নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» বিজয় দিবস ২০২০ (আলোকসজ্জা)

১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৭

০১।


মহান বিজয় দিবস ২০২০ এর শুভেচ্ছা সবাইকে। গতকালের ছবি এগুলো। কয়েকদিন যাবত ধরে এই আলোকসজ্জা। এবার বাংলাদেশ ভিন্ন সাজে সেজেছিলো। মতিঝিল পূর্ণ ছিলো মানুষে মানুষে। এমন দৃশ্য দেখে সত্যিই মনে খুব আনন্দ জাগে। যে যার মত বেড়িয়েছে মতিঝিল এলাকায়। কিন্তু ব্যাঙকের ভিতরে কাল ঢুকতে দেয় না। এই ছবিগুলো স্যামসাং এস নাইন দিয়ে তোলা

তামীম আলোজসজ্জার চেয়ে গাড়ীর জ্যাম দেখছে বেশী । গাড়ী যে তার কত পছন্দ। গাড়ীর জ্যাম দেখা যায় উল্টো দিকে সেদিকে আলোকসজ্জা নেই ।

সন্ধ্যায় দুই ছেলে সহ তাসীনের বাপরে নিয়ে আসছিলাম মতিঝিলে রাত আটটায়। ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে ছবিগুলো তুলেছি। আলোকসজ্জা ঠিক আছে কিন্তু মাঝখানে ডিজিটাল বোর্ডটা না থাকলে হয়তো আরও সুন্দর লাগতো। কাল দিনটি আনন্দের ছিলো। চারিদিকে হইহই সুর কলরব। কেউ করোনাকে পরোয়া করেনি। আমাদের বাসার নিচে দেখলাম রাত একটা পর্যন্ত ক্রিকেট খেলেছে আর কলোনীর মাঝে ফুটবল তাও রাত একটা পর্যন্ত। তাদের খেলা দেখে আমাদের কারো মনে হয়নি রাত একটা বেজে গেছে হাহাহা শেষে তাড়াহুড়া করে সবাই ঘুমাতে গেছি।

০২।


০৩।


সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল-শিল্পী আসিম আকবর



০৪।


০৫।


©কাজী ফাতেমা ছবি
=ভালোবাসি বাংলাদেশ=
সবুজ ঘাসে রক্তের ছোপ সেই একাত্তর
সেদিন ছিলো হাওয়ায় লাশের গন্ধ,
সেদিন ছিলো ধুলো, মাটিতে বিছানো লাশ
ছেঁড়া মুন্ডু, ছেঁড়া শাড়ির আঁচল, ভাঙ্গা চুড়ি,
সেদিন ছিলো সুনসান নিরবতা, চুপচাপ মানুষ
আর যুদ্ধাদের ছিলো অদম্য সাহসে ভরা বুক,
চোখের পাতায় সেদিন ছিলো স্বাধীনতার স্বপ্ন,
বুকে ছিলো বিজয়ের আকাঙখা শুধু।

অজস্র দিন অক্লান্ত শ্রম আর নিজ রক্ত ঘাসে ছড়িয়ে
মুক্তিযোদ্ধারা ফিরেছিলো হাতে নিয়ে বিজয়ের পতাকা,
উচ্ছাস আর উল্লাসে ফেটে পড়া বাঙালি
গেয়েছিলো সমস্বরে "আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি"
আহা সেই সুর আজও যেনো বাজে কানে
বাজে হাওয়ার তারে তারে সেই বিজয়ের সুর।

রক্তে কেনা স্বাধীনতা,
রক্তের বিনিময়ে বিজয় ছিনিয়ে এনে যে উল্লাস
যে সুখের সুর উঠেছিলো দেশজুড়ে,
বিজয়ানন্দের সেই সুর সেই উচ্ছাস থেমে যায় নি আজও,
৪৯ এও সেই সুখোৎসবে বাঙালী মেতে উঠে অপার আনন্দে,
বিজয়ের প্রতি ভালোবাসার নেই অল্পও কমতি!
স্বাধীনতার চেতনায় উদ্বেলিত বাঙালি বুকের মাঝে
গড়ে তুলেছে লাল সবুজ রঙ ভালোবাসার খামার।

