নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১।
কেউ কী ভেবেছিলো ২০১৯ এর রাত বারোটায় আতশবাজি ফুটানোর সময়, আগত দিনগুলোতে আলোর ঝলমলানি থেমে যাবে। কেউ কী ভেবেছিলো জানুয়ারী ২০ এর সকালে ঘুম থেকে উঠে, অচিরেই লকডাউনে পড়বো আটকা। কেউ চিন্তাই করতে পারেনি..... এই বিশে বিশ বিষে বিষ হবে। ইতিহাসের পাতায় ঠাঁই নেবে কালো অধ্যায় হিসেবে কে জানতো।
কেউ ভাবেও নি, আপনজনেরা বেলাশেষের খেয়ায় রাখবেন পা এই বছরেই। হয়তো বয়স হয়ে গিয়েছিলো রোগে বেঁধেছিলো বাসা দেহের পরতে পরতে। তাতে কী কেউ ভাবতেই পারেনি সহসাই আপনজনদের প্রাণপাখি যাবে উড়ে। কেউ ভাবতেই পারেনি ঘরে বন্দি থাকতে হবে দিনের পর দিন।
চাকুরীজীবীরা চিন্তাও করতে পারেননি যে তারা এবারের রমজান কাটাবেন নির্ভাবনায়। ঘুম থেকে উঠার থাকবে না তাড়া। সময় মেপে হবে না চলতে। অনেকের ভাবনাতেই আসেনি যে তারা বেকার হবেন। অনেকে এও ভাবতে পারেননি তারা শহরের বাসা ছেড়ে লেজ গুটিয়ে পালাতে হবে গাঁয়ের বাড়ীতে। কারো স্বপ্নেও আসেনি কেউ কেউ অনাহারে অর্ধাহারে কাটাতে হবে দিন। কী দুঃসহ দিন পেরিয়ে এসে ঠেকেছি এখানে মানে বছরের শেষ দিনে। আগত দিন ভালো হবে না মন্দ হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করে এই করোনা হতে মুক্তি চাইবো প্রতিনিয়ত। তিনি আমাদের ক্ষমা করবেন, আমাদের প্রতি তুষ্ট হবে ইনশাআল্লাহ আগত দিন আশার আলো নিয়েই আসবে হয়তো।
করোনা আসলো হুটহাট, শিখিয়ে গেলো অনেক কিছু, মানুষ চেনা গেলো, কে আপন কে পর। চেনা হলো চোর। এই ঘোর বিপদের দিনেও কিছু নেতা ফেতা, চেয়ারম্যান মেম্বার, তেল চিনি চাল চুরি করে খবর হয়েছেন। এই দুর্যোগেও বেড়ে গিয়েছিলো ধর্ষন। এই মহামারীর সময়েও মানুষকে দলবদ্ধ হতে হয়েছে। প্রতিবাদ মিছিল করতে হয়েছে। করোনা শিখিয়ে গিয়েছে মানবতা। । কিছু মানুষ হেদায়েতের পথে হেঁটেছে। আর কিছু মানুষ মন্দ হতে আরও মন্দ হয়েছে। সবই চোখের সম্মুখে ঘটা ঘটনা।
এই বিশই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলো, যে ক্ষমতাবান আল্লাহর উপরে কিছু নেই । তিনি ইচ্ছে করলে মুহুর্তেই দুনিয়া গুঁড়ো করে দিতে পারেন। সাত সমুদ্দুর বিপদ এনে দিতে পারেন সম্মুখে। তিনি চাইলেই ঘড়িতে আছান ঘড়িতে তুফান এনে দিতে পারেন। আফসোস তাঁর কিছু বান্দা এসবে বিশ্বাস রাখে না। তাদের জন্য প্রভুর কাছে হেদায়েতের দোয়া করছি।
ভাষণ শেষ smile
