নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
#চলো_হেঁটে_আসি
এই জানো কি, খুব মিষ্টি হাওয়ার একটি সন্ধ্যা আজ
যত ব্যস্ততা তুলে রাখো, চলো হাঁটি পিচঢালা পথ ধরে
চলো ওড়ে যাই প্রেমে, ভালোবাসায়- হাত ধরো...
আঁধার ঠেলে আগাই সম্মুখপানে যতদুর যায় চোখজোড়া।
ব্যস্ত শহর, মানুষের ভিড়, থাক না- তবু চল হেঁটে বেড়াই
যত ক্লান্তি মনে জমা, ঝেড়ে ফেলি বসন্ত হাওয়ায়
দিতে পারো আজ আমায় একটি দিবস তোমার হতে উপহার
চেয়ে নিচ্ছি, আক্ষেপ নেই,
হারাতে চাই না মৃদুমন্দ হাওয়ার এই বসন্ত সন্ধ্যা।
এমন হাওয়ার আবেশ, নিশ্চিত তুমি ভেসে যাবে মুগ্ধতায়
ফুটপাতে খানিক দাঁড়িয়ে ভাপার ধোঁয়ায় চলো হারাই
বড্ড পাগলামী করার ইচ্ছে আজ,
প্লিজ বলে দিয়ো না এসব ন্যাকামো কিংবা
দিয়োনা বয়সের দোহাই, তবে কষ্ট পাব খুব।
মধ্য আকাশে সাদা মেঘের পরত, তার মাঝে আধেক চাঁদ
আহা কি মায়াবি রূপ, তোমায় দেখাতে ইচ্ছে মনে লোভ
সারাজীবন তো ক্যালকুলেটরেই রাখলে বিভ্রান্ত চোখ দু'টো
মুগ্ধতা কী ভুলেই গিয়েছো বুঝি- আমি তোমায় মুগ্ধতা দিব
এই নেবে? এক ফোঁটা মুগ্ধতা,
না হয় অবহেলায় রেখে দিয়ো বুক পকেটে!
টিভির পর্দায় সেই বস্তাপঁচা টক-শোতেই মন রাখো নিত্য
আরে বাবা এসব ফিরে আসে বারবার হাজার বার
এমন সন্ধ্যা হারালে তুমি হারাবে মুগ্ধতার একটি প্রহর
টিভির পর্দা কিংবা খবরের কাগজে আছেই বা কি বলো?
গুম খুন ধর্ষন আর জঙ্গীবাদি কিংবা কারচুপির নির্বাচন
এসব নিরস আর হতাশার ভিতর হারিয়ে কি সুখ শুনি?
এসো চলো চাঁদ রঙা শাড়ি পরেছি তুমি পড়ে নাও হিমুর হলুদ
বেলী ফুলের পারফিউমে সুভাস গায়ে মেখে ইচ্ছে হারাই
যাবে কি-না বলে দাও, ঠোঁটে স্কচটেপ এঁটে কি এত ভাবছো?
আচ্ছা! তুমি কি ক্লান্ত নও? এমন জীবনে কি সুখ! বলো
বিত্ত ছুঁয়ে নিঃশ্বাস টানো স্বস্তির! কি লাভ! থুয়ে সব যেতে হবে,
তার চেয়ে চলো, মনটাকে সৃষ্টির সৌন্দর্য্যে আপ্লুত করে
চোখের তৃষ্ণা মিটাই
খুব ইচ্ছে আজ রাতের বুকে হেঁটে বেড়াবো।
৩১/০৩/২০১৭
০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস ছন্দেই বেশী লিখি। ছন্দ মাঝে মাঝে এমনিতেই কেটে যায়
ধন্যবাদ ভালো থাকুন
২| ৩১ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩০
বিজন রয় বলেছেন: আপা, অনেকদিন পর এই মাত্র ব্লগে এসে আপনার কবিতাটি পেলাম। তাই কথা না বলে থাকতে পারলাম না।
ভাল আছেন আশা করি।
"একটি দিবস তোমা হতে উপহার"........ সমস্ত কবিতার ভিতর এই কথাগুলি পুরানো ধাঁচে কেন?
আপনার লেখা সবসময় গতিময় হয়, ঝর্ণার মতো।
সুন্দর।
০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ঠিক করে দেই না হয় ভাইয়া
অনেকদিন পর আপনাকেও দেখলাম। আজ একটা পোস্ট দিয়েছেন বোকা মানুষ বলতে চায় তাতে আপনার নাম রয়েছে।
ভালো থাকুন
৩| ৩১ শে মার্চ, ২০২৩ রাত ১১:৪২
করুণাধারা বলেছেন: ভালো লাগলো কবিতা। অন্ততঃ কিছু সময় ভুলে গেলাম এই শহরে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দালানের ফাঁকে চাঁদ দেখা যায় না!
