|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 কাজী ফাতেমা ছবি
কাজী ফাতেমা ছবি
	সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

©কাজী ফাতেমা ছবি
হিরা মানিক চাইনা কিছু
সাগর সেঁচে ঝিনুক দিবি?
ঝিনুক থেকে দুটো মুক্তো
কানে আমার পরায় দিবি?
রঙবেরঙের শামুক ঝিনুক
আঁচল আমার দিবি ভরে?
আমায় নিয়ে হাঁটবি প্রিয়
বালির পথে হাতটি ধরে?
শৈবাল ধরা প্রবাল এনে
দিবি আমার হাতের মুঠোয়?
তোর প্রেমের ঐ সুখের নূড়ি
দেখবি আমার মনে লুটোয়
শঙ্খ এনে দিবি আমায়
শুনাবি কি ঢেউয়ের গর্জন
কানে কানে বলবি আমায়
তুই যে আমার প্রিয় সুজন?
পাশটি ঘেঁষে দাঁড়িয়ে তুই
সূর্যের অস্ত দেখাবি কি?
রক্তিম আভার গোধূলীয়ায়
স্বপ্ন মনে আঁকাবি কি?
সমুদ্দুরের নীলের জলে  
কাটবি সাঁতার আমায় নিয়ে?
উথাল পাথাল ঢেউয়ে ঢেউয়ে
পড়বে দেখিস সুখ উছলিয়ে।
শুন্ না প্রিয় আমায় নিয়ে
সমুদ্দুরে যাবি নাকি?
যাইনি আমি কভু সেথায়
শুন্ প্রিয় আর দিস না ফাঁকি!
(০৩/০৫/২০১৬)
 ৩১ টি
    	৩১ টি    	 +৭/-০
    	+৭/-০  ০৭ ই মে, ২০২৩  বিকাল ৩:৪৩
০৭ ই মে, ২০২৩  বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
২|  ০৩ রা মে, ২০২৩  রাত ৯:৪৪
০৩ রা মে, ২০২৩  রাত ৯:৪৪
ঢাবিয়ান বলেছেন: বেশ ঝরঝরে হয়েছে কবিতা । ++
  ০৭ ই মে, ২০২৩  বিকাল ৩:৫১
০৭ ই মে, ২০২৩  বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ঢাবিয়ান
ভালো থাকুন
৩|  ০৩ রা মে, ২০২৩  রাত ৯:৪৫
০৩ রা মে, ২০২৩  রাত ৯:৪৫
জিনাত নাজিয়া বলেছেন: খুবই সুন্দর কবিতা। ধন্যবাদ আপু।
  ০৭ ই মে, ২০২৩  বিকাল ৩:৫৪
০৭ ই মে, ২০২৩  বিকাল ৩:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপুন
ভালো থাকুন 
ফি আমানিল্লাহ
৪|  ০৩ রা মে, ২০২৩  রাত ১০:৪১
০৩ রা মে, ২০২৩  রাত ১০:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: 
- এক নিমিশে পড়ে ফেলা গেলো চমৎকার কবিতা খানি।
  ০৭ ই মে, ২০২৩  বিকাল ৩:৫৫
০৭ ই মে, ২০২৩  বিকাল ৩:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সোহেন ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
  ০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:০২
০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সোহেন ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৫|  ০৩ রা মে, ২০২৩  রাত ১১:০৮
০৩ রা মে, ২০২৩  রাত ১১:০৮
শেরজা তপন বলেছেন: আমার কাছেও বেশ ভাল লাগল। এমন ছন্দবদ্ধ কবিতা আর তেমন কেউ লেখেনা।
  ০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:০৫
০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ তপন ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৬|  ০৩ রা মে, ২০২৩  রাত ১১:১৩
০৩ রা মে, ২০২৩  রাত ১১:১৩
আরোগ্য বলেছেন: ছোটবেলার কথা মনে পড়ে গেল,  সেই স্কুলে থাকতে একবার গিয়েছিলাম আর সময় সুযোগ হয়ে ওঠেনি।
সুজন তো আমার এক কাজিনের নাম    ।
 । 
কবিতা সুন্দর সহজ ও সাবলীল হয়েছে। +
  ০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:০৬
০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি একবারও যাইনি।  
 
