নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১।
ছবিগুলো বিভিন্ন সময়ে তোলা কিছু ময়মনসিংহ কিছু চুনারুঘাটের। ক্যামেরায় ইদানিং ছবি তোলা হয় না আর। ডিএসএল আর এত ভারী সহজে কোথাও বহন করা যায় না। ক্যানন ৬০০ডি এর প্রতি অনিহা আসছে। নতুন ক্যামেরা কিনতাম মন চাচ্ছে। আশাকরি ছবিগুলো ভালো লাগবে।
=রঙ চেনো কি?
জীবনের রঙ বুঝো তুমি, খুঁজো জীবনের রঙ?
হাসি বুঝো আহ্লাদ বুঝো, বুঝো দুঃখ সুখের ঢঙ?
সবুজ চেনো? লাল চেনো কি? প্রকৃতিতে কি সুখ খুঁজো?
মন বুঝো কি আমার তুমি,, বন্ধু মন কি আমার বুঝো?
০২। =মন দানিতে সাজিয়ে দাও বসন্ত ফুল=
মন দানিতে তুলে দাও একটি হলুদ গাঁদা,
ভালোবাসার জলে করে দিয়ো পূর্ণ,
সবুজ মন আমার, কেন যে লাগে মনে গোলক ধাঁধা
প্রেম পাই না খুজে, প্রেম খুজি হয়ে ঘূর্ণ।
০৩। =উল্টা পাল্টা মন তোমার=
আমের মুকুলের ঘ্রাণে ছুটে আসে ভ্রমর মৌ পোকা ,
আমার প্রেমের ঘ্রাণে তুমি আসো না ছুটে ওরে বোকা;
কী জানি কোন সে বিষ পুষো মন বাড়ী,
ভালোবেসে হও না প্রেমিক, হওনা মিটে কথা কয়ে রসের হাঁড়ি।
০৪। =কিছুই চিরস্থায়ী নয়!
সভ্যকতা হারিয়ে যায়, যেমন হারিয়ে যায় মানুষ
হা্রিয়ে যাওয়া সভ্য তা ছুঁয়ে দাঁড়ালেই
আমি আমার জন্মের আগের অতীতে যাই চলে,
বন্ধ চোখে দেখতে পাই রাজা রানী প্রজা!
০৫। =জলের আয়নায় মুখোচ্ বি দেখবে?
জহলের আয়নায় নুয়ে পড়েছে দেখো ফিকে রঙ আকাশটা
রঙহীন আকাশে তাকিয়ে মন বিমর্ষ আমার,
চলো জলে পা ডুবিয়ে বসি,
দেখি বৃক্ষ তরুর ছবি
জলের আয়নায়।
০৬। =কিছু মুহুর্ত কেবল আমার হোক=
কিছু মুহুর্ত আমার হয়ে থাকুক, কিছু সুখ প্রহর আমার হোক
কিছু স্মৃতি অমর হোক, তুমি না থাকো পাশে চাই
এক বিকেলের বুকে পা রেখে দাঁড়াতে চাই থই থই জলের উপর ব্রীজে
দেখতে চাই ডিঙি নায়ের আনাগোনা,
এ সুখটুকু নিতে চাই নিঃশ্বাস ভরে।
০৭। =তুমি এসো, পাশে দাঁড়াও=
চাঁদের আলোসয় আলোকিত হয়ে আছে আমার মন বাগান,
কী মনোহারী রূপ ঝুলে আছেন চোখের পাতায়,
উপরে চাঁদ, নিচে রক্ত জবা ফুল, শিশির ঝরুক এবে!লা,
ভিজিয়ে দিক রক্ত পাপড়ি, ভিজিয়ে দিক মন!
০৮। =সুখ যেন প্রজাপতি=
সুখ যেন প্রজাপতি, হাত ছোঁয়ালেই ফুড়ৃত, যায় না ছোঁয়া,
সুখ যেন দুপুর রোদ্দুর হাত দিলেই ছায়ায় যায় হারিয়ে
সুখ গুলো যেন লজ্জাবতী গাছ, হাত কাছে নিলেই যায় চুপসে,
অথচ দু:খগুলো ছুঁতে চায় না কেউ, দু:খরা গেঁথে থাকে মনে!
০৯। =সেই আকন্দ ফুল প্রহর, মনে পড়ে?
বলো ভালোবাসি, হাতে তুলে দেবো আকন্দ ফুল গুচ্ছ,
ঘ্রাণ নেই বলে তুচ্ছ ভেবো না, ফেলো না ছুঁড়ে,
কেবল ছেলেবেলার স্মৃতি কিছুক্ষণ করো রোমন্থণ,
ভেবে দেখো সেই আকন্দ ফুল প্রহরগুলো!
নীল সাদা আকন্দ ফুলের মালা গেঁথেছিলে সেই অতীত বেলা?
১০। =কুমড়ো বড়া খেতে চাও?
ফরমালিন মিশানো সবজির পসরা বসিয়ে শহরে
কড়ি দিয়ে ভরে ব্যতবসায়ীর বুক পকেট,
এখানে শুদ্ধ ফল ফলাদি, সবুজ শাক, চকচক করে ফল সবজির দেহ,
অথচ রান্নার পরই বিস্বাদের জল ছুঁয়ে যায় জিভ!
