নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

এমএস পেইন্টে আঁকা ছবি, এঁকেছিলো তামীম (২০১৩ সালে)

২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৮

০১।


২০১৩ সালের তামীমের আঁকা পেইন্টে আকা ছবি। ড্রপবক্সে রাখা ছিলো । আগে পোস্ট দিতেও পারি । ঠিক মনে নেই । এই ছবিগুলো দেখে আব্বুটার ধৈর্য্যের কথা ভাবতেছি। তখন স্কুলেও ভর্তি হয়নি। ল্যাপটপে এঁকেছে ছবিগুলো। তখন কিন্তু নেট ছিলো না বাসায় তেমন একটা। শুধু মোবাইলে সবাই এমবি কিনতাম। এত ইউটিউব দেখতোও না আগে। কী সুন্দর করে আঁকতো বাজানটা। নিজে নিজে আকাগুলো শিখেছে। কোথাও ভর্তি করি নাই। তার পেন্সিলে আকা ছবিগুলো হয়তো অনেকে দেখেছেন। সেই আঁকাআঁকির বাজানটা আঁকা টাকা বাদ দিয়ে দিলো্

এখন ইউটিউব আর গেম ছাড়া কিছুই বুঝে না :( সারাদিন ইউটিউব। স্কুল পড়াশুনা না থাকাতে যত বিপত্তি। বাসায় থেকেই বা কী করবে সারাদিন। বড়ছেলে তার অনলাইন ক্লাস আর পড়াশুনা নিয়ে ব্যস্ত। কিছু সময় পেলে বাসার ভিতরেই ব্যাটমিন্টন খেলে। এই আঁকাগুলো দেখে খুব ভালৈা লাগতেছে অনেক দিন পর। স্মৃতি হয়ে থাকুক ব্লগবাড়ীতে। রিপোস্টও হতে পারে।

০৩।


০৪।


০৫।


০৬।


০৭।


০৮।


০৯।


১০।


১১।


১২।


১৩।


১৪।


১৫।


১৬।


১৭।


১৮।


১৯।


২০।


২১।


২২।


২৩।


২৪।


২৫।


২৬।


২৭।

মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২০

সামিয়া বলেছেন: মাশআল্লাহ্‌ খুব সুন্দর

২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান আপি ভালো থেকো ফি আমানিল্লাহ

২| ২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২২

রামিসা রোজা বলেছেন:

মাশাআল্লাহ , সেই ২০১৩ সালে এঁকেছিল এমএস পেইন্টে।
তামিম বাবাকে বলবেন খুব সুন্দর হয়েছে । এখনকার সব বাচ্চারাই ইউটিউব দেখে আর গেম খেলে । অন্যসব খেলার
প্রতি নেশা কমে গেছে । আর বাচ্চাদের আর কি দোষ দেই
প্রত্যেকটা বাচ্চা করোনার জন্য গৃহবন্দী ।
তামিমকে আজকের এই মন্তব্যগুলো দেখাবেন আপা তাহলে
ওর হয়তো আবার আগ্রহ বাড়বে ।

শুভেচ্ছা রইলো ।


২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। দোয়া করবের ওদের জন্য
ইনশাআল্লাহ দেখাবো

প্রতিদিনই বলি ক্রিয়েটিভ কিছু করো প্লিজ
সে বলে মা ইউটিউব দেখে তো ইংরেজী শিখতেছি হাহাহা

ভালো থাকুন আপি

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: মায়ের হাত ক্যামেরায়, ছেলের হাত মাউসে
যোগ্য উত্তরসূরী - সময় বলে আসছে!

২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান। সে ভালো ফটোও তুলতে পারে মাশাআল্লাহ আমার চেয়ে ভাালো তুলে

ভালো থাকুন ভাইয়া

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০০

পদ্মপুকুর বলেছেন: কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুড়ো—
সবাই শুনে সাবাস্ বলে পাড়ার ছেলে বুড়ো ।

খুড়োর যখন অল্প বয়স– বছর খানেক হবে—
উঠ্‌ল কেঁদে 'গুংগা' বলে ভীষণ অট্টরবে ।
আর তো সবাই 'মামা' 'গাগা' আবোল তাবোল বকে,
খুড়োর মুখে 'গুংগা' শুনে চম্‌কে গেল লোকে ।

বল্‌লে সবাই, "এই ছেলেটা বাঁচলে পরে তবে,
বুদ্ধি জোরে এ সংসারে একটা কিছু হবে ।"


সেই খুড়ো আজ কল করেছেন আপন বুদ্ধি বলে,
পাঁচ ঘন্টার রাস্তা যাবেন দেড় ঘন্টায় চলে ।
দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা,
ঘন্টা পাঁচেক ঘাঁটলে পরে আপনি যাবে বোঝা ।

বলব কি আর কলের ফিকির, বলতে না পাই ভাষা,
ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে এক্কেবারে খাসা ।
সামনে তাহার খাদ্য ঝোলে যার যে–রকম রুচি—
মণ্ডা মিঠাই চপ্ কাট্‌লেট্ খাজা কিংবা লুচি ।
মন বলে তায় 'খাব খাব', মুখ চলে তায় খেতে,
মুখের সঙ্গে খাবার চলে পাল্লা দিয়ে মেতে ।
এমনি করে লোভের টানে খাবার পানে চেয়ে,
উৎসাহেতে হুঁস্ রবে না চলবে কেবল ধেয়ে ।
হেসে খেলে দু–দশ যোজন চলবে বিনা ক্লেশে,
খাবার গন্ধে পাগল হয়ে জিভের জলে ভেসে ।
সবাই বলে সমস্বরে ছেলে জোয়ান বুড়ো,
অতুল কীর্তি রাখল ভবে চণ্ডীদাসের খুড়ো ।

