নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগ দিবস ও ব্লগে আমার ১০ বছরে পদার্পণ

২০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭


ব্লগে আমার পরিসংখ্যান এর ছবি উপরে।

১৯ ডিসেম্বর ব্লগ দিবস। ব্লগের ১৫ বছর আর আমার ব্লগ জীবন ১০ বছর এক মাস। ব্লগের জন্মদিন বলতে আমার লিখালিখিরও জন্মদিন বলা যায়। ২০০৯ সালের শেষ দিকে আমি ইন্টারনেট জগতে ঢুকতে পেরেছিলাম। তাও অফিসের মাধ্যমে। নেটে ঢুকেই সার্চ দেয়া শিখলাম। কোনো এক কলিগের বদৌলতে ফেসবুকেই প্রথম পা রাখলাম। তারপর একে একে বিভিন্ন ব্লগ এবং ফোরামের সন্ধান পেলাম। এমন কোনো ব্লগ নেই যেখানে আমি নেই হাহাহাহা। সব জায়গাতেই আমি এই মেঘ এই রোদ্দুর নামেই আছি। তখন কয়েকটা ফোরাম ছিলো, আড্ডার আসর, প্রজন্ম ফোরাম, আরেকটা ফোরাম ছিলো খুবই জনপ্রিয় নাম ভুলে গিয়েছি।

এই ব্লগে আসছি ফোরামে লেখালিখির পর মনে হয়। তবে কাজের ফাঁকে লিখা পোস্ট দিতাম। আগেকার অনেক কবিতাই নির্বাচিততে চলে যেতো। একদিন একজন পাঠক মন্তব্য করলেন। উনার লেখা কেন নির্বাচিততে নেয়া হয়। উনি মন্তব্য করেন না। মন্তব্যের উত্তর দেন না। তখন গিয়ে আমার টনক নড়লো। তখন বুঝলাম এই ব্লগে টিকতে হলে মন্তব্য করতে হবে এবঙ নিজের পোস্টের উত্তর মন্তব্য দিতে হবে। এর ফাঁকেই আমার মন্তব্য পাওয়ার চেয়ে মন্তব্য দেয়ার মাঝে ডিসটেন্স অনেক হয়ে গেলো।

প্রথম আলো ব্লগেও ছিলাম। সেখানেও জমে যেত আড্ডা। খুবই ভালো লাগতো। সেখানেই অনেক পরিচিত ব্লগার আজও আছেন পাশে। এত শত ব্লগ ঘুরেও এই ব্লগের মত মজা অন্য কোনো জায়গায় পাইনি। প্রজন্ম ফোরাম একসময় জমজমাট ছিলো। আহারে দিনে চার পাচটা পোস্ট দিয়ে দিতাম। কী আনন্দময় সময় ছিলো সেই প্রজন্ম ফোরামে। কিন্তু প্রজন্ম ফোরামে টিকে থাকলেও জনপ্রিয়তা কমে গেছে। আর অন্য ফোরামগুলো চিরতরে বন্ধ হয়ে গিয়েছে।

কোনো ব্লগেই আর পোস্ট করা হয় না আমার এই ব্লগ ছাড়া। মাঝে মাঝে সময় পেলে শব্দ নীড় ব্লগে যাই। আর এখন সময় কাটে সামু ব্লগে আর ফেবুতে। ব্লগের কাছে আমি অনেক কৃতজ্ঞ। যদিও আমার লেখা মানসম্মত না তবুও আমার অনেক পাঠক ভাইবোন আছে যারা আমাকে প্রতিনিয়ত লিখতে উৎসাহিত করে অনুপ্রেরণামূলক মন্তব্যের মাধ্যমে।

গত বছর ব্লগ ডেতে গিয়েছিলাম । কী যে আনন্দে কাটিয়েছি ব্লগারদের সাথে। অন্য রকম উৎসব আনন্দে এই প্রথম যোগ দিতে পেরেছি। পারতপক্ষে আমি কোনো অনুষ্ঠান বা সংস্কৃতির উৎসরে যাই না। কিন্তু ব্লগ ডেতে যাওয়ার একটা সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। এই ব্লগ ডে স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। আর সবার ফটোও আছে যত্নে।

