নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=কল্পনাতে পরী আমি=

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪১



©কাজী ফাতেমা ছবি

কল্প দেশের রাণী আমি
রঙ রঙিলা পরী,
মন টা থাকলে সুখি আমার
নেই প্রয়োজন কড়ি!

যেথায় ইচ্ছে সেথায় ঘুরি
কল্প ডানা পিঠে,
শূন্যের হাওয়া লাগলে গায়ে
লাগে কী যে মিঠে।

পাহাড় পর্বত গিরি ঝর্নায়
বন্ধ চোখে উড়ি,
আমি যেন নীল আকাশের
নাটাই ছেঁড়া ঘুড়ি।

দুঃখ এসে ছুঁয় না আমায়
ব্যথা দূরে পালায়,
কল্পলোকের স্বপ্ন এসে
বসে মনের চালায়!

স্বপ্ন ঘুরে চোখের পাতায়,
দূর বহুদূর ঘুরি,
অলীক ডানা সঙ্গী আমার
নেইকো ডানার জুড়ি।

বিষণ্ণতা এসে বলে
কষ্ট দেবো তোকে,
কাঁদবি যখন বলবে পাগলি,
দেখিস কত লোকে!

বিষাদ ব্যথা যায় পালিয়ে,
আমার স্বস্তি দেখে,
ধরার মোহ মায়া তাইতো
মন পটে নিই এঁকে।

কল্প জগত সুখে থাকার
অনন্য এক পুরি,
যেমন ইচ্ছে যেথায় সেথায়
কুঁড়াই সুখের নুড়ি।
(০৫/০৪/২০২১)

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৯

জ্যাকেল বলেছেন: কল্পনাতে পরী হইয়া কি লাভ? যদি বাস্তবেতে না পাই। :>

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাস্তবে স্বার্থ আর স্বার্থ
স্বার্থ ছাড়া প্রেম ভালোবাসা পাওয়া যায় না :(

থ্যাংকিউ সো মাচ

২| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৫০

জটিল ভাই বলেছেন:
হেহেহে..... আপনেও দেহি রিপুষ্ট মারা শুরু হরছুইইইইন :P
তা আমার পুষ্টে গালি দিলেন, না সুনাম করলেন? কিছুইতো বুঝার হারতাছি না =p~

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: না এটা আগে পোস্ট করিনি ।

নামগুলো দেখে হাসি পাইলো তাই হাসিলাম খানিকটা

থ্যাংকিউ সো মাচ

৩| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগে ছড়ার পরিমাণ কমে গেছে। ভালো হয়েছে আপনার ছড়া।

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাধু ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:০৬

জ্যাক স্মিথ বলেছেন: বোরখা পরা পরী আমি জীবনে দেখিনি।
ছড়া ভালো হয়েছে।

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: :D কল্পনার পরী বোরখা পরা হয়

থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন

৫| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: আপনি অনেক সুন্দর লিখেছেন।
মাশাল্লাহ।

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: :D সত্যিই?
ধন্যবাদ না দিয়ে থাকতে পারলাম না
ভালো থাকুন

৬| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার ছড়া কিন্তু বড় হয়েছে
অনেক শুভ কামনা জানাই কবি আপু
ভাল থাকবেন------------

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাই
ভালো থাকুন

৭| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪৩

কিরকুট বলেছেন: আবেগে মাখামাখি ।

০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আবেগ না থাকলে জীবন তো পাথর

৮| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: কল্পনার মত যদি জীবনের সব কিছু হত , তাহলে জীবন কতইনা মজার হতো?

বোন, কল্পনাতে আপনি পরী হয়ে গেছেন এটা কল্পনা করতেই ভালো লাগছে।
তার মানে পরী হওয়ার পর আপনি মুক্ত হয়ে গেছেন আমার সোনার বাংলার জ্যাম-ঘাম-দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া-মশা/মাছির উৎপাত থেকে।
আহা, কি আনন্দ । আকাশে বাতাসে ।

আর , আমরা বেচারারা কোথায় যাব?
কি হবো?
বলেন দেখি বোন।

০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হহাহাহা আসলেই কল্পনার মাঝে আপাতত বাঁচতে পারলে ভালো লাগতো। এত পেরেশানি ভাল্লাগে না।

চলে আসেন কল্পনার জগতে
দাওয়াত রইলো

থ্যাংকিউ সো মাচ

৯| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব সুন্দর হয়েছে।

০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
ভালো থাকুন ভাইয়া

১০| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

০৯ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ধন্যবাদ

১১| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৯

ইফতেখার ভূইয়া বলেছেন: পৃথিবীর প্রত্যেকটা মেয়েই মনে হয় পরী হতে চায়। কেন চায় সেটার ব্যাখ্যা জানতে গেলেই সমস্যা।

০৯ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কথাটা সত্যি। ফেবুতে দেখবেন এন্জেলে ভরা

ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.