকে দিবো ভাবিতেছি। জুন আপা পাইবেন ইস্ট এশিয়ার ভার। মানসিক প্রস্তুতি নিতে থাকেন।

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হায় হায় আমি দেখি নাই সত্যিই। মুক্তা আপা অসুস্থ হলে আল্লাহ যেন উনাকে সুস্থ করে দেন। এই দোয়াই করি। অসুস্থতা উপভোগ করা লাগে না। অসুস্থ থাকলে মানুষ কত কষ্টে থাকে , তখন কিচুই ভালো লাগে না। আমিও অসুস্থ

কাশি প্রায় তিন সপ্তাহ হলো। এন্টোবায়োটিক খেয়েছি কমে না। :(
মডুর কবিতা পছন্দ এই খবর আমি জানি না , কী ভাগ্য রে বাবা। সবাই কবিতা পছন্দ করুক এটাই চাই। আর ভুম ভাইয়াও কবিতা পড়া শু্রু করুন সেটাও চাই। তিনি কবিতার ঘোর বিরোধী , এ চলবে না ব্লগে। তাকে কবিতা খাওয়াইতেই হইবে।

নাম মনে আসতেছিলো না তো কিতা করতাম, আচ্ছা জনে জনে চিঠি লিখে জানায় দেব ইনশাআল্লাহ।

আপনি আমাকে পাম দেন বুইঝা লাইছি :(

এই ব্লগে বেশীর ভাগই বিবাহিত। অথচ অনেককে আমি চেংড়া ভাবি। শেষে দেখি সে বিবাহিত হাহাহা।

আপনার কবিতার অপেক্ষায় আছি। প্রথম কপি আমি নেবো ইনশাআল্লাহ

২১| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! কি মিষ্টি চিঠি।
কবিতা লেখা সব ই সুন্দর।

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য ভালোবাসা রইলো অনেক

ভালো থাকুন স্বপরিবারে

২২| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১০

কবিতা পড়ার প্রহর বলেছেন: হা হা চিঠি লিখেও দেখি বিপদ সবাই নাম নিয়ে টানাটানি করছে।

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ আপা, আামি কইছিলামও সবার নাম মনে আসতেছে না
কেউ বিশ্বাসই করলো না। অথচ দুই দিন আগেই স্মৃতি বিভ্রাট কবিতা দিছিলাম, হেইয়া হক্কলে ভুইলা গেলো গা :(

যাই হোক...... ফানি টাইম আমাদের, সবার মন্তব্যে মন ভালো হয়ে গেলো।

জাজাকিল্লাহ খাইরান আপি

২৩| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১১

ঢুকিচেপা বলেছেন: “ কোরমা পোলাও বিরিয়ানি রেঁধে বুঝি খাচ্ছেন,
আমাদেরকে ছেড়ে আপা খুবই মজা পাচ্ছেন?”


আচ্ছা আচ্ছা, তাহলে এই ঘটনা ?
কোরমা পোলাও বিরিয়ানির জন্য এমন মধুর চিঠি !!!!!!!!!
ছবি আপু করোনাকাল কিন্তু এখনো শেষ হয়নি, তাই বাড়ী বাড়ী খাওয়া বন্ধ।

তবে হারানো মানুষ খুঁজে পেতে কামেল তান্ত্রিক মিরোরডডল আপুর স্মরণাপন্ন হতে পারেন। পূর্বে ওনার রেকর্ড আছে, সাড়ে চুয়াত্তর ভাইকে ১৮ ঘন্টা ৩৪ মিনিটে ব্লগে হাজির করেছেন।

আবেগঘন চিঠি ও কবিতা ভাল লেগেছে।

{মুক্তাপু যদি অসুস্থ্যতার কারণে অনুপস্থিত থাকেন, তাহলে রোগমুক্তি কামনা করছি}

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা হ ভাইয়া খাতি চাই, মুক্তা আপার রান্না

