নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
তোমার ভিতরবাড়ি যেনো লৌহপুরী
থাকো কি করে বুঝি না!
ছড়ানো ছিটানো-যেনো ছেঁড়া দ্বীপের প্রবাল পাথর
এখানে একটুও লাগে না নিরাপদ ,
শুধু মন কেটে যাওয়ার ভয়।
শ্যাওলা জলে থলথলে কাঁদা মাখা পথ
পিছলে যাওয়ার অপার সম্ভাবনা-
তবু এখানেই খুঁজি পথ।
নিষ্প্রাণ খাঁখাঁ বিরানভূমি বুকের উঠোন তোমার
এখানে সারি সারি বৃক্ষ নেই, নেই সবুজের লেশ
যন্ত্র কথনের ঠাস বুনোটের ভিড়ে আমার কথা'রা হারিয়ে যায়
তুমি শুনার আগেই।
এখানে খসখসে আওয়াজ, নিরবতার কোলাহল
নেই স্বাধীন মন পাখি'র উড়াউড়ি
শুধু আছে উল্টো চাঁদ ঠোঁট হাসি।
মনের উঠোনে রোয়ে থোও নি দূর্বাঘাস
যেথায় গিয়ে হাঁটু গেড়ে নিবো দু'দণ্ড সুখ ছোঁয়া।
কাঁটা ঝোপঝাড়ের পথ কিভাবে আগাই বলো?
মন জানালা কখনো খুলোনি, না খুলেছো মন দেউড়ি
দম বন্ধ হাওয়ায় নি:শ্বাস ফুরিয়ে যায় যেনো।
এত অন্ধকার ভিতরবাড়ি,
নিজেকেই হারিয়ে ফেলি মুহুর্মুহু,
ক্লান্তি ছুঁয়ে দেয় দেহ
আমি নিথর বসে থাকি সেই অন্ধকারে।
তুমি বাপু ইটের জঙ্গল একটা, খালি হোঁচট খাই
দেখো পায়ের নখ নেই একটিও অবশিষ্ট আর
মন সেতো পড়ে আছে অন্ধকার ঝোপে,
পারলে খুঁজে দিয়ো আমার আবেগী মন
কোথায় গিয়ে পড়ে আছে একাকি।
আচ্ছা তুমি পারতে তো, একটু বৃষ্টিতে ভিজতে
তোমার মরিচা ধরা মন লৌহপুরী একটু জলের ছোঁয়া পেতো।
২৪/০৪/২০১৭
২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: পাত্তা দিতেই হয় আবার জীবনের প্রয়োজনে
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপুনি
ভালো থেকো
২| ২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:০৮
রানার ব্লগ বলেছেন: তোমার বুকের ছাতিতে লোমের বদলে শষ্য গজাক। আমি সেই ক্ষেতে চাষি হয়ে নিড়ানী দেব আগাছার।
২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য
থ্যাংকিউ সো মাচ রানা ভাইয়া
ভালো থাকুন
৩| ২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাগুলো তুমার সেই ছবির মতোই। অনেক সুন্দর কবিতা আপুনি।
ঈদ মোবারক।
২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মুবারক ভাইয়া
কেমন আছেন? অনেক দিন পর দেখলাম
জাজাকাল্লাহ খইর ভালো থাকুন সবাইকে নিয়ে
৪| ২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া
ভালো থাকুন
৫| ২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৪
ইসিয়াক বলেছেন:
ভালো লাগলো।
২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই
ভালো থাকুন
৬| ২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:৪৩
কিরকুট বলেছেন: ভালো চেষ্টা।
২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন
৭| ২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০৮
জটিল ভাই বলেছেন:
ইদানিং কবিতাগুলো আপনার মতো হচ্ছে বলে আমার মনে হচ্ছে না......
২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ২০১৭ সালের লেখা
থ্যাংকিউ সো মাচ
৮| ২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: আপনার সব লেখাই প্রায় একই রকম কোনো পরিবর্তন নেই।
২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি এরকমই পরিবর্তনের চেষ্টা করি না
করবোও না।
ধন্যবাদ
৯| ২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৩
গেঁয়ো ভূত বলেছেন: গভীর অনুভূতি!
২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভূত ভালো থাকুন
ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৬
অপ্সরা বলেছেন: এই লৌহপুরীকে পাত্তা দেবার কোনো দরকার নেই আপুনি।
তবে হ্যাঁ কবিতা কিন্তু খুবই সুন্দর হয়েছে!