নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=দাও হেদায়েত ও আল্লাহ্=

০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৬



©কাজী ফাতেমা ছবি
=দাও হেদায়েত=
ওগো প্রভু...
দাও ভরে দাও প্রশান্তিতে, হৃদয় আমার ভরে
তোমার স্মরণ দাও জাগিয়ে, আমার মনের ঘরে।
পাপের দখল মনের ভিতর, দাও সকল দাও মুছে
পবিত্রতার ছোঁয়ায় যেনো, পাপগুলো যায় ঘুচে।

তোমার পথে নাও টেনে নাও, দাও কাটিয়ে মোহ
মনের ভেতর মোহ দমন, সুর তুলে দাও দ্রোহ।
তোমার ভালোবাসা পেলে, চাই না আমি কিছু,
দাও থামিয়ে মোহ -যেনো, না নেয় আমার পিছু।

আল্লাহ তুমি ক্ষমা করো, কত পাপে ডুবি
তোমার দয়া পেতে মাবুদ, হয়ে আছি লোভী।
দাও হেদায়েত মনে আমার, মন পূণ্যিতে ডুবাও
তোমার দয়ার জলে প্রভু, একটুখানি চুবাও।

এই দুনিয়ার সকল প্রাণী, পায় যেনো সুখ আবাস
জীবন জুড়ে দিয়ো প্রভু, তোমার দয়ার আভাস।
ক্ষণিকের অতিথি মানুষ, বুঝ দিয়ে দাও মনে,
প্রভু দয়া করে থেকো... নিত্য আমার সনে।

হুশ ফিরিয়ে দাও গো মাবুদ, বেহুশ আমি পাপে
এবেলাতে মরছি কেঁদে, পাপের অনুতাপে,
হিংসা মনের নাও তুলে নাও, ঈর্ষা দূরে ভাগাও
মন মসজিদে তোমার নূরের, আলো তুমি জ্বালাও।

নামাযে দাও মন ঘুরিয়ে, মন যে কোমায় আমার
মন জমিনে শয়তান শুধু, বসায় পাপের খামার
পড়বো পড়বো বলে প্রভু, কত নামায ক্বাযা,
মাফ করে দাও, পরকালে.. দিয়ো না কো সাজা।

পরকালের ভয় এনে দাও, মন গহীনে প্রভু
শুদ্ধতার পথ হতে যেনো, না সরে যাই কভু,
চলতে ফিরতে তোমার নামই, যেনো আমি জপি
এই জীবনটা তোমার কাছে, প্রভু আমি সঁপি।
জুলাই ১২ ২০১৯•


মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম ৪ লাইন চমৎকার লেগেছে।
তবে পরের অংশের একটি শব্দের ব্যবহার ঠিক বুঝলাম না।

"মনের ভেতর মোহ দমন, সুর তুলে দাও দ্রোহ।"
সুর তুলে দাও দ্রোহ বলতে এখানে কি বুঝিয়েছেন?

আমি যতদূর জানি দ্রোহ অর্থ অনিষ্টাচরণ, অপকার; শত্রুতা, কলহ, বিরুদ্ধতা ইত্যাদি।

০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মোহ এর সাথে দ্রোহ, মানে মোহতে যাতে আর না করি বিচরণ।
মোহ এর সাথে যুদ্ধ কলহ ঝগড়া হোক, মোহ আমাকে ছেড়ে পালিয়ে যাক।

ধন্যবাদ আপনাকে

২| ০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা কোনভাবে সাহায্য করতে পারবেন?

০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহা,,,,,,,,, পারতেও পারেন। ঠিক জানি না
জিগাইতে হইবো।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৩

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম প্রিয় বোন।
মাশায়াল্লাহ।
লাইক।

০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

মাহিরাহি বলেছেন: আত্মপরিশুদ্ধি

০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন এই কামনা করছি। জাযাকাল্লাহ খাইরান।

