নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আমায় ভিজতে বলো না এবেলা=

১২ ই মে, ২০২৩ রাত ১২:১০



©কাজী ফাতেমা ছবি
=আমায় ভিজতে বলো না এবেলা=
আমায় আর বলো না বৃষ্টিস্নানে মত্ত হতে
তার চেয়ে ঢের মেয়েবেলার স্মৃতি ঘরে ফিরে যাই
উথাল হাওয়া আমায় করে দিতো এলোমেলো সেবেলা
হুম, এলোমেলো হয়েছিলাম।
অগুছালো আমি জলের আয়নায় দেখেছি আমার মুখোচ্ছবি
আহা সেই নিষ্পাপ মুখ, যেনো ঝর্নার জল কলকলানি।

এবেলা বৃষ্টিতে ভিজতে বলো না
বড্ড ভয় মনে, বজ্রনিনাদ আত্মা কাঁপিয়ে দেয় আমার
তার চেয়ে বৃষ্টি আসার আগেই ফিরে যাই চেনা পথ ধরে নীড়ে
বৃষ্টির সাথে সখ্যতা সেতো মেয়েবেলার ছিলো,
নয়নাভিরাম বৃষ্টির ধারায় ভিজে ভিজে জলে ভেজা পাতার সাথে পাততাম মিতালী,
ভিজতে বলো না আর গ্রীষ্মের বারিধারায়।

এ তুমি বলতেই পারো, বৃষ্টি এলেই কিশোরী হয়ে যাও;
আমি ফিরে যাই কিশোরী বেলায়
বৃষ্টির ক্যানভাসে এঁকে দেই জল নুপুর পা ছাপ,
বৃষ্টির রঙে নিজেকে সাজিয়ে আমি কাঁপুনি জ্বর হতাম
ভেজা দিনে হতাম বিছানায় লেপ্টে থাকা বিছানার ছবি
তুমি বৈশাখের জলে ভিজতে বলো না।

হ্যাঁ বলে,দাও, যেখানে খুশি সেখানে যেতে আমায়
আর বলো, ফিরে এসো বৃষ্টিতে ভিজে,
দিয়ে দাও স্বাধীনতা....
আমি ফিরে যাব মেয়েবেলা,
মেখে নেবো বৃষ্টির ঘ্রাণ গায়ে, জীবনের রঙ আনবো ফিরিয়ে
আলো আঁধার, প্রজাপতি ফড়িং আর অবারিত সবুজের
প্রান্ত ছুঁয়ে
আমি ভিজে আসব ফিরে অকৃপণ বৃষ্টির জলে
আমায় এবেলা ভিজতে বলো না।

শৈশবে ফিরে যেতে বলো, তারণ্যে ফিরে যেতে বলো
বলো চলে যাও কৈশোরে;
যৌবনের উচ্ছ্বলতায় ফিরে যেতে বলো,
ফিরে যেতে বলো আমায় জোছনা ঝরা প্রহরে,
ঝলমলানি প্রভাতের আলোয়
দুপুরের ঝাঁঝা তেজোদীপ্ত দুপুরে
অথবা বিকেলের মিঠে রোদ্দুরে আর
রক্তাভার গোধুলিয়ায়।

আমায় ফিরে যেতে বলো মেয়েবেলার বৃষ্টি ভেজা দিনে
আহা সেই সেই দিনগুলি আমার
কৈশোর আর তারণ্যের মনোহারী দিনের আদি থেকে অন্ত
আরেকবার দেখে নিতে চাই, শিখে নিতে চাই জীবন
আমায় আর গ্রীষ্মের বৃষ্টিতে ভিজতে বলো না।

১১-০৫-২০১৮

মন্তব্য ১৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০২৩ সকাল ৮:০৩

শেরজা তপন বলেছেন: আহ্‌ দুরন্ত সেই কৈশোর- সেটা হোক ছেলেবেলায় কিংবা মেয়েবেলায়!
অল্প কথায় ফুটিয়ে তুলেছেন হৃদয়ের তীব্র আকুতি।

