নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=শ্বশুর বাড়ীর বৃক্ষ তরু লতা ফুল=

০৭ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:১৬

০১। পেঁপে ফুল (কুঁড়িয়ে পাওয়া০



আজকের ছবিগুলো শ্বশুরবাড়ী এলাকার। প্রায় বছরখানেক হল শ্বশুর বাড়ীতে যাওয়া হচ্ছে না। তা না হলে প্রতিবছর একবার যাওয়া পড়ে শীত সিজনে। এবার বড় ছেলের ভর্তির কার্যক্রম চলছে। এবার ইন্টার পাশ করলো আলহামদুলিল্লাহ। এবারের শীত মিস করলাম। এগুলো আগের ছবি। স্যামসাং এস নাইন প্লাসে তোলা। আশাকরি আপনাদের ভালো লাগবে।

আগে ছবির সাথে কবিতা লিখতাম। ব্লগবাসিরা পছন্দ করেন না তাই আর লিখা হয় না। যাই হোক শুধু শুধু ছবি দিলেও দেখি কেউ দেখতে চান না। অন্যান্য পোস্টের মন্তব্যও কমে গেছে। সবাই আমরা ব্যস্ত হয়ে গেলাম। ব্লগ ডে হইছিল কিনা তাও খোঁজ রাখিনি।

সবচেয়ে বড় কথা হলো এবার বইমেলায় যাইনি। নানা সমস্যার কারণে অনেক শখ বিসর্জন দিতে হচ্ছে। অনেক চেষ্টা করেও সময়ের নাগাল পাচ্ছি না। কত কিছু লিখার কথা ছিল এখানে । অথচ প্রতিদিনই ভাবি একটা পোস্ট দেবই দেব। চোখ ফিরিয়ে দেখি বিকেল হয়ে গেছে । কোনো একদিন যদি সময় পেয়ে যাই। আমি তখন খুশিতে বাকবাকুম। মনে মনে ভাবি ব্লগিং করমু আইজ। ওমা দেখি আমার সামনে কোনো এক স্যার অথবা কলিগ এসে গল্প জুড়ে দিছে। না করতে পারি না আবার গল্প করতেও মজা পাই না। অথবা সময় পাইছি বলে যেই চিৎকার মারছি মনে মনে সেই দেখি ছোট বোন বলে ছোট আয় মার্কেটে যাই। এমন করেই সময়গুলো হাতছাড়া হয়ে যাচ্ছে।

০২। শ্বশুর বাড়ীর ধানি জমি



০৩। কুড়িয়ে পাাওয়া জবা ফুল



০৪। পুকুর আর চারিদিকের প্রকৃতি



০৫। শিশির বিন্দু



০৬। বুনোফুল। ইহা আমাদের বাড়ীতেও খুঁজে পেয়েছিলাম



০৭। ঝরা পাতা



০৮। পুকুরে মাছ ধরার জাল



০৯। সন্ধ্যার সময়



১০। সন্ধ্যা



১১। সকালের ধলাই নদীর দৃশ্য



১২। শ্বশুর বাড়ীর টিনের ঘর ও সুপারী বাগান (পাশেই নতুন ঘর পাকা করা) এটাও বিলুপ্ত হয়ে যাবে।



১৩। শীতের কুয়াশাচ্ছন্ন সকাল। এখানে বসে খুব মজা পাই



১৪। কুয়াশায় আচ্ছন্ন সকাল



১৫। শ্বুশুরবাড়ীর মান কচু। মান কচু ছোট বেলার অনেক স্মৃতি জড়ানো একটি গাছ।


মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৪৬

ফুয়াদের বাপ বলেছেন: গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য্য তুলে ধরেছেন ছবি ব্লগে। আহ! কী সুন্দর আমার দেশ! ধূলোবালুর মরুর বুকে থেকে থেকে ভুলেই গেছি কাঁদা মাটির সুধা ঘ্রান, দূর্বাঘাষ মারানো রঙিন নগ্ন পা, মৃদু বাতাশে ঝনঝন করা পাকা ধানের কলরব, কলকল ধেয়ে চলা নদীর ছলাত ছলাত শব্দরা, টিনে চালে ঝুম বৃষ্টির রিনিঝিনি।