০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপা গ্রাম থেকে ঘুরে আসলে শহরে আর মন টেকে না। বারবার গ্রামে যেতে মন চায়। এই শহরে এখন চলা দায়। কোথাও যাওয়া যায় না কী যে যানজট। সময় সব খেয়ে নেয় এই জ্যাম
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু
ভালো থাকুন অনেক অনেক
৪| ৩১ শে মার্চ, ২০২৩ রাত ১১:৪৭
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
ইশশশশশশশ.... এভাবে যদি ব্লগের মাঠেও হাটতে যাবার ইচ্ছেতে বলা যেতো ------
" .......তার চেয়ে চলো, মনটাকে সৃষ্টির সৌন্দর্য্যে আপ্লুত করে
চোখের তৃষ্ণা মিটাই....."!!!!!!!!!!!!!!!!!!!
০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ব্লগের মাঠে হাঁটতে নারাজ এখন অনেকেই। সকলেই ফিরে আসুক ব্লগ হোক প্রানবন্ত
ভালো থাকুন সবসময়
৫| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১২:২০
সাহাদাত উদরাজী বলেছেন: কবিতায় আপনার প্রতিভা চমৎকার।
০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইজান
ভালো থাকুন
৬| ০১ লা এপ্রিল, ২০২৩ ভোর ৫:৫৭
ইসিয়াক বলেছেন:
চমৎকার কবিতা।
০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক ভাইয়া
ভালো থাাকুন
৭| ০১ লা এপ্রিল, ২০২৩ সকাল ৮:৩৯
সোহানী বলেছেন: ভালো লাগলো ছবি.............
০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপুন
ভালো থাকুন
৮| ০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৯
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল
০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
আজকের একটা পোস্টে আপনার নাম আছে
বোকা মানুষ বলতে চায় এর পোস্টে
৯| ০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: কি লিখেছেন, আপনিই ভালো জানেন।
০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার না জানলেও চলবে। হিংসুটে কোথাকার
১০| ০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো লেগেছে কবিতাটা।
০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাচু ভাইয়া ভালো থাকুন অনেক অনেক
১১| ০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৪
শায়মা বলেছেন: সন্ধ্যার কাব্য সুন্দর!
তবে এই রোজা রমজানের দিনে সন্ধ্যায় হাঁটতে চাও কেনো আপুনি!!!!!!!!!!!!
ইফতার আছে না? নামাজ আছে না??
০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাঁটার সময়ই নাই। ইফতার করে একটু বসলেই তারাবীহ শুরু হয়। তবে হাঁটতে ইচ্ছে হয় এমন সুন্দর সন্ধ্যাগুলোতে
থ্যাংকিউ সো মাচ আপুন
১২| ০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৭
ডার্ক ম্যান বলেছেন: আচ্ছা! তুমি কি ক্লান্ত নও? এমন জীবনে কি সুখ! বলো
বিত্ত ছুঁয়ে নিঃশ্বাস টানো স্বস্তির! কি লাভ! থুয়ে সব যেতে হবে,
তার চেয়ে চলো, মনটাকে সৃষ্টির সৌন্দর্য্যে আপ্লুত করে
চোখের তৃষ্ণা মিটাই
খুব ইচ্ছে আজ রাতের বুকে হেঁটে বেড়াবো।
০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ডার্ক ম্যান
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৩| ০১ লা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: আপু বুঝতেই পারছি রমাদানের ব্যস্ততা চলছে। সুন্দর কবিতা হয়েছে। কিন্তু কমেন্টের উত্তর নেই দেখে বুজতে পারছি ব্যস্ততার তুঙ্গে আছেন।
০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ব্যস্ততা বেড়ে গেছে নতুন ডিপার্টমেন্টে এসে। এখানে প্রতিদিনই কাজ। আর রোজার দিন টাইম কম । এই টাইমের মধ্যেই কাজ সাড়তে হয় তাই ব্লগে অনেকের পোস্ট পড়তে পারি না।
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩০
জটিল ভাই বলেছেন:
সাধারণ হলোনা প্রিয় আভী। কিন্তু আপনার সৌন্দর্য ছন্দেই ♥♥♥