নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=তোমার জন্য একশত দুই লাইন=

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪১



©কাজী ফাতেমা ছবি
এখন আমার তুমি ছাড়া
আর কাটে না ভালো
একলা রাতের নিস্তব্ধতা
মন করে দেয় কালো,
তুমি ছাড়া এখন আমার
আর লাগে না ভালো।।

মৌনতার সে চাদর পাতা
চোখের আয়নায় মরু
একলা একা কার সাথে যে
গল্প করি শুরু,
তুমি ছাড়া একলা আমার
কাটে না আর ভালো।।

রাত্রিগুলো স্মৃতির টানে
অতীত টেনে ধরে
তোমার কথা ভাবলে এখন
অশ্রু চোখে ঝরে,
একলা আমার তুমি ছাড়া
কাটে না হায় ভালো।।

রোজ জানালা রাখি খোলা
যদি একবার আসো
আমায় নিয়ে প্রেমের ভেলায়
আবার যদি ভাসো,
আর কাটে না তুমি ছাড়া
আমার একটু ভালো।।

বন্ধ রাখি দোরের কপাট
হাওয়ায় যদি কাঁপি
কাঁথা গায়ে শোয়ে শোয়ে
খুলি স্মৃতির ঝাঁপি,
তুমি ছাড়া এই শুনো না
লাগে না আর ভালো।।

কান্না পেলে খুঁজি তোমায়
মুছতে চোখের জল
আমার সাথে করলে কেন
ভালোবাসার ছল?
এখন আমার কাটে না গো
তুমি ছাড়া ভালো।।

কেউ ডাকে না রোজ সকালে
কেউ করে না ফোন কল
আলোর প্রভাত আর দেখি না
মন বিষাদে চঞ্চল,
লাগে না আর তুমি ছাড়া
আমার একটু ভালো।।

সিদ্ধ ডিমে সকাল শুরু
রান্না সব চুলোয় যাক
তুমি ছাড়া হৃদয় পুড়ে
জানো না হলো খাক!
কেমনে বলো লাগে আমার
তুমি ছাড়া ভালো!

ছাতা ছাড়া হাঁটি পথে
পানির পট থাকে না
চোখের আয়নায় তোমার মত
স্মৃতি কেউ আঁকে না!
এই শুনো না তুমি ছাড়া
লাগে কি আর ভালো!!

জ্বরে পুড়ি, ঠান্ডায় মরি
কেউ দেখে না ছুঁয়ে
পাগলী বলে কপালে হাত
জ্বর দেখে না নুয়ে!
হায় লাগে না তুমি ছাড়া
একটু আমার ভালো।।

বরই গাছে চেয়ে থাকি
পেয়ারা ঐ ঝুলে
কেউ দেয় না পেড়ে আমায়
ভালোবেসে ভুলে!
তুমি ছাড়া এখন আমার
লাগে নাকো ভালো।।

কলেজ কোচিং গোল্লায় গেলো
উদাস থাকি রোজই
তোমার মতো ভালোবেসে
নেয় না কেউ খোঁজই,
কাটে না আর তুমি ছাড়া
আমার এখন ভালো।।

হেডফোনের তার ছিঁড়ে গেছে
হয় না শোনা গান আর
তুমি ছাড়া বিষন্ন দিন
বাঁচে না এ প্রাণ আর,
তোমায় ছাড়া একলা আমি
আর লাগে না ভালো।।

রাগের মাত্রা কমে গেছে
যাওয়া হয় না মলে
স্মৃতিগুলো ভাবলে তোমার
চোখ ভরে যায় জলে,
এমন জীবন তুমি ছাড়া
কাটে কি আর ভালো!!

নীল ফতোয়া দেখলে হঠাৎ
থমকে দাঁড়াই পথে
টিশার্ট ঐ সাজানো পুতুল
ব্যথা ঢালে ক্ষতে,
এমন ক্ষত বুকের ভিতর
কেমনে লাগে ভালো।।

যাত্রা পথে কেউ নেই সাথে
একলা ফিরি বাড়ি
হয় না সাথী আর কেউ আমার
ছুটে চলে গাড়ি,
বাসের ভিতর কেউ নেই পাশে
লাগে না,আর ভালো।।

আকাশছবি মন ক্যানভাসে
দেয় না কেউ আর এঁকে
হয় না দেখা দ্বাদশীর চাঁদ
জোছনা গায়ে মেখে,
স্মৃতির মতো কেউ পুড়ায় না
এমন করে ভালো!
০৭. ০৪. ১৮

কারো লিখার উত্তরে লিখেছিলাম

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি গুনে দেখেছি ১০২ লাইনই আছে, কোনো ভুল হয় নাই।

০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙ্কিউ সো মাচ মরু ভাইয়া

২| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:২৪

জটিল ভাই বলেছেন:
এটাকে সুর দিলে দারুন বিরহের গান হতো।

০৯ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ জটিল ভাইয়া
ভালো থাকুন

৩| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫১

শায়মা বলেছেন: যারা কাছে আছে
তারা কাছে থাক
তারা তো পারে না জানিতে
তাহাদের চেয়ে তুমি কাছে আছো
আমার হৃদয় খানিতে....

০৯ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর কবিতা লিখেছো আপু মাশাআল্লহ

হৃদয়ে কেউ নেই আর
আরেকজনের লিখা দেখে এটা লিখেছিলাম হয়তো

৪| ০৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৭

কালো যাদুকর বলেছেন: এরকম কবিতা বারেবার পড়া যায়।

পাঁচ বছর অনেক সময়। এতদিন পড়ে কেন আবার এখানে লিখলেন?

০৯ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি ব্লগে পুরাতন লিখাই বেশীর ভাগ পোস্ট করি। ফেসবুক মেমোরীতে আসে তখন মনে হয় লিখাটি আমার প্রিয় ব্লগেও রাখি।

থ্যাংকিউ সো মাচ যাদু ভাইয়া
ভালো থাকুন

৫| ০৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৯

গেঁয়ো ভূত বলেছেন: আপনার "তুমি" এবং আপনি অনেক ভাল থাকুন।

০৯ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: একজনের লিখার উত্তরে এটা লিখেছিলাম। ভালো থাকুক সেই কবি
থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি

৬| ০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৪

রানার ব্লগ বলেছেন: জটিল ভাই বলেছেন:
এটাকে সুর দিলে দারুন বিরহের গান হতো।


একশো দুই লাইনের একটা গান ! আপনি কি গায়ক কে মারতে চান ?


যাকে উদ্দেশ্য করে লিখেছেন তার শাস্তি এই একশত দুই লাইন কবিতা মুখস্ত করে আপনাকে শোনানো ।

০৯ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা গায়ক গলা ফাটাইয়া গাইলে খবর আছে একশত দুই লাইন

হুম বলবো নি তাকে

ধন্যবাদ আপনাকে

৭| ০৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: ভালো।

০৯ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো বলেছেন সেজন্য ধন্যবাদ
যদি তুচ্ছ তাচ্ছিল্যতায়ও বলে তবুও ধন্যবাদ
ভালো থাকুন স্ব পরিবারে

৮| ০৯ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৬

জুন বলেছেন: কার জন্য এত কান্না! এত হাহাকার ফাতেমা ছবি! ১০১ লাইনের কবিতায় ২০০ ভালো লাগা রইলো।
+

০৯ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু এক ছোট ভাই এমন একটি ছড়া লিখেছিল। তোমার জন্য শতেক লাইন
সেটার উত্তর এভাবে লিখেছিলাম

থ্যাংকিউ সো মাচ আপুন
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.