নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ইচ্ছেরা উড়ে মন আকাশে=

০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৫৮



©কাজী ফাতেমা ছবি
১। ইচ্ছেরা উড়ে মন আকাশে
সময়ের কোলে মাথা রেখে বড্ড অবুঝ হতে ইচ্ছে করে,
আনমনা হতে ইচ্ছে করে, ভাবতে ইচ্ছে করে
কল্পনার সমুদ্দুরে নীল জলে ভাসতে ইচ্ছে করে,
কিছুটা আবেগী হতে ইচ্ছে করে,
সব ইচ্ছেই আজ স্তব্ধ, পাথর সমাধান।



২। চলো আজ অবুঝ হই, ফিরে যাই অতীতে=
চলো ছেলেবেলায় ফিরে যাই,
চলো অবুঝ হই, বয়সটাকে করি বোতলবন্দি,
একটুখানি লুকাই শৈশব অথবা কৈশোরে,
খেলি গোল্লাছুট, দৌঁড়ঝাপ দিন আহা,
বয়স হোক না আশি, চলো কুড়িতে যাই ফিরে।

চলো সব হতাশা ভুলে একটু বাঁচি;
অসুখী সময়ের হাতছানিতে আজ না হয় সাড়া না দেই;
আরে বাবা, বয়স হোক না মধ্য,
চলো কানামাছি ভোঁ ভোঁ দিনে ফিরে যাই,
একটু না হয় বাঁচি, উচ্ছ্বাসে উল্লাসে।

চলো মেঘবালিকা হই, দৌঁড়ি ধুলোওড়া পথে পথে
ছোট ছোট সুখ কুঁড়াই মেয়েবেলার ফুল তোলা ফ্রকে;
সময়টাকে ঠিক দেই থামিয়ে, চলো থামাই,
বেঁধে রাখি সময়, পিছনে যাই একদম পিছনে
যেখানে হাডুডু দিন, যেখানে দাঁড়িয়াবান্ধা সুখ দিন
ডাকে হাত বড়িয়ে।

চলো ঘুড়ি উড়াই খোলা মাঠে, দৌঁড়াই আর দৌঁড়াই,
বুনোফুল কেটে কুচি কুটি করে করি রান্না,
চলো ফিরে রান্নাবাটি খেলাঘরে, ইটের মসলা পিষি,
বালির ভাতে হাত ডুবিয়ে মিছেমিছি তুলি তৃপ্তির ঢেঁকুর,
সম্মুখে তাকিয়ে চলো ফিরে যাই পিছনে।

চলো ভিজি, অঝোর ধারার বৃষ্টিতে, একটু অবুঝ হই
নিজেকে বানাই ছোট্ট, চাঁদের আলোয় স্নান করি,
সবুজ মাঠে শুয়ে তারা গুনি, একটু আহ্লাদি হই;
চলো ছুটি ফড়িংয়ের পিছু, সুতো বাঁধি লেজে।
চলো ফিরে যাই পিছনে যেখানে বিছানো আছে
শিমুল ফুল, কামিনীর ঘ্রাণ মাখানো শুভ্র পাপড়ি
আর শিউলী বিছানো ধুলো।

আতঙ্ক ভুলে বন্ধ চোখে মুগ্ধ হই স্মৃতিঘরে শুয়ে,
একটু হাসি, মৃদু অথবা অট্ট
আজ না হয় বয়সটাকে দেই থামিয়ে,
সময়ের লেজে বেঁধে রাখি সুতো, সময় হয়ে যাক
মেয়েবেলার লাল ফড়িং,
আজ না হয় হলামই বা একটু অবুঝ, আবেগী আর আহলাদী।
(০৯/০৬/২০২০)

মন্তব্য ২৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২৩ রাত ৯:১৬

ইসিয়াক বলেছেন: এখন বৃষ্টিতে ভিজে বাড়ি পৌঁছলাম ।

পোস্ট ভালো লাগলো।

১৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: বৃষ্টি কয়েকদিন যাবত হওয়াতে শান্তিতে আছি আলহামদুলিল্লাহ

ধন্যবাদ ভাইয়া জি

২| ০৯ ই জুন, ২০২৩ রাত ৯:১৬

গেঁয়ো ভূত বলেছেন: আপু তোমাকে একটা টাইম মেশিন কিনে দেবো।

১৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: দিলে ভালো হইতো এখানে আর ভাল্লাগে না । এত কাজ কাজ আর কাজ

থ্যাংকিউ সো মাচ

৩| ০৯ ই জুন, ২০২৩ রাত ৯:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:



বৃষ্টির জন্য দোয়া কাজে এসেছে মনে হয়!

১৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে
খুব আরাম

ধন্যবাদ আপনাকে

৪| ০৯ ই জুন, ২০২৩ রাত ১০:৪৭

জ্যাক স্মিথ বলেছেন: আকাশে উড়ে যান ডানা মেলে।

১৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: গানটা শুনবো সময় করে । উত্তর দেয়ারও টাইম পাই না

ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

৫| ০৯ ই জুন, ২০২৩ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

৬| ০৯ ই জুন, ২০২৩ রাত ১১:৪২

শাওন আহমাদ বলেছেন: বাহ! ঘোর লাগানো মুগ্ধতা।

১৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

৭| ১০ ই জুন, ২০২৩ রাত ১২:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বেশ।

১৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সৌরভ ভাইয়া
ভালো থাকুন

৮| ১০ ই জুন, ২০২৩ সকাল ৮:৫৬

শেরজা তপন বলেছেন: শৈশবের স্মৃতিকথার থিম সঙ #২ নম্বরটা হলে বেশ হয়।

১৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সোনাবীজকে বলতে হবে সুর করতে

থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
উত্তর লেইট সরি

৯| ১০ ই জুন, ২০২৩ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: ওকে।

১৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে

১০| ১০ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪৫

জটিল ভাই বলেছেন:
একদমই সাধারণ নয়।

১৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যংকিউ সো মাচ
আপনার কোন পোস্ট পড়ার টাইম পাচ্ছি না সরি

১১| ১১ ই জুন, ২০২৩ রাত ১২:১৪

ডঃ এম এ আলী বলেছেন:



যত পারুন উড়োন ও পরিমানমত বৃস্টিতে ভিজুন ।
জানলে অবাক হবেন, নিয়মিত ১০-১৫ মিনিট বৃষ্টিতে ভিজলে কি কি উপকার হয়।
এ বিয়য়ে কিছু তথ্য সন্নিবেশ করা হলো ।

স্বাস্থ্যকর চুল
বৃষ্টির পানিতে প্রাকৃতিকভাবে অ্যালকালাইন থাকে, যা চুলের ক্লিনজার হিসেবে কাজ করে। এটি চুলের গোড়া থেকে
সব ময়লা ও খুশকি দূর করে।

ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে
ভারি বর্ষণের সময় পরিবেশে যে জলীয় বাষ্প থাকে তা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কেবল তাই নয়, বৃষ্টির পর
জলীয় বাষ্প বেড়ে যাওয়ার ফলে পরিবেশে থাকা একাধিক ক্ষতিকর জীবাণুর কর্মক্ষমতাও কমে যায়। ফলে ত্বক
হয় আরও উজ্জ্বল ও নমনীয়। ত্বকের হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে পেতে বৃষ্টি দারুণ কাজ করে।

ভিটামিন বি-১২
বৃষ্টির পানির মধ্যে কিছু অণুজীব থাকে যারা তাদের বিপাক প্রক্রিয়ার মাধ্যমে ভিটামিন বি-১২ তৈরি করে।
সুতরাং যদি কারো ভিটামিনের অভাব থাকে; তাহলে তিনি নিয়মিত ১০-১৫ মিনিট বৃষ্টিতে ভিজতে পারেন।

দেহের টক্সিন উপাদান দূর করে
বৃষ্টির পানি পান করলে শরীরে জমে থাকা টক্সিন বের হয়ে যায়। সেই সঙ্গে হজম ক্ষমতার উন্নতি ঘটে।

শ্বাস-প্রক্রিয়া উন্নত করে
বৃষ্টির সময় হাওয়া-বাতাস বিশুদ্ধ থাকে। তাই এ সময়ে দেহে প্রবেশ করা বায়ু আমাদের শ্বাসপ্রক্রিয়ার উন্নতি ঘটায়।
সেই সঙ্গে দূর হয় শরীরে অবস্থান করা বাজে টক্সিন।

কানের সমস্যার সমাধান
বৃষ্টিতে ভিজলে কানের সব ধরনের সমস্যা দূর হয়। কান ব্যথা বা ইনফেকশন সারানোর ক্ষেত্রে বৃষ্টির পানি বেশ
উপকারী। তবে মাত্রাতিরিক্ত ভিজলে বা বাতাস থাকলে ঠান্ডা লেগে যেতে পারে।

মানসিক অবসাদ কমায়
বৃষ্টির সময় মাটির যে গন্ধ বের হয় তার ঘ্রাণ কখনো নাকে এসেছে? এই গন্ধ যতটা পারেন মন-প্রাণ ভরে শরীরের
ভেতর নিন, দেখবেন মন আপনাআপনিই ভালো হয়ে যাবে।

মন খুশি হয়
বৃষ্টিতে ভিজলে শরীরে এন্ডোরফিন ও সেরাটোনিন নামক হরমোনোর ক্ষরণ হয়, যা আমাদের আনন্দের অনুভূতি দেয়।
এ কারণে বৃষ্টিতে ভিজলে সব দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই সুযোগ পেলেই ঝুম বৃষ্টিতে
ভিজতে পারেন।

তথ্য ও ছবি সুত্র : নেট হতে ।

শুভেচ্ছা রইল

১৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ কী উপকারি মন্তব্য

কিন্তু যে ঠাঠা মারে । ভয়ের চোটে বৃষ্টিতে ভিজা যায় না এখন। বারান্দায় গিয়া ছবি তুলমো তারও উপায় নেই। বিজলী চমকানোর সাথে সাথে ভাইজ্ঞা যাওন লাগে।

বৃষ্টির উপকারিতা এখনকার পোলাপানের কামে লাগবে না। কারণ তারা ফার্মের মুরগি। দুই ফোটা বৃষ্টির পানি পড়লে ব্যস সর্দি জ্বর।

আর আমরা সারাদিন ভিজলেও আলহামদুলিল্লাহ কিছু হয় না।

ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

১২| ১৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লিখেছেন আপু ‌। পোস্টে লাইক।

১৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.