নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আমি কবিতা ভালোবাসি=

০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৮



©কাজী ফাতেমা ছবি
=আমি কবিতা ভালোবাসি=

হেরে যাওয়ার অভ্যাস পেয়েছি কুড়ি বছর আগেই
ভেবেছিলাম হয়তো এবার জিতে যাবো,
না হয় আর ক'টা দিন অপেক্ষা,
জিতার অপেক্ষায় কেটে যায় কুড়ির পর আরও কুড়ি
স্বপ্ন তবে কী দুঃস্বপ্ন আমার!

ভালো করে স্ফুট ধ্বনিতে বলতে পারিনি আজও ভালোবাসি,
অযোগ্য মনে উঁকিঝুঁকি দেয় বিষাদের গুঞ্জন,
কুড়ি বছর আগেও দ্বিধা, ভালোবাসি সুর থেকে যায় অস্ফুট
আজও সে ভালোবাসির সুর রয়ে যায় জিভের পিছনে।

কেউই সুখি হতে পারিনি হয়তো,
দীর্ঘশ্বাস নিয়ে ফিরে আসা আমি আজও মনের গতিপথ
রুখে পারিনি দাঁড়াতে, মন বিষণ্ণতার পথই নেয় বেছে,
নিয়তি আমার, কি হেরে যাওয়ার জন্য!

ভালোবাসার কাছে বারবার পরাজিত আমি।
মোহ সে কখনো চাইনি ছুঁতে,
রঙিন চশমা চোখে রাখিনি গেঁথে,
অনাড়ম্বর জীবনে শুধু শীতের সকালে এক পেয়ালা
গরম চায়ের উষ্ণতার মতই চেয়েছিলাম ধুয়াউড়া ঝাঁঝা
ভালোবাসা,
অথচ ভালোবাসা শব্দটাই বিমুখ, হেরে যাই আমি।

ঠোঁটে জমিয়ে রেখেছিলাম কুসুম প্রেম,
চোখে ভালোবাসার চাকচিক্যতা,
আঙ্গুলের ডগায় রেখেছিলাম কারো জন্য শিশির স্নিগ্ধতা,
চোখের পাতায় রেখেছিলাম এক ঝাঁক স্বপ্ন,
কানে গেঁথে রেখেছিলাম ভালোবাসি শব্দ শোনার... আকুতি,
কই সেই অপেক্ষার প্রহর আজও হয়নি শেষ,
হয়নি বলা ভালোবাসি, হয়নি শোনা ভালোবাসি,
আমি হেরে গিয়েছি, জিতার চান্স শূন্য
তাই আর ও পথ মাড়াই না,
আমি নৈঃশব্দের বুকে মাথা রেখে কবিতা ভালোবাসি,
তাই কবিতার হাত ধরে এগোই আগামির পথে।
January 31 ২০২০



থাকুক সাক্ষী হয়ে স্ক্রীণশটে :)



মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আমি নৈঃশব্দের বুকে মাথা রেখে কবিতা ভালোবাসি,
তাই কবিতার হাত ধরে এগোই আগামির পথে।



----অসাধারণ! আপু, অনেক অনেক ভালো লাগলো!

০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন পাশে থাকুন ফি আমানিল্লাহ

২| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: কেন হারবেন?
নাকি হারতে হারতে জিতে গেলেন!

০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হারতে হারতে জিতে গেছি ভাইয়া

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

৩| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:২০

অধীতি বলেছেন: শেষ দুটো পঙক্তি আহা বেদনা সকল কবিতায় শোভা পায়

০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

৪| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: তোমার-আমার ভালোবাসা-র খেলায়
আমি কেবল-ই হারতে চাই!
আমি হারলে তুমি জিতে যাও
তাতেই আমি তৃপ্তি পাই!

