নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=সমস্ত প্রশংসা আমার আল্লাহ্ তা\'লার=

২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৮



©কাজী ফাতেমা ছবি
=সমস্ত প্রশংসা আমার আল্লাহ্ তা'লার=

প্রখর সূর্যের তাপের ভিতর, একটি বৃক্ষ খাড়া;
কত বড় নেয়ামত সে, মনকে কী দেয় নাড়া?
শীতল ছায়ায় জুড়িয়ে প্রাণ, গাইলাম সুখেরই গান,
সুবহানআল্লাহ্ শোকর গুজার সব আল্লাহ্ তা'লার।

রোদে হেঁটে, হয়ে ক্লান্ত, তৃষ্ণায় প্রাণ উচাটন
একফোঁটা জলে ভিজিয়ে জিভ, বিতৃষ্ণা উৎপাটন,
সে আল্লাহ তা'লার নেয়ামত, হবে কেউ অমত?
আলহামদুলিল্লাহ, শোকর গুজার সব আল্লাহ্ তা'লার।

গাছে ফল ফলাদি, সুমিষ্ট, খেয়ে দেহে শক্তি
কে দিয়েছে তোমাদের তরে? দিয়েছেন যিনি তাঁর প্রতি অটল ভক্তি,
সব নেয়ামত প্রভুর দেয়া, যার ইশারায় ভাসে জীবন খেয়া,
সুবহান আল্লাহ্, শোকরিয়া একমাত্র আমার আল্লাহ্ তা'লার।

ক্ষেতে ফসল, কত রিযিক, মাটিতে দেন রুয়ে
তাঁর প্রতি কৃতজ্ঞতায়, মাথা রাখি নুয়ে,
নেয়ামত সব তাঁরই দান, সুখ আনন্দ কলতান,
আলহামদুলিল্লাহ, বেঁচে আছি তার দয়ায়, দয়া সে আল্লাহ তা'লার।

কত শত আহার করি, করে উদর ভরি
দেহে রক্ত মাংস শক্তি, তাই দিয়ে সুখ গড়ি,
সকল নেয়ামত দিয়েছেন তিনি, আমাদের সৃষ্টি করেছেন যিনি
সুবহান আল্লাহ্, সবুর শোকর কেবল আমার আল্লাহ্ তা'লার।

কত পশু দিলেন, যাদের সবুজ ঘাসের আহার
পশুর মাংস আর দুধ খেয়ে, জীবনে রঙ বাহার,
পুষ্টি সে নেয়ামত কত, জীবনে রয় অবিরত,
আলহামদুলিল্লাহ, শত কোটি শোকর গুজার করি আল্লাহ্ তা'লার।

নদী নালা, সমুদ্দুর পাহাড়, পর্বত ঝর্না গিরি
তাঁর হুকুমে করে নড়াচড়া, বাতাস বহায় ঝিরিঝিরি,
দয়া তাঁর নেয়ামত সকল, এই জীবন, মৃত্যুও যার দখল,
সুবহান আল্লাহ, তুষ্টি তাঁর তরে, কৃপা আল্লাহ্ তা'লার।

পাঁচ ওয়াক্ত নামাযে তাঁর, পাঁচ ওয়াক্ত ওযু
পশ্চিমে সটান দাঁড়িয়ে, তাঁর তরে মাথা রুজু,
নামায, ওযু দেহের শান্তি, ভুলে পথ সব ভ্রান্তি,
নিবেদিত প্রাণ, কত বড় নেয়ামত, একবার ভাবো মন
মনে প্রাণে জাগাও প্রার্থনায় তাঁর প্রতি কৃতজ্ঞতার শিহরণ,
আলহামদুলিল্লাহ, তাঁরই দয়ায় বাঁচি,
সমস্ত প্রশংসা আমার আল্লাহ্ তা'লার।


মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩২

এম ডি মুসা বলেছেন: সুন্দর বন্দনা!

