নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
=একুশ এক আবেগী শব্দ=
একুশ মানে বাংলায় কবিতা গান, যা ইচ্ছে তাই সুর
একুশ মানেই মায়ের মিঠে বুলি, মা মা ডাকতে পারার আনন্দ,
একুশ মানেই মনে পড়ে যায় সেই হায়েনা অসুর,
যারা মুখের ভাষা কেড়ে নিতে বাঁধিয়েছিলো দ্বন্দ্ব।
একুশ মানেই বায়ান্নতে বক্ষ ফুঁড়ে উঠা বাংলার নব কুঁড়ি
একুশ মানেই বাংলা পায়ের তলায় পিষে ফেলার চক্রান্ত
একুশ মানেই বুক চেতিয়ে মাথা তুলে দাঁড়ায় বাংলা বৃক্ষের গুড়ি,
একুশ মানেই মুখের ভাষা কেড়ে নিতে পাক'রা ছিল উদ্ভ্রান্ত।
একুশ মানেই হার না মানা বাঙালির রক্তে রাঙানো ঘাস
একুশ মানেই যুদ্ধ করে ফিরে পাওয়া মাতৃভাষা
একুশ মানেই ভাষার ছায়াতলে শান্তি সুখের আবাস,
একুশ মানেই নতুন স্বপ্ন নতুন শব্দে গান বোনা, নতুন আশা।
একুশ মানেই দিগন্ত প্রসাত নৈঃস্বর্গের সুকোমল হাওয়া
একুশ মানেই মুখের নদীতে কলকল শব্দের ধ্বনি,
একুশ মানেই ত্যাগ তিতিক্ষার পর বাংলা আপন করে পাওয়া,
একুশ মানেই হৃদয়ের তারে তারে সুরের হারমনি।
একুশ মানেই বয়ে যাওয়া নদীর মত বাংলা শব্দের স্রোতধারা
একুশ মানেই মাঝির গেয়ে উঠা সুর জারি সারি ভাটিয়ালি,
একুশ মানেই বিশ্বের আকাশে এক উজ্জ্বল তারা
একুশ মানেই ভাষার জন্য জীবন দেয়া সেই বীর বাঙালি...
একুশ মানেই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণে মায়ের মুখের বুলি,
একুশ মানেই মাতৃভূমি মা মমতাময়ী নারী
একুশ মানেই বাহান্ন থেকে একাত্তর, বাংলার জমিনে স্বাধীনতার আঁচড়
লাল সবুজের এক আবেগী তুলি,
একুশ মানেই সেই হৃদয় বিদারক অমর একুশে ফেব্রুয়ারি
(২১-০২-২০২০)
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভেচ্ছা আপনাকেও ভাইয়া
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ফি আমানিল্লাহ
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৪
এম ডি মুসা বলেছেন: সুন্দর কবিতা
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৩
শায়মা বলেছেন: খুবই সুন্দর একখানা একুশের কবিতা আপুনি।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু অনেক ধন্যবাদ
তোমাকে তো দেখাই যায় না। কোথায় কী করছো এত ব্যস্ত কেনো
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩০
শূন্য সারমর্ম বলেছেন:
ভালো ; তবে একুশ মানেই ভাষা শহীদদের জন্য নির্মিত যাদুঘর/পাঠাগারে অবহেলার দৃশ্যপট,ফুল দেয়া নিয়ে মারামারি ও শহীদ মিনার থেকে ফুল চুরি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব নিয়েই প্রতিবছর একুশ আসে। ভালোবাসি একুশ ভালোবাসি মায়ের ভাষা
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৭
সোনাগাজী বলেছেন:
একুশ মানেই কবিতা?
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা গল্প উপন্যাস আরও কত কি
ধন্যবাদ
ভালো থাকুন
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৪
মুক্তা নীল বলেছেন:
আপনার কবিতাটা আসলেই ভীষণ আবেগী হয়েছে ।
অনেক বছর যাবৎ প্রভাত ফেরিতে যাই না মনে পড়ে সেই দিনগুলোর কথা ।
ভালো থাকুন ছবি আপা ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ তখন যেতাম। আর যেতাম বাচ্চাদের সাথে। এখন এরা বড় হয়ে গেছে একাই যায়।
ধন্যবাদ আপা। কেমন আছেন আপনি
ভালো থাকুন দোয়া করি
ফি আমানিল্লাহ
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩১
রাজীব নুর বলেছেন: এরকম কবিতা লাখ লাখ আছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আই অন কিত্তন?
লাখ লাখের মাঝে আমারটাও থাকা
কারণ একুশ একটা আবেগী শব্দ।
আপনিও রাখুন
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৩
জুল ভার্ন বলেছেন: একুশ নিয়ে যতো কবিতা তার সবই প্রায় একই বক্তব্য! একুশ নিয়ে প্রবন্ধ বেশী হওয়া উচিৎ। +
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইজান বক্তব্য একই ভালোবাসা একই।
প্রবন্ধও হয়তো রচিত হচ্ছে আমরা টের পাচ্ছি না
ধন্যবাদ ভাইজান ভালো থাকুন
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো লাগলো কবিতা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন অনেক অনেক
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২২
খায়রুল আহসান বলেছেন: "একুশ এক আবেগী শব্দ" - বাহ, একুশ নিয়ে খুবই আবেগী একটা কবিতা লিখে ফেলেছেন, একেবারে একুশের দিনটিতেই।
কবিতায় ষষ্ঠ প্লাস। + +
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া
১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: একুশ নিয়ে অনেক কবিতা লিখতে ইচ্ছে করে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: লিখে ফেলুন নিদ্বির্ধায়
ধন্যবাদ ভাইয়া জি ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: একুশের সুন্দর কাব্যে ভালোলাগা রইলো।
অমর একুশের শুভেচ্ছা আপু আপনাকে।