নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
বার বার ফিরে আসে তারা, হেমন্ত বসন্ত দুপুরের ধূলিউড়া পথ ধরে
শিউলী সকাল, শিউলী মালা, ঢালায় শিউলী ফুলে সাজানো ভোর
শিশিরে ভেজানো দূর্বাঘাস, মেঠো পথ, নদীর তীরে বয়সী বটবৃক্ষ।
ফিরে আসে স্মৃতি মনের কাছাকাছি বারবার, হাজারবার প্রতি সন্ধ্যায়
ফিরে আসে বর্ষায় ডুবা ধানক্ষেত, ছোট ডোবা, জলে থই থই পুকুর
একশত দুই রঙে বানানো কাগজের নৌকা, হাতের তোলা ঢেউ
ডুবে আবার ভাসে, ভাসতে ভাসতে ডুবে মাঝ পুকুরের স্বচ্চ জলে।
নির্মল বাতাসে দোলানো ধানের শিষ, সোনালী দিগন্ত জোড়া মাঠ
ঢেউ খেলানো বর্ষার জল, মাছ ধরার দৃশ্য, আবিদা-খেলার মা'র
মাঠে ছাগল চড়ানো দুপুর। ঘাস ফড়িংয়ের উড়াউড়ি তীক্ষ্ণ রোদ।
হুলো বিড়ালের মুখে ইঁদুর, খরগোসের জুতো খাওয়া, টিভি শো,
সিরাজ হুজুর তার মাকে তীক্ত গালাগাল ভরা বিকেল, কান্নার সুর
সব ঘুরে ফিরে চলে আসে হেমন্ত-শীত সন্ধ্যায় শৈশব মাখা সুরে।
ছইবুল্লাহ চাচার ভুলভাল নামাযের সূরা, জীন বশিভুত করা গল্প
দীপ্তির বিভাস ছড়ানো রূপালী আলোর রাত, জোনাক উড়া ক্ষণ।
রাতির সাথে প্রগাঢ় বন্ধুত্বকা নেই ঝিঁঝির চরম আস্ফালন ভরা ডাক
রোজ ভোরের পিঠা পুলির আস্বাদ, উদয়াস্ত পর্যন্ত হই হুল্লোড়।
এক্কা-দোক্কা প্রহর, বউছি, ডাংগুলি, হা-ডু-ডু, ফুটবল, ক্রিকেট
নিভু নিভু আলো, গা ছমছম নিকষ আঁধার, কুয়াশা টুপটাপ শব্দ
ফিরে আসে বারবার অন্তরে জাজ্বল্যমান হয়ে না ফেরানো বেলা।
কখনো ভোরে কখনো দুপুরে কখনো বিকেলে শান্ত পরিবেশে
ফিরে আসে হারিক্যান সন্ধ্যা, সেক্ষণে ফিরাতে জানায় নি:শব্দ আহুতি।
(November 24, 2014 at 10:20 PM)
আরও আছে যা স্ক্রীণশট নেই নি
২০১৪ সালের এই দিনে লেখা, ফেসবুক মনে করিয়ে দেয়াতে, সার্চ দিয়ে দেখলাম
এই লেখা ২০২০ এর বুকেও গড়াগড়ি খাচ্ছে। মাত্র দুইজন নাম দিয়ে প্রকাশ করেছে ।
২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অয় ভাইজান। কি আর করা।
ও ধানের শীষ তো আল্লাহ তাআলার নিয়ামত । আমাদের রিযিক
তাই বিম্পি কইলেও যায় আসে না। নৌকা ছাড়া চলে কিন্তু ধানের শিষ ছাড়া চলবে না কারো ইনশাআল্লাহ
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
২| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:১০
রামিসা রোজা বলেছেন:
বাহ দারুন একটি কবিতা দিয়েছেন তো !!
