নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=চৈত্রের দুপুরে নিয়ে এলাম চোখের শান্তি=

১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৮

০১।

আয় বৃষ্টি আয় ঝুপুরঝাপুর
পুড়ছে দেখ্ না চইতের দুপুর,
কচুর পাতা
হবে ছাতা
আয় বৃষ্টি আয়, যা বাজিয়ে জলের নূপুর।

এই চৈত্রের দুপুরে চোখের শান্তির জন্য কিছু ফুলের ছবি নিয়ে আসলাম। যে গরম পড়ছে বাপরে। অফিসে বসে থাকলে কিছু টের পাওয়া যায় না। বাহির হইলেই বুঝি রইদের কত তেজ। অফিস ছুটি চারটায় তখন বের হলেই চোখে পশ্চিমের রোদ পড়ে। তাকানো যায় না। আরও গরম বাড়বে শুনলাম। আল্লাহ ভরসা। কাল মাঝরাতে দেখি আমার বালিশ ভিজে গেছে। ভয় পাইছিলাম পরে দেখলাম ঘামে ভিজে গেছে। মশারীও টানাই নাই। এক বিন্দু বাতাস নাই। বৃষ্টির প্রার্থনা করি আল্লাহর কাছে।

০২। ফুলের শুভ্রতায় মন হয়ে থাকুক পবিত্র,
মন্দ যত মনে নিপাত যাক
শুদ্ধতাই হোক পরম মিত্র;
ভুল শুদ্ধতার ভিড়ে জীবন নতুন মাত্রা পাক্।



০৩। সবুজ পাতার ফাঁকে
কে রে হাত বাড়িয়ে ডাকে
কামরাঙা ফুল তুই?
ইচ্ছে করে তোকে ছুঁই।
বস্ না এসে নাকের মাঝে
নাকফুল হবি?
থাকবি পাশে সকাল সাঁঝে?।



০৪। কিছু সুন্দর মর্ত হতে দেয় উঁকি
অনুভবে সেই সুন্দর ছুঁয়ে দিতে হয়
আলগোছে আঙ্গুল রেখে বলে দিতে হয়
ও ফুল তোকে ভালোবাসি।



০৫। লোভ দেখাচ্ছিস ও প্রজাপতি
ডানা মেলে উড়ছিস ঘুরছিস
ভাবছিস ডানায় বসে অতীত ছুঁবো?
একবার ধরা দিস্ চৈত্রের এক দুপুরে,
আমি হাঁস হতে চাই জল পুকুরে নিয়ে যাস, সাঁতার কাটতে ইচ্ছে যে খুব।



০৬। বেগুন গাছের বেগুন ফুল, বেগুনী রঙ তার
জারুল রঙ বসন গায়,
উচ্ছাসে ভরা কী মন তার?
তারে দেখে পড়লো মনে জারুল দিনের স্মৃতি
কী যে সুখের ছিল সে বেলা,
আজও তাই, বাড়াই
ফুলের সাথে প্রীতি।



০৭। চৈত্রের দুপুরে তৃষ্ণায় কাতরায়
আমার মত কইতরেরও কি ইচ্ছে
জল পেলে সে সাতরায়;
জলের তৃষ্ণা তারও কী পেয়েছে আজ
শুনতে পাচ্ছি না কেন তার মনের আওয়াজ।



০৮।ও সন্ধ্যা মালতি, তোরা সন্ধ্যার রাণী
রাত পোহালেই শুয়ে থাকিস
চৈত্রের দুপুরে কেন বল জেগে আছিস?
গরমে পুড়ে যাচ্ছি বুঝি
জল ছিটাবো পাপড়িতে তোদের?



