নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=স্মৃতিগুলো ফিরে আসে বারবার=

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৮



©কাজী ফাতেমা ছবি
=স্মৃতিগুলো ফিরে আসে বারবার=

উঠোনের কোণেই ছিল গন্ধরাজের গাছ আর তার পাশে রঙ্গন
তার আশেপাশে কত রকম জবা, ঝুমকো, গোলাপী আর লাল জবা,
আর এক টুকরা আলো এসে পড়তো প্রতিদিন চোখের পাতায়
সে ছিলো বেলীর ধবধবে সাদা আলো।

বৃষ্টি এলে ফুল চুয়ে যে জল পড়তো, হাতের তালুয় নিয়ে নিতাম সে জলটুকু
সে সময়গুলোর স্পর্শ ফিরে পাওয়া যায় না আর।
ভোরালোয় হেঁটে বেড়ানো হয় না এখানে ভেজা মাটিতে পা ফেলে
শিউলীর মালাও হয় না আর গাঁথা,
শিউলী গাছটা কি এখনো আছে উঠোনের ওপারে?
হয়তো নেই, সেও আমার মত বুড়িয়ে গিয়েছিলো বুঝি।



হেমন্ত ডাকছে হাত বাড়িয়ে ঐ
ভেজা বালিতে কিংবা দূর্বাঘাসে এখনো কি শিউলিরা ঝরে পড়ে থাকে?
যুগ পরিবর্তনের খেলায়, আধূনিকতার স্পর্শে মানুষ শিউলীর স্পর্শ ভুলে গেছে হয়তো!
হয়তো পা মাড়িয়ে হেঁটে যায় শিউলীর হলুদ বোঁটায়
কষ্টের প্রলেপ মেখে শিউলীরা পড়ে থাকে হয়তো অবহেলায়।

ভোরের মিষ্টি হাওয়া গায়ে মেখে এখন আর কেউ শিউলী কুঁড়ায় না।
আহা সেই সব দিনগুলো রইলো না আর চোখের খাঁচায় বন্দি
রইল না মুগ্ধতার সেই উঠোন
যে উঠোনে সুখের বৃষ্টি পড়তো, মন খারাপের মেঘের ছায়া পড়তো।



কখনো গন্ধরাজের ঘ্রাণ নিয়ে ঝরে পড়তো পাপড়ি ঝরা ফুল
সে উঠোনে মধ্যরাতে মনোহারী জোছনা ঝরতো
আর মধ্যদুপুরে ঝরতো খাঁখাঁ রোদ্দুর
গরম মাটিতে পা ফেলে যে উঠোনে চমকে উঠতাম
সে উঠোনে কি এখনো আগের মত সুখ দুঃখ মুগ্ধতা ঝরে পরে?
কে জানে, আমার উঠোনের গন্ধরাজ রঙ্গন বেলী শিউলী'রা কেমন আছে!
আমি কেবল হারিয়ে যাই স্মৃতির পেছনে,
ফিরে এসে দেখি যন্ত্র মানুষেরা আমায় কাঁদাচ্ছে।
September 28, 2017



ছবিগুলো ইন্ডিয়ার পুনে থেকে তোলা

মন্তব্য ৫৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



ভারতের পুনে'র ফুলের ছবি, বাংলাদেশের গ্রামের স্মৃতি?

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের বাড়ীতে শিউলী গাছ ছিলো ছোটোবেলা। এখন আর নেই। তখন ক্যামেরাও তো ছিলো না। ফুল তো ফুলই, যে জায়গারই হোক না কেন শিউলী শিউলিই থেকে যায়। তাই আর কি

ছবিতে কী এসে যায় এক জায়গার হলেই হলো

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করি

২| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪০

ইসিয়াক বলেছেন: ফুলের ছবিগুলো খুব সুন্দর।

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক :)

৩| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৮

জাফরুল মবীন বলেছেন: শিউলি ফুলের প্রতি টান এই বুড়ো বয়সে এসেও কমেনি।চলার পথে শিউলি তলায় ফুল পড়ে থাকলে এখনও কুড়ায়।কখনও কখনও দুষ্টুমি করে গাছ ধরে একটা জোরে ঝাঁকিও দিই!শিশির ভেজা হয়ে শিউলি ফুল কুড়ানো এক অসাধারণ অনুভূতি।