০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা গ্রামে বড় হয়েছি। এসব সুখকর সময় আমাদের জীবনের বাঁকে বাঁকে। গ্রামে গেলে যে কী ভালো লাগে । স্বাধীন লাগে। শহরে এর কিছুই পাওয়া যায় না। স্নিগ্ধতা নাই, ঘাস নাই লতা পাতায় আছে কেবল ধুলো।

খুব সুন্দর মন্তব্য ধন্যবাদ আপনাকে

২| ০৭ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:১০

নজসু বলেছেন:


অপূর্ব!
বাড়ি বিলুপ্ত হবে কেন আপা?
এই স্মৃতিগুলোই তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে।
পুকুরপাড়ের ছবিগুলোতে নিজেকে হারিয়ে ফেললাম যেন!

০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: টিনের ঘরটা বিলুপ্ত হবে। কারণ এখানে আরেকটা পাকা ঘর উঠবে তাই।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৩| ০৭ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:২০

জুল ভার্ন বলেছেন: আমার সোনার বাংলা ❤️

০৯ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি তোমায় ভালোবাসি
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি
আমার সোনার বাংলা

ধন্যবাদ ভাইয়া জি

৪| ০৭ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

ভুয়া মফিজ বলেছেন: ছবির সাথে কবিতা না দেওয়াটা একটা ফৌজদারী অপরাধ!!! =p~

মন্তব্য নিয়া টেনশান কইরেন না। আসলে আপনের ছবি দেইখা ''সুন্দর'' বলা ছাড়া আর কিছু খুইজা পাইনা! (বিভ্রান্ত হইয়েন না। আপনের ছবি মানে, আপনের দেওয়া ছবি আর কি!!! :P ) ।

বি.দ্রঃ আপনে নিজেও তো মন্তব্য করেন না।

০৯ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা অপরাধের শাস্তি কিতা ভাই।

আমি নিজেও মন্তব্য করি না কথা ঠিক না। আমি ব্লগেই আসতে পারি না। তাছাড়া ছোট পোস্টে মন্তব্য করি তো। বড় পোস্ট পড়ার সময় থাকে না

তাছাড়া নিজের পোস্টের মন্তব্যের উত্তর দিতে পারি না দেরী হয়ে যায়

সুন্দর মন্তব্যের জন্য থ্যাংকিউ সো মাচ

কিন্তু আপনাকে কম দেখা যায় ব্লগে কিল্লাই

৫| ০৭ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪০

সোনাগাজী বলেছেন:




আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করার প্ল্যান আছে?

০৯ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইন্টারের পরে কী আর মাদ্রাসায় ভর্তি করা যায়?

সময় শেষ তো
এখন ইউনিভার্সিটিতে পড়বে সে। সব জায়গায় পরীক্ষা দেবে যেখানে টিকে। দোয়া করবেন

ধন্যবাদ

৬| ০৭ ই মার্চ, ২০২৩ রাত ৯:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


কাঠাল পাতা ছাড়া ঝড়া পাতার ছবি মানায় না।

০৯ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাঠালপাতা একসাথে ঝরে কিনা দেখিনি
তুলতে পারলে সুন্দরই হতো
ধন্যবাদ শূন্য

৭| ০৭ ই মার্চ, ২০২৩ রাত ৯:২৯

কামাল১৮ বলেছেন: শ্বশুর বাড়ী কোন এলাকায়।গাছগাছালিতে ভরা।

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ময়মনসিংহের ঢাকুয়া গ্রাম তারাকান্দা থানা

ধন্যবাদ আপনাকে

৮| ০৭ ই মার্চ, ২০২৩ রাত ১১:৪২

দারাশিকো বলেছেন: ছবি সুন্দর হইছে ছবি আপা। এই গ্রাম পাওয়াও তো মুশকিল।

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দারা ভাইয়া

গ্রাম এখন বেশ উন্নত পাকা ঘরে ভরে গেছে।
তারপরও গ্রাম ভালো লাগে

৯| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ১:১৫

কালো যাদুকর বলেছেন: ছবি গুলো দারুন।

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

১০| ০৮ ই মার্চ, ২০২৩ সকাল ৮:২২

অনামিকাসুলতানা বলেছেন: দারুন সব ছবি।
আমি ও ব্লগে কিছু লিখতে চায়, ম ন্তব্য করতে চায় কিন্তু সময় কোথা দিয়ে পালিয়ে যায় বুঝতে পারি না ।

