নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

চাদ্য....... অথবা জীবন গদ্য

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৫



©কাজী ফাতেমা ছবি
#চলো_চা_খাই (জীবনগদ্য)

আজ না হয় ঠান্ডা চা'ই পান করি! দুদুটো ঠোঁটে কাপে চুমুক তোলা চাট্টিখানি কথা নয়! এই অবেলায় মাথায় মাথায় ঠুস খাওয়াটা সমীচীন হবে না মনে হয় অথবা নাকে নাকে ঘর্ষনে শিহরণের ঢেউ সে দূরেই থাক না হয় আজ।

শুনো স্ট্র রেখেছি কাপের পাশে প্লেটে। স্ট্রয়ের কালার নীল এবং গোলাপী। আমি জানি তুমি নীল পছন্দ আর আমারটা গোলাপী সেও তুমি জানো। তো! আর দেরী নয়-চলো পান করি ভালবাসার এক অমৃত পানীয়। কিন্তু তবুও থেকে যায় স্বাদে দ্বিধা, মনে দ্বন্দ্ব তাই না-বুঝো নি?

বুঝিয়ে দিচ্ছি ধরো তুমি চিনি থেকে দূরে থাকতে চাও কারণ যারা নীলের রঙ আবরণে নিজেকে জড়িয়ে রাখে তারা ঝাল পছন্দ বেশী, তাদের মুখটা থাকে ধূমায়িত কফির পেয়ালা। ঝাঁঝা গরম ধোঁয়ায় তারা নিজেদেরকে জড়িয়ে রাখতে ভালোবাসে। আর গোলাপী আহ্ সেতো মিষ্টি রঙ-গোলাপী আভায় অধর রাঙিয়ে নিলে সেতো তুমিই বলো-যেনো মমতার প্রলেপ মেখে আছি, তাই না? গোলাপী রঙ পছন্দধারীরা মিষ্টিই পছন্দ করে, যেমন আমি। ঝাল আমার দুচোখের বিষ ওহ সরি চোখের না জিহ্বার।

হালকা আবেশেই আমি মুগ্ধ হই আর তুমি দুনিয়ার সকল সুন্দর সামনে এনে দিলেও বলো এ আর কি সুন্দর! নাক ছিটকানো স্বভাবটা আর গেলো না বাপু তোমার। চোখে নীল ধোঁয়ায় আচ্ছন্ন তুমি স্বপ্ন কি শুধু নীল'ই দেখো? নীল ব্যথায় আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলেছো আমায়। কি কারণে এতোটা দূরে। তোমার মনের ভাব বুঝার সাধ্যি হয়তো আমার নেই। অথচ খুব সহজেই তুমি বুঝতে পারতে আমার মনের ভাবাবেগ।

অল্প মুগ্ধতা চোখে ঘোর লাগিয়েই টেনে নিতে পারতে কাছে যতটা তুমি চা্ও। সারাক্ষণ গুমড়ো মুখে ভেসে বেড়াও নিজের রাজত্বে আচ্ছা তোমার রাজত্বের রানী কেগো? তাকে কি আমি চিনি? সেও কি নীল পছন্দ করে। তুমি তারে নীল শাড়িতে দেখতে ভালোবাসো। সেকি ঝাঁঝা রোদ্দুরের দুপুর বেলা হতে পারবে? প্রকট তীক্ষ্ণ তেজ তোমার চোখে ঢেলে দেয়? নাকি প্রেমে জ্বালিয়ে পুড়িয়ে করে রাখে তোমার কোণঠাসা?

তোমার সাথে আজো আমার কথা হয়ে উঠেনি! ব্যাকরণের ব-ও যে শিখতে পারিনি। আমার উচিত ছিল ভাষা শিক্ষায় গ্রাজোয়েট করা কিংবা ব্যাকরণের উপরে পিএইচডি ডিগ্রি নেয়া হাহাহা তবেই বুঝি তোমার নীল চোখের মণিতে ভাষার আগুনে জ্বালিয়ে দিতে পারতাম তুমি হা করে আমার ভাষাজ্ঞান গিলতে।

তুমি চাও ভাষা আমি চাই ভালোবাসা-সত্যিই সেলোকাস কি বিচিত্র আমাদের প্রেম। যেখানে নিত্য চলে বিতৃষ্ণার বেসাতি। লেনদেন হয় শুধু ঘৃনা। তোমার পাল্লাটাই ভারি....... আর আমি শূন্য। কি করে এতো উৎসাহ পা্ও মনে, একা থাকার মন্ত্রটা না হয় আমাকেও শিখিয়ে দাও। আচ্ছা হাসিগুলো তোমাকে যদি দিয়ে দেই তুমি নেবে? না ফিরিয়ে দিবে? হুম, তোমার মুখে হয়তো হাসি মানাবে না। থাক আমার হাসিগুলো আমার ঠোঁটেই থাক। তুমি নিরস পড়ে থাকো রাণী আর প্রজাহীন তোমার রাজত্বে।