০৯। ঝাপসা দিনের ঝাপসা স্মৃতি
ফুলগুলোও হয় ঝাপসা
স্মৃতিগুলো পড়ছে মনে আজ আবছা।



১০। জোড়া কইতর তুমি আমি
মেনে নাও না ক্যান পাগলামি
ডানা মেলে উড়ি বলে, খালি খালি ধমকাও
বজ্র নিনাদ ছেড়ে বাপু পিলে আমার চমকাও।



১১। একটি ডালে তুমি আমি, সাদা টগর ফুল
আমার পানে তাকাও না আজ
পাই না ভেবে কূল,
তুমি আমি পাপড়ি মেলে ফুটে থাকি পাশে
মনের কথা কও না খুলে;
তোমায় ছেড়ে তাই
ঝরে পড়ি ঘাসে।



১২। স্নিগ্ধ আলোর ছড়াছড়ি, বৃষ্টির বিন্দু ঝুলে আছে জবা ফুলে
আলোর ঝলমলানিতে মুগ্ধতা কুঁড়াই, এই আঙ্গুল ছুঁয়াইয়ো না ভুলে;
মুগ্ধ হও, পাশে দাঁড়াও
এবেলা সুখ আবেশে কল্পলোকে হারাও।

মন্তব্য ২৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই শান্তি লাগলো কোথায় জানি হারিয়ে গেয়েছিলাম ছবি ছবি আপু
ভাল থাকবেন-----

১১ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাইয়া
আপনিও মাঝে মাঝে ছবি পোস্ট করবেন

২| ১১ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২৪

নজসু বলেছেন:


পোস্টে প্রশান্তি! এই দাবদাহে এক পশলা বৃষ্টি পেলে ভালো লাগতো আপা।
বর্ষার মেঘলা আকাশ, বৃষ্টিস্নাত প্রকৃতির অগ্রীম কিছু ছবির বায়না ধরে রাখলাম আপা।
ইনশায়াল্লাহ।

১২ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহর কাছে প্রার্থনা
আল্লাহ যেন বৃষ্টি দেন আমাদের। ইংশাআল্লহ সুযোগ পেলে বৃষ্টির ছবি তুলবো

ধন্যবাদ ভালো থাকুন

৩| ১১ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৭

রুদ্র আতিক বলেছেন: সত্যি সত্যি চোখে প্রশান্তি এনে দিয়েছে ! ভাললাগা অফুরান.........

১২ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আতিক ভাইয়া
ভালো থাকুন
শুভকামনা সতত

৪| ১১ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫৪

জটিল ভাই বলেছেন:
পায়রা যুগল অসাধারণ। কার এগুলো?

১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: গ্রামের বাড়ীর আমার চাচাতো ভাবীর

ধন্যবাদ

৫| ১১ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:



- সুন্দর সব ছবি।

১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ মরু ভাই
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৬| ১১ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪১

শায়মা বলেছেন: সুন্দর সুন্দর ছবিতা!!! :)

১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু
ভালো থেকো ফি আমানিল্লাহ

৭| ১১ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪৮

গেঁয়ো ভূত বলেছেন: শান্তি!! শান্তি!! শান্তি!!

১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ বৃষ্টি দিয়ে আমাদের জীবনটাকে শান্তিতে পরিপূর্ণ করে দিন আমিন

জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন

৮| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০০

চারাগাছ বলেছেন: স্নিগ্ধ সুন্দর নির্মল।

১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ চারা
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৯| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: ছবি তোলার সময় সাবজেক্ট কে গুরুত্ব দিবেন। আর মনে রাখবেন ফ্রেমিং টা যেন সুন্দর হয়।

১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
আচ্ছা মনে থাকবে
ভালো থাকুন
সুন্দর পরামর্শ

১০| ১২ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সুন্দর পোস্ট শুভ কামনা রইলো ।

১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ বাবন ভাই
ভালো থাকুন

১১| ১২ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর পোস্ট।

১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১২| ১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: যথার্থই চোখের শান্তি আপু।++

১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভাইয়া

আল্লাহ বৃষ্টি ঝরিয়ে আমাদের আরও শান্তি দান করুন আমিন

১৩| ১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৯

করুণাধারা বলেছেন: চমৎকার সব ছবি! আসলেই চোখের শান্তি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.