অ.ট. মডুর যেভাবে ভুল ধরছেন, তাতে আমি ভয় পাচ্ছি আপনার পোস্টে মন্তব্য করতে :)

১৪ ই মে, ২০২৩ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর তপন ভাইয়া

কিন্তু আর কেউ কিছু বললো না। অথচ যারা লিখা পাঠিয়েছেন তাদের লিখা মান সম্মত না বলেছেন মডু । উনারা কারা কে জানে যে এখানে মান সম্মত লিখেন আর লিখা পাঠানোর বেলা গার্বেজ লিখা পাঠিয়েছেন।

২| ১২ ই মে, ২০২৩ সকাল ১০:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা। বর্ষার আগমন বার্তা পাওয়া যাচ্ছে মনে হয় আপনার কবিতা থেকে। কিন্তু ছবিতে ছাতি আছে। ছাতি থাকলে ভিজবে কীভাবে? :)

১৫ ই মে, ২০২৩ রাত ৯:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত বড় মন্তব্য করলাম, পোস্ট দিলাম, দেখি লগ আউট হয়ে গেছি, কেমুনডা লাগে কইন চাইন দেহি।

মোখা আইলো, বৃষ্টি আইলো না তো, ঝুম বৃষ্টি চাই।

থ্যাঙ্কিউ সো মাচ ভাইয়া।

৩| ১২ ই মে, ২০২৩ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: বৃষ্টিতে ভেজার একটা বয়স আছে। সব বয়সে বৃষ্টিতে ভেজা যায়া না। মানায় না।

১৫ ই মে, ২০২৩ রাত ৯:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: বৃষ্টিতে বুড়া বয়সে হুমায়ুন আহমেদও ভিজেছেন। ভিজতে বয়স লাগে না। বৃষ্টির পানি হইল আল্লাহর নিয়ামত।
ধন্যবাদ

৪| ১২ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:২২

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

১৫ ই মে, ২০২৩ রাত ৯:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

৫| ১৩ ই মে, ২০২৩ সকাল ১১:০৪

গেঁয়ো ভূত বলেছেন:
অনবদ্য ভাল লাগা কবিতা। সুন্দর সৃষ্টি।

১৫ ই মে, ২০২৩ রাত ৯:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভূত ভাই। ভালো থাকুন

৬| ১৩ ই মে, ২০২৩ দুপুর ২:১২

শাওন আহমাদ বলেছেন: আহ! কৈশোর! ভালো লিখেছেন আপু।

১৫ ই মে, ২০২৩ রাত ৯:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেই সময়গুলো খুব ভালো ছিল আনন্দের ছিল। থ্যাঙ্কিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

৭| ১৪ ই মে, ২০২৩ সকাল ১১:৩৫

জটিল ভাই বলেছেন:
এতো সুন্দর লিখায় ছন্দ মেলাতে পারলাম না :(

১৫ ই মে, ২০২৩ রাত ৯:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগের লেখা তো। ছন্দ লিখবাম ইংশা আল্লহ। জাজাকাল্লাহ খইর।

৮| ১৫ ই মে, ২০২৩ রাত ১১:১৯

শেরজা তপন বলেছেন: নি সবাইকে 'গয়েরহ' খাতায় ফেলে দিয়েছেন। লেখা একখানা আমিও পাঠিয়েছিলাম। আমার নিজের লেখা নিয়ে কোন উচ্চাশা নেই তাই মাইন্ড খাই নাই :)

১৬ ই মে, ২০২৩ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা
আপনার মনে আছে
সেরা লেখকদের তালিকা প্রকাশ করা হইছিল একবার, আপত্তি তুললে শেষে আবার নাম চাওয়া হইছিল

সেদিনের নির্বাচিত লেখকদের নাম মনে হলে এখনো হাসি পায় :)

৯| ১৬ ই মে, ২০২৩ রাত ৯:২২

তানভির মুস্তফা রুদ্র বলেছেন: অসম্ভব রকমের সুন্দর একটা কবিতা! ভালো লাগল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.