নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=মন দানিতে সাজিয়ে দাও বসন্ত ফুল=

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৯



©কাজী ফা‌তেমা ছ‌বি
=মন দানিতে সাজিয়ে দাও বসন্ত ফুল=
মন দা‌নি‌তে তু‌লে দাও এক‌টি হলুদ গাঁদা,
ভা‌লোবাসার জ‌লে ক‌রে দি‌য়ো পূর্ণ,
সবুজ মন আমার, জানোতো, মনে লেগে থাকে
কেমন যেন গোলক ধাঁধা,
‌প্রেম পাই না খু‌ঁজে কোথাও, প্রেম খু‌ঁজি হ‌য়ে ঘূর্ণ।

মন দা‌নি‌তে তু‌লে দাও হলুদ গাঁদার ফুল
এনে দাও ম‌নে রঙ বসন্ত,
যখনই ভা‌লোবাসার আকাঙ্খা জা‌‌গে,
দে‌খি সর‌ষে ফুল..... ম‌রি‌চিকা, কুহেলিয়া, ভুল শুধু ভুল,
মা‌নে না আর প্রেম কাতর এ মন‌তো!

এক‌টি হলুদ ফুল তু‌লে দাও চু‌লে,
এ‌নে দাও বু‌ড়ো‌বেলায় এক‌টি ফাগুন,
আমি দিন দু‌নিয়া ভু‌লে,
ম‌নে তোমার লা‌গি‌য়ে দে‌বো ভা‌‌লোবাসার আগুন।

এক‌টি বাস‌ন্তি ফুল তু‌লে দাও হা‌তে,
এ‌নে দাও জীব‌নজু‌ড়ে সু‌খের বর্ষন,
আমি প্রে‌মের কানামা‌ছি খেল‌তে চাই
‌তোমার সা‌থে,
মন তোমার চুম্বক হোক, দিক ভা‌লো‌বে‌সে ঘর্ষন।

এক‌টি কমলা প্রহর আমায় ‌দি‌য়ো, দে‌বে?
সবুজ পা‌ড়ের শাড়ী‌তে আস‌বো সে‌জে,
মন বা‌ড়ি‌য়ে দি‌য়ো, এই মন নে‌বে?
আ‌মি ছুঁ‌য়ে দি‌লেই, মন সেতা‌রে ‌তোমার
সু‌খের বাজনা যা‌বে বে‌জে।

মন বাগা‌নে লা‌গি‌য়ে দাও এক‌টি গাঁদা ফু‌লের চারা,
ভা‌লোবাসার সার আর দে‌বো প্রেমের নিড়ানী,
হলুদাভ প্রহর আমা‌দের, প্রেমে ভা‌লোবাসায়
সু‌খে হ‌বো আত্মহারা,
এই তু‌মি ‌কি ডাক‌বে আমায়? এই বউরাণী!

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১০:৫০

আমি সাজিদ বলেছেন: ফুল দেখলেই আমার সেই প্রেমটার কথা মনে হয়। শাহবাগ থেকে ফুল কিনে আজিমপুর কলোনীর সামনে দাঁড়িয়ে থাকতাম একসময়।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা হা হা কী প্রেমই না ছিলো হা হা হা সফল হইছিলেন কি

অনেক ধন্যবাদ ভাইয়া জি

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১১:০৪

রামিসা রোজা বলেছেন:
কবিতায় প্রেমের ও ফুলের চিরবসন্তের রূপ ফুটে উঠেছে
যাকে বলে একদম খাঁটি ভালোবাসা ।
অনেক সুন্দর হয়েছে কবিতা ++

০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ফি আমানিল্লাহ
সবাইকে নিয়ে ভালো থাকুন এই কামনা

৩| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর। ভাষা সুন্দর।

০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাইয়া ভালো থাকুন

৪| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:১৬

কবিতা ক্থ্য বলেছেন: ছবিয়াল কাজি(নাকি ছবি) আপা,
একা গাও গান,
খুশিতে নেচে উঠুক -
অধ থেকে ইশান....

০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: একটা হইলেই হইলো..। যে নামে ডাকলে লাগে ভালো, সে নামেই ছড়াক ধরায় আলো।

জাজাকাল্লাহ খাইরান। ভালো থাকুন ফি আমানিল্লাহ

৫| ০৫ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:১৫

সোহানী বলেছেন: হলুদ গোলাপ সহ কবিতায় ভালোলাগা...........

০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৬| ০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:৫০

কালো যাদুকর বলেছেন: সুন্দর ফুলেল কবিতা++

০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
ফি আমানিল্লাহ
শুভেচ্ছা সতত

৭| ০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিরোনামেই ভাললাগা।

০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

৮| ০৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৭

তারেক ফাহিম বলেছেন: অসম্ভব ভালো লাগা।

পোস্টে ৪ নাম্বার লাইক।

০৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। কৃতজ্ঞতা
ভালো থাকুন হামেশা ফি আমানিল্লাহ

৯| ০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪০

মোহামমদ কামরুজজামান বলেছেন: ফুলের সাথে সুন্দর কবিতা +++।

ভালবাসা - ফুল সমার্থক।আর তাই ফুল দেখলেই মনে পড়ে,আহা মনে পড়ে - ফেলে আসা সেই দিনগুলি ।

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবারই ফুল মাখা একটা সুন্দর অতীত ছিলো মাশাআল্লাহ। কিছু অতীত স্মৃতি মনে আনন্দও দেয়।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

১০| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাইয়া ভালো থাকুন

আমি ভালো থাকার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি।

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ‌আল্লাহ ভরসা ভালো থাকুন

১১| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৩

নেওয়াজ আলি বলেছেন: ভালো লিখেছেন। সুন্দর +

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

১২| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫২

করুণাধারা বলেছেন: কবিতা ভালো লেগেছে, ফুলের ছবিও খুব সুন্দর! কিন্তু কবিতা হলুদ গাঁদা নিয়ে, কিন্তু ফুলটা কেমন গোলাপ গোলাপ ভাব... B-)

ছবির উৎস পোস্টে খুঁজছিলাম, পরে দেখি ঝুড়ির মধ্যে লেখা net collected ছB। দারুন আইডিয়া!!

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: গাঁধার সাথেই লিখাটি ছিলো আপি। কী মনে করে এই ছবিটি দিয়ে দিলাম

জাজাকিল্লাহ খইরান অনেক ভালো থাকুন
ভালোবাসাা নিন

১৩| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:




ছB - লেখা থেকে ভাবছি আপনি কি চিঠিপত্রের যুগে এবার ৮০, ৯তো এমন শব্দগুলো ব্যবহার করতেন?

০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা না চিঠিপত্রের যুগে এমন লিখি নাই। আব্বার কাছে শুধু চিঠি লিখতাম আব্বা কুয়েত ছিলেন তখন।

জাজাকাল্লাহ খাইরান

১৪| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৪

রানার ব্লগ বলেছেন: ফুলেল কবিতা !!!

০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রানা
ভালো থাকুন

১৫| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১৪

এম ডি মুসা বলেছেন: ফুলের পিছে আমার দুর্বলতা আছে। দেখতে যেন মনটা নরম হয়ে যায় সুন্দর ফুলের কবিতা। যদি সেটা হয় হলুদ গাঁদা
সবুজ পাড়ের শাড়িতে আসব সেজে, ছন্দে হৃদয় ভরে গেল

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.