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সময় আমিও পাই না আপু
মন্তব্যের উত্তর দিতে তাই দেরী

ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

১১| ০৮ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৪

গেঁয়ো ভূত বলেছেন: "শ্বশুর বাড়ীর বৃক্ষ তরু লতা ফুল" এর ছবিগুলো যার পর নাই ভাল লেগেছে, সত্যিই অসাধারণ!

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভূত ভাইয়া

১২| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ৯:২৩

খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা খুব সুন্দর দিয়েছেন। +
আপনার শ্বশুর বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়, এ কথাটা মনে আছে কারণ শ্বশুর বাড়ি নিয়ে লেখা আপনার কয়েকটা পোস্ট আগেও পড়েছিলাম। মেয়েরা সাধারণতঃ বাপের বাড়ি নিয়েই স্মৃতিকাতর হয়, শ্বশুর বাড়ির প্রাকৃ্তিক সৌন্দর্য নিয়ে কাউকে তেমন লিখতে দেখি না। সেই দিক থেকে আপনি ব্যতিক্রম তো বটেই।

"ব্লগবাসীরা কবিতা পছন্দ করেন না" - এ কথাটা সর্বাংশে সত্য নয়, যদিও কথাটা বেশিরভাগ ব্লগারের ক্ষেত্রে সঠিক। তাতে কী হয়েছে? যদি একজন পাঠকও আপনার কবিতা পছন্দ করেন, তবে তার জন্যই লিখুন। আমি তো এরকম কবিতা-প্রেমীদের (নগণ্য সংখ্যক হলেও) জন্যই কবিতা লিখে থাকি।

২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার মন্তব্য পড়ে অনুপ্রেরণা পেলাম অনেক। যে জায়গা আমার ভালো লাগে অথবা যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা নিয়ে লিখতে বলতে আমি কার্পণ্য করি না।

ইংশাআল্লহ কবিতা লিখবো পরের বার
জাজাকাল্লাহ খইর

১৩| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ৯:৩৪

খায়রুল আহসান বলেছেন: শিশির বিন্দুর ছবিটা (৫ নং) বেশ সুন্দর তুলেছেন। সন্ধ্যা, সন্ধ্যাকাশ আর শীতের কুয়াশাচ্ছন্ন আকাশের ছবিগুলো মনকে নাড়া দিয়ে যায়, খুব সুন্দর!

ঘন শুপারি গাছের সারি দেখে চোখ জুড়িয়ে গেল। বিশেষ করে রোপিত শুপারি চারার মাঝে টং ঘরগুলো দেখে। আর মানকচু গাছের ছবি দেখে মনে পড়ে গেল, ছোটবেলায় আমরা নানার বাড়িতে গেলে একটু বৃষ্টি হলেই মানকচুর পাতা কেটে ছাতা বানিয়ে খেলতাম।

পোস্টে অষ্টম প্লাস। + +

২৩ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবগুলো ছবি খুটে খুটে দেখেছেন
খুব ভালো লাগলো ভাইজান

আমরাও মান কচুর ছাতা বানাতাম ছোটবেলায়

থ্যাংকিউ োস মাচ
ভালো থাকুন অনেক অনেক

১৪| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৩

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা,
আপনার ছবির সাথে কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে আপনি তো অনেক সুন্দর কবিতা লেখেন , হঠাৎ এত মন খারাপ করে লিখলেন কেন আপা ? ছবিগুলো খুবই সুন্দর হয়েছে ।

২৩ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপা অনেকেই পছন্দ করেন না, তাই বললাম
পরেরবার ছবির সাথে কবিতা লিখবো ইংশআল্লহ

জাজাকিল্লাহ খইর আপুন
ভালো থাকুন অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.