নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কাব্য কণা (৭৩-৯২)

২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৪


৭৩।
জীবনের পরতে পরতে লুকিয়ে থাকা অভিমানগুলো নিশ্চুপ পুড়ে ছাই রঙ,যেখানে রঙধনু রঙ মাখা মন গোধূলী আভার বুকে পা রেখে রাত হতে ছিনিয়ে আনে রূপার আলো, সেখানে মনের উপর কালো সামিয়ানা টানিয়ে দিলে তুমি! কষ্ট রঙ কি তুমি চেনো?
সেপ্টেম্বর ১২, ২০১৭

৭৪। বুকের বাম বরাবর হৃদয় স্ট্যাম্পে ছুঁড়ে মারলে কথার বল
ভেঙ্গে চুরচুর হৃদয় লুটিয়ে পড়ে ধুলায়, নিথর ব্যাটসম্যান আমি
ছিলাম আবেগী আর দূর্বল।
১৩ সেপ্টেম্বর ২০১৭।

৭৫।
ঐ যে হেসে হেসে পথ চলো, আমি দেখেছি, চুপ দাঁড়িয়ে মৃদু হাসিতে ঠোঁট রাঙিয়ে ভাবছি জিজ্ঞেস করবো, খবর কি! কোথায় ছিলে? ওমা একি! পাশ কাটিয়ে হাঁটো, আমায় দেখেই ঘুর অমাবস্যা মুখ, আমি কি দেখতে শ্রীহীন! আমায় দেখলেই তোমার মন আকাশ বৈশাখী বিবর্ণতায় ছেয়ে যায়, তার চে ঢের তুমি অলীক গগজ চোখে লাগাও, যাতে আমি ছাড়া সব দেখা যায়।
সেপ্টেম্বর ১৪, ২০১৭

৭৬।
কি জানি কি হয়, শরীর নিথর পড়ে রয়,
আবছা আলোয়,সময় আলুথালুয়,
কি জানি মন কি কথা কয়,
ঘুমে বুজে যায় চোখের পাতা,
ভাল্লাগেনা ছাতা, উফ তাই চুপ
১৫ সেপ্টেম্বর ২০১৭

৭৭।
এই হাতও নিথর হবে, হিম শীতল ধারা শিরায় শিরায়,
দেহের রক্ত সাদা অথবা নীল অথবা জমে যাবে।

তুমি চমকে উঠবে হাত ছুঁয়ালেই, ছেড়ে দেবে হাত ভয়ে!
অতঃপর আমায় উঠে যেতে দেবে বেলাশেষের খেয়ায়।

না ফেরার যাত্রায় কেউ হবে না সঙ্গী;
ঈমান আমল নামাজ যদি না হয় বন্ধু,
তবে কিছুই নেই আমার, প্রেম ভালোবাসা সব পুড়ে ছাই হোক!
শুনো... নামাজ পড়ো।
১৬ সেপ্টেম্বর ২০১৭

৭৮।
বারান্দায় রোদ ঝুলে আছে,
পর্দার ফাঁক গলে সে আলো চোখ ধাঁধায়,
মধ্যাকাশে সূর্য হাসে,
শরত আলোছায়া মেঘ দাও এবেলা,
চোখ যায়,আহ কি বিষন্ন দিন
সেপ্টেম্বর ১৬, ২০১৭

৭৯।
ঝলমলে সকাল, গাছের পাতা'রা নিরব স্তব্ধ,
গরম চুয়ে চুয়ে পড়ছে মশারীর গা বেয়ে,
চুলার তাপ আর গরমে মাখামাখি জীবন
মনে করিয়ে দেয় মা চাচীদের ঘাম ঝরানো গল্প;
শহুরে সুবিধাদি ভেস্তে যায় তাদের শ্রমের কাছে
তবুও সুখ খুঁজি আরও আরও আরও......
১৭ সেপ্টেম্বর ২০১৭

৮০।
রোজনামচায় কত গল্প কবিতা চোখ এড়িয়ে যায়
কিছু ঠেলি অতীতে কিছু বুকে পড়ে থাকে ঠাঁয়
১৮ সেপ্টেম্বর ২০১৭

৮১। এক চামচ প্রেম দাও অথবা এক চিমটি জারুল ফুল রঙ ভালোবাসা
আমি তোমায় এক পেয়ালা মুগ্ধতা দেবো সাথে স্বস্তিময় কিছু ভালোবাসা
যদি তুমি খেতে চাও!