ব্লগে আসলে অন্যরকম আনন্দ লাগে। অনেকদিন ব্লগ বন্ধ ছিলো। তবুও অনেক ব্লগারই ভিপিএন দিয়ে ব্লগে এসেছেন। আমিও চেষ্টা করেছি ব্লগে থাকার জন্য। ব্লগ ফিরে এসেছে আমাদের মাঝে আবার কিন্তু কেন যেন উৎসব আনন্দে ভাটা পড়ে গেছে। আগের মত কেউ মন্তব্য করে না । দুএকটা পোস্ট ছাড়া সব পোস্টই এক দুইটা মন্তব্যে চলে যায়। যখন ভিপিএনে ব্লগে এসেছি তখন এতটা নিরামিশ ছিলো না এখনের মত।

ব্লগটা ইদানিং খুব পানসে লাগে। পোস্টও তেমন আসে না। নতুন পোস্টের জন্য রিফ্রেশ দেই। কিন্তু মনমতো পোস্ট পাই না । আর কেউ কেউ পোস্ট দিয়েই উধাও, নিজের পোস্টের মন্তব্যের উত্তরও দেন না বা অন্যের পোস্টেও যান না। উনাদের ভিতরে কৃতজ্ঞতাবোধও নেই যেন। ৩০-৪৫ জন ব্লগারের বেশী ব্লগার দেখা যায় না অনলাইনে। কী কারণে ব্লগারদের এত অনীহার জন্ম নিলো কে জানে। মনটাই খারাপ হয়ে যায় ব্লগের এই দুরাবস্থা দেখে। ব্লগকে ভালোবাসি বলেই হয়তো মন খারাপের পরিমাণটাও বেশী। আমি না হয় বস্তা পঁচা লিখি, কিন্তু যারা জ্ঞানীগুনি তারা কেন ভালো পোস্ট দেন না, ব্লগ জমজমাট করতে এগিয়ে আসেন না বুঝি না।

বাংলাদেশে প্রথম বাংলাভাষায় লিখালিখির অন্যতম প্লাটফর্ম এই সামহোয়্যার ব্লগ। ব্লগ দিবসে কৃতজ্ঞতা জানাই জানা আপাকে। আর কৃতজ্ঞতা জাদিদ ভাইয়াকে। যা ইচ্ছে তাই লিখে ছেড়ে দেয়া স্বাধীনতায় আহা এইতো সামহোয়্যার ব্লগ। ব্লগ টিকে থাকুক অনন্তকাল। ব্লগে জন্ম নিক শত কবি লেখক ঔপন্যাসিক। সামহোয়্যার ব্লগ থাকুক ব্লগারদের হৃদয়ে আজীবন। ব্লগ থাকুক পরিচ্ছন্ন সুন্দর পরিপাটি। শুভ ব্লগ দিবস। যদিও ১৯ তারিখ চলে গেছে। বাসায় মোবাইলে এত কিছু লিখতে পারবো না তাই আর আসা হয়নি ব্লগে।



©কাজী ফাতেমা ছবি
=সামহোয়্যার ব্লগের জন্মদিনে=
দশটি বছর কেটে গেলো আমার নিজস্ব ব্লগ বাড়ীতে,
এখানে এসে শব্দ বোনা শিখেছি,
মন উজার করে শব্দ উড়াতে পেরেছি বিন দ্বিধায়;
ব্লগ বাড়ীর উঠোনে পা রেখে শব্দে শব্দে মনকে সাজাতে পেরেছি।

কত ব্লগ প্রান্তর, ব্লগবাড়ীর মাঠ পেরিয়ে এখানে হয়েছি স্থায়ী,
এখানেই পেয়েছি সমুদ্দুর সম অনুপ্রেরণা,
কবি হতে না পারি, লিখতে পেরেছি স্বাধীনতায়
ডানা মেলা পাখির মত উড়তে পেরেছি ব্লগবাড়ীর রঙধনু রঙ আকাশে।