অহহো তা যা বলেছিলাম, প্রসঙ্গ ছিলো তো চা খাওয়া নিয়ে-আর দেখো কতই না বকবক করে যাচ্ছি শুধু তোমাকে ঘাটছি-নো নো এ তো ঠিক নয় বাপু। যার যার স্বাধীনতায় সে বাঁচুক।

শুনো তবে-শ্রীমঙ্গলের একটা চা বানায় তুমি কি জানো-আট/কিংবা দশ লেয়ারে-এক কালার অন্য কালারের সাথে মিক্সড হয় না। ঠিক তেমন করেই আমি চা বানিয়েছি তোমার জন্য দেখো তাকিয়ে একটি বিষন্নতার ঢেউ মাঝে বয়ে গেছে। তোমার জন্য ঝাল চা আর আমার মিষ্টি-চুমুকে চুমুকে তুলো তৃপ্তি ।স্ট্র হাতে নাও প্লিজ। আমি কিছু চাইছি নে বাপু-না ভালোবাসা, না মুগ্ধতা, না তোমার নজর। শুধু স্পর্শ লাগুক তোমার আমার মনের, না তুমি ছুঁয়ো না, ধোঁয়ার হাওয়ায় স্পর্শের অনুভব ছুঁয়ে থাকুক মনে। শুধু এক বেলা একসাথে চা খাওয়ার স্বাধ পূর্ণ হোক।

পেয়ালায় পবিত্রতার চিহ্ন রেখেছি। এটা ছুঁয়ে দেখতে পারো, পেলেও পেতে পারো শুদ্ধতার স্পর্শ আলতো। রেশটুকু থেকে যাক... না হয় হেমন্তের একটি বেলার গোধূলি পর্যন্ত ।
October 28, 2016



২০১৬ সালের লেখা আঠারো সালে কপি হইছে :)

মন্তব্য ৪৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৫

নেওয়াজ আলি বলেছেন: অনেক চা খাই তবে চিনি ছাড়া । অনেক আগে শ্রীমঙ্গলের সেই চা খেয়েছি।
অনেক ভালো লাগলো।

২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি এখনো খাই নি ভাইয়া। চিনিও ছাড়তে পারছি না

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

২| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর তো ----------------------------

২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ তো ভাইয়া :)

৩| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৯

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: সুন্দর। ++

২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন

৪| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪০

মোহামমদ কামরুজজামান বলেছেন: "আহা মরি মরি!ভেবে মরি !! কিযে করি !!!
চা খাব না তোমার গোলাপি ঠোঠে :-B চুমো খাব,
না চা খেতে খেতে ঠুসই খাব,
না মুগ্ধতায় শুধু চেয়েই রব? - ভেবে মরি!আহা কি যে করি"?

- করোনাময় এ দিনে :P জানিনা হবে কি এ ইচছার পূরন ? এক পেয়ালায় চা খাওয়ার!!! ( তা কি স্বাস্থ্যকর হবে B-)) নাকি স্বাস্থের জন্য ক্ষতিকর হবে এ ভেবেও চিন্তিত)

২৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সে তো বহুকাল আগের ঘটনা হাহাহাহা....।

এখন বুড়ো হয়ে গেছি। এগুলো আপনাদের জন্যই লিখা
'আপনারা খান গিয়া এমন কইরা । ভালোবাসা সব সময়ই স্বাস্থ্যকর বলে রাখলুম

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

৫| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: শুনো হে চৈনিক
চা খাবে দৈনিক
গায়ে বল হলে পরে
তবে হবে সৈনিক।

২৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা ঠিক

চা খাওয়া ভালো তো

তা আপনি খান?

ধন্যবাদ ভাইয়া জি

৬| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৩

রামিসা রোজা বলেছেন:
চা'য়ের সাথে এমন মনভোলানো চিঠি লিখেছেন এক
কথায় বলবো নান্দনিক উপস্থাপনা ।
একটু পরেই চা খাবো কারণ আপনার চায়ের ছবি-টা
লোভনীয় ।
অনেক অনেক ভালোলাগলো আপনার এই লেখাটা ।

২৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: র চা খাইয়েন আপি, জাজাকিল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন ভালোবাসা নিন

৭| ২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩২

পদ্মপুকুর বলেছেন: লেখা কপি হলে নিজেকে 'বিখ্যাত বিখ্যাত' মনে হয় B:-/

২৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আমার রাগ লাগে

আমি বিখ্যাত হতি চাই না পদ্ম :(

জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন

৮| ২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: চুরি বিদ্যায় বেচারা কারো হয়তো মন ভোলাতে চেয়েছিল !! সেখানেও ধরা খেল =p~ =p~ =p~

