নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

= গ্রামের বাড়ীর ফুল লতা পাতা=

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৮

০১। ঝরে পড়া জবারাণী



গ্রামের বাড়ী এখন ঘরে ঘরে ফুল বাগান করতেছে। আগে বাড়ীতে আমি একাই বাগান করেছি। সেই বাগানের অবশিষ্ট এখনো বেঁচে আছে। অবশ্য আম্মা আব্বা বয়স্ক মানুষ তাই আর কিছুরই যত্ন নেয়া হয় না। কেউ পানি দেয় না ফলে গাছগুলো আধামরা হয়ে বেঁচে আছে। এবার গিয়ে একদিন পানি দিছিলাম আর দীর্ঘশ্বাস ছাড়ছি। আমাদের ঘর বাড়ী এখন অনেকটাই এলোমেলো । একটা বাড়ীতে মেয়েরা না থাকলে সেই বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যায়। গুছানো নেই কিছুই আর।

যাই হোক গ্রামে গেলেই অসংখ্য ছবি তোলা হয়ে যায়। কত ছবি এখনো মোবাইল ক্যামেরায় বন্দি। আগের মত ছবি পোস্ট দিতে পারছি না ফটোশপের অভাবে। এই দৈন্যতা হয়তো আর ঘুচবে না। তবুও মনের আকাঙ্খা আল্লাহ তাআলা পূরণ করেন। একদিন ফটোশপের ইচ্ছেটাও ইংশাআল্লহ পূর্ণ হবে সে আশাতেই বুক বাঁধি।

এই ছবিগুলো স্যামসাং এস নাইন প্লাস দিয়ে তুলেছি। আমার এই ফোন নষ্ট হয়ে যাচ্ছে। ডিসপ্লে নাকি মারা যাচ্ছে। একটা ডিসপ্লে লাগাতে বলছিল ২৬০০০ টাকা লাগবে। শুনে ফেরত নিয়ে আসি।

নিচের ছবিগুলো কেবল লাগানো ফুলের না, কিছু ফুল প্রাকৃতিক বুনোফুল, যা ঘাসে শোভা ছড়াচ্ছিল

আচ্ছা স্যামসাং এস আলট্রা২৩ নাকি
আইফোন কিনলে ভালো হবে? টাকা জমাচ্ছি দেখা যাক সময় হলে ইংশআল্লহ কিনে নেব। শুধু জেনে রাখার জন্য এই প্রশ্ন।


০২। বুনোফুল । এই ফুলেরও অনেক কালার আছে



০৩। কী সুন্দর কালার এই ফুলটির। এই ফুলের নাম জানি না।



০৪। দুইটা দুই রকমের গাঁদা



০৫। শীতের গাঁদা



০৬। বুনোফুল অন্য কালার



০৭। বুনোফুল । এগুলো মারা যাওয়ার সময এমন তুলোর মত উড়ে যায় ফু দিলেই



০৮। ঝরে যাওয়া ফুলটি রেখেছিলাম গাছের মাঝে



০৯। বুনোফুল । শিয়ালমুখী মনে হয় এগুলো।



১০। রাঙ্গা জবারাণী



১১। পানিকোলা ফুল। ক্ষেতের পাশে এগুলো দেখতে পাওয়া যায়।



১২। গোলাপী জবা। ইয়া বড় এই ফুলটি



১৩। ইহাও বুনোফুল । হালকা নীল কী যে সুন্দর লাগে।



১৪। রংগন আর ভাঁটফুল। এগুলো পানিতে ছেড়ে ছবি তুলেছিলাম। অন্যদিন দেব ইংশআল্লহ।



মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৬

মামুinসামু বলেছেন: অনেক সুন্দর হয়েছে ছবিগুলি।

আইফোন কিনতে পারেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
দেখি আল্লাহ কী ভাগ্যে রাখেন

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৫

ফুয়াদের বাপ বলেছেন: বর্ননা সহ ছবি পোষ্ট ভালো হয়েছে। আমার মতো এনড্রয়েড ভক্ত হলে স্যামসাং কিনতে পারেন। তবে দুইটার মধ্যে আইফোন বেষ্ট হবে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি এনড্রয়েড ভক্তই আসলে। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন ফি আমানিল্লাহ

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার ছবিগুলো!

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই
ভালো থাকুন
শুভ কামনা সতত

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৪

শাওন আহমাদ বলেছেন: ছবি চোখের শান্তি এনে দেয়।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ শাওন ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮

নজসু বলেছেন:

আস সালামু আলাইকুম আপা।
আশা করি ভালো আছেন।
দারুণ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওলাইকুম আস সালাম
আলহামদুলিল্লাহ
জাজাকাল্লাহ খইর

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৫

জুল ভার্ন বলেছেন: ৬ নম্বর ফুল চাক্ষুষ দেখার সৌভাগ্য হয়নি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: গ্রামে গেলে দেখতে পাবেন।
ধন্যবাদ আপনাকে

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৭

সোনাগাজী বলেছেন:


আপনার অনুপস্হিতিতে আপনার বাগানের অবস্হা ভালো থাকার কথা নয়।

আপনার এবারের ছবিগুলো ভালো লেগেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ভালো নেই। নতুন যারা তাদের মাঝে এসব শখ নেই বললেই চলে

ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১০

নেওয়াজ আলি বলেছেন: এইবার বর্ষায় আমার বাগানে জবা ফুলের কয়েকটি গাছ লাগিয়েছি ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফুল ফুটেছে? ফুটলে ছবি দিয়েন। জবা যে কত রঙের আছে। সাদা জবাটাও ভাল্লাগে

ধন্যবাদ আপনাকে

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৯

কামাল১৮ বলেছেন: ছবিগুলো সুন্দর।ভাইয়ের বিয়ে কি এখনো হয় নাই।বাবা মাকে দেখার জন্য একটা মেয়ে খুঁজছিলেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ। কথাবার্তা চলতেছে। ভাইয়েরও মেয়ে পছন্দ হইছে। সবাই ঢাকা থাকাতে কথা আগানো যাচ্ছে না। এইটাই হচ্ছে সমস্যা

ভালো থাকুন

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: আরো কিছু ছবি সাথে যুক্ত করতে পারতেন। যেমন- মাটির পথ। খাল বিল নদী। স্কুল ঘর। গ্রামের বাজার। পুকুর। গ্রামের কিশোর কিশোরী ইত্যাদি।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম পারতাম আলাদা পোস্ট দিব ইংশাআল্লহ। কিন্তু গ্রামের কিশোর কিশোরীর ছবি তুলি নাই। গ্রামে বাজার নাই আমাদের।
পুকুর আছে। পুকুরের ছবি আছে

ডোবার ছবিও আছে
ধন্যবাদ ভালো থাকুন

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
০৯। বুনোফুল । শিয়ালমুখী মনে হয় এগুলো।
না, এগুলি- উচুন্টি, ফুলকুড়ি, দোচুন্টি, ভুরভুষি, উচন্ডি।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.