একদিন মোহ জালে আটকা পড়ে....... কত মোহ বাড়িতে মন রেখেছি
ফিরে এসেছি মুগ্ধতা কুঁড়াতে পারিনি বলে,
কত ফোরামের বাসিন্দা হয়ে কাটিয়েছি দিন রাতি,
সেখানেও তো টিকেনি মন, ফিরে এসে এই বাড়ীতে নিয়েছি বারবার আশ্রয়।

অযস্র ব্লগের সিঁড়িতে পা রেখে উঠতে চেয়েছি প্রশংসার উচ্চ শিখরে,
কেউ মূল্য দেয়নি, পানসে সময় পেরিয়ে মন বিষাদে পূর্ণ করে ফিরেছি,
অথচ এখানে মন রাখলেই কত অনুপ্রেরণরার জল কলকল করে
বুক বেয়ে নেমে আসে, চোখের তারায় কখনো আনন্দাশ্রু।

আহা আমার সামহোয়্যার ব্লগ, দশটি বছর কেটেছে এখানে
তারও পাঁচ বছর আগে জন্ম নেয়া বিশাল শব্দের এই বাড়ী,
হাঁটি হাঁটি পা পা করে পনেরো বছরে রেখেছে পা,
কত চড়াই উৎরাই, কত বদনামের সিঁড়ি বেয়ে আজও সদর্পে এগিয়ে
সসম্মানে টিকে আছে আমাদের ব্লগবাড়ী।

পনেরো বছরের পথ পেরিয়ে ব্লগ এখনো উজ্জল ঝলমল তারা
হয়ে জ্বলছে ভার্চুয়াল আকাশে,
এত শত মূল্যবান লেখকের ভিড়ে আমার ছাঁইফাঁস লেখাও
পাঠকের চোখের সম্মুখে এসে নেয় ঠাঁই,
পাঠকের ভালোবাসায় শব্দ নিয়ে খেলি আজও
তা সে হোক না বস্তাপঁচা কবিতার সমাহার।

আমাদের ব্লগবাড়ী টিকে থাকুক অনন্তকাল,
এখানে জন্ম নিক শত কবি, লেখক, ঔপন্যাসিক;
একটি পরিবারে লেখক পাঠক কবি মিলেমিলে থাকুক স্বমহিমায়,
ভালোবাসি বাংলাদেশ ভালোবাসি সামহোয়্যার ব্লগ।

মন্তব্য ৬০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন।
আমার ১১ বছর ৩ সপ্তাহ চলে।

২০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ আপনি আমার আগে এসেছেন। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

২| ২০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:



আপনাকে অভিনন্দন।
ব্লগিং এখন কঠিন হয়ে গেছে, ব্লগারদের ভাবনাচিন্তার স্তর এখন অনেক উপরে; ফলে, অনেক ব্লগার তাল মিলাতে পারছেন না।

২০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ চাঁদ ভাইয়া।

আসলেই অনেক ব্লগার তাল মিলাতে পারছেন না। তবুও আমরা আছি
আপনি আছে রাজীব ভাইয়া আছেন আরও কিছু ব্লগার আছেন যারা ব্লগ ভালোবাসেন।

হ্যাপী ব্লগিং। সুন্দর থাকুন

৩| ২০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ব্লগ আসি এখন শুধুমাত্র - কিছু প্রিয় ব্লগারদের লেখা পড়ার জন্য। আপনি শ্রদ্ধাস্পদেষু তেমনি একজন।

২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: রিফাত ভাইয়া লিখা দিচ্ছেন না কেনো।

জাজাকাল্লাহ খাইরান । কৃতজ্ঞতা রইলো
ভালো থাকুন হামেশা
ফি আমানিল্লাহ

৪| ২০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: ব্লগে কে লেখা দিলো বা না দিলো, কে মন্তব্য করলো বা না করলো সেদিকে নজর না দিয়ে আপনি ব্লগিং করে যান। যেহেতু আপনি ব্লগ ভালোবাসেন।

দশ বছর অনেক লম্বা সময়। আপনাকে অভিনন্দন।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার কথা ঠিক....। ব্লগ ভালোবাসি কে মন্তব্য করলো দিলো এসব বিষয় নিয়ে আর ভাববো না। কৃতজ্ঞতা রইলো ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