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা হতে পারে। ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

৯| ২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বলে দিলেই হতো কপিপেস্ট তাহলে তো এই ক্যাচাল আর হয় না।

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এরা বলে না । আর আমি কিছু বললে আমাকে ব্লক করে দেয় ।

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১০| ২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৫

ইসিয়াক বলেছেন: লেখা চোরদের জন্য শান্তি নাই। লেখা চোরদের ভয়ে ফেসবুক প্রোফাইল লক করে রাখছি।একারণে অনেকে অসন্তুষ্ট হন।ভাবছি প্রত্যেকটি লেখা সপ্তাহ পুরা হয়ে গেলে ডিলিট করে দেব।তারপর হয়তো আর লক করার প্রয়োজন হবে না।
পোস্টে ভালো লাগা।

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কত আর চুরি করবে। করুক গা । এখন আর আগের মত এসব ঘাটি না। এজন্য নিজের লেখা বন্ধ করবোনা বা পোস্ট বন্ধ করবো না

অনেক ধন্যবাদ ইসিয়াক ভাইয়া
ভালো থাকুন

১১| ২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: চাদ্য !!!!

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন

১২| ২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:



জাতির সবাই চুরিতে অভ্যস্ত!

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাতীর সবাই চোর না। এটা ভুল ধারণা আপনার। এমন হলে বসবাসের অযোগ্য হয়ে উঠতো প্রিয় মাতৃভূমি

ধন্যবাদ ভালো থাকুন

১৩| ২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ‌এতদিন পর আবার চোর ধরলেন? বছর তিনেক আগেই চোর ধরা ছেড়ে দিয়েছিলাম মনে হয়।
চাদ্য খুব সুন্দর হয়েছে। আসলে রোমান্টিক লেখা আমার বেশি পছন্দ। পোস্টে প্লাস।

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাঝে মাঝে সার্চ দেই । তখন বের হয়। অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১৪| ২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

মা.হাসান বলেছেন: করোনাকালে নাকানাকি কইরা চা খাওয়া নিরাপদ না। এক কাপ চা দুই জনে ভাগ কইরা খাইতে হবে ক্যান? খরচের ভয় থাকলে টি ব্যাগ ব্যবহার করেন। আমি টি ব্যাগ ব্যবহারের পর ফেলে না দিয়ে তুলে রাখি। ঠিক মতো ব্যবহার করলে কম করে পাঁচ কাপ চা বানানো যায়। যারা একটু কিপটা তারা আবার পানি গরম করে ফ্লাস্কে নিয়ে তাতে টি ব্যাগ ডুবায়ে রাখে, হেসে খেলে দশ পাক হয়ে যায়। আমি আবার অত কিপ্টা না।

দুই বছর আগের পোস্ট ঘাইটা চুরি করছে, ব্যাটার তো ধৈর্য আছে। ডাইকা একদিন চা খাওয়াইয়া দিয়েন। তবে কম করে পনেরো কাপ বানানোর পর ঐ টি ব্যাগ দিয়া দিবেন।

(দুলাভাইয়ের জন্য অনেক সমবেদনা। বেচারারে মরিচ চা খাইতে হয়)

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা হা কথা ১০২ বার সত্য .... ভেজালে ভরে গেছে মন, যেখানে রোমান্টিকতা নাই সেখানে নাকানাকি ঠিক না। চা বানাইছি এক কাপ.... তো কি করমু্ । হাহাহাহা কী কিপটারে বাবা

টি ব্যাগ কখনো পানিতে জাল দিয়ে চা বানাই একটা দিয়া দুইটা কড়া লিকার হয়। এক টি ব্যাগে দশ কাপ চা খাওয়ার চেয়ে না খাওয়াই ভালৈা।, তাদের জন্য গরম পানির ব্যবস্থা আছে।

কথা কয় না বোকা ছেলে, দাওয়াত দিতে চাইছিলাম। জবাবই দেয় নাই।

চিনি ছাড়া চা খাওয়ার পাবলিক। বেচারার ধৈর্য্য আছে। কেমনে যে চিনি ছেড়ে দিছে। আল্লাহ আমাকে ধৈর্য্য দিক।

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

১৫| ২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৭

মা.হাসান বলেছেন: ভুয়া ভাই যে কবিতা পোস্ট দিলো, আপনি কি দেখেন নাই? :||

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখে আসলাম। মাগো মা.....। কবিরাও কবিতা ভালোবাসে না একথা শুনলে গা জ্বলে যায়।