২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

২| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




সৃষ্টিকর্তার অশেষ রহমত আছে বলেই এখনও পৃথিবী টিকে আছে। এখনও মানুষ টিকে আছে।

২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া আল্লাহর রহমত আমাদের উপর আছে বলেই আমরা সুখে বেঁচে আছি
জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন

৩| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪২

রামিসা রোজা বলেছেন:

খুব বিপদের মাঝে সৃষ্টিকর্তাকে ডাকলে ধৈর্য ধরলে নিশ্চয়ই
আল্লাহ তাঁর বান্দাদের সে ডাকে সাড়া দেন ।
আপনার লেখাটি পড়ে শান্তি পেলাম , দোয়া রাখবেন ।

২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি। আমরা ধৈর্য্যহারা হয়ে যাই, কষ্ট পাই
অনেক সময় আল্লাহর দয়ার অপেক্ষা করি না

জাজাকিল্লাহ খাইরান আপি সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন নিত্যদিন

৪| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০১

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর রচনায় মুগ্ধ
ভালোবাসা সবসময়

২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া । ফি আমানিল্লাহ
ভালোবাসা ও শুভেচ্ছা রইলো

৫| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সমস্ত প্রশংসা তোমারি- হে প্রভু
ভুলিনা যেন তোমারে কভু;
স্মরণে রাখি, তুমিও রেখো দয়ায়
চিরমিলনে যেন তোমারেই পাই।।

২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন.....
ও মাবুদ ফিরে যাবো তোমারই কাছে
ঈমান অটুট রেখে যেনে যেতে পারি হাসি মুখে
তোমার দয়ায় ছায়ায় রেখো আমাদের তুমি।

জাজাকাল্লাহ খাইরান মীম ভাইয়া
ভালো থাকুন

৬| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৫

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ ! সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তায়াল জন্য । তিনি আমাদের কত কত নিয়ামত দান করেছেন ।
প্রান প্রশান্তি করা লিখা পড়া খুব ভালো লাগলো আপু।
আল্লাহ আপনাকে ভালো রাখুন।

২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কত নিয়ামত পেয়ে তাঁর বেঁচে আছি সুখে আলহামদুলিল্লাহ

জাজাকিল্লাহ খাইরান আপি । সুন্দর মন্তব্য। ভালোবাসা আর দোয়া রইলো ফি আমানিল্লাহ

৭| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধর্মীয় কবিতা ইসলামে জায়েজ আছে।

২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি জায়েজ আছে। ধন্যবাদ সোহেন ভাইয়া ভালো থাকুন অনেক অনেক

৮| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


যেসব কৃষক আপনার জন্য খাদ্য উৎপাদন করেন, তাঁদেরকে ধন্যবাদ দেন; যাঁরা গাড়ী চালিয়ে, রিক্সা টেনে আপনাকে কাজে নিয়ে যায় ও আনেন, তাঁদেরকে ধন্যবাদ দেন; যেসব চাকরানী নিজের জীবন বাদ দিয়ে আপনার কাজ করে দিচ্ছে, তাঁদরকে সন্মান করেন; যাদের কারণে আপনি চাকুরী করতে পারছেন, তাঁদেরকে ধন্যবাদ দেন।

আপনার লেখায় প্রকৃত জীবনের প্রতিফলন নেই।

২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা তারপর তাদের ধন্যবাদ দেই, । প্রকৃত জীবন নিয়ে আপনি লিখুন ভাইয়া ।আমরাতো আছি ইনশাআল্লাহ পড়বো। সবাইতো আর সব পারে না তাই না। ভালো থাকুন সুস্থ থাকুন

৯| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৫

পদ্মপুকুর বলেছেন: কবি হাসসান বিন সাবিত রা. পৃথিবীতে থাকাবস্থায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন। রাসুল সা. হাসসান বিন সাবিত রা. এর কবিতা অত্যন্ত পছন্দ করতেন। এতকিছুর পরও রাসুল সা. কবি ও কবিতা নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করতেন বলে একটা মত প্রচলিত আছে। কিভাবে সে মতের উৎপত্তি হলো কে জানে!