ছবিগুলো দেখে চোখ জুড়িয়ে গেল।

ধন্যবাদ ছবি শিল্পী।

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা আপনি দেখি আমার মতই দুষ্টু

আরে ভাইয়া মন কেন বুড়ো হতে দেবো। এখনো বৃষ্টির পানিতে লাভ দেই যাতে পানি ছিটে চারিদিকে যায় হাহাাহা

অনেক সুন্দর মন্তব্য জাজাকাল্লাহ খাইরান

শহরে শিউলী ফুল এখন আর পাই না :(

ভালো থাকুন

৪| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৪

মিরোরডডল বলেছেন:



বেশ কিছুদিন ব্লগে শুধুই শিউলি ফুল দেখতে পাচ্ছি । মনিপুর পোষ্টে, তোমার এখানে, আবার কার যেনো কবিতার মাঝেও দেখলাম । এই ফুলটা সত্যি অপূর্ব । শিউলি ফুল দেখে আমারও শৈশবের কথা মনে পড়ে যায় । শেষ কবে দেখেছি !
এতো সুন্দর একটা ফুল কিন্তু খুব অল্প সময়ের জন্য থাকে :(



প্রিয় কবিতার কিছু লাইন

পুবে পশ্চিমে দক্ষিনে উত্তরে হাঁটছি আমি
আমার সঙ্গে হাটছে বিকট তোমার না থাকা
যত হাটি
দেখি পথগুলো শুধু শিউলি ছাওয়া
তুমি যে কি ভালবাসতে শিউলি !
কি দরকার আর শিউলি ফুলের
যদি তুমিই নেই



২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি এখন শিউলী ফুলের দিন তাই, শহরে শিউলীর দেখা পাই না তাই ছবিও তোলা হয় না। ছাদে দুইটা গাছ আছে, সকালে যাওয়া হয় না আর শিউলীর ফটোও তোলা হয় না। হ্যা রাতে ফোটে সকালে ঝরে যায়, তাও কিছুক্ষণ পরেই মাটিতে মিশে যায়।

সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান আপি

কবিতাটা খুবই সুন্দর, আজকে গান দেন নাই যে :) শিউলীর গান আছে নি আপি

৫| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৮

মা.হাসান বলেছেন: কয়েকদিন আগে শুনলাম আপনার স্মৃতি শক্তি কমে যাচ্ছে। আবার ফিরে পেয়েছেন যেনে ভালো লাগলো। তবে যাদের যাদের টাকা পয়সা ধার দিছিলেন তাদের বিপদ হয়ে গেলো।

ঘুরলেন কেমন? আপনার উঠোনের গন্ধরাজ-বেলী-শিউলী-রঙ্গনের কি অবস্থা ?আপনার মায়ের শরীর কেমন? আপনার জ্বর গেছে?

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্মৃতি ফিরে এসেছে, বাড়ীতে গিয়েছিলাম যে। আলহামদুলিল্লাহ, ধার তো বেশী আমার জামাইই নিছে, বদ লোক ফেরত দেবে না বলে মনে হয়।

ঘোরাঘুরি তেমন করতে পারিনি :( বৃষ্টির কারণে। ছেলেরা মন খারাপ করেছে। আর তাদের বাপ ছাড়া আমি দূরে কোথাও নিয়ে যাইনি ভয় লাগে। চন্ডিছড়া চা বাগানে গিয়েছিলাম এক বিকেলে, বড় ছেলে খুব খুশি চা বাগান দেখে। আর আমার বোনের বাড়ী আর আমার নানা বাড়ী গিয়েছি সবাইকে দেখতে। মামীরা খুবই অসুস্থ, না দেখে এলে হয়তো আর দেখা হবে না। এইতো বেড়ানো। এক শনিবার গিয়েছি আরেক শনিবার এসেছি। এত কম দিন বেড়ানো যায় না বেশি তাছাড়া টানা বৃষ্টি হলো দুই দিন :( আব্বা আল্লাহর রহমতে ভালোই আছেন , আম্মার ডায়াবেটিস বেড়েছে, হাটুতে ব্যথা বেশী, চুনারুঘাট ভালো ডাক্তার নাই। আম্মাকে আগামী মাসে ঢাকা আসতে বলেছি, ডাক্তার দেখিয়ে দেবো, যদি আসেন তাহলে। উনারা শহরে এসে থাকতে চান না বেশীদিন। শিউলী গাছটা নেই আর, তবে রঙন অনেক বড় হয়েছে, আব্বা কাটতে দেন না , বলেন আমার মেয়ের স্মৃতি এগুলো,

