নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
যেখানে দিগন্তজুড়ে সবুজের আস্ফালন, যেখানে সজীবতা অফুরন্ত,
যে মাটিতে লেগে থাকে বারোমাসি বসন্ত,
সেখানেই পা ফেলে হাঁটতে চাই অনন্তকাল,
এখান ইট সুরকির পথে মেলাতে পারি না আর তাল।
যেখানে সোঁদা মাটির গন্ধ,
যেখানে হাঁস মোরগ রোজ বিহানে তুলে হাউকাউ ছন্দ
যেখানে ধানের ক্ষেতে আলে গরুর বিচরণ,
সেখানেই বসে থাকতে চাই নিরব...সেখানেই হাঁটতে চাই
সন্তর্পনে ফেলে চরণ।
যেখানে মাঠে গরু ছড়ায় কৃষক, গরুর পিঠে ফিঙে পাখি
যেখানে রোজ ভোরে কিচির মিচির সুরে পাখি উঠে ডাকি,
সেখানেই চোখ খোলা রেখে ভোর দেখতে চাই,
যেখানে বসলেই খোলা আকাশ অথবা সবুজ
অনায়াসে দেখতে পাই।
মন বিষাদে পূর্ণ, ছুঁতে চাই এক টুকরো সবুজ,
একটি উদাস দুপুর পেতে মন হয়ে রয় অবুঝ,
এখানে অফুরন্ত অবসর নেই, নেই মনে এক বিন্দু প্রশান্তি,
এখানে মানুষের মনে মন রাখলেই ঘিরে ধরে
এক সমুদ্দুর ক্লান্তি।
ছুটে যেতে চাই দূর্বাঘাসে,
যেখানে পাতায় পাতায় রোদ্দুর হাসে,
সে পথ ধরে হাঁটতে চাই, যে পথে অজস্র বুনোফুল আছে ফুটে,
এখানে, এই শহরে রোজই যায় বিষাদে মন টুটে।
এখানে মন কাঁচের চুড়ি, ভেঙ্গে চুরমার, লাগে না আর জোড়া;
অথচ সময়ের অন্ত দেখতে পাচ্ছি, সময় যে বল্গা ঘোড়া;
আমি যেতে চাই এক্ষনি ঠিক এক্ষণি, সবুজ ঘেরা সোনার গাঁয়ে,
আমি চড়ে বসতে চাই.......এবেলা অলীক হাওয়ার নায়ে।
২৩/০২/২০২২
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ভালো থাকুন
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য সুন্দর
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৮
অনামিকাসুলতানা বলেছেন: অনবদ্য।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপু। ভালো থাকুন সর্বদা
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫০
শায়মা বলেছেন: সুন্দর দেশের কবিতা।
গরুগুলোর মুন্ডু নেই
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: মুন্ডু ঘাসের ভিত্রে।
থ্যাঙ্কিউ সো মাচ আপু। ভালো থাকুন ফি আমানিল্লাহ
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: আর কবিতা মন ছুঁয়েছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব সুন্দর কবিতা। শেষের চার লাইন বেশি ভালো লেগেছে।
এখানে মন কাঁচের চুড়ি, ভেঙ্গে চুরমার, লাগে না আর জোড়া ..........
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর। ভালো থাকুন ভাইয়া ফি আমানিল্লাহ
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮
জ্যাক স্মিথ বলেছেন: চমৎকার ছবি, সবুজ শ্যামল গ্রাম বাংলার এমন ছবি দেখলে বিষাদে পূর্ণ মন ভালো হয়ে যায়।
কবিতায় খুব সুন্দর করে গ্রাম বাংলার চিত্র ফুঁটিয়ে তুলেছেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: গ্রামেই শান্তি। মন খারাপ হলে, ক্ষেতের বসে থাকলেও ভাল্লাগে
অনেক ধন্যবাদ স্মিথ। ভালো থাকুন
শুভেচ্ছা সতত
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১১
কামাল১৮ বলেছেন: এমন ছবি দেখলে চোখ ভালো থাকে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: শহরের বেশির ভাগ মানুষেরই চশমা। সবুজ কম দেখে, মোবাইলের স্ক্রীণএ চোখ
সবুজ দেখলে আসলেই চোখে মনে শান্তি
থ্যাংকস এ লট ভাইয়া
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৪
নেওয়াজ আলি বলেছেন: দারুণ একটা কবিতা।
শুভেচ্ছা ও অভিনন্দন
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া। অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: সবুজ আমার সবচেয়ে পছন্দ। সবুজে চোখের আরাম হয়।
কবিতা ভালো হয়নি। বড্ড এলোমেলো এবং অগোছালো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সবুজ চোখের জন্য উপকারী
দুনিয়া একদিকে থাকলেও আপনি অন্য দিকে থাকবেন, সমস্যা নাই, এরপর থাইকা আরও ভালো লিখমু ইংশা আল্লহ
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩০
গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার সুন্দর ভাললাগার ছোঁয়ায় হৃদয় স্পর্শ করা কবিতাখানি সত্যিই অসাধারণ হয়েছে।
সবুজ আমারও ভাল লাগে। কিন্তু, হায়! আধুনিক সভ্যতার ক্রীতদাসের অদৃশ্য শৃঙ্খল আমাকে বেঁধে রাখে এই ইট, পাথর আর পোড়া ধোয়া মিশ্রিত বাতাসের শহরে। একদিন ঠিকই সমস্ত শৃঙ্খল ছিন্ন করে ছোটে পালিয়ে চলে যাবো সবুজেই।
বল্গা ঘোড়া, নাকি বল্গাহীন ঘোড়া, নাকি বল্গা হরিণ লিখতে চেয়েছিলেন?
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অবারিত সবুজে চোখ রাখতে হলে গ্রামই উত্তম। সবুজ খুব ভালো লাগে। আর শহরে গাছপালা কেটে খালি বিল্ডিং বানায়।বল্গা ঘোড়াই তো জানি দ্রুত দৌঁড়ায়। আপনার কথাও ঠিক হতে পারে। বুঝে পরে ঠিক করে নেব ইংশা আল্লহ
জাজাকাল্লাহ খইর ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫২
ইসিয়াক বলেছেন:
"মন বিষাদে পূর্ণ, ছুঁতে চাই এক টুকরো সবুজ,
একটি উদাস দুপুর পেতে মন হয়ে রয় অবুঝ,
এখানে অফুরন্ত অবসর নেই, নেই মনে এক বিন্দু প্রশান্তি,
এখানে মানুষের মনে মন রাখলেই ঘিরে ধরে
এক সমুদ্দুর ক্লান্তি।"
ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর ভাইয়া অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৮
রানার ব্লগ বলেছেন: সবুজে সবুজের সমারোহ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩১
স্প্যানকড বলেছেন: ছবিটা মন কেড়েছে ! ভালো থাকবেন খুব।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ স্প্যন
আপনিও ভালো থাকবেন
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।