উনারে শাস্তি দিতে হইবো। ঘন ঘন কবিতা লিখে উনাকে উৎসর্গ করবাম। বাধ্য হইয়া কবিতা পড়বো

থ্যাংকু

১৬| ২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২০

মনিরা সুলতানা বলেছেন: লেখা চুরি !!!
আপনি সেলিব্রেটি আপু।
আমি আমার লেখার চোর ও খুঁজে পাই না।

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার লেখাও হয় আপি। আপনি খোজ রাখেন না হয়তো। এখানে লিখলে দুই চাইর লাইন হইলেও চুরি করে এরা

অনেক ধন্যবাদ আপি ভালো থাকুন

১৭| ২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৬

জাফরুল মবীন বলেছেন: আপনার মূল লেখায় ছিলো ৪৮টা লাইক।আর ২বছর পর লেখাতস্করের পোস্টে ১৪০টা লাইক!আপনার লেখা কালজয়ী।এটাই আপনার লেখার সবচেয়ে বড় প্রাপ্তি।

চাদ্য লেখার জন্য অভিনন্দন!







০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার লেখায় আসলেই লাইক কমেন্ট একেবারেই কম। তাতে আমার যায় আসে না। কিন্তু আমার লেখা কপি করে কেউ অন্যখানে দিলে দেখলাম আমার ফ্রেন্ডলিস্টের মানুষও সেখানে লাইক দেয় হাহাহা

জি ভাইয়া লেখা মানুষের ভালৈা লাগলেই সেটা বড় প্রাপ্তি আমার জন্য

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

১৮| ২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

আমি সাজিদ বলেছেন: ভালো হয়েছে। দেখা যাচ্ছে আপনি চোরকে ধরে লেখাটায় মন্তব্য করেছেন আপি। ওই চোরকে ধরার পর সে কি বললো, এটা জানতে খুব আগ্রহ হচ্ছে।

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া।

মন্তব্য করেছিলাম কিন্তু প্রতিউত্তর দেয় নাই ভাইয়া । এক্ষেত্রে আমাকে বেশীর ভাগই ব্লক করে দেয়া হয়। সে করে নাই। হয়তো এই আইডিতে নাই

১৯| ২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

জুন বলেছেন: আমার মতন পেতি লেখিকার লেখাও অনেক জায়গায় ছাপা হয় কাজী ফাতেমা ছবি । দুক্ষ কইরেন্না। আমি একবার কি এক পত্রিকায় আমার লেখা "বিশ্বের বৃহদাকার বই" ছাপানোর জন্য খুব ভদ্র ভাষায় সম্পাদককে মেইল করেছিলাম। যে আপনি আমাকে জানাতে পারতেন আমি সানন্দেই দিতাম। আমি তো কোন তালেবর লেখক নই X((

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষ যে কেন এমন করে কে জানে। চুরি করে আবার সিনাজুড়ি দেয়।

মাঝে মাঝে কষ্ট লাগে নিজের লেখা অন্যের নাম দেখলে

ধন্যবাদ আপি ভালো থাকুন

২০| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৪

শায়মা বলেছেন: হা হা করোনার মাঝে এমন কাপ!!! বাপরে বাপ!!!

আমি হলে জীবনেও খেতামনা। এমনিতেই আমার একটু ওসিডি আছে।

আপু চোরকে ধরে করোনা রোগীর সাথে এই জোড়াপেয়ালায় চা খেতে দাও।

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা , একদিন এমন কাপে তোমার জন্যও চা তৈরী করে রাখবো। সবাই সব কিছু খেতে পারে না। আমিও অনেক কিছু খেতে পারি না এখন

হাহাহাহাহ চোরের সাথে আবার বন্ধুত্ব কিসের , বেটা বদ লোক

ধন্যবাদ আপি

২১| ২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ফেবুতে লেখা চুরি বেশি হয়।

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আসলেই

ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

২২| ২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:১৫

পদ্মপুকুর বলেছেন: শায়মা বলেছেন: এমনিতেই আমার একটু ওসিডি আছে।

হা হা হা, করোনাকালে সবারই ওসিডি তৈরী হয়ে গেছে।

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ....

অনেক ধন্যবাদ ভালো থাকুন

২৩| ২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৪

নীল আকাশ বলেছেন: যা নিয়ে লেখা ভালো হয়েছে। আপনার লেখা তো নিয়মিত কপি মারে দেখছি। সেলিব্রেটি হয়ে গেছেন! অভিনন্দন আপনাকে।

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা সেলিব্রেটি সে কখনো হতে পারবো না। একটা ইসলামিক পোস্ট লিখলেই দেখি ছয় সাত জন ফলোয়ার গায়েব , আনফ্রেন্ডও হই

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.