শৈশব ও কৈশোরের স্মৃতি গুলোর সাথে শিউলি ফুলের
মেলবন্ধন , রূপালী রাতে জোনাকি পোকা ধরে আমিও
আনন্দ পেতাম । এক কথায় দারুন একটি কবিতা
লিখেছেন। অনেক অনেক ভালো লাগা রইলো ।
২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেই সব দিন আর ফিরে আসবে না। কেবল স্মৃতি হয়ে ধরা দেবে। আমাদের যুগ শান্তির যুগ ছিলো আলহামদুলিল্লাহ।
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা আপি
জাজাকিল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
৩| ২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চুরি বিদ্যা বড় বিদ্যা
যদি না পড়ে ধরা !!
কিন্তু এরাতো ধরা খেয়েছে
বিদ্যা তাদের ধুলায় মিশেছে!!
কাব্য চোরদের কি শাস্তি দেওয়া যায়
আছে কি কারো জানা!
শুলে চড়াও কানটি ধরো
কোন কিছুতেই নাই মানা।
২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা
চুরি করে এর বিখ্যাত হয়ে যায়
এদের কোনো শাস্তি নাই। ধিক্কার ছাড়া
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
৪| ২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কবিতা চুরি করে লেখা অন্যায় হয়েছে। কবিতাটা ভালো মানের তাই চোরদের দৃষ্টি পরেছিল।
২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হতে পারে,
জাজাকাল্লাহ খাইরান সাড়ে ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৫| ২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮
চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতার মান বেড়েছে
২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হতে পারে। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
ভালো থাকুন
সুস্থ ও নিরাপদ থাকুন।
৬| ২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৩
শুভ্রনীল শুভ্রা বলেছেন: আপুনি, আপনার কবিতা পড়ে কখন যেন স্মৃতির পাতায় ডুব দিয়েছি। অনেক সুন্দর কবিতা। +++
অন্যের জিনিস চুরি করে কী লাভ তা বুঝে পাইনা।
২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: এদের লাভ হলো এরা নিজেদের ওয়ালে কিছু একটা পোস্ট দিতে পারতেছে এবং লাইক কমেন্ট পাচ্ছে এছাড়া আর কী লাভ হতে পারে কে জানে।
জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক
৭| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪৭
শায়মা বলেছেন: হা হা চোরেরা তোমার পিছু ছাড়ে না আপুনি
২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ আপি এরা পিছু ছাড়ে না। কিছু বললে আরও উল্টা কথা শুনতে হয়। এজন্য আর কিছু বলি না। তা তোমার খবর কী । কি নিয়ে বিজি আছো। পোস্ট দিচ্ছো না যে নতুন কোনো
জাজাকিল্লাহ খাইরান আপি
৮| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১৭
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
"হারিক্যান" সন্ধ্যার কবিতা লিখেছেন, তা তো চুরি হবেই গভীর রাত্তিরকালে হেরিকেনের তেল ফুরিয়ে গেলে!
২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইজান , তেল ফুরিয়ে গেলে শুয়ে পড়ি তখন তো দিন দুনিয়ার খবর থাকে না। এজন্য এরা চুরি করতে আসে।
জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৯| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩০
মনিরা সুলতানা বলেছেন: আপনার লেখা বেশি পাঠকের মন ছোঁয় আপু ।
তাই চুরি বেশি হয়।
২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি,
ভালো থাকুন আপি
১০| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২৮
নেওয়াজ আলি বলেছেন: লেখাটা অসাধারণ । ফেসবুক লেখার চুরির বাজার।
২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া। ফেসবুক চুরির বাজার।
এক মেয়ে দেখলাম শব্দনীড় ব্লগের সব লেখা তার ওয়ালে পোস্ট করতেছে।
ধন্যবাদ অনেক অনেক
১১| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩২
রাজীব নুর বলেছেন: ছইবুল্লাহ চাচার এখন কি অবস্থা?
