নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
#আউলা_ঝাউলা
১/
রোজ বিহানের আলোয় খুঁজি এসে এখানে
নৈঃশব্দের বেড়াজালে হয়ে রইলে বন্দি
চুপচাপ পালিয়ে বেড়ানো প্রহর তোমার,
কোন সে কারণ তোমায় করেছে বিরাগ
মুখ ঘুরিয়ে নিলে, মন এখানেই রেখে
ইচ্ছে একদিন ছুঁয়ে দিব অভিমানীর চোখ।
২/
একদিন আমিও অভিমানী হবো
নিঃশ্বাসে তোমার ছেড়ে যাবো অপ্রসন্নতা
বুকের বাম জমিনে তোমার
বুনে যাব অদৃশ্য শব্দের কষ্ট বীজ...
একদিন কষ্ট ডালপালা গজাবে,
তুমি নুয়ে পড়বে মর্ত্যে
পুড়বে, জ্বলবে
এই বসন্তেও বুকের জমিন ফাটবে চৈত্রের খরায়।
ভালবাসার তৃষ্ণার জল হাতে আমি অভিমানী হবো...
হবো আমি কান্না হবো তোমার।
তোমার এক একটি বসন্ত পুড়ে যাবে অনায়াসে;
বুকের জমিনে বিরহ আগাছা মাথাছাড়া দিয়ে উঠবে
তুমি নিশ্চুপ, নৈঃশব্দের কাঁটা বেড়াজালে বন্দি হবেই।
৩/
তার চে ঢের তুমি পাখি হয়ে যাও
উড়ে এসে বস আমার কাঁধে
আমি ছুঁয়ে দেই নরম পালক
যাবার বেলায় খসে পড়ুক পালক
আমি চোখের পাতায় পালক ছুঁয়াবো।
না হয় বসন্ত পাতা হও তুমি
হলুদ কমলা লাল কিংবা বাসন্তি রঙ
ডাল হতে খসে উড়ে এসে বস আমার দাওয়ায়
আমি আলতো তুলে নিব তোমায়
বুকের বামে ছুঁয়ে দিব তোমার স্পর্শ।
হতে পারো গাঢ় নীল প্রজাপতি
দু'টি পাখায় রঙধনু রঙে সেজে এসে বস
আমার ঝুলানো পাতা বাহারে
আমি আলগোছে আঙ্গুল ছুঁয়াবো, ওড়ে যেয়োনা
সামান্য রঙ এনে ছুঁয়াবো মনে, মন প্রজাপতি হোক।
এই বসন্তের সকালে সোনালী রোদ্দুর হবে কি?
মন উঠোনের দূর্বাঘাসের ডগায় বস এসে
আমি একটু ঝুঁকে তোমায় আঙ্গুলে তুলে নিব
অধরে মাখব সোনালী রঙ, তুমি জেগে উঠো না
রোদ্দুরের ছোঁয়ায় আমি চোখ মুদে অনুভব করব ভালোবাসা।
সব বাদ দিয়ে তুমি একান্ত আমার হও
তোমায় সাজাবো ভালোবাসা রঙ জামায়
আলিঙ্গনে বন্দি করে লুকিয়ে রাখবো
বন্দি তোমায় আর হতে দিবো না অভিমানী
সকাল দুপুর গোধূলিয়া সন্ধ্যা রাত অবধি তুমি আমার হও।
২৮/০২/২০১৭
০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৩:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে। ঠিক বলেছেন।
কবিতা লিখা অনেক কঠিন কাজা। এ পথে হাঁটার সময়ই তো নেই।
ভালো থাকুন
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৭
শায়মা বলেছেন: তোমার হোক।
তোমার হোক তোমার হোক আপুনি!
০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৩:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: না আমার কাউকে লাগবে না। এসব কবিতার হোক আমার না
থ্যাংকিউ সো মাচ আপুন
৩| ০১ লা মার্চ, ২০২৩ রাত ৩:৫৯
স্প্যানকড বলেছেন: এতো বিরহ জমে আছে ক্যান ? কিছুটা হাওয়ায় কিছুটা জলে মিশিয়ে দেন। হা হা হা.... ভালো থাকবেন আপু।
০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৩:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব ২০১৭ সালের লেখা এখন আবেগ মইরা গেছে গা
থ্যাংকিউ সো মাচ
আপনিও ভালো থাকেন
৪| ০১ লা মার্চ, ২০২৩ ভোর ৫:৩৮
কালো যাদুকর বলেছেন: " এই বসন্তেও বুকের জমিন ফাটবে চৈত্রের খড়ায় " _ অসাধারন উপমা।
০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৩:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ যাদুকর ভালো থাকুন
৫| ০১ লা মার্চ, ২০২৩ সকাল ৭:৩৭
এম ডি মুসা বলেছেন: কবিতা ভালো লেগেছে
০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মুসা ভাই
ভালো থাকুন অনেক অনেক
৬| ০১ লা মার্চ, ২০২৩ সকাল ৯:৩৪
জুল ভার্ন বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে। +
০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৭| ০১ লা মার্চ, ২০২৩ দুপুর ১২:১২
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার আবেগপূর্ণ লিখন
০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
৮| ০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৪:২১
পদাতিক চৌধুরি বলেছেন: সবগুলাই ভালো লেগেছে।
০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ পদাতিক ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২ এর প্রথম স্তবক ও ৩ এর প্রথম স্তবক ভালো লেগেছে।
কোনো একটা বিষয় নিয়ে আপনি বা অন্যরা যা ভাবেন, আমিও যদি তা ভাবি বা সেভাবে ভাবি, তাহলে সেই ভাবনায় কোনো বৈচিত্র নেই। কবিতার গঠন ও শৈলী হলো এখানে। শব্দগুলো এমন ভাবে গাঁথতে হবে, যেভাবে অন্যরা গাঁথে না।
শুভেচ্ছা আপু।