নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=কিছু রেখে গেলাম কবিতায়=

৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:০০



©কাজী ফাতেমা ছবি

অথচ তোমার জন্য গেঁথেছিলাম
কতশত ছন্দোবদ্ধ কবিতা
কবিতার পরতে পরতে ছড়ায়ে অভিমান
ঢেলে দিয়েছিলাম সবটুকু প্রেম...

অতঃপর কবিতার বেড়া টপকে এসে
হুমকি হয়ে উঠো আমার জন্য!
শব্দ বুনতে গিয়েও থমকে যাই…..
এলোমেলো হয়ে যায় সাদা পাতা।

কিন্তু কবিতা বাগানের….
কাঁটাতার পার হলেই
তুমি সন্ধান পেতে সবুজ ঘাস
কাঁটাতার পার হলেই
তুমি পেতে স্নিগ্ধ হাওয়া
কাঁটাতার পার হলেই
পেতে শিউলী ফোটা ভোরের মুগ্ধতা।

তবু্ও কবিতাই বুনে যাই নিত্য…..
যাতে ঢেলে দেই তোমার জন্য
কিছু অভিমান-কিছু আহ্লাদ
কিছু নিস্তরঙ্গ সময়-কিছু আবেগ
কিছু বিচ্যুত বিশ্বাস-ফেরারী ক্ষণ
কিছু ভুল-কিছু বিরহ-কিছু কষ্ট
কিছু তিক্ততা-কিছু বিস্মৃতি আর
এক পেয়ালা ভালোবাসা।

সময় ফুরিয়ে গেলে যদি পজেটিভ হও
তবে পড়ে নিয়ো এক নিঃশ্বাসে
ভেবে নিয়ো-আহা কতই না ভালো ছিল
সেই ফেরারী সময়গুলো।
(২৯/০৪/২০১৭)

মন্তব্য ১৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



ফেলে আসা দিনগুলো আমাদের সব সময় মনে পড়ে। বয়স বাড়ার সাথে সাথে এই প্রবণতা আরোও বাড়তে থাকবে। কবিতা ভালো হয়েছে।

০২ রা মে, ২০২৩ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই স্মৃতিগুলো বুকে আঁকড়ে ধরে বেঁচে থাকা আর কী। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ মাহমুদ ভাইয়া
ভালো থাকুন সবাইকে নিয়ে

২| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:২৮

ডঃ এম এ আলী বলেছেন:



এই কবিতা পাঠে তারো পড়িবে মনে
যেন সেই পুরানো স্মৃতি এলো ফিরে
সহস্র হারানো সুখ আছে সকল চড়নে
জন্ম -জন্মান্তর যেন ছিল বসন্তের গীতি ।
সেই হা হা হা হাসি সেসব কবিতার কথা
মধুর মুরতি ধরি সেসব দিল আজ দেখা
যে সব স্মৃতি কারো মুখ পানে চেয়ে থাকে নিশিদিন
জীবন সুদুরে কাটাতারের আড়ালে তা হবেনা বিলীন।

কবিতা সুন্দর হয়েছে
শুভেচ্ছা রইল

০২ রা মে, ২০২৩ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্য লিখলাম অথচ পোস্ট হলো না। নেট সমস্যার কারণে

আপনার লেখাটা খুব সুন্দর । ইদানিং কোনো কবিতা পোস্ট করছেন না বা অন্য কোনো পোষ্টও দিচ্ছেন না। দেন না ক্যারে আলী ভাইয়া।
কেমন আছেন আপনি? বাসার সবাই ভালো তো।

ভালো থাকুন অনেক অনেক

৩| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালো লাগা রইলো।

কিছু বানান ঠিক করে নিয়েন আপু। আর কবিতাটা নিয়ে আরও কাজ করলে দারুন একটা কবিতা হবে।

ছন্দোবন্ধ শব্দটি নিয় একটু কনফিউজড আমি। এখানে কি ছন্দবন্ধ বা ছন্দোবদ্ধ বুঝাতে চেয়েছেন কি? একটু দেখবেন।

প্রথম চারটি লাইন এমন হলে কেমন হয়,

অথচ তোমার জন্য গেঁথেছিলাম
কতশত ছন্দোবদ্ধ কবিতা
কবিতার পরতে পরতে ছড়ায়ে অভিমান
ঢেলে দিয়েছিলাম সবটুকু প্রেম...


