নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
মন আমার আবেগে ভরপুর,
মন আমার উদাসী দুপুর,
মন কেন হয় কাশফুল, মন নরম নরম,
মনের বাড়ি স্নিগ্ধ মনোরম।
মন যেন শরতের পেঁজাতুলো মেঘ,
মন অস্থির, উড়ো উড়ো, মনের নাগাল পেতে, পেতে হয় বেগ,
নরম মনের কিনার ঘেঁষে আছে এক স্বপ্নপুরী,
আর আছে নীল আকাশ, মন উড়ে হয়ে রঙিন ঘুড়ি।
মন যেন কল্পপুরীর রাণী,
রুনুঝুন নুপুর ঝংকারে নৃত্য তুলে মন খানি;
মন যেন স্বচ্ছ জলে সাঁতার কাটা হাঁস,
মন জুড়ে তবে কেন এত দীর্ঘশ্বাস!
মন ছুঁতে চায় পাথর, ছুঁলেই ভেঙ্গে মন চুরমার
আবেগ চুয়ে পড়ে, ঘটে যায় কান্ড ধুন্ধুমার;
মন যেন কাঁচ চুড়ি, অল্প আঘাতেই গুঁড়ো গুঁড়ো,
কারো তিতে কথার ছোঁয়ায় মন যেন অশীতিপর বুড়ো।
মন আমার কাশফুল, বৃষ্টি ভেজা দিন,
অল্প কষ্টেই মনের তারে ব্যথা বাজে রিনরিন;
মন আমার আঁধার কালো মেঘের মতন,
মন মুগ্ধতায় সাজাই করে কতই না যতন;
মন বেহায়া বড়, বিগড়ে যায় এবেলা ওবেলায়
আবেগী মন তাই, বারবার ভাসে বিষাদের ভেলায়।
মন আমার আসমানী রঙ আকাশ,
মনের বাড়িতে তুলো মেঘেদের বসবাস,
বয়স অশীতিপর অথচ মন যেনো ঊনিশ কুড়ি,
মন আমার কাশফুল, মন আমার শরত
মন আমার রিনিঝিনি রঙিন কাঁচের চুড়ি।
(স্যামসাং, গ্রীণ মডেল টাউন, ঢাকা)
২২ শে জুন, ২০২৩ দুপুর ২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু এতই ব্যস্ত যে , ছবি দেয়ার সময়ই নাই। এই ব্যস্ততা আদৌ কমবে কি না জানি না। আপু আগামী মাসে তাসীনের বাপকে নিয়ে ইন্ডিয়া যাবো চিকিৎসার জন্য । দোয়া করো আমাদের জন্য।
২| ২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতায় মন ভরেছে।
২২ শে জুন, ২০২৩ দুপুর ২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
সনেট লিখছেন না, লিখেন আবার
৩| ২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতাটি পড়ে মুগ্ধ হলাম। মনের হরেক রকম বিবর্তন সক্রিয় মনকে মনেই আবদ্ধ করে রাখে।
২২ শে জুন, ২০২৩ বিকাল ৩:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া ফি আমানিল্লাহ
৪| ২১ শে জুন, ২০২৩ রাত ৮:১০
মনিরা সুলতানা বলেছেন: দারুণ নীলনীল আকাশ।
২২ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপু। আপনাকে অনেকদিন পরে দেখলাম
ভালো থাকুন
৫| ২১ শে জুন, ২০২৩ রাত ৮:২৭
রাজীব নুর বলেছেন: সব বুঝলাম। ।
''স্যামসাং, গ্রীন মডেল টাউন ঢাকা'' এটার মানে কি?
২২ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবির লোকেশন আর ডিভাইসের নাম
ধন্যবাদ
৬| ২১ শে জুন, ২০২৩ রাত ৮:৪১
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম আপা।
মাশায়াল্লাহ। ভালো লেগেছে।
২২ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম ভাইয়া
অনেক ধন্যবাদ ভালো থাকুন ফি আমানিল্লাহ
৭| ২২ শে জুন, ২০২৩ রাত ১২:৩৫
বিষাদ সময় বলেছেন: বুঝলাম, এক কথায়- আৃপনি আসলে অনেক বড় মনের মানুষ........
২২ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই মনটা অনেক বড় সব মিলিয়ে সেখানে আকাশ পাহাড় সমুদ্র সব কিছুর জায়গা হয়
থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন
৮| ২২ শে জুন, ২০২৩ সকাল ৯:১১
শেরজা তপন বলেছেন: কবিতা ভাল হয়েছে- কিন্তু আষাঢ়ে শরতের ছবি কেন?
২২ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাতো জানি না। ফেসবুক মেমরিতে পেলাম
২০২১ সালে মনে পোস্ট মারছিলাম
থ্যাঙকিউ সো মাচ ভালো থাকুন
৯| ২২ শে জুন, ২০২৩ বিকাল ৩:৩৬
জটিল ভাই বলেছেন:
কবিতা বরাবরের মতোই সাধারণ হয়নি। তবে বর্ষায় শরৎ-এর আবেশ বেশ জমলো
২২ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
আমার আসলে শরত কালই ভাল্লাগে বেশী আকাশটা কী সুন্দর থাকে
ভালো থাকুন ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০২৩ বিকাল ৫:১৫
মিরোরডডল বলেছেন:
ছবিপুর পোষ্টে অনেক ছবি থাকে, আজ নেই যে!!