জাজাকাল্লাহ খাইরান । স্বপরিবারে ভালো থাকুন ফি আমানিল্লাহ

৫| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ব্লগে আছি ৭/৮ মাস,কিন্তু দেখাচ্ছ তিন মাস।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ২৫৪২টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ১০ মাস ১ সপ্তাহ
অনুসরণ করছি: ৮ জন
অনুসরণ করছে: ৬ জন

আপনি তো ১০ মাস ধরে আছেন তাই দেখতে পাচ্ছি

ধন্যবাদ আপনাকে

৬| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে দশ বছর কাটানোর জন্য আপনাকে অভিনন্দন। ব্লগ নিয়ে যে শুভকামনা করেছেন আল্লাহ তা কবুল করুণ। জাযাকাল্লাহ খাইরান।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক। ফি আমানিল্লাহ

৭| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ছবি আপু !
ব্লগে দীর্ঘ দশ বছরে অভিনন্দন।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক ফি আমানিল্লাহ

৮| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




ছবির যাদুকর,
বো, ব্লগে ছবি নিয়ে কথা হলে আপনাকে প্রথমে স্মরণ করতে হবে কারণ আপনার নামই ছবি। শুভ কামনা রইলো।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

৯| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:





ছবির যাদুকর,
বোন, ব্লগে ছবি নিয়ে কথা হলে আপনাকে প্রথমে স্মরণ করতে হবে কারণ আপনার নামই ছবি।

শুভ কামনা রইলো।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। অনেক ভালো থাকুন স্মরণে রাখুন
আল্লাহ ভালো রাখুন সবাইকে ফি আমানিল্লাহ

১০| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৪

রামিসা রোজা বলেছেন:
দীর্ঘ দশ বছর আপনার ব্লগে পথচলার জন্য অনেক
অভিনন্দন ও শুভেচ্ছা । ছবিআপা আমি কিন্তু রীতিমতো
আপনার ভক্ত হয়ে গিয়েছি । দোয়াকরি আরো অনেকদিন
আপনি আমাদের মাঝেই থাকুন ।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন ফি আমনিল্লাহ
ইনশাআল্লাহ থাকবো যতদিন বেঁচে থাকি

১১| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩০

মুরাদ বেগ বলেছেন: আমি ব্লগে নতুন যে কয়দিন যাবত ব্লগে এসেছি খুব মজা পেয়েছি পোস্ট এবং মন্তব্য সব পড়ি কিন্তু আমার মনে হয় ব্লগে আরো কিছু ব্লগার দরকার, আমার বন্ধুদের অনেককে বলেছি এখানে আসকে কিন্তু দুঃখের বিষয় তারা ব্লগ মানেই নেতিবাচক ধারনা পোষণ করে তাই আসে না। আপনাকে অভিনন্দন ব্লগে ১০ বছর কাটিয়েছেন ১০ বছর দীর্ঘ সময়। আমি ফেইসবুক থেকেও ব্লগে বেশি মজা পাই।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বাগতম আপনাকে । প্লিজ বন্ধুদের নিয়ে আসুন। ফেসবুকের চেয়েও এখানে মজা লাগবে। লিখার আগ্রহ জন্মাবে।
এত সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন মুরাদ
সুন্দর থাকুন
ফি আমানিল্লাহ

১২| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩২

ওমেরা বলেছেন: হেই আপু ! দশ বছর পার করে দিলেন ব্লগ লিখে । সময় কত দ্রত চলে যায় আমাদের জীবন থেকে । আপু অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা আপনার জন্য । কামনা রইল সামু ব্লগ ও আপুনি দীর্ঘ দিন জড়িয়ে থাকুন ।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি আসলেই কেমন করে চাকুরীর ২০ বছর হয়ে গেলো :)

জাজাকিল্লাহ খাইরান অনেক ভালো থাকুন আপি
ফি আমানিল্লাহ

১৩| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৮

নেওয়াজ আলি বলেছেন: আপনার চিন্তা ও চেতনায় সাহিত্য সমৃদ্ধ  হোক।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৪| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৫

