নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আজ ১৪ ডিসেম্বর (বুদ্ধিজীবীদের স্মরণে)=

১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২২


০১।
=আজ ১৪ ডিসেম্বর=
বিজয়ের প্রতীক্ষায় প্রহর গুনে যায় ঠিক যখন বাংলার মানুষ
হামলে পড়ে পাকবাহিনী, মেতে উঠে হত্যা লীলায়
বিশ্ব আকাশে উড়ায় ওরা নিষ্ঠুর নৃশংস রক্ত রঙ ফানুস,
সঙ্গী ওদের রাজাকার দোসর, চিরতরে ওরা এঁটে দিতে চাইছিলো
পর্দা বিজয়ের জানালায়।

ঊনিশত একাত্তর সেই, ডিসেম্বরের দশ হতে চৌদ্দ
বাংলার শ্রেষ্ঠ সন্তান যারা- পাক'রা করেছিলো নির্মমতায় হত্যা,
বাংলার বীর সেনারা যায়নি টলে তবু,
লড়েছিলো হিন্দু মুসলিম খ্রিষ্টান বৌদ্ধ
বাংলার বীরেরা হলো রক্তে ভিজে জবুথবু;
কেড়ে পারেনি নিতে আমাদের স্বাধীনতার সত্তা।

আল বদর, আল শামস ওরে নিমক হারামের দল!
কতটাই না ছিলিস অসভ্য পশু হিংস্র তোরা;
পেরেছিলি কী বিজয়ের শপথে বীরদের করতে মত বদল?
ইতিহাসের পাতায় তোদের নাম...
আজও ঘৃণা ভরে স্মরণ করে মানুষ বিশ্বজোড়া।

অসংখ্য শিক্ষাবিদ চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক আর কবি
নিয়ে গিয়েছিলো হিংস্র হায়েনা'রা ঘর থেকে চোখ বেঁধে
কী ভীষণ নির্যাতনই না ওরা করেছিলো কে জানে, কী যে ছিল সেই বিভৎস ছবি,
আত্মীয়রা খুঁজে পেয়েছিলো লাশ স্বজনদের শেষে বধ্যভূমিতে,
হাত পা বাঁধা, গলা কাটা, আঘাতের চিহ্ন দেহে রেখেছিলো সব জল্লাদে,
চৌদ্দ ডিসেম্বরে আজও বীরদের স্মরণে যায়... বাঙগালীরা কেঁদে।
ডিসেম্বর ১৪, ২০১৯



০২।
=বুদ্ধিজীবীদের স্মরণে=
মেধাশূন্য করতে দেশের, মানুষ করে হত্যা
লেজ গুটিয়ে পালিয়েছে, তারাই অগত্যা,
বর্বর পশু পাক বাহিনী, মানুষ মেরে হাসে
জয়ের দুদিন আগে লাগে, মানুষ মারার চাষে!

স্তুপে স্তুপে মানুষ মেরে, হেথায় সেথায় রাখে
সেই দিনটি আজ করে সম্মান, মানুষ লাখে লাখে!
বাংলাদেশের সূর্য সন্তান, মারলো নির্বিচারে
তার দু'দিন পরেই বিজয়, বাজলো হাওয়ার তারে।

মানবাধিকার কই ছিল, কোথায় জাতীসঙ্গ
কালোছায়া রক্তের হুলি, বিভিষিকা বঙ্গ!
বিজয় যখন চরম পর্যায়, রাজাকার পাক বাহিনী
করলো শুরু হতাযজ্ঞ, করুণ এ কাহিনী।

শিক্ষাবিদ কবি সাহিত্যিক, পেলো না হায় কদর
পাকদের সাথে ছিলো ঐ আল শামস্ আল বদর।
মারলো তারা প্রকৌশলী, চিকিৎসকও মারলো
অসহায় জনগণ যারা, তাদেরকেও না ছাড়লো।

চক্ষু বেঁধে নিলো তাদের বাড়ি থেকে টেনে
নির্মম পীড়ন দিয়ে মারলো, কী করে নেই মেনে!
শত্রু চক্র পারলো বুঝতে, যাবে শেষে হেরে
তাইতো জাতির সন্তান মেরে, রাখলো ধুলোয় গেঁড়ে।

জাতিকে হায় করতে পঙ্গু, বর্বর কান্ড করলো
রাত আঁধারে হত্যাকান্ডে, হাজার প্রাণ যে ঝরলো।
স্তব্ধ হলো বাঙলার মানুষ, স্তব্ধ হলো বিশ্ব
একটি রাতে শ' পরিবার, হয়ে গেলো নিঃস্ব!