ছবি তুলে এনেছি, দেখাবো নে একদিন। আমার জ্বর কমেছে কিন্তু কাশিটা রয়েই গেলো :( আল্লাহ ভরসা অনলাইন ডাক্তার দেখিয়েছি উনি ইনহেলার দিয়েছে, ইউজ করতেছি। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবো।

জাজাকাল্লাহ খাইরান। আপনার মন্তব্য মনে প্রশান্তি মেলে , ভালো থাকুন আল্লাহ নেক হায়াত দিন।

৬| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৪

মিরোরডডল বলেছেন:



ছবিপু তোমার এই পোষ্টে গান দিয়েছিলাম, কমেন্ট মিস করেছো :)

মাহার কমেন্টে খুবই মজা পেয়েছি :)

তাইতো আপু, তোমার মায়ের বাড়ীর ট্রিপ কেমন হলো ?



২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখে এসেছি শুনেছি আপু। জাজাকিল্লাহ খাইরান মাই সুইট আপু

আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে নভেম্বরে যাবো শ্বশুর বাড়ী ইনশাআল্লাহ

৭| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩০

মিরোরডডল বলেছেন:



আজ গান না, তোমার জন্য কবিতা : )






২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, এক সমুদ্দুর ভালোবাসা দিলাম। এত সুন্দর আবৃত্তি, এত ভালো লেগেছে। আনমনা হয়ে গিয়েছিলাম। শেষে বড্ড কষ্ট লাগলো, সড়ক দুর্ঘটনা :(

৮| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: ছবি গুলো খুব সুন্দর। শিউলি ফুল আমার ভালো লাগে।

২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

৯| ২৫ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

সোহানী বলেছেন: আহ কি দারুন। পুনার ছবি হোক দেশের... সব ছবিতেই ভালোলাগা।

২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি

ফুল তো ফুলই
সব জায়গার ফুলই একরকম

১০| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৮:২৫

করুণাধারা বলেছেন: এমন তরতাজা শিউলি দেখলে শৈশবের ফুল কুড়াবার স্মৃতি ফিরে আসবেই...

সবাইকে নিয়ে ভালো থাকেন, দোয়া করি।

২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি...। এখন আর শিউলী গাছ নেই আমাদের বাড়ী :(

জাজাকিল্লহা খাইরান ভালো থাকুন

১১| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৮:২৫

রামিসা রোজা বলেছেন:
শিউলি ফুলের প্রতি দুর্বলতা আমার সেই ছোটবেলা থেকেই
শিউলি ফুল কুড়িয়ে ছোটবেলায় মালা গেঁথে পুতুলের বিয়েতে দিতাম । আমি যেখানে থাকতাম সেখানে শুধু চন্দনা মাসির কাছেই এ ফুল গাছটি ছিলো , আপনার লেখা পড়ে সেই
পুতুল খেলার দিনগুলো আর চন্দনা মাসির কথা মনেহলো।

অনেক অনেক ভালোলাগা রইলো এই লেখাটায়।

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি আমাদের অতীত অনেক সুন্দর ছিলো আলহামদুরিল্লাহ। আমাদের সময় এসব শৌখিনতা আমাদের ছিলো। এখনকার দিনে মোবাইল ছাড়া কেউ কিছু বুঝে না :(

জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক সুন্দর মন্তব্যের জন্য

ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি

১২| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০৭

নেওয়াজ আলি বলেছেন: দারুণ চিত্র উপস্থাপন করলেন , শুভ কামনা ভালোবাসা রইলো

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৩| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শিউলি আর কাব্যময় পোস্টে ভালোলাগা রেখে গেলাম। ছবি আপুর হাতে ক্যামেরা মানেই সুন্দর সুন্দর ছবি।

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি

অনেক ভালো থাকুন
সাথেই থাকুন ফি আমানিল্লাহ

১৪| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২৩

ওমেরা বলেছেন: কবিতা টাও সুন্দর হয়েছে । সবাই শুধু ফুলের কথাই বলছে !!

