নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=জীবন যেখানে যেমন (জীবন গদ্য)=

০৯ ই মে, ২০২১ দুপুর ১:৫৯



#পরিস্থিতি_মেনে_নিতে_শিখতে_হয়
রোদের তীক্ষ্ণতা ধারালো চাকুর মতো রোদ্দুরকে খুঁচিয়ে যাচ্ছে যেনো। চোখ মেলে তাকানোর জু নেই। তবুও ইট সুড়কির রাস্তা ধরে হেঁটে যাচ্ছে রোদ্দুর। নাকে কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। হাঁটতে হাঁটতে ক্লান্ত লাগছে বেশ, হয়তো রোদের তাপটা বেশিই। নিত্য দিনের একই কর্ম করতে করতে মাঝে মাঝে রোদ্দুর হাঁপিয়ে যায়। তবুও জীবন চালাতে বাধ্য হয়েই হাঁপাতে হয়। ইচ্ছেমাফিক চলার মত জীবন মানুষের কখনো হয় না, থাকে না। হয় প্রয়োজনের তাগিদ নয়তো বা অন্যের ইচ্ছেয় নিজেকে চালানো।
রোদের শিখা যত তাপই ছড়াক না কেনো। মাটির রোদ্দুর তা পাত্তা দেয় না। দিব্যি রোদের ক্রোধের উপর পা মাড়িয়ে রোদ্দুর হেঁটে যায়। ভয়ানক আলো চোখ জ্বালিয়ে দেয় তাতে কি...ঐ যে কৃষ্ণচূড়ার পাঁপড়িগুলো খসে পড়ছে একে একে মাটির বিছানায়। আহ রোদ আর রক্ত রঙ মিশে একাকার। লাল আলোর গালিচায় হাঁটছে রোদ্দুর তবে সন্তর্পণে পা ফেলে ফেলে কৃষ্ণচূড়ার পাঁপড়িগুলো পায়ে না দলে যায়। ধীরে ধীরে পাঁপড়ির সংখ্যা বাড়ছে... আর রাস্তাটা যেনো নববধূর মত লাল বেনারসির ঘোমটা টেনে নিচ্ছে। এমন অপরূপ রূপের স্নিগ্ধতা রোদের চাকু উত্তাপকেও হার মানায়।

মাঠের একপাশে কাকদের বাজার বসেছে অথবা সভা বসিয়েছে। কি নিয়ে আলোচনা হচ্ছে রোদ্দুর একটু আঁচ করতে পেরেছে। মাঠের পাশে ডাস্টবিনে পড়ে আছে একটা কাকের মড়াদেহ। একদল কাক সেখানেই উড়ছে ঘুরছে আর কাকা রবে আহাজারির সুর তুলে আকাশ আর মাঠটাকে কাঁপিয়ে তুলছে! একটু পর কাকের লাশটা তুলে নেয়ার জন্য একজন স্বেচ্ছাসেবি এগিয়ে আসল, কিন্তু সেখানে কাকেরা বাঁধ সাধলো, কিছুতেই ফয়সালা না হওয়া পর্যন্ত এই লাশের সৎকার করা যাবে না বলে কাকের সর্দার হুংকার ছাড়লো। বাধ্য হয়ে বেচারা দেয়াল ঘেঁষে দাঁড়ালো। সঙ্গীর প্রতি ওদের মায়া দেখে রোদ্দুর ঠাঁয় দাঁড়িয়ে রইল গাছের আঁড়ালে। ভাবছে ওদের মাঝে এখনো মানবতা....না ঠিক কথাটা কি হবে রোদ্দুর বুঝতে পারছে না, মানবতা না কাকোবতা হবে কারণ কাক'রা তো মানুষ না! ওদের কাকোবতা দেখে রোদ্দুরের ভিতরটা মোঁচড় দিয়ে উঠে।
মানবতার দুয়ারে মানুষ হোঁচট খাচ্ছে প্রতিনিয়ত। একটা কেনো শত শত লাশ পড়ে থাকলেও তো মানুষ লাশের বুকে পা মাড়িয়ে হেঁটে যায় এতে মানবতার ভাবান্তর নেই। এখন মড়ামানুষ আর জেতামানুষের মধ্যে পার্থক্য নেই। ঐ একই হল মন ছাড়া মানুষ, তাদের আবার মানবতা!! রোদের উত্তাপে তৃষ্ণার্থ কাকেরা নিথর হয়ে পড়ে, ওরা ধীরে ধীরে শোক কাটিয়ে উঠতে পারছে। ওদের এখন বৃষ্টি প্রয়োজন, একফোঁটা পানি পেলে হয়তো স্বস্তির নি:শ্বাস ফেলতে পারবে। শোকে পড়ে থাকলে তো হবে না, জীবন নিয়ে যেতে হবে টেনে সম্মুখে, তাই কাকেরা ফের ব্যস্ত হয়ে পড়ে জীবন বাঁচানোর যুদ্ধে।