রামিসা রোজা বলেছেন:


গুগল থেকে খুজে দশটি গোলাপের ছবিসহ শুভেচ্ছা ।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা আমার জন্য গোলাপ অনেক খুশি হইছি আপি
জাজাকিল্লাহ খাইরান
ভালো ও সুস্থ থাকুন

১৫| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
দশ বছর একটা দীর্ঘ সময়। দশম বর্ষপূর্তিতে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা!
কবিতাটাও খুব সুন্দর হয়েছে।
"এখানে এসে শব্দ বোনা শিখেছি" - কি চমৎকার কথা!
ভাল থাকুন সুস্বাস্থ্যে, সপরিবারে। শুভকামনা....

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ
আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদ রাখুন স্বপরিবারে

১৬| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১২

ঢুকিচেপা বলেছেন: আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
অনেক ভালো থাকুন
শুভেচ্ছা সতত

১৭| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন আপু।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক ফি আমানিল্লাহ

১৮| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:৫৮

সোহানী বলেছেন: শুভকামনা দশ বছর পূর্তিতে। আশা করি ১০ একসময় ১০০ হবে।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ইনশাআল্লাহ ১০০ ই হোক তবে

ফি আমানিল্লাহ

১৯| ২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৪৯

মলাসইলমুইনা বলেছেন: ব্লগে দশ বছরের বা তার চেয়েও বেশি পুরোনো যে সব ব্লগার এখনো লিখছেন তাদের সবাইকেই আলাদা বা একসাথে রিকগনাইজ করাটা খুব দরকার । আপনারা অনেক ঝড় ঝামেলাতেও লেখা বন্ধ করেননি দেখেই ব্লগটা টিকে আছে নইলে পুরোনো দিনের অনেক বিখ্যাত ব্লগের মতো আমাদের সামুও বন্ধই হয়ে যেত । আপনারা সেটা হতে দেননি ।দশ বছর পূর্তির শুভেচ্ছা নিন ।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই অনেকেই আছেন ১২ বছর ধরে আছেন। এখনো আছেন ব্লগেরসাথে খুবই ভালো লাগে বিষয়টি। হ্যা ঝড় ঝামেলা অনেক গিয়েছে ব্লগের উপর, তারপরও আমরা অনেকেই ছিলাম ব্লগবাড়ীতে দাঁড়িয়ে।

এত সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ভাইয়া
ভালো থাকুন
জাজাকাল্লাহ খাইরান ফি আমানিল্লাহ

২০| ২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪০

পদ্মপুকুর বলেছেন: মলাসইলমুইনা বলেছেন: ব্লগে দশ বছরের বা তার চেয়েও বেশি পুরোনো যে সব ব্লগার এখনো লিখছেন তাদের সবাইকেই আলাদা বা একসাথে রিকগনাইজ করাটা খুব দরকার । আপনারা অনেক ঝড় ঝামেলাতেও লেখা বন্ধ করেননি দেখেই ব্লগটা টিকে আছে নইলে পুরোনো দিনের অনেক বিখ্যাত ব্লগের মতো আমাদের সামুও বন্ধই হয়ে যেত । আপনারা সেটা হতে দেননি ।দশ বছর পূর্তির শুভেচ্ছা নিন । [/si

আমাকেও সাথে নিও, বলো নেবেতো আমায়..... :D

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি ১২ বছর যাবত আছেন মাশাআল্লাহ। আমাকেও সাথে নিও, বলো নেবেতো আমায়. নেবো তো...