রক্তে ভিজলো বাঙলার মাটি, রক্তিম রঙ নীলাম্বর,
ভুলবো নাকো আমরা কভু, সেই চৌদ্দ ডিসেম্বর।
ডিসেম্বর ১৪, ২০১৮

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হাজার সালম তাদের স্মরণে।+++

১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি :)

২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৮

আমি সাজিদ বলেছেন: বিনম্র শ্রদ্ধা

১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: শ্রদ্ধা জানাই তাদের

জাজাকাল্লাহ খাইরান। ভালো থাকুন

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৭

পদ্মপুকুর বলেছেন: আপনার কবিতায় 'ছিলিস' দেখে একটু চোখে লাগলো। ওপার বাঙলার লোকজন এই শব্দ ব্যবহার করে সাধারণত।

বুদ্ধিজীবী হত্যার বিচার হওয়া প্রয়োজন। যত দিন যাবে, এইসব ঐতিহাসিক ঘটনাবলীর উপর ধুলো জমতে থাকবে। চাইলেও তখন সত্যটা বের করা কষ্টসাধ্য হবে।

১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই এমন নির্মম হত্যাকান্ড

শুনলেই আত্মা কেপে উঠে

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৬

রামিসা রোজা বলেছেন:

পাকহানাদার বাহিনীরা বুদ্ধিজীবীদের পেছনে হাত বেধে,
চোখ বেঁধে আরো কতভাবে ডেকে নিয়ে যেভাবে হত্যা করেছে আমরা সে সমস্ত ছবি দেখে ও গল্প শুনে বড় হয়েছি ।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো ।

১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপা ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে এই নৃশংস হত্যাকান্ডা

আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন
তার কাছে কত কাহিনী শুনেছি

তাদের প্রতি রইলো শ্রদ্ধা

জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৭

নেওয়াজ আলি বলেছেন: সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।

১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: শ্রদ্ধা জানাই তাদের

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

৬| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩১

এম এ হানিফ বলেছেন: বিনম্র শ্রদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের।।

১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিনম্র শ্রদ্ধা বাংলার শ্রেষ্ট সন্তানদের
জাজাকাল্লাহ খাইরান

৭| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

শায়মা বলেছেন: শ্রদ্ধা তাদের তরে.......

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: শ্রদ্ধা জানাই তাদের তরে

ধন্যবাদ আপি

৮| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০

ওমেরা বলেছেন: শ্রদ্ধা তাদের জন্য , ধন্যবাদ আপনার জন্য।

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: শ্রদ্ধা রইলো ওদের প্রতি

জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন

৯| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১২

পদাতিক চৌধুরি বলেছেন: শহীদদের আত্মার প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ধন্যবাদ আপু আপনাকে।
শুভেচ্ছা জানবেন।

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাদের প্রতি শ্রদ্ধা

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন বিজয়ের শুভেচ্ছা

১০| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:




যেসব জল্লাদেরা আমাদের নিরস্ত্র শিক্ষক, সাংবাদিক, ডাক্তাদের হত্যা করেছে, আজকে তারা আবারও দলবদ্ধ হয়েছে।

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এদেরকে রুখতে হবে।

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:০৮

সোহানী বলেছেন: আমার খুব খারাপ লাগা একটি দিন। কেন যেন বুদ্ধিজীবি দিবস আসলে বুকের মাঝটা চিনচিন ব্যাথা করে। কি অন্যায় করেছিল এ ভালো মানুষগুলো? মানুষ কিভাবে এতোটা পিচাশ হতে পারে?

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আপি, এদের মাথায় কী বিভৎস হিংস্র বুদ্ধি এসেছিলো। এগুলো ওদের পরাজয়ের কারণ। পিচাশ মানুষগুলোর বুকের ভিতরে মানুষের মত মন ছিলো না হয়তো

জাজাকিল্লাহ খাইরান আপি

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
জল্লাদরা কিছু কুলাংগার সংগ্রহ করে আবারও সংগবদ্ধ হচ্ছে।
আর একটি বার সুযোগ পেলে আর ভুল করবে না।
মাথা একটিও মিস করবে না, বাকিগুলোকে রোহিঙ্গা বানিয়ে ছাড়বে.....

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জল্লাদদের রুখে দাঁড়াতে হবে

ধন্যবাদ

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৩৯

কালো যাদুকর বলেছেন: জল্লাদরা ছারপোকার মত। শেষ নেই।


কবিতায় প্লাস।

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৮

শাহ আজিজ বলেছেন: জল্লাদদের উত্তরসুরিরা ফিরে এসেছে সরকারি হাত ধরে । ৭১ সালের ১৬ই ডিসেম্বর বাঙালি চরম ভুল করেছিল তাদের ক্ষমা করে । এবার কোন ক্ষমা নেই । শুট অন সাইট ।

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করা উচিত হয়নি।

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১০

ইসিয়াক বলেছেন: বিনম্র শ্রদ্ধা রইলো ।

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আাপনাকে
ভালো থাকুন ভাইয়া

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৬

রোকসানা লেইস বলেছেন: জল্লাদ নিধন করল বুদ্ধিজীবী জল্লাদ নিধন হলো না এখনো

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ‌এ যেন হবারও নয় :(

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৬

ঢুকিচেপা বলেছেন: শহীদ বুদ্ধিজীবিদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাদের প্রতি রইলো শ্রদ্ধা

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.