২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের ছইবুল্লাহ চাচা আর নেই দুনিয়াতে। উনার অনেক গল্প আছে আমাদের সাথে। একদিন পোস্ট করবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ ভাইয়া
১২| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৪৭
ঢুকিচেপা বলেছেন: কি কপাল আপনার!!!!, আপনি শুধু লেখেন আর কষ্ট করে প্রচার করে অন্যরা।
২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: পোড়া কপাল কিছু বললে উল্টা আমাকেই চোর বলে।
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন।
১৩| ২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২৯
নীল আকাশ বলেছেন: কবিতা মারাত্মক হয়েছে। চুরি তো হবেই।
আমি তো আপনাকে আগেই আরেকটা বুদ্ধি দিয়েছিলাম। সেভাবে দিলে অন্তত কাট কপি পেস্ট করতে পারবে না।
২৬ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: বুদ্ধি কাজে লাগানোর সময় পাচ্ছি না। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন
১৪| ২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমাদের ছইবুল্লাহ চাচা আর নেই দুনিয়াতে। উনার অনেক গল্প আছে আমাদের সাথে। একদিন পোস্ট করবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ ভাইয়া
ছইবুল্লাহ চাচার গল্প শুনার অপেক্ষায় থাকলাম।
২৬ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা লিখতে পারলে পোস্ট করবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ আপনাকে
১৫| ২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৩
ফয়সাল রকি বলেছেন: গা জ্বলে না? এরকম দেখলে মাথা রক্তে রক্তাক্ত হয়ে যায়!
২৬ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া। আরও খারাপ লাগে যখন আমাকে বলে আমি কপি করেছি
অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
১৬| ২৬ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩১
কালো যাদুকর বলেছেন: সুন্দর হয়েছে হারিকেন সন্ধ্যার বর্ণনা। একেবার মনের কথাগুলোই লিখেছেন।
২৬ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান যাদুকর। ভালো থাকুন
১৭| ২৭ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
হারিকেনের ছবি দেখলেই নিজেকে মনে পরে। হারিকেনের সাথে আমার শত শত বছরের আত্মীয়তা।
২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: যদিও আমি বেশীদিন হারিকেন পাইনি। তবে কারেন্ট গেলে কাজে লাগতো তখন। অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকো
১৮| ২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩৪
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এক্কা-দোক্কা প্রহর, বউছি, ডাংগুলি, হা-ডু-ডু, ফুটবল, ক্রিকেট
নিভু নিভু আলো, গা ছমছম নিকষ আঁধার, কুয়াশা টুপটাপ শব্দ
ফিরে আসে বারবার অন্তরে জাজ্বল্যমান হয়ে না ফেরানো বেলা।
কখনো ভোরে কখনো দুপুরে কখনো বিকেলে শান্ত পরিবেশে
ফিরে আসে হারিক্যান সন্ধ্যা,--- অসাধারণ!
---ঘর হতে কাচারি ঘরে হাতে-হাতে হারিকেন ধরে -
ছোট-বড় ভাই-বোন হাজির হতাম জায়গিরের ধারে;
সুর-বেসুর, সব একাকার- মনে হতো যেন ভয় পেয়ে চিৎকার!
আওয়াজ না হলে পড়ায়; মগজে কি তা গড়ায়-
পড়া শেষে হারিকেন ধরে ফিরতাম মাতৃক্রোড়ে।
০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর মন্তব্য ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
১৯| ০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৪
জুন বলেছেন: মন ছুয়ে যাওয়া কবিতা কাজী ফাতেমা। ব্লগে আপনাদের কারো কারো কবিতা পড়ে আধুনিক কবিতাকে ভালোবাসতে শুরু করেছি।
অনেক ভালো লাগা রইলো
+
০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক খুশি হলাম। সু স্বাগতম কবিতার রাজ্যে
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দামী জিনিসই চুরি হয় বু'জি।
তা এক জায়গায় ধানের শীষ লিখলেন, না জানি কেউ আপনারে বিম্পি কয় কিনা