লাল সবুজ রঙে ছেয়ে গেছে বাংলাদেশ, আজ বিজয় দিবস,
আলোয় আলোয় মুখরিত শহর নগর,
চোখ ধাঁধানো আলোয় দেশকে ভালোবাসার চিহ্ন,
পৌষের হাওয়ায় থরথর কেঁপে কেঁপে সুখে উড়ছে
আমার লাল সবুজ পতাকা,
যে পতাকার জন্য দিতে হয়েছিলো এক সমুদ্দুর রক্ত,
রক্তে কেনা বাংলাদেশ ভালোবাসার আশ্রয়স্থল
ভালোবাসি দেশ, ভালোবাসি দেশের মানুষকে,
ভালোবাসি যারা এনে দিয়েছে আমাদেরকে বিজয়।

০৬।


০৭।


০৮।


আব্দুল হাদীর গান



০৯।


১০।


১১।


১২।



১৩।


১৪।


১৫।


১৬।


১৭।


১৮।


১৯।


২০।


২১।


২২।


২৩।


©কাজী ফাতেমা ছবি
=বিজয় মানে=
বিজয় মানে লাল সবুজের, এক পতাকা আঁকা
বিজয় মানে একাত্তরের, রক্তে সবুজ মাখা।
বিজয় মানে হায়েনাদের,কবল হতে মুক্তি
বিজয় মানে সুখের উল্লাস, ভালোবাসার উক্তি।

বিজয় মানে গাছের তলে শান্তি নিবিড় ছায়া
বিজয় মানে মাটি ধুলোয় ছড়ানো সুখ মায়া।
বিজয় মানে স্বাধীনতায় পতাকাটা উড়ে
বিজয় মানে পাতায় বাজে হাওয়ার বাঁশি সুরে।

বিজয় মানে কী আনন্দ আকাশ বাতাস জুড়ে
বিজয় মানে সোনার বাংলা গান গাই মিহি সুরে।
বিজয় মানে দেশটি বিশ্ব মানচিত্রতে থাকা
বিজয় মানে ইতিহাসে দেশের সুনাম রাখা।

এই যে আমার বাংলার মাটিলাল সবুজে ছাওয়া
রক্তের দামে এই বাংলাদেশ নিজের করে পাওয়া।

২৪।


২৫।


২৬।


২৭।


২৮।


মন্তব্য ৫০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০০

শায়মা বলেছেন: আলোকের এই ঝরণা ধারায় ধুইয়ে দাও ..........

১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মুছে যাক সব আবর্জনা মানুষের মনের অহংকার

ধন্যবাদ আপি

২| ১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৭

প্রফাইল দেখতে পারেন বলেছেন: বাংলাদেশ-ভারত যুগান্তকারী মুহূর্ত অতিক্রম করছে

১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব কীসের লিংক দিছেন হুহ

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: হু বিজয় দিবসের শুভেচ্ছা রইল ছবি আপু

১৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাইয়া
ভালো থাকুন

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




দেখতে পাচ্ছি রাস্তা বেশ জ্যাম ছিলো। ছুটিতে প্রচুর মানুষ গ্রামে গিয়েছেন, চলন্ত ট্রেনগুলো রিতিমতো বোঝাই ছিলো - খুব সম্ভব শনিবারে আবার সবাই বোঝাই হয়ে ব্যাক করবেন।

ছবিগুলো সুন্দর হয়েছে। কবিতায় +++

১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা শহরে নগরে উপছে পড়া ভিড় ছিলো কাল মনে হয়। আমি শুধু মতিঝিলে এসেছিলাম সেখানেই দেখি এত ভিজ

০১ দিনের ছুটি নিয়ে মানুষ ঘুরে বেড়ায় । আল্লাহ আমাদের করোনা থেকে রক্ষা করুন :(

ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক অনেক

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে এরকম বিলাসিতা মানায় না।
এসবের খরচ কে দিয়েছে?

১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সে আমার মনের কথাও। এসব খরচ সরকারই দিয়েছে

ধন্যবাদ আপনাকে

৬| ১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৬

নেওয়াজ আলি বলেছেন: আলোয় আলোকিত হোক বাংলাদেশ। পতাকা গায়ে মাদ্রাসার বাচ্চার ছবি যে ভাইরাল হলো তা কোথায় কোন মাদ্রাসার।

১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলোকিত হউক বাংলাদেশ।
জানি না ভাইয়া। ছবিগুলো দেখেছি ।

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হুম সে আমার মনের কথাও। এসব খরচ সরকারই দিয়েছে
ধন্যবাদ আপনাকে

সরকার তো আর নিজেদের টাকা দেয় নি। এগুলো দেশের মানুষের টাকা।
দরিদ্র দেশে এরকম বিলাসিতা করার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি।

১৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের দেশ ধনী দেশ । দরিদ্র কই পাইলেন। উন্নয়নশীল দেশ । এখানে গরীব নাই :(

৮| ১৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: কয়েকটি ছবি বাবার হয়ে গেছে এমন বোধ হয় দেখার সময়। ছবি সুন্দর হয়েছে।

১৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হতে পারে। ধন্যবাদ সোহেন ভাইয়া

৯| ১৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিজয় দিবসের কয়েক শ ছবির জন্য ধন্যবাদ ও বিজয় দিবসের শুভেচ্ছা। জাযাকাল্লাহ খাইরান।

১৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান পোস্ট পড়ার জন্য
ভালো থাকুন

১০| ১৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৮

পদ্মপুকুর বলেছেন: আহা, এই আলোক ঝর্ণার মত সবকিছুই যদি আলোকময় হতো!

১৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: যে যার মতন আলোয় ভরে নিলেই হয় হৃদয়টা শুদ্ধতায় পবিত্রতায়
ধন্যবাদ ভালো থাকুন

১১| ১৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১০

ফয়সাল রকি বলেছেন: গত বছর গিয়েছিলাম মতিঝিল। এবার যাওয়া হয়নি।
ভালোই লাগে দেখতে।

১৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি দেখতে অনেক ভালো লাগে

ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১২| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৪

ঢাবিয়ান বলেছেন: আলোক্সজ্জার এই সুন্দর ছবিগুলো দেখে প্রথমেই মনে আসলো যে এর কি কোন দরকার ছিল? পাবলিকের রক্ত জল করা পয়সার এমন অপচয় দেখলে মনটা তিক্ত হয়ে ওঠে।

২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই, তবুও দেশ স্বাধীনতা আর বিজয়ের দিনে সাজগুজ করে আর মানুষ মুগ্ধ হয়

ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

ঢুকিচেপা বলেছেন: ছবি (পোস্ট করা ছবি) খুব সুন্দর হয়েছে।
আমি ভাবলাম আমাদের জন্য কষ্ট করে ছবি তুলে এনেছেন এখন দেখি বেড়াতে গিয়ে ছবি তুলেছেন।
গাড়ীর ছবিটা দারুণ হয়েছে।

২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা বেড়াতে না গেলে ছবি তুলমু কেমনে। ছবি তোলার জন্যই আসলে গেছিলাম। তাসীনের বাপরে রাজী করায়ে ছেলেদের নিয়া গেছি

ধন্যবাদ
ভালো থাকুন অনেক অনেক

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

ইসিয়াক বলেছেন: ছবিগুলো চমৎকার।

২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


বিজয় দিবসে সেক্টর কামন্ডারদের যোদ্ধাদের ছবি দেয়ার দরকার ছিলো।

২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আসলেই
কিন্তু এগুলো যুক্ত করা হয়নি

ধন্যবাদ
ভালো থাকুন

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

সুনীল সমুদ্র বলেছেন: একটি পরিচ্ছন্ন সুন্দর সময়োপযোগী পোস্ট। ছবিগুলো তুলতে গিয়ে বেশ কষ্ট করেছেন বোঝা যাচ্ছে ! এবারের বিজয় দিবসে নগরী কেমন সাজে সেজেছিল, সে বিষয়ে আপনার এই পোষ্ট স্মরণীয় ডকুমেন্ট হয়ে রইলো ..। অনেক ধন্যবাদ ও শুভকামনা, আপনার জন্য ।

২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছুটা কষ্ট হয়েছে। কারণ রাতে মোবাইল বের করে ছবি তোলা রিস্ক ছিলো। অনেক ভিড় ছিলো সেদিন।

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৯

অধীতি বলেছেন: এবার কলেজ প্রাঙ্গণে যেতে পারিনি।অনেক মিস করেছি। ঢাকায় বিজয় দিবস অন্যরকম।

২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম, আমরা কেবল মতিঝিলেই ভ্রমন করতে পারি কাছে বলে

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩১

রামিসা রোজা বলেছেন:
আলোকসজ্জায় রাতের ঢাকা -কে ভীষণ সুন্দর লাগছে।
ছবি আপা বরাবরের মতোই সুন্দর কিছূ ছবি উপহার
দিয়েছেন তা দেখে অনেক ভালো লাগছে ।
ছবি আপা , দুলাভাইকে আমার পক্ষ থেকে স্পেশাল
থ্যাংকস দিবেন কারণ তিনি আপনাকে নিয়ে ঘুরেছেন
বলেই আপনি সুন্দর ছবি তুলতে পেরেছেন ।