চলো মেপে নেই লেনাদেনা;
হিসাবের খাতায় টুকে নাও লাভ ক্ষতি,
আর ক্যালকুলেটর ছুঁয়ে ছুঁয়ে মিলিয়ে নাও জীবন অঙ্ক!
১৮ সেপ্টেম্বর ২০১৭

৮২।
ফুলফ্রেমে সাজাই উচ্ছ্বাস সময়,
হাসি যখন, মুগ্ধতা আঁকি রোদরঙে
কাঁদি যখন, কষ্ট আঁকি মেঘরঙে,
আঁকাশেষে দেখি সে আমার ছবি,
এই মেঘ এই রোদ্দুর।
২০ সেপ্টেম্বর ২০১৭

৮৩।
জীবনরঙ ফুরিয়ে যায় ধীরে,
রঙ ধরে রাখার শ' প্রচেষ্টা বৃথা,
তবু মানুষ রঙ মেখে শঙ সেজে পথ হাঁটে
অথচ ভিতর বাড়ির দেয়ালে সাদাকালো রঙের প্রলেপ।
২১ সেপ্টেম্বর ২০১৭


৮৪।
এক টুকরো বুকজমিন তাও অনুর্বর,প্রেম সার,
উন্নত ভালবাসার বীজেও হলো না ভালো ফলন,
আগাছায় পূর্ণ সে জমিনে ইচ্ছে হয় তীব্র ধার নিড়ানি চালাই।
২২ সেপ্টেম্বর ২০১৭

৮৫।
চোখ যায় মাঠে যেখানে আলো'রা ছিটকে পড়েছে,
ইটের দেয়ালে আলোছায়ায় বৃক্ষ তরুর ছবি এঁকে দিয়েছে প্রভাকর,
ফের এক চিলতে মুগ্ধতা চোখের পাতায় আহা!
২৩ সেপ্টেম্বর ২০১৭

৮৬।
বুক-বামে নরোম হৃদপাতায় নীল ব্যথার আঁচর,
কারো মন ভরাতে না পারার ব্যথা কুরে খায়-
তবে কি কেউ পেয়েও সুখি নয়,
দিতে কার্পণ্য নিতে নয়-কেনো!
২৪ সেপ্টেম্বর ২০১৭

৮৭।
ভোরের আলোয় মুঠোয় পুরেছিলাম বালি বালি স্বপ্ন,
দিনভর ভিজেছিলাম সুখ সুখ বারিষে মুঠো খুলিনি,
গোধূলিয়ায় হাত হল নিথর,
সন্ধ্যায় হাতের মুঠো ধীরে খুলতেই রাতের আঁধার হা করে স্বপ্ন সব নিল গিলে,
স্বপ্ন হল চোরাবালি।
২৪ সেপ্টেম্বর ২০১৭

৮৮।

মুখ হতে বেরোনো কথাগুলো তোমার
আমার মন ভাঙ্গার কারণ কেনো হয়?
ব্যথা ভুলে যখনই তাকাই মুখে তোমার
হৃদয় চুয়ে কেবল হয় ব্যথার রক্ত ক্ষয়।
২৫ সেপ্টেম্বর ২০১৭

৮৯।
গোলাপীরঙ মনপটে এঁকে রাখি সুখ-
রঙতুলির স্পর্শে কে জানি ছিটিয়ে দেয় ব্যথারঙ,
ধুকপুক বুক-নড়বড়ে মনের ঘর সে!
ঘাটতি পড়ে যায় নৈমিত্তিক হর্ষে!
২৫ সেপ্টেম্বর ২০১৭


৯০।
এমনো হতে পারতো কিছু রঙ মুহুর্ত দিতে আমার চোখ ছুঁয়ে
এমনতো হতেই পারতো কিছু স্বপ্ন এনে দিতে মনজমিনে রোয়ে।
হলোনা কিছু-কষ্ট নিলো পিছু!
২৬ সেপ্টেম্বর ২০১৭

৯১।
ইচ্ছেতুলিতে এঁকে দেই মনপটে তোমার
লালনীল গোলাপী রঙে কিছু রোমাঞ্চকর ছবি,
ঝরুক প্রণয় জ্যোতি,মুগ্ধ হয়ে দেখব তোমার অনুভূতি!
ভালবাসবে কি?
২৭ সেপ্টেম্বর ২০১৭


৯২।
প্রেম লিখি বলেই প্রেম করি এ ভুল ধারণা,
নয়-তো প্রেমের সাথে এ মোর প্রতারণা
প্রেমের যে লাগে বয়স -
লিখার কি লাগে বয়স
মন তো নয় মোর একটুও অয়স!
২৭ সেপ্টেম্বর ২০১৭