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১৫| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩১

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ ছবি ও কবিতা

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
ভালো থাকুন
ইদানিং কম আসতেছেন যে ব্লগে?

১৬| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৮

ঢুকিচেপা বলেছেন: কিছু ফুল দিয়ে গেলাম
আমার বাড়ী থেকে তোলা

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা শিউলী কত্তগুলা। আমাদের ছাদে দুইটা গাছ তাও টবে ছোট, তবুও গিয়েছিলাম ফুল দেখতে আর ছবি তুলতে । তুলে নিয়ে এসেছি একদিন ছবিগুলো পোস্ট করবো ইনশাআল্লাহ।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন

১৭| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: এই ফুল ঢাকার কোথায় কোথায় পাওয়া যেতে পারে?

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার জানা আর দেখা মতে , বাংলাদেশ ব্যাংক কলোনী মতিঝিল এবঙ ফরিদাবাদে গাছ আছে আর আমাদের ছাদে আছে দুইটা গাছ :)

১৮| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩৪

এম ডি মুসা বলেছেন: ছবি আর সৃজনশীলতার কিছু সাপ অবশ্যই এই কবিতা তে পাওয়া যাচ্ছ সবসময়ের জন্য শুভেচ্ছা

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া । অনেক ভালো থাকুন

১৯| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩৫

এম ডি মুসা বলেছেন: দুঃখিত সাপ/ছাপ

২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অকে ভাইয়া
ভালো থাকুন

২০| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৫৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ আপনার বাসার গাছের গল্প ভালো লাগলো। এতদিন বেড়াইলেন ? আপনি অনেক লাকি।
শুভ কামনা আপনাদের জন্য।

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি মাত্র সাতদিন বেড়াইছি। জাজাকিল্লাহ খাইরান অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ।

২১| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: আপু কবে গেছিলেন পুনেতে?
ছবিগুলো সুন্দর।

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ২০১৩ তে গিয়েছিলাম ভাইয়া। অফিস ট্যুর ছিলো

অনেক আরামের জায়গা পুনে, মনে হইলে আবার যাইতে ইচ্ছে করে। দশ মিনিট পর পর ঝিরিঝিরি বৃষ্টি আহা, খুব সুন্দর জায়গা

২২| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: আসল কথাটাই বলতে ভুলে গেছি। কবিতা ভালো হয়েছে।

শুভেচ্ছা নিয়েন আপু।

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

আপনার এবং আপনার পরিবারের সবাই এখন কেমন আছেন

ফি আমানিল্লাহ

২৩| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিগুলি চমৎকার হয়েছে।

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

২৪| ২৬ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৫

মোঃমোজাম হক বলেছেন: সকালের শিঊলিফুল, আমাকে অতীতের স্মৃতি মনে করিয়ে দেয়।

২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া আমাদের অতীত খুব সুন্দর ছিলো আলহামদুলিল্লাহ
ভালো থাকুন অনেক অনেক

২৫| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইন্ডিয়ার শিউলি আর বাংলাদেশের শিউলির পার্থক্য কি দেখলেন?

২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কোনো পার্থক্য নাই, সব ফুলই এক এবঙ ঘ্রাণও এক
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

২৬| ২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হুম! আপু অক্টোবর মুভিটার কথা মনে পড়ে গেল, এ ফুলের নামে আমার একজন ভালো বন্ধু ছিল।

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক

২৭| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯

অধীতি বলেছেন: একগুচ্ছ ছেলেবেলা নিয়ে এলেন কবিতায়।

১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ অধীতি
ভালো থাকুন সুন্দর থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.