আপনার কবিতাটা কবিতা হিসেবে কতটুকু উৎরিয়ে যাবে সেটা বলা আমার কম্ম না, তবে স্রষ্টার প্রশংসায় আপনার এই প্রচেষ্টা নিশ্চিতভাবেই কল্যাণ নিয়ে আসবে। আর স্রষ্টার প্রশংসা এবং কৃতজ্ঞতা অকৃপণভাবে প্রকাশ করতে যে পারে, সৃষ্টির প্রতি ভালোবাসা দেখাতে সেও পারে বলেই আমার বিশ্বাস।

ভালো থাকুন। শুভ ব্লগিং।

২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইসলামিক কবিতাগুলো জায়েজ আছে বলে আমি কয়েকজায়গায় পড়েছি। যে কবিতা মানুষের কল্যাণ বয়ে আনে এবং যে কবিতা পড়ে মানুষ স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা বোধ অনুভব করে সেগুলো জায়েজ হতে পারে। আমি ঠিক ততটা জানি না।

মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা সব সময়েই করে যাই। আল্লাহ আমাদের ক্ষমা করবেন। কত ভুল কত গুনাহ করি ।

জাজাকাল্লাহ খাইরান সুন্দর মন্তব্যের জন্য অনেক ভালো থাকুন ভাইয়া :(

১০| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৮

রাজীব নুর বলেছেন: অতি মনোরম একটি কবিতা।

২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান রাজীব ভাইয়া
ভালো থাকুন

১১| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সবই আল্লাহর রহমত।

২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস আল্লাহ তাআলার রহমত। জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক

১২| ২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: সবই উপরওয়ালার ইচ্ছায়... আমরা নিমিত্ত মাত্র। আপনার অভিব্যক্তি ভালো হয়েছে। পোস্টে লাইক।

শুভেচ্ছা জানবেন আপু।

২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া সবই আল্লাহর ইচ্ছায় চলে
আল্লাহ সবাইকে হেদায়েত দিন ভালো রাখুন
ফি আমানিল্লাহ
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৮

নীল আকাশ বলেছেন: আল্লাহর প্রশংসা করার জন্যও আবার প্রশ্ন তুলে এক নির্বোধ!
নাস্তিকতা এর রক্তের ভিতর ছড়িয়ে গেছে।
আজকে তোর জন্য অক্সিজেন বরাদ্দ আল্লাহ বন্ধ করে দিলে, নাস্তিকতা তোকে অক্সিজেন এনে দেবে নাকি হাদারাম?
এইরকম কত দেখলাম, শ্বাসকষ্ট উঠলে তখন আল্লাহর নাম নিতে নিতে মুখে ফেনা তুলে ব্যথা করে ফেলে!

২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: যত ইসলামিক পোস্ট আসে তাতে গিয়ে উনি নাস্তিকতা ফলায়, আল্লাহ উনার রুহ কে পাথর করে দিয়েছেন। একবার যদি উনি আল্লাহ তাআলার দরবারে নিজের জন্য হেদায়েত চাইতো আফসোস।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৪

তারেক ফাহিম বলেছেন: পাঠে ভালোলাগা।

কৃতজ্ঞতা প্রকাশ প্রভু তোমার তরে।

২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ
শুভেচ্ছা সতত

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: পাঁচ ওয়াক্ত নামাযে তাঁর, পাঁচ ওয়াক্ত ওযু
পশ্চিমে সটান দাঁড়িয়ে, তাঁর তরে মাথা রুজু,
নামায, ওযু দেহের শান্তি, ভুলে পথ সব ভ্রান্তি,
নিবেদিত প্রাণ, কত বড় নেয়ামত, একবার ভাবো মন
মনে প্রাণে জাগাও প্রার্থনায় তাঁর প্রতি কৃতজ্ঞতার শিহরণ,
আলহামদুলিল্লাহ, তাঁরই দয়ায় বাঁচি,
সমস্ত প্রশংসা আমার আল্লাহ্ তা'লার।[/sb