হুট করে কবিতা পড়তে এসে অনেক সমালোচনামূলক মন্তব্য করে ফেললাম, নিজ গুণে ক্ষমা করবেন আশা করি।

ভালো থাকুন সবসময়। শুভকামনা সতত।

০২ রা মে, ২০২৩ সকাল ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি আপনার দেয়া অংশটুকু জোড়া দিয়ে দিলাম
এখন খুবই ভালো লাগছে।
মাথায় এত বুদ্ধি নাই তো তাই সব অগুছালোই থেকে যায়

থ্যাংকিউ সো মাচ বোকা মানুষ
ভালো থাকুন

৪| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০২ রা মে, ২০২৩ দুপুর ১২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই
ভালো থাকুন

৫| ০১ লা মে, ২০২৩ সকাল ১১:৪৭

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: কাঁটাতার পার হলেই ...
সুন্দর কবিতা, শুভকামনা রইলো

০২ রা মে, ২০২৩ দুপুর ১২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ শুভ্র
ভালো থাকুন

৬| ০১ লা মে, ২০২৩ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: এতদিন ধরে লিখে চলেছেন, অথচ আপনার লেখার কোনো পজেটিভ পরিবর্তন হচ্ছে না। ঘুরে ফিরে সেই একই রকম।

০২ রা মে, ২০২৩ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার পরিবর্তন দিয়া আপনার কাম কী মিয়া। নিজের চড়কায় তেল দেন

এতদিন ধইরা মন্তব্য করেন অথচ নেগেটিভ মন্তব্য দেয়া হতে বিরত থাকছেন না। আমার এমন কোন পোস্ট নেই যে আপনি নেগেটিভ মন্তব্য করছেন না।

৭| ০৩ রা মে, ২০২৩ ভোর ৪:৫০

জটিল ভাই বলেছেন:
প্রিয় আভী,
ছন্দময়তা হতে সড়ে যাবেন না। যদিও এটা আগের লিখা, কিন্তু আমার কাছে আপনি নিজেকে ছন্দে বেঁধে ফেলেছেন :)

০৭ ই মে, ২০২৩ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রিয় জটিল ভাইয়া। সবভাবেই লিখি। ইংশাআল্লহ ছন্দ ছাড়বো না।

এত সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর

৮| ০৩ রা মে, ২০২৩ সকাল ৭:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:



প্রতি মন্তব্যের প্রেক্ষিতে জানাতে চাই
পরিবারের সকলকে নিয়ে ভাল আছি ।

৪ মাসেরো বেশী ধরে আমার একটি পোষ্ট
পরে রয়েছে , সেটা না দেখেই বলে দিলেন
নতুন পোষ্ট দেই না ক্যারে । এখন বুঝেন
পোষ্ট কেনে দেয়া হয়না নতুন করে ।
পোষ্ট দিলেই কি আর না দিলেই কি ,
গুণে মানে তেমন ভাল হয়না বলে
সেটাতো মাসের পর মাস পরে থাকে
অনেক পাঠকের অগোচরে ।

তার চেয়ে ভাল হয় অপরের পোষ্টে গিয়ে
পাঠ করে মন্তব্যে লেখায় মনযোগ দেই
ভাল করে , মন্তব্যকে টেনে টুনে বড় করে
কবিতা গল্প আর প্রানঙ্গিক ছবি সমাহারে
একটি আস্ত পোষ্টের সমান করে নতুন
লেখার সাধ মিটাই মনের সুখে ।

শুভেচ্ছা রইল

০৭ ই মে, ২০২৩ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) আপনার পোস্ট মানেই হিট। আপনি আটদশ জনের মত না। প্রতিটি পোষ্টে তথ্য উপাত্ত থাকে । বেশ পরিশ্রমি পোস্ট। আপনার শেষ পোস্ট আমি আগে পড়তে পারিনি। একটাই সমস্যা বড় পোস্ট পড়তে সময় লাগে। সরি। তবুও বলছি নতুন পোস্ট দিয়েন। কবিতা লিখিয়েন কিন্তু

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.