রোদ্দুর ক্লান্ত, এত শোক, দিনের উত্তাপ ধকল নিতে পারছে না আর। পেট ছুঁ ছুঁ করছে,পানির তৃষ্ণা প্রবল আকার ধারণ করেছে কিন্তু এসব কিছু রোদ্দুরের নাগালের বাইরে এখন। ইচ্ছে হলেই সব পাওয়া যায় না। প্রকৃতির নিয়মের উপর কখনো জোর খাটানো যায় না। সব আশা যেমন হয়না পূর্ণ তেমনি সব চাওয়া পাওয়াও হয় না এক। হুম জীবনের সব পরিস্থিতি মেনে নিতে শিখতে হয়। মেনে নিতে হয় মনের বিরুদ্ধে গিয়েও। এবং তাতেই সুখ,তাতেই শান্তি।
(০৯ মে ২০১৬)

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২১ দুপুর ২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কিন্তু আমরা পরিস্থিতি কিংবা,বাস্তবতা
মেনে নিতে চাইনা। যারা বাস্তবতা আর
পরিস্থিতি মেনে চলার মন্ত্র যানে তারাই
সফলকাম। সব সমস্যা কাটিয়ে উঠতে
পারে। আপনাকে ধন্যবাদ আপু।
ঈদের শুভেচ্ছা জানবেন। আজ
কদরের রাতে নামাজ পড়ে
দোয়া করবেন বিশ্বের সব
মানুষের জন্য যেন
সবাই নিরাপদে
থাকে।

০৯ ই মে, ২০২১ দুপুর ২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজত করুন। হেদায়েত দান করুন।
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন স্বপরিবারে

২| ০৯ ই মে, ২০২১ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: মানুষ যার কথা শুনবেন, সেই রকম কোনো লোক বাংলাদেশে নেই। কারো উপরে মানুষের আস্থা নেই। কেউ কোন কিছু মানছে না, এর পরিনাম ভোগ করতে হলে- সেটা হবে দুঃখজনক, ভারত যেটা করছে।
দূর্ভাগা দেশ! কি জানি আছে সামনে।

০৯ ই মে, ২০২১ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন। হেফাজত করুন।
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৩| ০৯ ই মে, ২০২১ বিকাল ৩:০৮

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: খুব সুন্দর । ❤️

০৯ ই মে, ২০২১ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
ভালোবাসা ও শুভেচ্ছা রইলো

৪| ০৯ ই মে, ২০২১ বিকাল ৩:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখাটা চমৎকার হয়েছে, ছবিটা অসাধারণ!!
৫ বছর আগের লেখা!!!

১১ ই মে, ২০২১ সকাল ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। হ্যা পাঁচ বছর আগের লেখা। ফেসবুক মনে করিয়ে দিলো তাই পোস্ট দিলাম নতুন করে
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৫| ০৯ ই মে, ২০২১ বিকাল ৫:৪৩

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার

১১ ই মে, ২০২১ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৬| ০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৪০

কামাল১৮ বলেছেন: সমস্ত প্রানী কুলের একটা নীতি নৈতিকতা আছে,মানুষ বিভিন্ন মতে বিশ্বাসী হয়ে একটু দুরে চলে গেছে।একজন আরেক জনকে ঘৃনা করতে শিখেছে।

১১ ই মে, ২০২১ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুধু ঘৃণা না মানুষ মানুষকে ভালোও বাসে
এজন্যই পৃথিবীতে এখনো শান্তি বিরাজ আছে

ধন্যবাদ ভালো থাকুন

৭| ১০ ই মে, ২০২১ রাত ২:৪৪

জটিল ভাই বলেছেন: কুব সুন্দর লেকছুইন যে..... পইরা বালা লাগছে......

১১ ই মে, ২০২১ দুপুর ১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থিংকিউ থিংকিউ।, বাড়ীত যাইতান না যে? ঈদ কোনানো করবাইন ভাইজান?
অগ্রিম ঈদ মোবারক

৮| ১১ ই মে, ২০২১ দুপুর ২:৩৭

মাসউদুর রহমান রাজন বলেছেন: সুন্দর লেখা। পইড়া ভাল লাগছে।

১১ ই মে, ২০২১ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান। খুশি হইলাম
আল্লাহ নেক হায়াত দান করুন
ফি আমানিল্লাহ।
শুভেচ্ছা সতত

৯| ১৩ ই মে, ২০২১ দুপুর ১:৫০

নির্জন অঙ্কন বলেছেন: দারুণ বলেছেন

১৭ ই মে, ২০২১ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নির্জন। কেমন আছেন। ঈদ মুবারক

কেমন কাটলো ঈদ?

১০| ২৭ শে মে, ২০২১ সকাল ১০:২৬

খায়রুল আহসান বলেছেন: লাল কৃষ্ণচৃড়ার ঝরে পড়া পাঁপড়িগুলো দিয়ে ঢাকা রাস্তাটার লাল বেনারসির ঘোমটা টানা নববধূর সাথে তুলনাটা চমৎকার হয়েছে।

কাকদের 'মানবতা' আর মানবের পাশবিকতার সমান্তরাল ভাবনাটাও চমৎকার হয়েছে। আর ছবিটাও খুবই চমৎকার!

পাঁচ বছর আগে লেখা এ পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ। পোস্টের শেষের পাঁচটি বাক্য স্মরণীয়।

পোস্টে তৃতীয় ভাল লাগা + +।

২৭ শে মে, ২০২১ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া পুরাতন পোস্ট পড়েছেন কৃতজ্ঞতা রইলো। সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.