১১। =বেঁধে দাও ঘাট, গাছের টুকরোই হোক না হয়=
পুকুর ঘাট সান বাঁধানো না হোক, গাছের টুকরো দিয়ো বসিয়ে,
জলে পা ডুবিয়ে বসি খুব ইচ্ছে,
তপ্ত গরমে পুড়ে যাচ্ছি, সংসার রান্না বাটি খেলে জীবন নাভিশ্বাস,
এবেলা ঘাটলায় বসে গুনগুন গাইতেি যে ইচ্ছে !
১২। =একটি হাঁস প্রহর চাই=
ঊনিশটি বছর ঝুপঝাপ কাটিনি হাঁসের মত সাঁতার,
আমার সেই স্বচ্ছ জল পুকুর,শুকনো গাছের পৈঠা;
ঘন্টাখানেক ডুব সাঁতারের চোখ লাল প্রহর;
দুপুর রোদ্দুর অনায়াসে আরাম ছুঁয়ে যেতো দেহে।
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথমেই আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
দ্বিতীউত আরেকটা কিইনা লই তারপর গিফট করবাম নে
ভালো থাকুন ফি আমানিল্লাহ
২| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৪
জটিল ভাই বলেছেন:
ছবির চাইতে বেশি ভালো লাগলো প্রাসঙ্গিক মনকথনিকাগুলো। মাশাল্লাহ্।
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর। ব্লগ ছেড়ে না যাওয়ার অনুরোধ রইল
৩| ০৬ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪
কামাল১৮ বলেছেন: চমতকার সব ছবি।কিছু ছবিতো কবিতার মতো।
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনেক ধন্যবাদ কামাল ভাই
ভালো থাকুন
৪| ০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ৮:৪৯
ডঃ এম এ আলী বলেছেন:
ছবি সুন্দর হয়েছে । ছবির সাথে কাব্যিক ছন্দ পোষ্টটিকে আরো অনন্যতা দিয়েছে ।
কদম ফুলটির দিকে আমার বিশেষ দৃষ্টি আকর্ষন করেছে । মনে পরে বিশ্ব বিখ্যাত ইংরেজ কবি জন মিল্টন
তাঁর মহাকাব্য প্যারাডাইস লস্ট-এ আকন্দ গাছটির ফলের প্রতি ইঙ্গিত করেছেন। উল্লেখ্য, আকন্দ ফুল
দেখতে খুবই সুন্দর হলেও এর ফল তিক্ত ও বিস্বাদময়, যদিউ এর্ অনেক ভেষজ গুণ আছে ।
শয়তান আদম এবং ইভকে ভাল এবং মন্দের জ্ঞানের গাছ থেকে একটি গন্দম ফল খেতে প্রলুব্ধ করার পরে
তাঁরা যে ফল খায় তা বর্ণনা করার সময় মিলটন লিখেছেন -
...লোভী তারা ছিনতাই করেছে
দেখতে দেখতে সেই ফলের মেলা, যেটা বাড়ন্ত হয়েছে
সেই বিটুমিনাস হ্রদের নীর যেখানে আকন্দ ফুটেছিল;
সেটা যেন প্রলাপ , স্পর্শ করতে না করতেই পেলো বিস্বাদ
ভালোভাবে অনুভব করার আগেই
ফলের বদলে দমকার মত এলো তৃষ্ণা আর ক্ষুধা
তিক্ত চিবানো ছাই, 'অপরাধমুলক স্বাদের
সাথে বিষম প্রত্যাখ্যানের আওয়াজ :
......................................।
স্বর্গ হতে মাটির পৃথিবীতে পতন
যাহোক, কামনা করি ফুলে ফলে
পৃথিবীটা হয়ে যাক স্বরগের মতন।
বিধাতার বিধি বিধান পালন করে
পুণরায় স্বর্গেই হবে প্রত্যাবর্তন ।
শুভেচ্ছা রইল
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আকন্দ ফুল খুবই সুন্দর।
এই ফুলের সাথে মেয়েবেলার স্মৃতি জড়িত। প্রায়ই এই ফুল দিয়ে মালা গাঁথতাম
থ্যাংকিউ সো মাচ ভাইয়া। অনেকদিন পরে দেখলাম, আপনিসহ বাসার সবাই ভালো আছেন?
ভালো থাকুন শুভেচ্ছা সতত
৫| ২০ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:০৭
হৃৎ কোমল বলেছেন: দারুণ, তুলতে চাই একদিন আমিও ।
২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ইংশাআল্লহ চেষ্টা করলে পারবেন
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১১
নয়া পাঠক বলেছেন: ইশ্! ছবিও এত সুন্দর হতে পারে! না দেখলে সত্যি বিশ্বাস করতাম না।
আর সাথে গুটি কয় পংক্তিমালা, আহ্ ! অপূর্ব!
বিঃ দ্রঃ ক্যানন ৬০০ ডি যদি আর ব্যবহার নাই করেন তাহলে সেইটা আমারে এইবারের ঈদে গিফট করেন না কেরে!