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ৮০।
রোজনামচায় কত গল্প কবিতা চোখ এড়িয়ে যায়
কিছু ঠেলি অতীতে কিছু বুকে পড়ে থাকে ঠাঁয়
১৮ সেপ্টেম্বর ২০১৭


---প্রতিটি অনুকাব্য-ই তো হৃদয় নাড়া দেয়! অসাধারণ! আপু।

২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

২| ২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: একটু ভিন্নমাত্রায় লেখেছেন প্রিয় কবি ছবি আপু অনেক শুভেচ্ছা রইল

২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। ভালো থাকুন

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:

এত্তোবড় কবিতা! নাকি কথামালা? যাইহোক, ভালো হয়েছে। গরম গরম ভাপা পিঠা খান, এগুলো ঝালের পিঠা, এখানে মিষ্টি নেই।

২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া এগুলো কথামালা। নাম্বারিং দিয়েছি যে। আহা ঝাল ভাপা পিঠা । চারিদিকে শুধু খেজুর গুড় ভাপা পিঠা বানায় এগুলো বানায় না। কিনে খাওয়া যেত।

জাজাকাল্লাহ খাইরান। ভালো থাকুন।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৭

রামিসা রোজা বলেছেন:
প্রতিটি কাব্য-কণাই সুন্দর ও পড়তে ভালো লেগেছে ।
ছোট ছোট কাব্য কণাগুলি এক একটি অর্থবহ সংলাপ।
ভালো থাকুন, শুভেচ্ছা রইলো ।

২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা আপি
জাজাকিল্লাহ খাইরান
আল্লাহ আপনার স্বপরিবারে ভালো রাখুন ফি আমানিল্লাহ

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:০২

নেওয়াজ আলি বলেছেন: অনু অনু কবিতা পড়তে একটুও লাগেনি অলস

২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২১

মেহেদি_হাসান. বলেছেন: ম্যাম অনুকাব্য পড়তে বেশ ভালো লেগেছে। ছোট কথার মধ্যে অনেক গভীরতা লুকিয়ে আছে।

২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ। আমি চাই আপনিও আপনার লেখাগুলো পোস্ট করুন।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৮

ঢুকিচেপা বলেছেন: বাহ্ খুব সুন্দর সুন্দর কাব্য কণা।

“ এক চামচ প্রেম দাও অথবা এক চিমটি জারুল ফুল রঙ ভালোবাসা”
চামচেও প্রেম দেয়া নেয়া চলে ? তবে নেয়ার ক্ষেত্রে চামচ দেখে নিয়েন ওটা যেন কাঁটা চামচ না হয়!!!!!

২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা যে দিবো সে মনে কাটাচামচই নিবো। বদের হাড্ডি একটা :)

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া জি

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:১১

রাজীব নুর বলেছেন: একটা বই বের করে ফেলুন।

২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ । জাজাকাল্লাহখাইরান ভাইয়া

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৩

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: আপু আপনার মাথায় মনে হয় সব সময় কবিতা ঘুরাঘুরি করে।
আমার মাথায় এক সময় এমন হত,অনেক কবিতা ঘুরাঘুরি করত।আমি মনে মনে লিখতাম।কাগজে না লেখার কারনে সে সব কবিতা হারিয়ে গেছে।

৩০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাগজেই লিখে রাখতেন। স্মৃতি হয়ে থাকতো আমরা পড়তে পারতাম। আপনি কেমন আছেন

জাজাকাল্লাহ খাইরান

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩২

ওমেরা বলেছেন: সব গুলোই সুন্দর তবে শেষটা আমার খুব পছন্দ লেগেছে। ধন্যবাদ আপু ।

৩০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান আপি
ভালো থাকুন সব সময়
ফি আমানিল্লাহ
শুভেচ্ছা সতত

১২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৪

কালো যাদুকর বলেছেন: ৯২। প্রেমে বয়স লাগে না মনে হয়
৯০। কস্ট নিল পিছু... আসলে কস্টে না পড়লে কবিতা হয় না।
৮৮, ৮৯। আরো কস্টের কবিতা
৮৭।ভোরের আলো সত্যি, রাতের স্বপ্ন শুধুই স্বপ্ন।
৭৭।অথচ ভুলে যাই আমল করার কথা,

নিয়মিত প্রকাশ করুন। বই বের করুন।
ভাল লাগল কবিতাগুচ্ছ।

২৯ শে মার্চ, ২০২১ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান অনেক সুন্দর মন্তব্য
ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ

১৩| ২৮ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৬

মেহবুবা বলেছেন: কাব্য কনা কুড়িয়ে নিলাম ঝুড়ি ভরে !

২৯ শে মার্চ, ২০২১ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান আপি অনেক ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.