======================================
এই বুনোফুলগুলো গ্রাম থেকে তুলেছিলাম। এদের নাম জানি না। তবে এগুলো ছোট । এগুলো উপর পা মাড়িয়ে মানুষ হেঁটে যায় । কেউ খেয়ালই করে না। অথচ দেখেন কত সুন্দর। স্যামসাং এস নাইন + এ তোলা ছবিগুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের।
এই বুনোফুলের মতই জীবন হউক ঝলমলে সুন্দর, সবাই সুস্থ ও নিরাপদ থাকুন এই প্রার্থনা আল্লাহর কাছে।
০২। ছোট একটা বুনোফুল....... সে হিমু সেজে আছে।
০৩। এগুলো চা বাগানের পথে ঘাটে হয়। খুবই সুন্দর কালার।
০৪। ছোটোবেলার মধু চোষা ফুল আহা।
০৫। লজ্জাবতি ফুল। যার পাতা ছুঁয়ে দিলেই মুখ ঢেকে ফেলে
০৬। আরেকটা হলুদ হিমু। নাম জানি না। মরুভূমি ভাই চিনতে পারেন।
০৭। ছোট ছোট নীল বেগুনী ফুল। এরা ঘাসের সাথে লেপ্টে থাকে। অদ্ভুত সুন্দর লাগে মাশাআল্লাহ
০৮। বেগুনী ফুলের নাম জানি না। তবে ইহা টবেও দেখতে পেয়েছি।
০৯। এই গোলাপী রানীর নাম জানি না। নাকফুল আকারের ফুলটি দেখতে খুব সুন্দর। নরম পাপড়ি।
১০। নাম জানি না ফুল
১১। লাজোবতী কন্যা।
১২। ছোটবেলার লাউ ফুল । বৃষ্টিতে ভিজে আছে।
১৩। ছোটো ছোটো ফুল অথচ কত সুন্দর।
১৪। ভেজা মধু ফুল। এই গাছের পাতাও উপকারী।
১৫। এই ফুলেরও নাম জানি না। ইহা ঝরে পরার সময়। এই ফুল গোলাপী রঙের হয়।
১৬। কলাই ঘাস ফুল । হিমু সেজে আছে
১৭। গোলাপী রাণী
১৮। উনার নাম জানি না। হতে পারে ঘাসফুল
২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে লেখা একটা অকাব্য
©কাজী ফাতেমা ছবি
=ভুলে যাবো যতসব যন্ত্রণা-ভুল-ভ্রান্তি
ভুলে যাবো সবকিছু, যত অন্যায় অবিচার, দুর্নীতির আস্ফালন
নতুন আলোয় নতুন করে নিজের মতন বাঁচতে শিখে যাবো,
কী হবে হাপিত্যেশের ঘাটে আর নাও ভাসিয়ে!
ভুলে যাবো তোমার দেয়া শত যন্ত্রণা, অবজ্ঞা, অবহেলা
নতুন আলোর ধারায় হাত রেখে জ্বলে উঠবো সুখের ছোঁয়ায়
কী হবে এত কিছু যন্ত্রণা মনে পুষে রেখে!
ভুলে যাবো দীর্ঘশ্বাস, বিষাদ, তিতে কথার ঝড়,
নতুন আলোর প্রভাতে চোখ খুলেই চিনে নেবো আপন পথ
কী হবে আর দীর্ঘশ্বাসের ঘরে নিভৃতে বসবাস করে!
ভুলে যাবো বুকফাঁটা কান্না, বিতৃষ্ণা, বিমর্ষ ক্ষণ, ভুল ভ্রান্তি
নতুন আলো আসুক জানালা ফুঁড়ে-আমি ছুঁয়ে দেবো আলো
কী হবে এত শত কু বুকের ভেতর পুষে রেখে!
ভুলে যাবো বাসা বেঁধেছিলো যত অসুখ বিসুখ, কষ্ট ব্যথা
নতুন আলোর দুয়ারে দাঁড়িয়ে নেবো শপথ-যা কিছু হবে ভালো হোক
সুখ নেই সুখ নেই কী হবে আর এসব ভেবে!