সেই সুজনরে কইয়েন তারে নিয়া কোবতে লিখছি
থ্যাংকিউ সো মাচ আপু
ভালো থাকুন অনেক অনেক
৭|  ০৪ ঠা মে, ২০২৩  রাত ১২:২৬
০৪ ঠা মে, ২০২৩  রাত ১২:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতা। পড়তে ভালো লাগল।
  ০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:০৬
০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুজন ভাইয়া ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন সবাইকে নিয়ে
ফি আমানিল্লাহ
৮|  ০৪ ঠা মে, ২০২৩  ভোর ৪:১৩
০৪ ঠা মে, ২০২৩  ভোর ৪:১৩
জটিল ভাই বলেছেন: 
এবারের কবিতা সাধারণ হয়নি আভী 
  ০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:০৯
০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন জটিল
ফি আমানিল্লাহ
৯|  ০৪ ঠা মে, ২০২৩  সকাল ৭:৪২
০৪ ঠা মে, ২০২৩  সকাল ৭:৪২
ডঃ এম এ আলী বলেছেন: 
২০১৬/১৭ সনের কবিতা ক্যনে 
ফিরে ফিরে আসছে নতুন করে 
বেলাভুমে পড়ে থাকা ঝিনুক যদি মুক্তা হয় 
 দিন যদি রাত হয়, রাত যদি হ’য়ে যায় দিন
বালুকারাশি  পথ হয় যদি দিকচিহ্নহীন
কক্সবাজার কুয়াকাটা  হিমছড়ি টেকনাফ 
সিবীচ আর প্রবাল পাথরের উপর দিয়ে 
সমুদ্রের দিকে হেটে যেতে যেতে ভাবনা
এখানে ডেও আছে যে কবিতা শোনাবে আজ 
ডেও মারিয়ে সমুদ্র স্নান শেষে ঘরে ফিরে
রাতজেগে ভেবে রাখা, আজকের ভাবনা
কালকের কাগজে হয়ত  উঠবে ফুটে
হায় আমাদের নতুন  কবিতা কোথায় ?
দিনের আলোতে সেকি মুখ লুকায়
কোনদিন তাকে আর পাব নাকি ফিরে।
নতুন করে লেখার আগে কি সময়  প্রয়োজন
হবেনা কি নতুন কবিতা লেখা আরো কিছু দিন  
কামনা করি নতুন কবিতায় ভরে যাক ব্লগ ভুবন
শুভেচ্ছা রইল
  ০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:১২
০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন লিখি। কিন্তু আগের লেখাগুলো কেন জানি ভালো লাগে। হয়তো স্মৃতি রোমন্থণ করি বলে। আর এগুলো মনে করিয়ে দেয় ফেসবুক। নতুন কবিতা তেমন যুইত হয় না। আগে সময় পেতাম লেখার । এখন সময় নাই। 
তবুও নতুন কবিতা পোস্ট করবো ইংশাআল্লাহ
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন
একটি ছবি ব্লগ চাই আপনার কাছে।
১০|  ০৪ ঠা মে, ২০২৩  সকাল ৯:৩৬
০৪ ঠা মে, ২০২৩  সকাল ৯:৩৬
শাওন আহমাদ বলেছেন: বাহ! দারুণ হয়েছে আপু।
  ০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:২০
০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ শাওন আহমাদ 
ভালো থাকুন ভাইয়া জি
১১|  ০৪ ঠা মে, ২০২৩  দুপুর ১:০৯
০৪ ঠা মে, ২০২৩  দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: পড়লাম।
  ০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:২০
০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সওয়াবের কাম করেছেন জনা
ভালো থাকুন স্বপরিবারে
১২|  ০৪ ঠা মে, ২০২৩  দুপুর ১:২৪
০৪ ঠা মে, ২০২৩  দুপুর ১:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: বাহ বেশ ছন্দময়।
  ০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:২১
০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভালো থাকুন
১৩|  ০৪ ঠা মে, ২০২৩  বিকাল ৫:০৯
০৪ ঠা মে, ২০২৩  বিকাল ৫:০৯
সোনালী ডানার চিল বলেছেন: সুন্দর-
  ০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:২১
০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ চিল
ভালো থাকুন সবাইকে নিয়ে
১৪|  ০৭ ই মে, ২০২৩  বিকাল ৩:৪৬
০৭ ই মে, ২০২৩  বিকাল ৩:৪৬
গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার অভিপ্রায়, সুন্দর কবিতা!
  ০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:২২
০৭ ই মে, ২০২৩  বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ
১৫|  ১১ ই মে, ২০২৩  সকাল ১১:১৮
১১ ই মে, ২০২৩  সকাল ১১:১৮
সোনালি কাবিন বলেছেন: দারুণ !
  ১৪ ই মে, ২০২৩  সকাল ১০:১৯
১৪ ই মে, ২০২৩  সকাল ১০:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ সোনালী কাবিন
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০২৩  রাত ৯:৩৬
০৩ রা মে, ২০২৩  রাত ৯:৩৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যাইনি আমি কভু সেথায়

শুন্ প্রিয় আর দিসনা ফাঁকি!
.......................................................
প্রিয় মানুষ কখনো ফাঁকি দেয় নাকি
তা তো জানি না !!! ?
==========================
তবে কবিতা চমৎকার ++