করোনাকাল শেষ হবে ইনশাআল্লাহ, আর আমি তো হাত ধুইমু ভালা কইরা

মিরোডডল আপি দেখেছেন দেখি তিনি কী মন্ত্র ফুঁকেন । ইনশাআল্লাহ মুক্তার আপার দেখা পাবো তাড়াতাড়ি আশাকরি।

আল্লাহ মুক্তাপাকে ভালো রাখুন।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

২৪| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ২:১০

ওমেরা বলেছেন: নীল মুক্তা আপু তারাতারি ফিরে আসবেন আশাকরি। সুন্দর চিঠি সুন্দর কবিতার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি তোমার নাম লিখতে ভুলে গেছি সরি.... তুমি থাকো সব সময় আমার পোস্টে সেজন্য কৃতজ্ঞতা

মুক্তা আপা ফিরে আসুক তাড়াতাড়ি সে কামনাই করছি।

জাজাকিল্লাহ খাইরান আপি অনেক ভালো থাকুন

২৫| ১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
@ হয়তো উনি ব্যস্ত নয়তো অসুস্থ। দেখা দিবেন আশা করি। কাব্য ভাল হয়েছে।

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হয়তো। আশাকরি তাড়াতাড়ি ফিরে আসবেন এখানে। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

২৬| ১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৫৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হিংসা, বিদ্বেষ, জরা, গ্লানি, আরও আছে যতসব হানাহানি
সবকিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাক
পৃৃথিবীতে মানুষের প্রতি মানুষের এ ভালোবাসা
চিরকাল বহমান থাক।

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সব অশুভ ধুয়ে মুছে যাক। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

২৭| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য গুলো ভালো লাগলো।

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাইয়া।

২৮| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৪

ভুয়া মফিজ বলেছেন: @মিরোরডডলঃ গানটা শুনলাম। থ্যাঙ্কস। :)

লাভ নেই ভুম প্যাঁচ লাগবে না লাভ হোক, চাই না হোক......আমি চেষ্টা চালানোর পক্ষে!! :P

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ

চেষ্টা চালিয়ে যান, সফল শূন্যের কোটায়
হ বহুদিন পর আমিও গান শুনলাম ভালোই লাগলো

২৯| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:২০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মুক্তানীল আপুর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমীন
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

অনেকদিন পর আমার পোস্টে আপনাকে পেলাম
ভালো থাকুন

৩০| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫২

সামিয়া বলেছেন: চিঠি পড়ে আবেগাপ্লুত হয়েছি, যাকে লিখেছেন তাকে চিনিনা, অনেকদিন ব্লগে রেগুলার ছিলাম না , রাবেয়া আপুর কথা তো জানতাম ই না, যাই হোক আল্লাহ্‌ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক। অসাধারণ পোস্ট ++++++

১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি তোমাকেও তো অনেকদিন পরে ব্লগে দেখলাম। হ্যা কয়েকদিন আগে আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম রাবেয়া বুর সংবাদে। আল্লাহ তাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ।

আমীন

জাজাকিল্লাহ খাইরান আপি

৩১| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৩

ইসিয়াক বলেছেন: নিশ্চয় মুক্তা নীল আপু ভালো আছেন।
পোস্টে ভালো লাগা।
আপনাদের দুজনের জন্য অনেক অনেক দোয়া রইলো।

২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ উনাকে সুস্থ রাখুন

মুক্তা আপা এখনো আসেন নি ব্লগে। চিন্তা লাগতেছে

আল্লাহ ভরসা

জাজাকাল্লাহ খাইরান

৩২| ২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০৫

রামিসা রোজা বলেছেন:
বেড়ানো শেষ করে এলেন তবে আপনাকে দেখে খুবই ভালো লাগছে । মনে মনে আপনার ফিরে আসার অপেক্ষা করছিলাম আপা।