যা চলে যায় যাক্, স্মৃতির খাতায় সযতনে রাখলাম তোলে.....কেবল সুখটুকু
যা কিছু ঘটে গেছে যাক্, আশায় থাকবো ভালো কিছুর জন্য,
যা আসে আসুক ধেয়ে, বুক পেতে নেবো সব।
ভালো হোক আর মন্দই হোক, সয়ে নেবো সব নিয়তি ভেবে।
নতুনত্বে সাজুক জীবন, ভুলগুলো সব মুছে দেবো সময়ের ইরেজারে,
আসুক একটি নতুন আলোর প্রভাত,
সাদরে তাকে নেবো তাকে জড়িয়ে জীবনের সাথে।
December 31, 2018
পোস্টটি আমাদের প্রিয় ব্লগার রামিসা রোজা আপুকে উৎসর্গ করলাম। আপু যেন এই ফুলগুলোর মতই সুন্দর সুস্থ ও নিরাপদ থাকে সেই দোয়াও করছি।
অট: ভুয়া ভাইয়ার ডরে আর কবিতা দিলাম না আফসোস
৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন নাম তো। অনেক ধন্যবাদ রিফাত ভাইয়া। ভালো থাকুন অনেক অনেক
২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: আপনার সাথে মিলিয়ে আমারো কামনা " আপনি,রামিসা আপু, ভূয়া ভাই সহ সকলের সুস্থতা ও নিরাপদ জীবন। আর সবাইকেই নতুন বছরের শুভেচছা।
৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া আপনিও অনেস সুস্থ আর ভালো থাকুন আর সুন্দর সুন্দর পোস্ট আমাদেরকে উপহার দিন। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ফি আমানিল্লাহ
৩| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৫
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: নতুন বছর সারা বিশ্বের জন্য কল্যাণকর হউক এই প্রত্যাশা।
৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনিও সুস্থ ও নিরাপদ থাকুন এই দোয়া করি
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৬
রাসেল বলেছেন: Very nice. Happy new year
৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো ও সুস্থ থাকুন আগত দিনগুলোতে। শুভেচ্ছা সতত
৫| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: আর চমৎকার সব ফুলের ছবির জন্য ছবির মত ম্যাডাম কাজী ফাতেমা কে ধন্যবাদ।
৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি ভালো থাকুন অনেক অনেক
৬| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩
রামিসা রোজা বলেছেন:
ছবি আপা ,
এটা আমি কি দেখছি সবার শেষে ভীষণভ সারপ্রাইজড!!
এতো ভালোবাসা আপনার কাছ থেকে পাওয়া অবশ্যই
সৌভাগ্যের ব্যাপার আমার জন্যে । এত সুন্দর কবিতা এবং চমৎকার সব ছবি সবকিছুই বরাবরের মত অসাধারণ
হয়েছে । আমি অনেক ভালোলাগলো এবং আপনাকে আন্তরিক ধন্যবাদ । কৃতজ্ঞতা সহকারে পোস্টটি প্রিয়তে রইলো ।
৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপা বছরের শেষ দিনে আপনার থেকে সুন্দর কথা শুনে মনটা অনেক ঝরঝরে হয়েছে। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। স্বপরিবারে ভালো থাকুন এই কামনা।
ইনশাআল্লাহ আগামী বছর সব ব্লগারদের সাথে দেখা বা কথা হবে । আজ এখানেই শেষ। সব ব্লগাররা ভালো থাকুন
৭| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৪
ওমেরা বলেছেন: আমরা কেউ ই ভাবি নাই এমনও বছর আমাদের জীবনে আসবে ! কত চেনা অচেনা মানুষ হারিয়ে গেল আমাদের মাঝ থেকে, আলহামদুল্লিলাহ ! আমরা অনেকই ভালো আছি, কিন্ত কতক্ষন থাকবো আমরা কেউ জানিনা । আগামী কাল আমাদের জীবনে কি ঘটবে আমরা তাও জানি না । সেই আমরাই আল্লাহর দেয়া অল্প একটু জ্ঞান নিয়েই কতই না গর্ব করি ।
আশা করি, সব বালা,মসিবত দুর হয়ে আগামী বছর আমাদের সুন্দর হবে । ইনশাআল্লাহ !
