নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
এ কেমন জীবন বুঝি না কেউ কাউকে, যে যার মত স্বার্থপর শুধু,
এ কেমন জীবন খুঁজি না কারো ব্যথা, খুঁজি না কার বুক কষ্টে ধুঁধু,
দেই না সুখে বেঁচে থাকার আশ্বাস, শুধু কান পেতে শুনি,
দুঃখী মানুষগুলোর পাশে বসেই কেমন করে যেন বুকে সুখ স্বপ্ন বুনি।
এ কেমন জীবন, কেউ বুঝি না কারো কষ্ট, কেউ বুঝি না কারো মন
শুধু চাই সুখ রোদ্দুরে ভরপুর থাকুক যার যার মন উঠোন,
এ কেমন জীবন অন্যের উপর চাপিয়ে দেই খরচের বোঝা,
কেমন করে সে আগাবে সম্মুখে, তার কষ্ট হয় না আর খোঁজা।
এ কেমন জীবন, দুঃখ সুখের সমতা আনার করি না চেষ্টা
কেবল নিজেকেই সুখী রাখার মনে জাগাই সবোর্চ্চ তেষ্টা;
কে কেমন আছে আশে পাশের স্বজন, যারা আছে ছুঁয়ে,
তাদের দুঃখভার কমাতে আগাই না, দেই না বুকে আশার বীজ রুয়ে।
এ কেমন জীবন, নিজেকেই নিয়েই ভেবে ভেবে হই পাগল
অন্যের ভালোর জন্য রাখি না খোলা মানবিকতার আগল,
এ কেমন জীবন, যে জীবন যেন শুধু নিজের জন্য,
নিজের স্বার্থ ত্যাগে সুখ বিলিয়ে দিতে কেবল করি কার্পণ্য!
এ কেমন জীবন, দূর থেকে বলে যাই..... কেন করো না এমন
নেই না খোঁজ অর্থের, রাখি না খবর, আমরা যেন কেমন কেমন;
এ কেমন জীবন, স্বার্থ পুরোলেই চিনি না আর তাকে,
অচেনার ভান ধরে থাকি নিজের মত, সুখের ঝড় তুলি হৃদ বাঁকে।
এ কেমন জীবন, সমঝোতায় আসি না যদি স্বার্থের ব্যাঘাত ঘটে,
শুধু সুখই আঁকতে চাই নিরিবিলি..........রঙবাহারী রঙে মনের পটে
এ কেমন জীবন, অভিমান কেবল রাখি পুষে,
কেউ ভাঙ্গায় না অভিমান একাই জ্বলি যন্ত্রণার অনল তুষে।
এ কেমন জীবন, কেবল চাই চাই চাই, চাহিদার ব্যাপ্তি এক সমুদ্র,
মুখোশের আড়ালে রাখি মুখ, বসন ভুষনে সাজাই নিজেকে ভদ্র,
এ কেমন জীবন, অন্যের কষ্টে হই না একফোঁটাও কাতর,
হায় বর্তমান, মন মানুষের হয়ে গেলো তামা লোহা পাথর।
(০৪/০৪/২০২১)
০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাই
ভালো থাকুন
২| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: জীবনটা আসলেই বড় অদ্ভুত।
০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই অদ্ভুত
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৩
কিরকুট বলেছেন: আগল পাগল মিলালেই কবিতা হয়?!
০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা ঠিক
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
৪| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ২:২১
জটিল ভাই বলেছেন:
বুঝতে পারছি না আপনার কি হয়েছে। ছন্দ মিললেও সুর কেটে যাচ্ছে কেন? শরীর-মন সব ঠিক আছেতো?
০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু আমার কাছে সুর কেটে যাচ্ছে মনে হয়নি। এমন করেই তো লিখি
এটা ২১ সালের লিখা ছিল
ধণ্যবাদ
৫| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: এসব কি? কবিতা?
০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: যা আপনি ভাবেন। গোবরও ভাবতে পারেন
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর বলেছেন
জীবনযাত্রা এরকমী হয় কবি আপু
অনেক শুভ কামনা জানাই
ভাল থাকবেন---------