০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

৫| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: দরিদ্র মানুষদের জন্য কবিতা না। কবিতা বিলাসী মানুষদের জন্য।

০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য। কবিতারা সময় নষ্ট করে
ধন্যবাদ ভাইয়া

৬| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:



জোয়ার আসে, ভাটা পড়ে, চাঁদ চিরদিনই দুরে থেকে যায়।

০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সেটাই ভাইয়া জি

ধন্যবাদ আাপনাকে সুস্থ নিরাপদ ও ভালো থাকুন এই কামনা

৭| ০১ লা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

জাফরুল মবীন বলেছেন:
'তোমায় ভালোবাসি হয়নি বলা'
তাই এ সুন্দর কবিতাখানি পেলাম আমরা।
তা না হলে হয়ত কবিতার শিরোনামটি হতো,
'তোমায় ভালোবেসে কি পেলাম' বলতো?
=p~

০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা কথা ঠিকই তো... বিরহ ছাড়া কবিতা হয় না। তবে ভালোবাসাতেও কবিতা হয়

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ

৮| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ৮:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা ভালবেসেছেন তাই এই জীবনকে ভালোবাসা আপনার জন্য সহজ হবে। কবিতা আপনাকে হতাশ করবে না।

০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ১০২ পারসেন্ট ঠিক কবিতা হতাশ করেনি। জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা

৯| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ৮:৫৬

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা,

০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১০| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ১০:২৮

কবিতা পড়ার প্রহর বলেছেন: বিরহেই কবিতা বেশি ভালো হয়।

০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) জাজাকিল্লাহ খাইরান আপি অনেক ভালো থাকুন

১১| ০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:১৪

কবিতা ক্থ্য বলেছেন: বরাবরের মতো-
Simply অসাধারন।

০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান

অনেক ভালো থাকুন
ভালোবাসা নিন
ফি আমানিল্লাহ

১২| ০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:২৭

রামিসা রোজা বলেছেন:

আমিও এই কবির কবিতা ভালোবাসি ....
ভালো লেগেছে আপনার এই কবিতা ।

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক কৃতজ্ঞতা অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য
আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন আপনাকে
ফি আমানিল্লাহ

১৩| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৯

নিয়াজ সুমন বলেছেন: ”ঠোঁটে জমিয়ে....
চোখে ভালোবাসার ...”

দারুন অনুভবের বিচরণ। মুগ্ধতা ছবি আপু।

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ
শুভেচ্ছা সতত

১৪| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৯

পদ্মপুকুর বলেছেন: জেতার অপেক্ষায় বছরের পর বছর হেরে যাওয়ার মধ্যেও এক ধরনের জয় আছে হয়তো। যেমনটা ভালোবাসার কাছে পরাজয়ের গায়ে লেগে থাকা কিছু অসুখের রোমন্থনেও থাকে এক ধরনের সুখ।

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হয়তো বা...। তবুও আবেগী মন ভালোবাসি বলতে চায়, ভালোবাসি শুনতে চায় হাহাহাহা এই বুড়া বয়সে আর হইতো নো...

হুম অসুখের রোমন্থণে এক ধরণের সুখ আর কবিতাও লিখা যায় হাহাহা

জাজাকাল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন পদ্ম
ফি আমানিল্লাহ

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩৯

মিরোরডডল বলেছেন:



বেশী সুন্দর গান আর কবিতাগুলো বিরহেরই হয় আপু ।

এটা কি দেখলাম ছবিপু ? হুবুহু কপি ? রিপোর্ট করোনি ?




০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক আপি। বিরহ ছাড়া ভালোবাসাতে মজা নাই।

রিপোর্ট করে কী হবে আপি। ব্লক করে দেবে আমাকে । এরা এমনই ।

জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন

১৬| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫২

কালো যাদুকর বলেছেন: অনেক সুন্দর কবিতা।

১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান :)

১৭| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৩:২০

এম ডি মুসা বলেছেন: জোয়ার আসে, ভাটা পড়ে, চাঁদ চিরদিনই দুরে থেকে যায়
চাঁদ গাজী ভাইর কথাটা দিলাম

১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাকুন

১৮| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৯

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চমৎকার উপস্থাপন হে সুপ্রিয়।

১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫২

হাসান ইমরান বলেছেন: Its wonderful! A lot of emotion have been given into it.
I was lost when I was reading your poem. Something was murmuring inside my heart.
Keep writing this kind of amazing poem.

২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর মন্তব্য। কৃতজ্ঞতা অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য । জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.