আশা করি তামিমও একদিন অনেক বড় আঁকিয়ে হবে।

২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা। কিন্তু আর্ট এর দিক থেকে তার মন উঠে গেছে :( আমি উৎসাহ জোগাচ্ছি আবারও দোয়া করবেন
জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০২

ফয়সাল রকি বলেছেন: এমএস পেইন্ট দিয়ে স্ক্রীণশট ছাড়া আর কিছু করতে পারি না!
ছবিগুলো খুব সুন্দর ।

২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও আগে কিছু ছবি একেঁছিলাম। এখন আর সেইদিকে মনোযোগ দেই নি। একটু ধৈর্য্য লাগে আরকী । আর এখন স্ক্রীণশট এর কাজেই ব্যবহার করি । অনেক ধন্যবাদ ভাইয়া তার জন্য দোয়া করবেন ।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৮

জুন বলেছেন: বাহ অসাধারণ সব ছবি একেছে দেখছি তামীম। আমার শুভকামনা রইলো ওর জন্য কাজী ফাতেমা :)
+

২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন অনেক অনেক ফি আমানিল্লাহ

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১২

আমি সাজিদ বলেছেন: তামিম বাবু এখন নিশ্চয়ই বেশ বড় হয়ে গেছে। শুভকামনা তার জন্য।

২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া সে ২০২১ এ সেভেন এ। বড় হয়ে গেছে মাশাআল্লাহ। দোয়া করবেন

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: সবগুলি ছবিই অসাধারন ও ধৈয্যে'র ব্যাপার ও। এতে তামিমের ধৈয্যে' আছে এটা প্রমাণিত। আর জীবনে সাফল্যের জন্য ধৈয্যে'রই বেশী প্রয়োজন। ভবিষ্যতে চারুকলা গুনী একজন হতে পারে যদি সঠিকভাবে পরিচালনা করা যায়। তামিমের সুন্দর ও সাফল্যময় জীবন এর জন্য দুয়া রইলো।

২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইদানিং গেমিং ভিডিও বানায় দেখলাম । তার ইউটিউব চ্যানেল আছে। বড় হয় কী হয় কে জানে। আল্লাহ নেক মানুষ বানান সেই আশাই করি ভাইয়া।

দোয়া করবেন

জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন ফি আমনিল্লাহ

৯| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২১

জুন বলেছেন: কাজী ফাতেমা একদিন এম এস পেইন্টে আমিও কিছু ছবি আকার চেষ্টা করেছিলাম লিংক দিলাম দেইখেন সময় পাইলে :`>
তবে তামিম আমার গুরু :)
কাঁচা হাতের টক মিষ্টি ছবি (আমার আঁকা ছবি ব্লগ)

২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি। আগে আমিও আঁকতাম

আপনার আকাগুলো খুব সুন্দর । এখন মনে হয় আর আকেন না ?

ভালো থাকুন

১০| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৪

সাহাদাত উদরাজী বলেছেন: মামার বর্তমান অবস্থা কি? এখনো কি ছবি আকা পছন্দ করে? নুতন আকা নিয়ে আলাদা একটা পোষ্ট দিন।

২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া তামীম এখন আকতেই চায় না। কয়েকদিন আগে দেখলাম গেইমের দুজন কার্টূন আঁকছে। আমাকে দেখায় না। বলে তুমি ফেসবুকে দিয়া দিবা হাহাহা

আঁকলে অবশ্যই পোস্ট দেবো ইনশাাআল্লাহ

১১| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: চর্চা অব্যহত রাখা দরকার।

২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ । অনেক ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া

১২| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌ও সব সময়ই ভালো ছবি আকে।

২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৬

নেওয়াজ আলি বলেছেন: কত কিছু জানে প্রিয় বোনেরে :D

২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি কম জানি। আমার পোলারা ভালো জানে আমার চেয়ে মাশাআল্লাহ :)

থ্যাংকিউ ভাইয়া ভালো থাকুন

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৮

ঢুকিচেপা বলেছেন: বাহ্ খুব সুন্দর হয়েছে!!!!! হবেই না কেন, ছবি পরিবারে যার বাস ?
এধরণের প্রতিভাকে উৎসাহ দেয়া উচিত।

২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি উৎসাহ দেই সব সময়। ইদানিং আকাআকিতে মন নেই।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক ফি আমানিল্লাহ

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছবিগুলি সুন্দর। এখন তামিমের বয়স কত?

২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: তামীমের বয়স এখন ১২

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩১

সোহানী বলেছেন: চমৎকার সব ছবি। ব্রাভো লিটল তামিম!

২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
দোয়া করবেন
ভালো থাকুন ফি আমনিল্লাহ

১৭| ২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: আমার একটা সাদা পাতার ডায়েরী আছে। সেখানে আমি নানান রকম ছবি এঁকেছি। দাঁড়ান যদি ডায়েরীটা খুঁজে পাই তাহলে একটা ছবি ব্লগ দিবো।

২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: পেলে অবশ্যই পোস্ট করবেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৮

কাছের-মানুষ বলেছেন: ওয়াও, অনেক সুন্দর হইছে। নিজে নিজে এমন ছবি আকা সত্যিই অবিশ্বাস্য।

২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া , আল্লাহর রহমতে ছেলেটা ভালোই আকতো ইদানিং আকে না আর
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.