আপু আপনার জন্য ও রমিসা আপুর জন্য শুভ কামনা রইলো ।
০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথাগুলো অসাধারণ মাশাআল্লাহ আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই প্রার্থনা করি।
জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন সব সময় ফি আমানিল্লাহ
৮| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: বুনোফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি।
০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৯| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৩
মেহেদি_হাসান. বলেছেন: আপনিও সুস্থ ও নিরাপদ থাকুন এই প্রার্থনা করি আল্লাহর কাছে।
ফুলের ছবিগুলো অসাধারণ হয়েছে ম্যাম সাথেও কাব্যটাও চমৎকার হয়েছে। এই বছর করোনা সবার জীবনই এলোমেলো করে দিছে আল্লাহর কাছে দোয়া করি এই মহামারী করোনা থেকে আমাদের মুক্ত করুন।
আপনার আগামী দিনগুলো সুন্দর হোক ব্লগে নিয়মিত পোষ্ট করে আপনার কাব্য পড়ার এবং অসাধারণ সুন্দর ছবিগুলো দেখার সুযোগ করে দিন, আপনার জন্যে শুভকামনা।
০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য মাশাআল্লাহ
আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন করোনা হতে। সুস্থ থাকুন স্বপরিবারে। ফি আমানিল্লাহ
শুভেচ্ছা ও ভালোবাসা রইলো
১০| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৮
এইচ তালুকদার বলেছেন: চমৎকার লেখাটার জন্য ধন্যবাদ। আসলে করোনা আমার জীবনটা বদলে দিয়েছে, জীবনটাকে নতুন ভাবে দেখতে শিখেছি।
০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া আল্লাহ সবাইকে ভালো রাখুন
ভালো থাকুন আপনি স্বপরিবারে
জাজাকাল্লাহ খইরান ফি আমানিল্লাহ
১১| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
Happy New 2021!
Wishing everyone all the best!
০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া
ভালো থাকুন স্বপরিবারে
১২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৮
জুন বলেছেন: প্রথম ফুলটি দেখে মুগ্ধ হোলাম ছবি । নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা
০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি । শুভ নববর্ষ ভালো থাকুন সব সময় ফি আমানিল্লাহ
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৫
আকন বিডি বলেছেন: আমার হিংসে হয়।
০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ আপনিও পারবেন ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
আল্লাহের কাছে টিকা চেয়ে একটা পদ্য লেখেন।
০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাতো অবশ্যই । তাঁর কাছে ছাড়া আর চাইবো কার কাছে
ধন্যবাদ বিষয়টা মনে করিয়ে দেয়ার জন্য
ভালো থাকুন
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৭
ঢুকিচেপা বলেছেন: আপনার ভাষণ শুনে গেলাম। শেষ প্যারার আগের প্যারা যথার্থ হয়েছে।
আপনি বললেন কবিতা দেননি আমিও পড়িনি।
“ পোস্টটি আমাদের প্রিয় ব্লগার রামিসা রোজা আপুকে উৎসর্গ করলাম।”
একেই বলে হাতে হাতে ফল!!!!!
রামিসা রোজা আপুকে অভিনন্দন।
নববর্ষের শুভেচ্ছা রইল।
০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন।
নববর্ষের শুভেচ্ছা রইলো
১৬| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১২:২৯
আমি সাজিদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইরান
শুভ নববর্ষ
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৭| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:৩০
রাজীব নুর বলেছেন: আপনার ছবি গুলোর লোকেশন কোথায়?
০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছু ছবি আমাদের বাড়ীর, পীঁরেরগাঁও (মিয়াবাড়ী) চুনারুঘাট, হবিগঞ্জ
আর কিছু ছবি শ্বশুরবাড়ীর, ঢাকুয়া গ্রাম, তারাকান্দা, ময়মনসিংহ।
১৮| ০১ লা জানুয়ারি, ২০২১ ভোর ৬:৫০
সোহানী বলেছেন: চমৎকার সব ফুলের ছবি। সাথে কবিতায় +
হ্যাপি নিউ ইয়ার প্রিয ছবি আপু।
০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ
শুভ নতুন বছর
১৯| ০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ৯:০২
মনিরা সুলতানা বলেছেন: দারুন !