--এ লাইনের কথা যেন মেনে চলতে পারি- আল্লাহ্ আমাদের সবাইকে হেদায়েতের পথ দেখান, আমীন।

২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। আল্লাহ আমাদের হেদায়েত দিন আর তাঁর ইবাদত সঠিকভাবে পালন করার জন্য তৌফিক দান করুন ।

জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:



ভাল লিখেছেন

কোরানের বাণী আল্লার কালাম অতি কাব্যময়
যথা সুরা কাওছার ,
আর-রহমান প্রভৃতি ।
সুরা আর রাহমান থেকে কিছু তেলাওয়াত করলেই বুঝা যায় এটা কত কাব্যময় আর ছন্দের দ্যোতনায় অদ্বিতিয় ।


বিসমিল্লাহির রাহমানির রাহিম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১। র্আরহমা-নু
(পরম করুণাময়)
২। ‘আল্লামাল্ কুরআ-ন্ ।
(তিনি শিক্ষা দিয়েছেন কুরআন)
৩। খলাক্বল্ ইন্সা-না
(তিনি সৃষ্টি করেছেন মানুষ)
৪। ‘আল্লামাহুল বাইয়া-ন্
(তিনি তাকে শিখিয়েছেন ভাষা।)
৫। আশ্শামসু অল্ক্বমারু বিহুস্বা-নিঁও
(সূর্য ও চাঁদ (নির্ধারিত) হিসাব অনুযায়ী চলে)
৬। অন্নাজ্ব্ মু অশ্শাজ্বারু ইয়াস্জুদা-ন্ ।
(আর তারকা ও গাছ-পালা সিজদা করে)
৭।অস্সামা-য়া রফা‘আহা-অওয়াদ্বোয়া‘আল্ মীযা-ন্।
(আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং দাঁড়িপাল্লা স্থাপন করেছেন)
৮। আল্লা-তাত্ব গও ফিল্ মীযা-ন্।
(যাতে তোমরা দাঁড়িপাল্লায় সীমালঙ্ঘন না কর।)
৯। অআক্বীমুল্ অয্না বিল্ক্বিস্ত্বি অলা-তুখ্সিরুল্ মীযা-ন্।
(আর তোমরা ন্যায়সঙ্গতভাবে ওযন প্রতিষ্ঠা কর এবং ওযনকৃত বস্তু কম দিও না)
১০। অল্ র্আদ্বোয়া অদ্বোয়া‘আহা-লিল্আনা-ম্।
(আর যমীনকে বিছিয়ে দিয়েছেন সৃষ্টজীবের জন্য।)
১১। ফীহা- ফা-কিহাতুঁও অ-ন্নাখ্লু যা-তুল্ আক্মা-ম্।
(তাতে রয়েছে ফলমূল ও খেজুরগাছ, যার খেজুর আবরণযুক্ত।)
১২। অল্ হাব্বু যুল্‘আছফি র্অরইহা-ন্।
(আর আছে খোসাযুক্ত দানা ও সুগন্ধিযুক্ত ফুল।)
১৩। ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্।
(সুতরাং তোমাদের রবের কোন নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে)

জগতের সেরা কাব্যিক ভাষা হলো আল্লার কালাম কোরআ্ন ।
এর সমকক্ষ একটি লাইন রচনা করে এমন সাধ্য কার ।
তবে কবিতার মত দেখায় কিছু কথা মালায় তাঁর গুনগান রচনায় অসুবিধা কোথা্য় ?
তাই লিখে যান কবিতায় তাঁর যত গুণগান । তিনি মহান করুনাময় তিনি অতি মেহেরবান।


অনেক শুভেচ্ছা রইল ।


২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইরান ভাইয়া জি ।

তিনি মহান করুনাময় তিনি মেহেরবান

আসলেই জগতের সেরা কাবিক্যতা কোরআনের আয়াতেই ছড়িয়ে আছে আলহামুদলিল্লাহ

ভালো থাকুন ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.