০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

আমিন
ভালো থাকুন সর্বদা

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

আমি সাজিদ বলেছেন: চমৎকার কবিতা ছবিপু

০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক ভালো থাকুন

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০০

কালো যাদুকর বলেছেন: মাশাল্লাহ্ সুন্দর হয়েছে। আপনার আশা পূরণ হোক ৷

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান

সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
ভালো থাকুন সর্বদা

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আর আত্মসমর্পনণ নয়।এখন আত্মসমর্পণ থেকে স্বাধীন ভাবে বেঁচে থাকার জন্য বিদ্রোহের সময়।

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এবং তাঁর কাছে আত্মসমর্পণ করতে হবে। বিদ্রোহ দিয়ে পরকালে পার পাওয়া যাবে না ।

ধন্যবাদ ভালো থাকুন

৯| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৭

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ সবাকে সঠিক বুঝ দান করুণ

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১০| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। হতে পারে আপনি এই কবিতার কারনে বেহেশ পেয়ে যেতে পারেন।

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ । শেষের লাইনটা না লিখলেই পারতেন। কে যে কেমন করে জান্নাত জাহান্নাম পাবে কেউ জানে না।

ভালো থাকুন

১১| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৪

রামিসা রোজা বলেছেন:

পরকালের ভয় এনে দাও, মন গহীনে প্রভু---এই
কথা অনেকেই যদি মনে রাখতো তাহলে এতো অনাচারে ও
পাপ কাজে লিপ্ত হতো না ।

ভাবমূলক কবিতা অনেক ভালোলাগলো ছবি আপা।

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু, আমরা মৃত্যুর কথাই ভুলে যাই। আল্লাহ আমাদের হেদায়েত দিন

জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন আপি
ফি আমানিল্লাহ

১২| ০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এখন আর আমরা আত্মার যন্ত্র নেই না। ++++

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: যদিও ভয় পাই, ভাবি কিন্তু পরক্ষণেই তা ভুলে যাই। আল্লাহ আমাদের হেদাযেত দিন

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ । শেষের লাইনটা না লিখলেই পারতেন। কে যে কেমন করে জান্নাত জাহান্নাম পাবে কেউ জানে না।
ভালো থাকুন।

আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। না চাইলে কিছু পাওয়া যাবে না।

০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাই, ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে। আমিও সেটাই করি। আল্লাহ আমাদের সঠিক পথ দেখান।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৯

মেহবুবা বলেছেন: আসল চাওয়া ঠিক জায়গায়।
আমরা পার্থিব মোহে আটকে থাকি, এ দুনিয়া কেবল ছোট এক স্টেশন অনন্তের পথ যাত্রায় ।

০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাঁর কাছে (আল্লাহ সুবহানুতাআলা) চাওয়া ছাড়া আর কাছে কিছু চাওয়ার নেই আপু

আল্লাহ আমাদের সঠিক পথ দেখান

জাজাকিল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



মোনাজাত
কাজী নজরুল ইসলাম
--------------------------------------
আমারে সকল ক্ষুদ্রতা হতে
বাঁচাও প্রভু উদার।
হে প্রভু! শেখাও – নীচতার চেয়ে
নীচ পাপ নাহি আর।
যদি শতেক জন্ম পাপে হই পাপী,
যুগ-যুগান্ত নরকেও যাপি,
জানি জানি প্রভু, তারও আছে ক্ষমা-
ক্ষমা নাহি নীচতার।।
ক্ষুদ্র করো না হে প্রভু আমার
হৃদয়ের পরিসর,
যেন সম ঠাঁই পায়
শত্রু-মিত্র-পর।
নিন্দা না করি ঈর্ষায় কারো
অন্যের সুখে সুখ পাই আরো,
কাঁদি তারি তরে অশেষ দুঃখী
ক্ষুদ্র আত্মা তার।।



০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ লিখা, আমার প্রিয় কবি। উনার মত আর কারো এত মেধা নিয়ে জন্ম হবে না।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৭

কবিতা ক্থ্য বলেছেন: আপু কোনটায় স্বাছন্দ বোধ করেন?
লিখতে নাকি ছবি তুলতে?
নাকি ২ টাই?

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দুটোতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কেউ যদি বলতো আপনি লিখেন আর ছবি তুলেন আর কোনো কাজ করা লাগবো না হাহাহাহা
তাহলে আমি মহাখুশি হইতাম

জাজাকাল্লাহ খাইরান

ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.