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ

২১| ২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন। এভাবেই আমাদের মাঝে থাকুন যুগ যুগ।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

২২| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: মন্তব্য এড়িয়ে যাওয়া ভালো। ভেরি গুড।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে ভাই এড়াই না । আস্তে আস্তে দিতাছি। স্ক্রল করে যেখানে থামে সেখানের মন্তব্যের উত্তর দিচ্ছি। অফিসে আছি কাজের ফাঁকে মন্তব্যের উত্তর দিচ্ছি
প্লিজ ডোন্ড মাইন্ড

২৩| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৪

তারেক ফাহিম বলেছেন: শুভেচ্ছা।
দীর্ঘ ১০ বছর ব্লগে আছেন জেনে অভিনন্দন।

আপনাদের মত গুটি কয়েক ব্লগারের কারনে সামু এখনো টিকে আছে।
সামুর সাথে এইভাবে যুগ যুগ থাকুন, সে প্রত্যাশা।



২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

শুভ ব্লগিং
ব্লগের সাথেই থাকুন
শুভেচ্ছা সতত

২৪| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫১

ভুয়া মফিজ বলেছেন: ম্যারাডোনা শুভেচ্ছা!! B-)

২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এইডা আবার কেমুন শুভেচ্ছা... উনি তো পরলোক গমন করিয়াছেন স্যার বস হুহু
আচ্ছা নিলাম শুভেচ্ছা সুদে আসলে ফেরত দিমু

২৫| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৩

নতুন নকিব বলেছেন:



আপনি দৃঢ়চেতা। বিশ্বাসের আলোয় আলোকিত, আন্তরিকতায় পরিপূর্ণ একজন হৃদয়বতী মানুষ। এর প্রমান সামুতে আপনার এত এত দিন টিকে থাকা।

আল্লাহ তাআ'লা আপনার লেখালেখিতে বরকত দান করুন। আপনার পরিবার-পরিজন সকলের জন্য কল্যানের দোআ।

২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান নকিব ভাইয়া। সুন্দর মন্তব্য। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন
ফি আমানিল্লাহ
সুস্থ ও নিরাপদ থাকুন দোয়া করি আল্লাহ তাআলার দরবারে :)

২৬| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপু ডেস্কটপে অ্যাড ব্লকার ইউজ করুন, আরাম পাবেন। অতিরিক্ত অ্যাড আসবে না;

২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনস্টল করতে হবে? কিন্তু ইনস্টল সিস্টেম বন্ধ করে রাখছে অপিস। তবুও কাল চেষ্টা করে দেখবো

২৭| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯

জুন বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো প্রিয় কবি কাজী ফাতেমা :)

২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

২৮| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২০

মিরোরডডল বলেছেন:



অভিনন্দন ছবিপু । দশ বছর অনেক দীর্ঘ সময় । অনেক ধৈর্য তোমার নো ডাউট ।

ব্লগকে ভালোবাসো ঠিক আছে । কিন্তু তার সাথে নিজেকেও একটু ভালোবাসো । আর কখনও এগুলো বলবে না যে তোমার লেখা মানসম্মত না, বস্তাপচা লেখা , নেভার সে ইট এগেইন ।

তোমার লেখা অনেক সতেজ সরল সুন্দর । নিজের লেখাকে ভালোবাসবে, কেমন ?

দশবছর মাত্র একটা ছোট বাবু । বাবুটা বড় হবে , আরও অনেক দূরে যাবে ।
ব্লগের সাথে তোমার এই পথচলা আরও অনেক দূর যাও এই প্রত্যাশা ।



২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি... এত সুন্দর মন্তব্য অনুপ্রেরণা জোগায় আপি
আমি কৃতজ্ঞ
ভালোবাসা নিয়ো এক সমুদ্দুর

অকে বস আর ইতা মাত মাততাম না সরি

ভালো থেকো ফি আমনিল্লাহ

২৯| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:৩০

কবি হাফেজ আহমেদ বলেছেন: দম বছর অনেক লম্বা সময়। ধৈর্য, শ্রম ও সাধনার পরিক্ষায় আপনি সফলভাবে সাথে উত্তীর্ণ হয়েছেন। অভিনন্দন আপনাকে । উজ্জ্বল আগামীর শুভাশিস রইলো কবি।

২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৩০| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন:  দশ বছর অনেক লম্বা সময়। ধৈর্য, শ্রম ও সাধনার পরীক্ষায় আপনি সফলভাবে সাথে উত্তীর্ণ হয়েছেন। অভিনন্দন আপনাকে । উজ্জ্বল আগামীর শুভকামনায় শুভাশিস রইলো কবি।

২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.