০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
২০| ০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৩
মিরোরডডল বলেছেন:
শুরুতেই খুব সত্যি একটা কথা বলেছো আপু । লাইফ ইজ আনপ্রেডিকট্যাবল ।
২০২০ আসলেই মেমোরেবল হয়ে থাকবে ।
তবে এটা বলতেই হয় পজিটিভলি জীবনে অনেক পরিবর্তনও এসেছে । পিপল লার্নড এ লট ।
বনোফুল বা জংলিফুল আমার ভীষণ প্রিয় ছবিপু । ৪ নং ছবির ফুলের মধু আমিও খেয়েছি, অবশ্যই ছোটবেলায় ।
প্রত্যেকটা ফুল খুবই সুন্দর, বিশেষ করে পার্পলগুলো ।
কলাই ঘাসফুল, এটা আগে কখনও দেখিনি ।
চমৎকার পোষ্ট আপু । নতুন বছর শুভ হোক ।
রামিসাপুকেও অভিনন্দন ।
০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি.. ইতিহাসের পাতায় আতংক বছর হিসেবে লিখা থাকবে। জী পরিবর্তন হয়েছে অনেক।
দলকলস বলি আমরা এ গাছকে । এ গাছের পাতা উপকারী ।
জাজাকিল্লাহ খাইরান আপি সুন্দর মন্তব্যের জন্য । ভালো থাকুন ফি আমানিল্লাহ
২১| ০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
ঢাকা - সিলেট রেলওয়েতে ট্রেনে করে যেতে আখাউড়া পার হলেই রেল লাইনের দুপাশে ছিলো প্রচুর বন ও বুনো গাছ গাছালি ফুল লতা পাতা, কিছু কিছু এলাকা ছিলো দিনের আলোতে রাতের মতো অন্ধকার - এখন আর তেমন নেই আবাসনের চাপে আস্তে আস্তে কমে যাচ্ছে সবই।
বোন, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। আমার জন্য দোয়া করবেন বোন। ফি আমানিল্লাহ।
০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা অনেক কিছু বদলে গেছে। অনেক কিছু বিলীন হয়ে গেছে সময়ের চাকায় পিষে গেছে । নতুন সভ্যতা গড়ে উঠেছে
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
২২| ০১ লা জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২০
ভুয়া মফিজ বলেছেন: সবখানেই বাঘের লেজ ধইরা টান দেন ক্যান? খুবই খারাপ অভ্যাস। আমি কি কবিতা দিলে ডর দেখাই? এমনেই কাব্য প্রেমিকরা আমারে খুব একটা সুনজরে দেখে না; তার উপ্রে এইসব আবজাব কথা কয়া আমার মার্কেট খারাপ করতাছেন!!
যাউকগ্যা, আপনেরে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। কামনা করি, এই বছরে আপনের কবিতার ভাব কইমা গল্পের ভাব বৃদ্ধি পাক। কবিতা লেখতে কম্পিউটারে বইলেই য্যান লোড শেডিং হয়!! বাকীটা উপরওয়ালার ইচ্ছা!!!
০৩ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যহ হ্যহ শকুনের দোয়ায় গরু মরতো না
উল্টাও হতে পারে হাহাহাহ।
আপনি একজন কাব্য প্রেমিক সে সকলেরই জানা । মা হাসান ভাইয়েরও খোঁজ নাই । বেচারা বইমেলার আগে মনে হয় আসবে না এখানে।
জাজাকাল্লাহ খাইরান ভাালো থাকুন
২৩| ০১ লা জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ০৬। আরেকটা হলুদ হিমু। নাম জানি না। মরুভূমি ভাই চিনতে পারেন।
অনেকগুলি ফুলই চিনিন না। সেগুলির কথা কিছু বলার নাই। যেগুলি চিনি সেগুলির নাম জানিয়ে দিচ্ছি।
২। তুরান
৩। দাঁতাঙ্গা
৪+১৪। দণ্ডকলস
৬। কলকাসুন্দা
৭। হংসপদি
৯্+১০+১৭+১৮। বন ওকড়া
০৩ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসঙখ্য ধন্যবাদ মরু ভাই
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
২৪| ০১ লা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাপী নিউ ইয়ার ভাইয়া ভালো থাকুন
২৫| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৯:০০
তারেক ফাহিম বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।
০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
২৬| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৩
এম ডি মুসা বলেছেন: সুন্দর পোস্ট। ছবিতে। হ্যাপি
নিউ ইয়ার ২০২১
০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া ফি আমানিল্লাহ
২৭| ০২ রা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩১
নীল আকাশ বলেছেন: ছবিগুলি সুন্দর হয়েছে
মফিজ ভাইয়ের ভয়ে কবিতা নিয়ে কিছু বললাম না।
শুভ নব বর্ষের শুভেচ্ছা।
০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনে
শুভেচ্ছা রইলো নববর্ষের
২৮| ০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ১১:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: নতুন বছর আপনার জন্য কল্যানকর হোক।
০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৪
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ২ নম্বর ফুল টার ফল খুব স্বাদের - নামটা দাতরাঙ্গা (আমাদের আঞ্চলিক নাম ধুরকি ফুল) , পেলেটগুলোট ঠোঁটে ঘষলেও কালার হয়; জ্বালানী হিসেবেও খুব ভালো।