২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি

আলহামদুলিল্লাহ আমি ঘুরে বেড়ানোর জন্য পাগল। কিন্তু তাসীনের বাপ সহজে রাজী হয় না কোথাও যেতে। যখন যাই কোথাও অনেক ভালো লাগে।

ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমাদের দেশ ধনী দেশ । দরিদ্র কই পাইলেন। উন্নয়নশীল দেশ । এখানে গরীব নাই


এসব কথা বলেন, সরকারী চাকরিজীবিরা।

২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা ঠিক
নাম বললে চাকুরী থাকবে না যে :)

২০| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫০

কাতিআশা বলেছেন: ছবি সুন্দর হয়েছে----কিন্তু আলোকসজ্জায় কেমন যেন একটু নান্দনিকতার অভাব!

২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম নান্দনিকতার অভাব আছে দেশের আলোকসজ্জায়

ধন্যবাদ ভালো থাকুন
ফি আমানিল্লাহ

২১| ১৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:



আলোক সজ্জার ছবি সুন্দরভাবে উঠে এসেছে, সাথের কবিতাগুলিও মনোমুগ্ধকর হয়েছে ।
রক্ত দিয়ে কেনা এই বিজয়কে বরণ করে নিতেই নগরের গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে আলোক সজ্জা। শুধু সরকারি স্থাপনাই নয় ব্যক্তিগত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোও শামিল হয়েছে এই আলোর উদযাপনে। শুধু লাল সবুজই নয় উৎসবের এই নগরে ছোঁয়া লেগেছে নীল হলুদ বা সাদারও। আলোক সজ্জার মধ্য দিয়েই আবার কোথাও কোথাও তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধ আর
প্রিয় স্বাধিনতা । সব মিলে মোটামোটি ভালই লেগেছে ।

তবে সরকারী উদ্যোগে গড়ে তোলা অলোক সজ্জায় রয়েছে গতানুগতিকতা।আলোক সজ্জায় আরো নান্দনিকতার প্রয়াস নিলে
ভাল হতো । নিন্মের ছবির মত উন্মোক্ত স্থানে বিশেষ করে পার্কে বা লেকের পারে বর্ণিল ঝর্ণার ফোয়ারার মত আলোকের
ঝলকানী সৃজন করলে তা আরো মোহনীয় হয়ে বাচ্চাদের সহ সকলের দৃষ্টি আকর্ষণ করত , ইট কাঠের দালানের সাথে
পকৃতিও সাজতো বর্ণিল সাজে ।


শুভেচ্ছা রইল

২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই ঝনার্র আলোকধারা কোথাকার ভাইয়া?

আমাদের এখানে হাতিরঝিলে মনে হয় এমন আলোকসজ্জা করা হয়। আমি দেখিনি। দূরে বলে আর রাত বলে যাওয়া হয়নি।

হুম এমন আলোক সজ্জার ব্যবস্থা ঢাকার অনেক জায়গায় করা উচিত। সৌন্দর্য বর্ধন করা উচিত।

প্রতিবছর একই রকম আলোকসজ্জা করে এবার আমাদের ব্যাংক ব্যতিক্রম সাজে সেজেছে

ধন্যবাদ ভালো থাকুন অনেক অনেক

২২| ১৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপু ! অনেক কষ্ট করে ছবিগুলো তুলেছেন--- আপনার কষ্টের বিনিময়ে আমরা আলোক সজ্জার ছবিগুলো দেখতে পারলাম--

২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৭:১২

সোহানী বলেছেন: চমৎকার আলোকসজ্জা।

২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন

২৪| ১৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:১৫

কালো যাদুকর বলেছেন: অসধারন সংকলন | দেশে না থেকেও এরকম ছবি দেখতে পারব তা ভাবিনি৷ ধন্যবাদ অপু ৷

২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক । ফি আমানিল্লাহ

২৫| ২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪১

মলাসইলমুইনা বলেছেন: বিজয় দিবসে সুসজ্জিত আলোঝলমল রাতের ঢাকার ফটো দেখে ভালোই লাগলো । চমৎকার ফটোগ্রাফি আপনার ।এ'রকম আলো সারা বছর দেশ উজ্জ্বল করে রাখুক ।

২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক

আলো মানুষের ভিতরে জ্বলুক, শুদ্ধ আলো পবিত্র আলো

ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.