নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
আজ যেখানে সুর কলরব, কাল সেখানে কান্না
কাল সেখানে আঁধার ঘরে, আজ চাও হীরে পান্না,
আজ এখানে সুখানন্দ, কাল সেখানে একা
আজকে তোমার অনেক সঙ্গী, কাল করবে না দেখা।
সুখের ছোঁয়ায় আজকে পাগল, কাল যে আঁধার ঘরে
কাল সেখানে ঠিক সাজানো, কষ্ট থরে থরে।
আমলনামার বাছ বিচারে, দুঃখে কি-বা সুখে
কাল সেখানে কী যে হবে, ভাবলে কষ্ট বুকে।
আজ তুমি এই নরম বিছনায়, মাটির বিছনায় কাল যে
আজ এখানে হই হুলোড়ে, সুখে হারাও তাল যে।
বলছো কথা রঙ বাহারী, কালকে নিরব নিথর
ভাবলে কষ্টের ঢেউ উঠে না, তোমার বুকে ভিতর?
আজ যেখানে আছো সুখে, ইটের পাথর বাড়ি
ভাবছো কী আর যেতে হবে, স্বর্গ প্রাসাদ ছাড়ি।
আজ এখানে রাজা বাদশা, শক্তিশালী ধীমান
কাল সেখানে ফকির তুমি, না থাকলে সে ঈমাণ।
আজ এখানে বিত্ত বৈভব, টাকা কাড়ি কাড়ি
কাল যে তোমার মাটির ভিতর, হবে বসত বাড়ি।
অট্টালিকায় শুয়ে আছো, তুমি কোটিপতি
নামাজ ছাড়া কাল সেখানে, কষ্ট বীন নেই গতি।
আজ এখানে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব
ঘর সাজানো ভালোবাসায় বসছে সুখের উৎসব
আজ এখানে খেয়াল খুশির, খোলা শত দুয়ার
কাল যে তুমি বন্দি হবে, আঁধার ঘেরা খোঁয়ার।
সময় থাকতে হও হুশিয়ার, ঈমানের ভিত গড়ো
বুকের ভিতর ঈমান নিয়ে, বেলাশেষে মরো।
নামাজ রোজা ইবাদতে, মন'টা রাখো দৃঢ়
এসব ছাড়া পরকালে, ফলাফলও জিরো।
০৮/০৯/২০১৮
২৭ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ অধীতি
ভালো থাকুন
২| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ১:৫৯
সোনাগাজী বলেছেন:
মানুষ নিয়ে লেখেন, আল্লাহের বাণী প্রচার করতে পারেন অশিক্ষিতরাও; কিন্তু তারা মানুষের কথা বলার ক্ষমতা রাখে না।
২৭ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি অশিক্ষিত মূর্খ তাই আল্লাহকে নিয়েও লিখি
মানুষ নিয়েও লিখি
ধন্যবাদ
ভালো থাকুন
৩| ২৫ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৪১
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর কবিতা! +
২৭ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইজান
ভালো থাকুন
৪| ২৫ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৩৩
জটিল ভাই বলেছেন:
মনে ছুঁয়ে যায় এই লিখনে
বুকটা কাঁপে দুরু,
এই হিদায়াত ক'জন নিবে?
ক'জন বুঝবে গুরু?
২৭ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ফলাফল দুনিয়া ও আখেরাতেও পাবেই
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৫| ২৫ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: ইসলামিক কবিতা।
২৭ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ইসলামিক কবিতা
ভালো থাকুন
ধন্যবাদ
৬| ২৭ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৫৭
রানার ব্লগ বলেছেন: লালন কি মাঝে মাঝে আপনাকে স্বপ্নে দেখা দেয় ?
২৭ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: লালন আবার কে? লালন নামের কেউ আমার স্বপ্নে আসে না
৭| ২৭ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৪৪
রানার ব্লগ বলেছেন: লালোন ফকিরের নাম শোনেন নাই ? সত্যি ??!!!
২৭ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হে লালন ফকিরের নাম শুনেছি। অই বেডা আমার স্বপ্নে আসতো কেরে ভাই
৮| ২৭ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫৪
কাল্পনিক সত্ত্বা বলেছেন: বাহ! কি সুন্দর আপনার সম্বোধন! লালনকে বললেন, "অই বেডা"! আর ছন্দ মিলানো শিশুতোষ কবিতার কথা কিছু নাই বললাম!
২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: OK
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:০২
অধীতি বলেছেন: সুন্দর কবিতা আপু