২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সত্যিই আপি আপনার এই মন্তব্য মনটাকেই ফুরফুুরে করে দিলো। ভার্চুয়াল জগতে কেউ কারো জন্য অপেক্ষা করে না। তবুও কারো কারো জন্য মন পুড়ে, আমাকে এভাবে মনে করার জন্য জাজাকিল্লাহ খাইরান । আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

মুক্তা আপা যে কই আছেন আল্লাহ জানেন। আল্লাহ উনাকে ভালো রাখুন

আপনিও ভালো থাকুন সেই দোয়াই করি। ফি আমানিল্লাহ

৩৩| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: হায় হায় আমার ছোট বোনটা অসুস্থ!!!! উপরওয়ালার কাছে প্রার্থনা যেন দ্রুত আরোগ্য লাভ করেন।
ধন্যবাদ আপু আপনাকে বিষয়টি তুলে ধরার জন্য।
আপনাদের দু'জননেরই উদ্দেশ্যে রইল অফুরান শুভেচ্ছা।

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: উনি অসুস্থ কি না জানি না ভাইয়া। কিন্তু অনেকদিন না দেখা পাওয়ায় পোস্ট দিয়েছিলাম। পোস্ট দিয়ে চলে গেলাম হবিগঞ্জ। এসে দেখি আপা এখনো আসেন নাই। আল্লাহ উনাকে সুস্থ রাখুন।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক

৩৪| ২৩ শে মার্চ, ২০২১ দুপুর ১২:০৬

মুক্তা নীল বলেছেন:

ছবি আপা ,
ওয়ালাইকুম আসসালাম ।
আপনি আমার কাছে যে চিঠি দিয়েছেন সেই অপ্রত্যাশিত
চিঠির উত্তরে কি লিখব তা আমার জানা নেই । আপনি
আমার কাছে অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় একজন প্রিয় আপা।
আর দেরিতে উত্তর লেখার জন্য আপনার কাছে জোড়
হাতে ক্ষমা চাইছি,আমাকে ক্ষমা করবেন । আপনি আমাকে
এতো পছন্দ করেন ভালোবাসেন এটা জীবনের অন্যতম বড় পাওয়া। আমার কিছু অসুবিধা ও পাসওয়ার্ড জনিত সমস্যার কারণে আসা হয় নাই । আপনার পোস্টে আপনি সহ যারা আমাকে স্মরণ করেছেন তাদের সবার কাছে আমি আন্তরিক
ভাবে কৃতজ্ঞ ।
ছবি আপা , আপনার সাথে ইনশাল্লাহ আমার দেখা হবে
আর দেখা হতেই হবে । আবারো বলছি, আমাকে নিয়ে
এই চিঠি কবিতা এসব আমার জন্য আজীবন স্মরণীয় হয়ে
থাকবে।আর আপনার প্রতি ভালোবাসার কৃতজ্ঞতায় ঋণী হয়ে রইলাম ।
I am very much honoured for the mention
post . It really made me happy . Still I
have a soft corner for you in my heart.

২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ দেখা হতেই হবে আপি।
আপনি ফিরে এসেছেন খুব ভালো লাগছে আপি। কিছু কিছু মানুষ দূরে থাকলেও কাছের মনে হয়। আপনিও তেমন

তেমন রামিসা রোজা আপা। উনাকে দেখছি না আবার কয়েকদিন যাবত। আশাকরি ভালোই আছেন।

আল্লাহ আপনি এবঙ আপনার পরিবারকে নেক হায়াত দান করুন এবঙ সুস্থ রাখুন। ফি আমানিল্লাহ

৩৫| ২৩ শে মার্চ, ২০২১ দুপুর ১২:০৯

মুক্তা নীল বলেছেন:
প্রিয় ছবি আপার এই লেখাটি আমার প্রিয়তে নিয়ে গেলাম
আর আবারো ধন্যবাদ আপনাকে ।

২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। ভালো থাকুন কাছেই থাকুন ফি আমনিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.